User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
জীবন চলার পথে প্রতিনিয়ত দেখা দেয়, অভিজ্ঞতার তারতম্যের ভিত্তিতে বুদ্ধির তীক্ষ্মতা; অপরের মনােজগৎকে জয় করার সক্ষমতা কিংবা অক্ষমতা; সহজাতভাবে এক নারী আরেক নারীর প্রতি ঈর্ষাপরায়ণ কেন, সেই চিরায়ত সত্য; প্রেম-বিরহ, বিশ্বাস-অবিশ্বাস, লােভ-নির্লোভ, শ্রেণি বৈষম্যবােধসহ ইত্যাকার অসংখ্য দিককে উপলব্ধির রংয়ে রাঙিয়ে দেওয়াই রমণীদ্বয় উপন্যাসের মূল উপজীব্য বিষয়। আবার প্রেম, বিয়ে, সংসার জীবন ও কর্ম জীবনের প্রতিটি ক্ষেত্র যে স্বতন্ত্র, তাও দিক-নির্দেশ করা হয়েছে এখানে। একইসাথে এ উপন্যাসে আছে উপমা ও উৎপ্রেক্ষার লক্ষ্যভেদী দিকটিও। এছাড়া এটি রম্যরসে ভরপুর। কাজেই এ গ্রন্থটি পাঠ শেষে পাঠককুলের মনে সুদীর্ঘকাল দাগ কাটবেই, এটা নিশ্চিতভাবে বলা যায়। উপন্যাসটির কেন্দ্রীয় দুটি চরিত্র- ইকবাল ও সালমা। দুজনেই দুই মেরুর হওয়া সত্ত্বেও উভয়েই প্রেম, বিয়ে ও সংসার জীবনে যারপরনাই সূখী হয়। কিন্তু সময়ের প্রয়ােজনে প্রতিটি মানুষ যেভাবে বিন্দু বিন্দু করে তার প্রকৃত সহজাত হিংস্র রূপ ধারণ করে, ঠিক তেমনিভাবে ইকবাল ও সালমার জীবনেও তা দেখা দেয়। আর এর পরিণতি হলাে, উভয়ের মধ্যে চিরতরে বিচ্ছিন্নতাবােধ । অতঃপর এ বিচ্ছিন্নতাবােধকে ব্ল্যাকমেইল করে স্বার্থ হাসিল করতে চায় ধুরন্ধর নারী কোহিনূর। কিন্তু বিধিবাম! ইকবালের কঠোর অবস্থানে তা ভেস্তে যায়। এখানেও আসে বিচ্ছিন্নতাবােধ। এভাবে উপন্যাসের কাহিনি এগােতে থাকে দুই নারীর হিংস্রতাকে অতিক্রম করে। অতঃপর ন্যায় ও সত্যের বিজয় নিশ্চিত করে ইকবাল নামের মূখ্য চরিত্রটি। এটাই হলাে প্রকৃতির প্রতিশােধ। এই অদৃশ্য দিকটিকে নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত করে তুলেছেন। লেখক। যা পাঠকের একমাত্র প্রাপ্তি।