User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By ইশতিয়াক আহমেদ

      23 Jun 2023 12:56 PM

      Was this review helpful to you?

      or

      খুব সুন্দর লেখনী

      By MD GOLAM RABBANI

      10 May 2022 05:27 PM

      Was this review helpful to you?

      or

      এমনিতেই সাদাত হোসেনের লিখা আমার ভালো লাগে। আর নিঃসঙ্গ নক্ষত্র আমার কাছে অসাধারণ লেগেছে।

      By Injamamul Islam Hridoye

      06 Apr 2022 11:39 AM

      Was this review helpful to you?

      or

      Average

      By Md.Mijanur Rahman

      17 Mar 2022 11:43 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By M. A. Prince

      10 Aug 2021 06:46 AM

      Was this review helpful to you?

      or

      Boi ti er Ending ar akto valo hote parto

      By Sabuj Morol

      11 Jun 2021 04:01 PM

      Was this review helpful to you?

      or

      হ্যাঁ

      By Mst Fatema Akther

      07 Jun 2021 09:41 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটা বই,কয়েকবার কান্না চলে এলো চোখে কিন্তু বুঝতেই পারলাম না।।আর একটা মেয়ের কষ্টের জীবনের গল্প, সংগ্রামের ইতিহাস, ভ্রাতৃত্বতা,মায়া,দুঃখ, আনন্দে উপন্যাসটি অসাধারণ হয়ে ওঠে।।।।।

      By Rukaiya Afrin

      18 May 2021 01:37 PM

      Was this review helpful to you?

      or

      ❤❤❤

      By Sharif

      06 May 2021 07:25 AM

      Was this review helpful to you?

      or

      wonderful book.

      By Tahmina Tuly

      11 Mar 2021 02:18 PM

      Was this review helpful to you?

      or

      ?

      By Ferdous Rahad Protic

      07 Mar 2021 05:35 PM

      Was this review helpful to you?

      or

      খুবই ভালো বই। পড়তে পেরে খুবই আনন্দিত হলাম।আশা করি লেখক আমাদেরকে এমন আরো নতুন মতুন গল্প লিখে আমাদেরকে মাতিয়ে রাখবেন। ধন্যবাদ লেখক আপনার সুন্দর আর মহান এ সৃষ্টির জন্য। আপনার লেখনীর ধার ও মাহাত্ম্য ছড়িয়ে পড়ুক দিগ্বিদিক। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আমার পক্ষ থেকে আপনার প্রতি।

      By Rajib

      12 Jan 2021 06:37 PM

      Was this review helpful to you?

      or

      sobkichu pete pete hariye felar sob bastob onuvuti....

      By Marjiya

      02 Oct 2020 08:34 PM

      Was this review helpful to you?

      or

      সাদাত হোসাইন এর লেখা অর্ধবৃত্ত বইটা আমি প্রথম পড়ি খুব ভালো লেগেছিল মানে এক কথায় অসাধারণ এর চেয়ে ভালো বই হতেই পারে না। নিঃসঙ্গ নক্ষত্র পড়ে আমি বাকরুদ্ধ! একজন মানুষ এতো গুছিয়ে সুন্দর করে কি করে লিখতে পারে?? বাস্তবতার সাথে খুব বেশি মিলে যায়, মূল কনসেপ্ট টাও অসাধারণ। এতো সুন্দর বই মানে কি বলবো স্পোয়লার হয়ে যাবে তাই কিছু বলছি না। এ বইয়ের একটা ও নেগেটিভ রিভিউ আছে কিনা সন্দেহ, হেটার্স রাও বলতে বাধ্য হবে সাদাত হোসাইন অসাধারণ লিখেছেন। সাদাত হোসাইন এর লেখা মানবজনম আর অন্দরমহল ছাড়া সব বই ই পড়া হয়েছে নিঃসন্দেহে এটা ওনার সেরা লেখা। এত্তো ভালো লেখা এক্সপেক্ট করি নাই। আরো ভালো লেখতে বলবো কিন্তু এর চেয়ে বেশি ভালো লেখা যায় কিনা আমি জানিনা। বইটার কথা যতই বলি না কেনো কম হবে। পরিশেষে বলবো বইটার দাম একটু বেশি হলেও পড়ার পর মনে হবে ঠিক উসুল হয়েছে টাকা। সাদাত হোসাইন এর লেখা যারা বাজে বলেন প্লিজ বইটা একবার পড়েন তাহলেই বুঝবেন। যারা প্রেমের উপন্যাস পছন্দ করেন না তারাও একটু পড়ে দেখবেন।

      By Reshmee Md. Rafique

      18 Sep 2020 04:49 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার বই।

      By Jobayed Hossen Ratul

      31 Aug 2020 10:49 PM

      Was this review helpful to you?

      or

      এককথায় বলতে গেলে মারাত্মক একটি বই!মানে কোথা থেকে কি হয়ে গেলো ভাবতেই পারি নাই!সাদাত ভাই এর লেখা মানেই মারাত্মক। কিছু কিছু জায়গায় কান্না চলে আসছিলো

      By Mehedy Hasan

      07 Jul 2020 10:50 PM

      Was this review helpful to you?

      or

      বইঃ নিঃসঙ্গ নক্ষত্র লেখকঃ সাদাত হোসাইন প্রকাশনাঃ ভাষাচিত্র কাহিনি সংক্ষেপঃ একজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত মেয়ে অনু, সংসারের প্রথম সন্তান যার বাবা ছোট বেলা মারা গিয়েছেন। মা, দুইবোন এবং ছোট ভাই অয়নকে নিয়ে একটা মধ্যবিত্ত পরিবার। পরিবারে বড় হওয়ায় সকলের ভরণপোষণের দায়িত্ব অনুর উপরে পরে তাইতো সংসারের কথা ভেবে নিজের সকল সুখ, ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে নিজের পরিবারকে আগলে রাখে। চাকরির বাজারে বসের লোলুপ মানসিকতার শিকার, পাড়ার মাস্তানের ঘৃন্য রাজনৈতিক মানসিকতার শিকার হওয়া, পূর্ণবয়স্ক হওয়া সত্বেও এখনো বিয়ে না হওয়া নিয়ে আত্মীয়স্বজনের কটু কথা শোনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। ছোট ভাই অয়ন যার এক ভয়ংকর রোগ হয়েছে। পরিবারের সবাই তার কাছে রোগটার কথা লুকিয়ে রাখলেও সে বুঝতে পারে তার একটা ভয়ংকর রোগ হয়েছে এবং সে খুব শীঘ্রই এই পৃথিবী ত্যাগ করবে। অয়ন নুহাকে ভালোবাসে নুহা কি তা বুঝতে পারে না? নাকি বুঝেও না বোঝার অভিনয় করে? অনুর জীবনে একবার ভালোবাসা এসেছিলো সে ভালোবাসার মানুষটাকে পরিবারের সুখের কথা ভেবে বিসর্জন দিতে হয়েছে। পরিবারের সবার কথা সে ভাবলেও তাকে নিয়ে ভাবার মতো কেউ নেই, একটা সময় তার জীবনে নেমে আসে একাকীত্ব। তারপরে আবার তার জীবনে আসে ভালোবাসা সে ভালোবাসার মানুষটা অনুর একাকীত্ব জীবনে সামান্য একটু সুখ হলেও আনতে পেরেছিল। মতামতঃ পার্সোনালি বইটা আমার ভালো লেগেছে পড়ার শেষে পুরো ঘটনাটা মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে অয়নের জন্যে খারাপ লেগেছে তার নোট পড়ার সময় কখন যে চোখের কোনায় পানি চলে এসেছে বুঝতেই পারিনি। কিছু কিছু ঘটনায় স্তব্ধ হয়ে গেছি তনুর জন্যেও খারাপ লেগেছে মেয়েটা সুখ খুজতে গিয়েও সুখের সন্ধান পেলো না। উপন্যাসটা পড়ার শেষে আপনার মনে এক গভীর বেদনায় ভরে উঠবে। যারা বই পড়েন আশা তারা এই বইটা পড়লে হতাশ হবেন না। সত্যি সাদাত ভাইর লেখায় যাদু আছে।

      By Maria Rashid Rinty

      20 Feb 2020 07:33 AM

      Was this review helpful to you?

      or

      শুরুটা ছিলো সময়ের তালে তালে আগ্রহ বৃদ্ধির মতো,, মাঝের দিকে আগ্রহ কমতে থাকে কিন্তু শেষের টুয়িস্ট গুলো গল্পটাতে আবারো প্রাণের সঞ্চার করেছে যেন....খুব ভালো লিখেছেন লেখক❤

      By অল্প

      06 Feb 2020 12:33 AM

      Was this review helpful to you?

      or

      "কোথায় যাবে, তোমার মানুষ রেখে? মানুষ কেন হারিয়ে গেলে শেষে, মানুষ পাওয়া শেখে?" এরকমটা কখনো হয়েছে, আপনি হাজারো মানুষের ভেতরে আছেন তবুও আপনার মনে হচ্ছে আপনি নিঃসঙ্গ? আপনার চারপাশে কত শত গল্প, কিন্তু আপনার নিজস্ব কোন গল্পই যেন নেই, অথবা এত বেশি গল্প যে সবই হয়তো হারিয়ে ফেলেছেন সময়ের স্রোতে। প্রত্যেকটা মানুষের জীবনে কতশত গল্প থাকে, কত বিচিত্র ধরণের গল্প, একেকটা গল্প অনেকগুলো চরিত্র। প্রতিটা চরিত্র কতটা গুরুত্ব বহন করে!  সাদাত হোসাইনের লেখা "নিঃসঙ্গ নক্ষত্র" তেমনই এক গল্প। এক নিঃসঙ্গ মানবীর গল্প। এক মানবীর জীবনের অনেকগুলো গল্প, কতগুলো চরিত্র সেসবের সাথে জড়িত, তাদের টুকরো গল্প, প্রতিটা চরিত্রের প্রভাব আর সবশেষে একটুকরো অখন্ড নিঃসঙ্গতার গল্প! এই গল্প শেষ হয়নি, আপনার বা আমার জীবনে অথবা আমাদের আশেপাশেই কোথাও চলমান এই গল্প। যত্ন করে সেটুকুই মলাটে আবদ্ধ করেছেন লেখক। রিভিউ লেখা আমার কম্ম নয়, বই পড়ে যা অনুভূতি হয় তাই লেখার চেষ্টা করি। লেখকের দ্বিতীয় বই পড়লাম, "আরশিনগর" এর গল্পে মুগ্ধ হই নি, তবে প্রকাশভঙ্গীতে মুগ্ধ হয়েছিলাম। আর এবার মুগ্ধ হয়েছি দুটোতেই। খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, পড়ার সময় গল্প যেন দ্রুতগতিতে আগাচ্ছিলো। ভালো লেগেছে গল্পটা। মন খারাপ করা উচিৎ ছিলো যদিও কিন্তু কে জানে মুখ্য চরিত্রের প্রভাবেই কিনা মন খারাপ করা আর হয়ে ওঠেনি!  ©Biniamin Piash

      By Shakhawat

      27 Jan 2020 05:23 PM

      Was this review helpful to you?

      or

      লেখকের হাতে যাদু আছে

      By Md. Meraz Hasan

      10 Jan 2020 10:12 AM

      Was this review helpful to you?

      or

      নিঃসঙ্গ নক্ষত্র বইটি যখন পড়তে শুরু করলাম তখন খুব একটা ভালো লাগছিলো না কেননা আমি তখন ও বুঝে উঠতে পারিনি আসলে বইটি কি বিষয়ে লিখা। পুরো বইটি পড়ার পরে বুঝতে পারলাম আমাদের সমাজে একটা মেয়ের অবস্থান কেমন আর যদি জন্ম হয় মধ্যবিত্ত পরিবারে তাহলে তো কথাই নে, তাকে যে পরিমান কষ্ট করতে হয় প্রতিদিন তাদের জীবনের বাস্তবতা নিয়ে বইটি লিখা হয়েছে। এটি আমাদের মেয়েদের অসহায় অবস্থা আর আমাদের সমাজের সন্ত্রাসীদের সাহায্য করার বিষয়েও তুলে এনেছে আমাদের সামনে। বইটি পুরো পড়ার পরে খুব ভালো লেগেছে।।।।

      By Tamim Siam

      23 Dec 2019 05:18 PM

      Was this review helpful to you?

      or

      এটি কোন বই নয় না এটি কোন উপন্যাস হতে পারে না। দিন শেষ প্রত্যেকটি মানুষ ঐ একা চাঁদটির মতোই একা। লেখকের ভাষায় "যে গল্প মিথ্যেও নয় আবার সত্যও নয়। আসলেই গল্পটি সত্য মিথ্যের মাঝে স্থান করে। বাবা ছাড়া একটি পরিবার এবং পরিবারের বড় মেয়ের কষ্ট করে সংসার চালানো সাথে ক্যান্সারে আক্রান্ত ছোট ভাই। মেয়েটির বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। কাউকে ভালোবাসবে সে পারে না ভালোবাসতে। তার জন্য ভালোবাসা যেনো বারন আছে। তবুও ভালোবেসে ফেলে একটি ছেলেকে। গল্পের শেষে কি হবে জানতে হলে পড়তে হবে বইটি। অবশ্যই ভালো লাগবে। জী ধন্যবাদ

      By Dr. Asif Shufian Arnab

      06 Dec 2019 04:07 PM

      Was this review helpful to you?

      or

      পাঠকের মন জয় করবার মতো উপন্যাসের এক অনন্যসাধারণ প্লট সৃষ্টিতে সক্ষম হয়েছেন লেখক।সবমিলিয়ে "নিঃসঙ্গ নক্ষত্র" এক দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় উপন্যাস;এর সুন্দর প্রচ্ছদ যেমন দর্শকের নজর কাড়ে তেমনি উপন্যাসের পটভূমি পাঠকের মন কাড়ে।যেন পড়া শেষ হয়ে যায় কিন্তু তাঁর রেশটুকু দর্শককে রেখে দেয় প্রবল এক ঘোরলাগায়।

      By Aman Ullah Nirob

      28 Nov 2019 06:40 PM

      Was this review helpful to you?

      or

      সাদাত হোসাইন এর লেখা আমার পড়া প্রথম বই এটি। একটি সম্পর্ক (পরিবার) যা মানুষের পাওয়া প্রথম ভালোবাসা। পরিবারের দায়িত্ব জিনিসটা অনেক কঠিন একটা কাজের মধ্যে একটি। খুব ভালো লাগলো বইটা পরে। বইটা নিয়েছিলাম কাজিন এর কাছ থেকে। খুব ভালো মানের উপন্যাস।

      By Sarfaraj islam

      12 Nov 2019 05:39 PM

      Was this review helpful to you?

      or

      Osadaron?

      By Abdullah Al Mamun

      10 Nov 2019 08:57 PM

      Was this review helpful to you?

      or

      বয়সটাও মোটামুটি অনেক বেড়েছে, তারপর ও বই পড়ে মনের ভিতর থেকে কষ্ট পাওয়ার ব্যপারগুলো বাদ দিতে পারি না, মনকে বুঝাই এটা তো বই একটা কাগজের লিখা মাত্র , তারপর ও কেন জানি মন বুঝে না। ধন্যবাদ -সাদাত হোসাইন আপনার জন্য ই হয়তো আরো বই পড়তে ইচ্ছে হবে। হতে ও পারে সেটা অনু-র জন্য।

      By Bayezid Hasan

      19 Oct 2019 11:20 PM

      Was this review helpful to you?

      or

      এই বইটা পড়তে পড়তে কখন যে ডুবে গেছি এর প্রতিটা চরিত্রের সাথে টেরও পাই নি। বইটি আসলেই অসাধারণ একটি বই।আমাদের আশে পাশে এমন অনেক চরিত্র আছে যাদের আমরা বইতে খুঁজে পাই। লেখক এমন কিছু চরিত্র খুঁজে পেয়েছেন। এই বইটার প্রতিটা পাতায় একটা জীবনের গল্প আছে। প্রতিটা জীবনের গল্প খুব সুন্দর ভাবে সাজানো আছে। এমন গল্প আসলে মানুষের মন ছুঁয়ে যায়। গভীরভাবে ছুঁয়ে যায় সবকিছুকে।তবে বইয়ের দামটা একটু কমানো হলে ভালো হত। পাঠক সমাজ উপকৃত হত।

      By Monayem Islam

      12 Oct 2019 12:20 AM

      Was this review helpful to you?

      or

      রিভিউঃ মধ্যবিত্ত বললে ভুল হবে! নিম্নমধ্যবিত্ত পরিবারের পিতৃহীন এক মেয়ে অনু। পরিবার বলতে তার মা সালমা বেগম,মেজো বোন তনু, সেজো বোন বেনু আর সবার ছোট ভাই অয়ন। ছোট দুই বোনের বিয়ে হয়ে গেলেও এখনও অনুর বিয়ে হয়নি। অনুর বাবা মারা যাবার পর বটবৃক্ষের মত পরিবারটাকে নিজের আঁচলের ছায়ায় আগলে রেখেছে অনু। টানাপোড়ানের মধ্যে চলতে থাকা সংসারে একদিন নেমে আসে অমাবস্যা, অয়নের হয়ে যায় মরণব্যাধি। ডাক্তাররা বলে সে আর বেশীদিন বাঁচবে না। অনুর হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ! অনু ভাবতে থাকে অয়ন কে কি তার আপনজনদের ভালোবাসা ধরে রাখতে পারবে ? নাকি মৃত্যু নামক বাজপাখিটা ছোঁ মেরে নিয়ে চলে যাবে? হাজারো দু:খ আর কর্মব্যস্ততার মাঝে এভাবেই চলতে থাকে অনুর জীবন! ঠোঁটের কোনে মাঝে মাঝে কিঞ্চিৎ হাসি দেখা গেলেও নির্মম বাস্তবতা নিমেষেই তা মলিন করে দেয়। পুরুষদের এখন সে ভরসা করতে পারে না, যা পারে সেটা হল অবিশ্বাস! কিন্ত অনুর প্রতি হাসানের নিখাদ আগ্রহ তার সেই অবিশ্বাসকে চূর্ণ করে আবার তার প্রচ্ছন্ন ভালোবাসাকে মূহুর্তেই প্রকট করে দেয়। শেষ পর্যন্ত কি হয়? তাদের মধ্যে একে অপরকে পাওয়ার যে তীব্র আকাঙ্খা সেটা আমৃত্যু থাকে নাকি কর্পূরের মত নিমেষেই উড়ে যায়? (আর বলা যাবে না, বাকিটুকু নিজে পড়ে নিতে হবে ;) ) সাদাত হোসাইন, প্রেম,দু:খ-দারিদ্র্য,রাজনীতির হালকা আভাস মিশিয়ে সৃষ্টি করেছেন -"নি:সঙ্গ নক্ষত্র"। উনার কলমের প্রতিটা আচড় পাঠকের মনে দাগ কেটে যায়। আমি জোর গলায় বলতে পারি, হাজার মানুষের ভিড়েও একজন মানুষ কিভাবে একলা হয়ে যায় সেটার যে অসাধারন বর্ননা তিনি দিয়েছেন তা পড়ে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।

      By Sultan

      09 Oct 2019 05:02 PM

      Was this review helpful to you?

      or

      এই বইটির অনেক রিভিউ আছে। অনেকেই লিখেছেন। কেউ পড়ে কেঁদেছেন। কেউ ভেবেছেন। কেউ গল্পের কোন না কোন চরিত্রের সাথে নিজেকে মিলিয়ে এক দূঃখী বোনের সাথে নিজেকে জড়িয়ে দুঃখী হয়ে, কেদে আত্মতৃপ্তি পেয়েছেন। লেখকের পড়া এটি প্রথম বই আমার। এটা কে শুধু একটি উপন্যাস বললে আমার মনে হয় অপমান করা হয়। আমাদের বর্তমান সমাজ, সমাজের অসংগতি, মধ্যবিত্ত মানুষের বেচে থাকার লড়াই, পুরুষের পাশবিকতা, অথবা ছলচাতুরী করা কোন কাছের আপনজন। লিখালিখির জন্য সস্তা সব বিষয় এগুলো, আরো নাহয় হাজার টা বই আছে এসব বিষয়ে লিখা। কিন্তু সাদাত হোসাইন এখানে জিতে গেছেন। শহুরে জীবনযাপন করা মধ্যবিত্ত মানুষগুলোর মন জয় করে নিয়েছেন তাদের মত করে ভেবে। তাদের মত সাজিয়েছেন গল্পের দৌড়। কোথায় যেন পড়েছিলাম, একজন লেখকের জন্য সবচেয়ে কঠিন অংশ হচ্ছে, যেকোন লেখা শুরু করা। প্রথম একটা পাতা। যেটা নির্ধারণ করে, পাঠক বইটি বা লিখাটি পড়তে আগ্রহী হবে কিনা। সাদাত হোসাইন এই কঠিন অংশ বেশ ভালোভাবে উতরে গেছেন। গল্প সাদামাটা, ভাষা সাবলীল। তবুও অনেকদিন পরে, একজন হুমায়ুন আহমেদ এর পরে, কোন বাঙালি লেখক কাঁদিয়েছেন। আর এতেই প্রমাণিত হয় লেখক এর লেখনশৈলী কতটা ধারালো। এক সংগ্রামী নারী অনু। সারাজীবন পরিবারের জন্য নিজের সব কিছু বিসর্জন দেওয়া মানুষের গল্প। এক বোনের গল্প, এক ভাইয়ের গল্প, কিছু নরপিশাচ এর গল্প। খুব পরিচিত গল্প। রোজ এমন গল্প চুপচাপ ঘটনায় রটে আমাদের শহরে। আমরা কি খোজ পাই? আবারো লেখক কে ধন্যবাদ খোজ দেওয়ার জন্য।

      By Rezaul Karim

      14 Sep 2019 03:29 PM

      Was this review helpful to you?

      or

      সন্ধ্যার ম্লান হয়ে আসা আলোয় অণু বললো, ‘এই যে আমার জন্য এমন করে কাঁদছো, এই যে আমাকে এমন করে চাইছো, আমি চাই এই কান্নাটা সারা জীবন থাকুক, এই চাওয়াটাও। পেয়ে গেলে চাওয়াটা আর থাকে না। কে জানে, হয়তো পাওয়াটাও না। আমার কি মনে হয় জানো?’ ‘কি?’ ‘পুরোপুরি পেয়ে যাওয়া মানে পুরোপুরি হারিয়ে ফেলা’। মাহফুজ কথা বললো না, চুপচাপ অণুর মুখের দিকে তাকিয়ে রইলো। অণু বললো, ‘এই যে তোমাকে এতো পেতে ইচ্ছে করে, এর চেয়ে তীব্র কিছু আর নেই এ জগতে। কিন্তু জানো কি, পেয়ে যাওয়ার পর পেতে চাওয়ার এই তীব্র ইচ্ছাটা আর থাকে না। তোমারও থাকবে না। আজকের এই মুহূর্তটাকে তখন মনে হবে জীবনের সবচেয়ে যুক্তিহীন, সবচেয়ে ভুল একটি মুহূর্ত। এই তীব্র চাওয়ার অনুভূতিগুলো তখন ধীরে ধীরে মরে যেতে থাকবে। মরে যেতে যেতে একসময় পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। তখন সবকিছু কেবল অভ্যাস হয়ে থাকে, অনুভূতি না’। অণু একটু থামলো। তারপর আবার বললো, ‘আমি চাইনা তুমি আমার অভ্যাস হয়ে যাও, আমি চাই তুমি আমার অনুভূতি হয়েই থাকো’। তখন সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যাচ্ছিলো দিগন্তে। সেই আভাটুকুর দিকে তাকিয়ে অণুর যেন মনে হলো সে তার বুকের বা দিকটার ভার বহন করতে পারছেনা।

      By ফয়সাল লাবীব

      01 Mar 2019 03:21 PM

      Was this review helpful to you?

      or

      কিছু কিছু বই আছে,যেগুলো পড়লেও আপনি বইয়ের চরিত্রের মধ্যেই বাস করেন। রেশ থেকে যায় অনেকদিন। কোনোভাবেই ইচ্ছে হয় না সেখান থেকে বেরোনোর। বুকে হাহাকার জাগে এবং এই হাহাকার অপার্থিব রকমের সুন্দর। এই বইটি বোধহয় তার উৎকৃষ্ট উদাহরণ।

      By Md. Saiful Islam Sohel

      09 Aug 2018 08:46 AM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগিতা_৩ মাস: আগস্ট সপ্তাহ: প্রথম পর্ব: ৩ বইয়ের নাম: নিঃসঙ্গ নক্ষত্র লেখক: সাদাত হোসাইন প্রকাশনী: ভাষাচিত্র পৃষ্ঠা: ২৭০ প্রচ্ছদ: খন্দকার সোহেল মূল্য: ৪৭০ টাকা . #লেখক_পরিচিতি: তরুণ লেখক সাদাত হোসাইনের জন্ম মাদারীপুর জেলায়। তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, স্বল্পদৈর্ঘ্য চলচিত্র নির্মাতা ও আলোকচিত্রকার। পড়াশোনা শেষ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগ থেকে। কাজ করে যাচ্ছেন তারুণ্য শক্তিকে জাগ্রত করতে। অর্জন করেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ও সেরা স্বল্পদৈর্ঘ্য চলচিত্র নির্মাতার পুরষ্কার। . #বুক_রিভিউ: "গল্প কি কখনো সত্যি হয়? কিংবা সত্যি কি কখনো গল্পের মতো শোনায়? সত্যি যদি গল্প না হয়, গল্প যদি সত্যি না হয় তবে বোঝা বড় দায় কী সত্যি আর কী গল্প।" ~ এডগার অ্যালান পো। . #ভূমিকা: "নিঃসঙ্গ নক্ষত্র"একটি নিরেট পারিবারিক উপন্যাস। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক বেদনাদায়ক কাহিনী।একটি সৎ নারীর দায়িত্ব নিয়ে চলার উজ্জ্বল দৃষ্টান্ত। যে দায়িত্বকে যথাযথভাবে পালন করতে গিয়ে সে বিসর্জন দিয়েছে নিজেকে পরিবারের কল্যাণে। এখানে স্থান পেয়েছে ভাইয়ের জন্য বোনের হৃদয়ের গভীর ভালবাসা, শত ব্যস্ততার মাঝেও ছোট ভাইয়ের আবদারটুকু পূর্ণ করা, রাতের আঁধারে নিয়ন আলোয় রিক্সায় একসাথে চড়ে পুরো শহর ঘুরে বেড়ানো। এরই মাঝে রয়েছে কখনও কোনো মায়ের গগনবিদারী আর্তনাদ, স্ত্রীর স্বামী হারানোর অব্যক্ত যন্ত্রণা আর এক এতিম কন্যার অবিরাম সংগ্রাম। . #নামকরণ: অনেক ভিড়ের মাঝে থেকেও মানুষ মাঝেমাঝে নিজেকে একলা মনে করে। হয়ে যায় নিঃসঙ্গ। এ এক অদ্ভূত অনুভূতি। তেমনই এক একলা মেয়ের জীবনী এই নিঃসঙ্গ নক্ষত্র। তাই আমার কাছে নামকরণটি যথার্থ। . #পাঠ_পর্যালোচনা: অনু বাড়ির বড় মেয়ে। তার পরিবার বলতে মা সালমা বেগম, মেজো বোন তনু, সেজো বোন বেনু আর সবার ছোট ভাই অয়ন। ছোট দুই বোনের বিয়ে হয়ে গেলেও পরিবারকে আগলে রাখার জন্য স্বেচ্ছায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি অনু। শুধু কী তাই, নাকি এর মাঝে লুকিয়ে আছে এক বিরাট রহস্য? যা মুহূর্তে বদলে দেবে আপনার সমস্ত চিন্তা চেতনা। . বাবা মারা যাওয়ার পর পরিবারটাকে নিজের আঁচলের ছায়ায় আগলে রেখেছে অনু। এত টানপোড়নের মধ্যে ভাসতে থাকা সংসারেও ঈগলের মতো নেমে আসে অন্ধকার। অয়নের এক কঠিন অসুখ ধরা পড়ে। অনুর হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ! একের পর এক ডাক্তারের কাছে সে ছুটতে থাকে ভাইকে বাঁচানোর জন্য। তার বিশ্বাস অয়নের কিচ্ছু হয়নি। কিন্তু শেষতক জয় কিসের হয়? হিম শীতল মৃত্যুর নাকি বোনের পবিত্র ভালোবাসার? . আবার অন্য সব মেয়ের মতো অনুর ভেতর বাস করে একজন পুরুষ। সে মানুষটা পরিবার রক্ষার্থে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে শত ঝড়েও অটল হয়ে। এতসব দুর্দশা ও কর্মব্যস্ততার মাঝেই অনু পড়ে নানা রকম সমস্যায়। একলা নারী ভেবে সবাই তাকে সহজলভ্য মনে করে। লোভাতুর হাত বাড়ায় তার দিকে। অফিসের ঊর্ধতন কর্মকর্তার ভয়ংকর ফাঁদে পা দিয়ে ফেলে অনু। সেখান থেকে কি নিরাপদে ফিরতে পারে? . এমন আলো আঁধারে চলতে থাকে অনুর জীবন। ঠোঁটের কোণে একটু হাসি দেখা দিলেও নির্মম বাস্তবতা নিমেষেই তা মলিন করে দেয়। পুরুষদের এখন সে আর বিশ্বাস করতে পারে না, যা করতে পারে তা হলো অবিশ্বাস! কিন্ত হাসানের ভালোবাসা তার সেই অবিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করে প্রচ্ছন্ন ভালোবাসাকে ধীরে ধীরে প্রকট করে তোলে। শেষ পর্যন্ত কি তাদের মিল হবে? একে অপরকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা তারা পুষে রাখে মনে সেটা আমৃত্যু থাকে নাকি বিনাশ হয়? . কিছুটা ভূতুড়ে পরিস্থিতির উপস্থিতি হয় অনুর পাশের বাসার জানালায় বারবার লাল চোখ আর লোমশ দু'টি হাত দেখাকে। কিন্তু উপন্যাসের মাঝপথে হাজির হয় অনুর নৃশংস এক অতীত। আসলে কী ছিলো সেগুলো? অতীতটাই বা কী? হঠাৎ অনু জড়িয়ে পড়ে এক পুলিশ কেসে। কেনো? এমন আরও চমকের উত্তর জানতে হলে বইটি অবশ্যই পড়ে ফেলবেন। . #ব্যক্তিগত_মতামত: মেয়েদের একা একটা ঘর চিন্তা করা আসলে দিবাস্বপ্ন ছাড়া কিছুইনা।উপন্যাসটি লেখতে গিয়ে লেখক এই কষ্টগুলোর ভেতর দিয়ে হেঁটেছেন। পরিবারটির কষ্ট, দুঃখ, হাসি, কান্না, প্রেম ভালবাসাকে এক মায়াজালে আবদ্ধ করে নিজস্ব আবেগ দ্বারা রচনা করেছেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক বিষণ্ন উপাখ্যান। যা পড়ে হৃদয়ে এক ধরনের হাহাকার উঠবে। গালে হাত দিয়ে ডুবে থাকবেন কিছুক্ষণ কঠিন এক বাস্তব জীবনের ঘোরে। আচানক এমন কিছু ঘটবে বইটিতে যে ভিজে উঠবে আপনার চোখের পাতা। আচ্ছা নক্ষত্র কি কখনও নিঃসঙ্গ হয়? সে উত্তরটাই দেবে আপনাকে বইটি। আর শুরুতে এডগার এ্যালান পো এর যে উদ্বৃতি দিয়েছি তার কারণ হলো, এই উপন্যাসটি আপনাকে এমনভাবে ডুবিয়ে নেবে যে সত্যি ও গল্পের মাঝে আপনি দ্বিধায় পড়ে যাবেন। আপনার মনে হতে থাকবে, 'নাহ। এটা শুধু গল্প নয়। এটা শুধু গল্প হতে পারে না...'। . #সমালোচনা: অয়নের অসুখের বিষয়টি কিছু জায়গায় অপ্রয়োজনীয়ভাবে টানা হয়েছে। এটা দৃষ্টিকটু লেগেছে। আর বইয়ের দামটা একটু বেশি। তাছাড়া নির্মাণশৈলী প্রশংসনীয়। . #উপন্যাসটি_থেকে_প্রিয়_উদ্ধৃতি : →"মেঘেরই আনন্দ, জল জমে ভারি হয়ে গেলেই বৃষ্টি হয়ে কেঁদে ফেলতে পারে।" →"বড়'পু যে কখনোই কাঁদে না, এটা সবাই দেখে। কিন্তু সে যে কতটা ক্ষয়ে যায়, তা কেউ দেখে না।" →"জগতে হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্না পড়তে পারা মানুষের খুব অভাব।" . #ব্যক্তিগত_রেটিং: ৪.৫/৫ রিভিউ লিখেছেনঃ আয়েশা সিদ্দিকা

      By mushfiq nahir prodhan

      03 Jun 2018 11:57 AM

      Was this review helpful to you?

      or

      অশাধারন...। বইটি পরার অনুরোধ রইলো...।

    • Was this review helpful to you?

      or

      নিঃসঙ্গ নক্ষত্র সাদাত হোসাইন বইটি নিয়ে একটি কথাই বলতে চায় আমার কাছে নিরস, বোরিং, ফালতু একটি বই হলো নিঃসঙ্গ নক্ষত্র। কারণ জীবনে আনন্দ, সুখ দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন।মানুষের জীবনে সুখ যেমন রয়েছে ঠিক তেমনি দুঃখ রয়েছে। আর একটি না বললে পাপ হবে সেটি হলো বই টি হুমায়ুন আহমেদ স্যারের অপেক্ষা বইটি কপি করা হয়েছে। আর ওনাকে হুমায়ুন আহমেদ স্যারের সাথে যারা তুলনা করে তাদের বলে কই রাজরানী,কই চুদমারারী। হুমায়ন স্যারের কাছে তো দূরের কথা আশেপাশে ঘোরাঘুরি করার ও যোগ্যতা রাখে না।

      By Sarker kawshik ahmed

      04 Mar 2020 04:23 PM

      Was this review helpful to you?

      or

      সাহিত্যহীন কস্টের সমাহার। কস্ট গুলো এত সহজ ভাবে উপস্থাপন না করে একটু শিল্প দিয়ে লেখা দরকার ছিল। আবেগ অনুভূতি ভাই বোনের মধ্যে সুন্দর দেখানো হয়েছে কিন্তু নায়ককে নক্ষত্রের বড় অংশ কল্পনা করা হলেও বা প্রচ্ছদে নায়কের কথা দিয়ে শুরু হলেও বইয়ে নায়কের উপস্তিতি অপ্রতুল।

      By Manika Das

      20 Nov 2018 09:03 PM

      Was this review helpful to you?

      or

      বুক রিভিউ বইয়ের নামঃনিঃসঙ্গ নক্ষত্র লেখকঃ সাদাত হোসাইন 'অনু' লক্ষ লক্ষ পরমানু জড়ো করা যেন একটা বিশাল নক্ষত্র। এই পরমানু গুলোর একেকটা সুখ দুঃখ আর এক মুঠো দায়িত্বের কারিগর। অনুরা কখনো ক্লান্ত হয়না,মা ভাই আর বোনের ভরসা হয়ে আজীবন দাঁড়িয়ে থাকে দেয়াল হয়ে। এদের বয়স বাড়েনা,এদের খুব বেশি চাওয়া থাকতে নেই,মাস জুড়ে চাকরির কারাগারে এরা কখনোও বসের লোলুপতার স্বিকার হয়,কখনো বা পাড়ার মাস্তানের ঘৃণ্য রাজণৈতিক মানসিকতার। এক জীবনে বিশেষ মানুষটা এলেও টুপ্ করে ছিটকে পরে জীবন থেকে। শখ করে কেনা নতুন শাড়ি আর লাল বেনারসির বুকে জমে থাকে শত জনমের আহাজারি।এদের জীবনে শখ আসে বিলাসী হয়ে।সবাই সবার টা বুঝে নেয়, ছুটে যায় সুখের খোঁজে, শেষ পর্যন্ত এই অনু রাই থেকে যায় একা, একেবারেই একা,কত নিঃসঙ্গ! বইটা পড়ে কাঁদেনি এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে।

      By Kajol Roy

      13 Feb 2018 10:50 AM

      Was this review helpful to you?

      or

      ফ্ল্যাপ থেকেঃ সন্ধ্যার ম্লান হয়ে আসা আলোয় অণু বললো, ‘এই যে আমার জন্য এমন করে কাঁদছো, এই যে আমাকে এমন করে চাইছো, আমি চাই এই কান্নাটা সারা জীবন থাকুক, এই চাওয়াটাও। পেয়ে গেলে চাওয়াটা আর থাকে না। কে জানে, হয়তো পাওয়াটাও না। আমার কি মনে হয় জানো?’ ‘কি?’ ‘পুরোপুরি পেয়ে যাওয়া মানে পুরোপুরি হারিয়ে ফেলা’। মাহফুজ কথা বললো না, চুপচাপ অণুর মুখের দিকে তাকিয়ে রইলো। অণু বললো, ‘এই যে তোমাকে এতো পেতে ইচ্ছে করে, এর চেয়ে তীব্র কিছু আর নেই এ জগতে। কিন্তু জানো কি, পেয়ে যাওয়ার পর পেতে চাওয়ার এই তীব্র ইচ্ছাটা আর থাকে না। তোমারও থাকবে না। আজকের এই মুহূর্তটাকে তখন মনে হবে জীবনের সবচেয়ে যুক্তিহীন, সবচেয়ে ভুল একটি মুহূর্ত। এই তীব্র চাওয়ার অনুভূতিগুলো তখন ধীরে ধীরে মরে যেতে থাকবে। মরে যেতে যেতে একসময় পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। তখন সবকিছু কেবল অভ্যাস হয়ে থাকে, অনুভূতি না’। অণু একটু থামলো। তারপর আবার বললো, ‘আমি চাইনা তুমি আমার অভ্যাস হয়ে যাও, আমি চাই তুমি আমার অনুভূতি হয়েই থাকো’। তখন সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যাচ্ছিলো দিগন্তে। সেই আভাটুকুর দিকে তাকিয়ে অণুর যেন মনে হলো সে তার বুকের বা দিকটার ভার বহন করতে পারছেনা।

      By Nushrat Rimi

      13 Feb 2019 10:52 PM

      Was this review helpful to you?

      or

      অনেক আগ্রহ করে পড়লাম এই লেখকের বই এর এতো প্রশংসা শুনে। কি কাণ্ড রে বাবা। একেবারে ছেলেমানুষি ধরণের লেখা। প্রেম ভালবাসা কেন্দ্রিক কষ্ট, অভিমান, অপেক্ষা এইসব কথায় ভর্তি একটা বই। একই জিনিস বার বার লেখা। অনেকের রিভিউ পড়লাম। মনে হয় বইটা শুধু এদের জন্য লেখা হয়েছে অথবা এদের মানসিকতা এমন। প্রেম ভালবাসার বাইরেও জীবন আছে, সেখানে অন্য বিষয় আছে। বোঝা যায় লেখকের জ্ঞানের বহর এই বিষয়ে সীমাবদ্ধ। একদম বাজে একটা বই। সময় নষ্ট মনে হয়েছে।

      By Farha Nur

      01 Jan 2019 08:56 PM

      Was this review helpful to you?

      or

      বুক রিভিউ- নিঃসঙ্গ নক্ষত্র বই রিভিউ বই: নিঃসঙ্গ নক্ষত্র ধরন: উপন্যাস লেখক: সাদাত হোসাইন প্রকাশনী: ভাষাচিত্র প্রচ্ছদ: খন্দকার সোহেল প্রথম প্রকাশ একুশে বইমেলা ২০১৮ মূল্য ৪৭০ টাকা পৃষ্ঠা সংখ্যা ২৬৯ # সংক্ষিপ্ত কাহিনী একটি মধ্যবিত্ত পরিবারের চিত্রগুলো তুলে ধরা হয়েছে সহজ সাবলীল বর্ণনাভঙ্গিতে। অনুর পারিবারিক, সামাজিক, ভালোবাসার কিছু অনুভূতিগুলো একদম সহজ সাবলীল বর্ণনায় প্রকাশ পেয়েছে। পরিবারের বড় মেয়ে অনু। অনু নিজের শখ আহ্লাদ, ভালোবাসা বিসর্জন দিয়ে পরিবারকে আগলে রাখে। সংসারের হাল ধরে। অনুকে নিয়ে বলতে যাওয়া মানে পুরো উপন্যাসটায় বর্ণনা করা। অনু প্রকাশ পেয়েছে অনন্য মাত্রায়। তিনবোনের আদরের ছোট ভাই অয়ন। নুহাকে খুব ভালোবেসেও কখনো বলে যেতে পারেনি অয়ন। স্বামীর প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করা যায় তা তনু চরিত্রে লেখক ফুটিয়ে তুলেছেন। একজন সহজ সরল সাদাসিধে মানুষের ভিতরে আরেকটা মানুষ থাকে অচেনা অজানা এই মানুষটা শামীম। আর হাসান খুব যত্নে অনুকে ভালোবেসে ভালোবাসাকে আগলে রাখার প্রতিজ্ঞা করে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়? # পাঠ_প্রতিক্রিয়া নিঃসঙ্গ নক্ষত্র বইটা পড়ে আমি একদম নিশ্চুপ হয়ে বসেছিলাম বেশকিছুক্ষণ। আমি কাঁদব নাকি কিছু বলব, এই অনুভূতিটা বোধহয় প্রকাশ করা যায় না। প্রত্যেকটা চরিত্র নিজস্ব গুরুত্ব পেয়েছে। মনে হয়েছে এই অনু চরিত্রটা আমার চেনা খুব চেনা। অয়নকে আমি বুঝার আগেই হারিয়ে ফেলেছি কিংবা অয়নকে সকল প্রার্থনায় রেখেও বাঁচাতে পারিনি। আচ্ছা, কেউ যদি আচমকা জেনে যায়, তার মৃত্যু আর কয়েকদিন পরই, তাহলে কেমন লাগবে তার? সবার প্রথম সে কী ভাববে? অয়ন যতটা সহজভাবে এই প্রশ্নটা রেখে যায় ততটা সহজভাবে একটা উত্তর দিতে পারিনি। অনুর মতো আমিও মাহফুজকে খুঁজেছি মাহফুজ কোথায় আছে, সে কি অনুকে এখনো মনে রেখেছে! অনুর নিঃসঙ্গ, একাকী জীবনের অবসান ঘটাতে হাত ধরে হাসান। শেষ পর্যন্ত হাসান থাকার প্রতিজ্ঞায় থেকেও থাকতে পারে না নাকি সমাজই চায় অনুরা সারাজীবন নিঃসঙ্গ থাকুক! অনুরা ভয়ে স্বপ্ন দেখে না কিন্তু যখন রঙিন স্বপ্ন দেখে তখনই তা নষ্ট করে দেয় ওয়াসিম নামক হিংস্র পশুগুলো। অনুর শেষ পরিণতি আমাদের সমাজের বহু মেয়ের প্রতিচ্ছবি। অনু এক নিঃসঙ্গ নক্ষত্রের নাম! #বিশেষ কিছু উক্তিঃ মানুষের অভাবে মানুষ নিঃসঙ্গ হয় না, মানুষ নিঃসঙ্গ হয় ভালো বন্ধুর অভাবে, কাছের মানুষের অভাবে। প্রিয় মানুষ কাছে থাকলে আসলে বুঝা যায় না কতটাজুড়ে সে ছিলো। হারিয়ে গেলেই বুঝা যায় নুহা বুঝেছে কিনা তা আর জানা হয়নি। পুরোপুরি পেয়ে যাওয়া মানে পুরোপুরি হারিয়ে ফেলা। আমি চাই না তুমি আমার অভ্যাস হয়ে যাও, আমি চাই তুমি আমার অনুভূতি হয়ে থাকো। অনুরা বোধহয় তাদের ভালোবাসাকে অনুভূতি দিয়েই সারাজীবন আগলে রাখে। খারাপ সময়ে মানুষ চেতনে অবচেতনে একজন কাছের মানুষের কাছে আশ্রয় খুঁজে বেড়ায়। মানুষের মৃত্যু কখন হবে কেউ জানে না। আর এই সত্যিটায় লেখক খুব সাধারণ বর্ণনায় রেখেছেন এটাই স্বাভাবিক বাস্তবতা। প্রতিটা মেয়ে যতটা সরবে, যতটা সচেতনভাবে নিজের ভেতর একজন মা পুষে রাখে, প্রতিটা ছেলে ঠিক ততটাই নীরবে, অবচেতনে তার ভেতর একজন বাবা পুষে রাখে। শামীমরা হারিয়ে যায় বাবা ডাক শোনার আগেই। শামীমের হারিয়ে যাওয়ার আসল রহস্য কি ছিলো? জানতে হলে অবশ্যই পড়বেন। জগতে মানুষ চেনা মানুষের পক্ষে কখনোই সম্ভব না। এক ছাদের নিচে, এক বিছানায়, একটা জীবন কাটিয়ে দিয়েও না। আসলে মানুষ তার নিজের কাছেই তো জীবনভর রয়ে যায় অচেনা, সে অন্য মানুষ চিনবে কী করে! চরম সত্যি এটাই। জগতে হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্না পড়তে পারা মানুষের খুব অভাব! অনুরা আসলেই হিমালয়ের মতোই শান্ত, শীতল, স্থির। অনুরা কাঁদে না কখনো, হয়ত কাঁদে কেউ কখনো দেখতে পায় না। অভিযোগ: কয়েকটি বানান ভুল চোখে পড়েছে টাইপিং মিস্টেক হতে পারে। পরবর্তী এডিশনে আশা করি নির্ভুল করা হবে। ব্যক্তিগত রেটিং: ৮.৫/১০

      By maruf morshed

      07 Apr 2022 05:58 PM

      Was this review helpful to you?

      or

      নিঃসঙ্গ নক্ষত্র সাদাত হোসাইনঃ বুক রিভিউ- শুয়েই শুয়েই পড়ছিলাম। পড়তে পড়তে হঠাত উঠে বসতে হল। চোখের পানিটা গড়িয়ে পড়া দরকার। সাদাত হোসাইন এমনিই। গতবছর তাকে ইমোশনাল, অযথা প্যানপ্যানানির অভিযোগ দিয়েছিলাম। কিন্তু দিনশেষে ঠিকই-প্রি অর্ডার দিয়ে বইটি কিনেছি। হয়তো নিজেকে ইমোশনাল করতে, নিজেকে কষ্ট দিতে ভালো লাগে। সাথে রকমারিতে অর্ডার দিয়ে সামনে লেখকের স্বাক্ষরে পাওয়া ভালোবাসা মন্দ নয়। পুরো বই জুড়ে যেন বিস্বাদের মেঘ। তারটা সেই শুরুতেই ছিড়ে গিয়েছে। অন্ধকার ধেয়ে আসে সবসময়, সেই মেঘে ভেসেছে চাদের আলো-একটু বের হলেই তা ঢেকে গিয়েছে। হয়তো মাঝে মাঝে হিমুর মত স্বপ্ন দেখতে শুরু করেছি-এবার বোধ হয় কিছু হবে-সাথে সাথে চোখের জলে বইয়ের পাতাগুলি ঝাপসা হয়ে এসেছে। আচ্ছা তখন কি করতে হয়-হ্যা দুই এক বার চোখের পাতা ফেললেই হবে। পানি গড়িয়ে যাবে। “এখনো খুব ইচ্ছে করে, মাকে যদি বলতে পারতাম, মা আমার মরে যেতে খুব ভয় হয়, তোমাদের একা ছেড়ে একা একা আমি থাকতে পারব না মা। আমার প্রচন্ড ভয় হয়। আমাকে জড়িয়ে ধরে দোয়া পড়ে একটা ফু দিয়ে দাও মা। আমার খুব নির্ভয়ে নিশ্চিন্তে একটু ঘুমাতে ইচ্ছে করে। ঠিক ছোটবেলার দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে কেদে কেটে জড়সড় হয়ে যাওয়া সেই ছেলেটার মত আমাকে একটু ফু দিয়ে ঘুম পারিয়ে দাও। প্লিজ মা, আমার ভয়টা একটু দূর করে দাও” আমার কিছু বলার নেই।

      By Ummey Kulsum Sadia

      22 Feb 2018 09:43 PM

      Was this review helpful to you?

      or

      বই রিভিউঃ নিঃসঙ্গ নক্ষত্র - সাদাত হোসাইন . বইটি পড়ার দুই সপ্তাহ পরে রিভিউ লিখতে বসেছি। বইটির এতগুলোই বিশেষত্ব যে, আমি এককথায় প্রকাশের উপযুক্ত শব্দ খুঁজে হয়রান হয়েছি। অবশেষে মনে হল, এটি একটি জাদুকরী, মানে magical বই। বইটি একাধারে উপন্যাস, বাস্তবধর্মী, অনুপ্রেরণাদায়ক, জাগরণমূলক, ভালো লাগা - সবই। . ১. উপন্যাস -- লেখক যেমনটি বলেছেন যে, গল্পটি মিথ্যাও না, আবার পুরোপুরি সত্যিও না। ঠিক তাই। . ২. বাস্তবধর্মী -- কিছু কিছু রূঢ় বাস্তবতা পাল্টানো যায়না। এগুলো ভাগ্যের লিখন। অধিকাংশ মানুষই ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা করে, কেউ সৎ উপায়ে, আবার কেউবা অসদুপায় অবলম্বন করে। বাস্তবতা হচ্ছে, সফলতা সবার কাছেই ধরা দেয় না। যারা ভাগ্যের ফেরে অসুখীই রয়ে যায়, এদেরকে আমরা ভাগ্যহত বলি। এই বইয়ে আমরা সেরকম কিছু ভাগ্যহত মানুষের দেখা পাই। যা আমাদেরকে কল্পনার জগত থেকে বাস্তবে নিয়ে আসে। তাছাড়া, তরুণ সমাজ গ্রামীণ জীবনযাত্রার সাথে অতটা পরিচিত না। তারা শহরের কঠিন বাস্তবতা সহজে বুঝতে পারে। কাজেই, তাদের কাছে এ বইটির গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে। . ৩. অনুপ্রেরণাদায়ক -- কিছু বাস্তবতা আবার পাল্টানোও যায়। সেজন্য দরকার আমাদের সদিচ্ছা আর চেষ্টা। আমরা হয়তো কারো দুঃখে ভরা জীবনকে পুরোপুরি পালটে দিতে পারব না, কিন্তু চাইলে তাদের সাদাকালো জীবনে একটুখানি রঙের ছোঁয়া তো দিতেই পারি। লেখক বইটিতে সেই কাজের জন্যই অনুপ্রাণিত করেছেন। . ৪. জাগরণমূলক -- প্রযুক্তির উৎকর্ষ এবং আধুনিকতার এই যুগেও সমাজের কয়েকটি সমস্যা প্রাচীনকালের মতোই রয়ে গেছে। তার মধ্যে অন্যতম হল, মেয়েদের প্রতি অবজ্ঞা। এই মনোভাব পাল্টে ফেলতে অর্থের দরকার হয়না। দরকার হয় এমন একটি জাগরণমূলক বইয়ের। যা সমাজকে নাড়িয়ে দেয়। . আমি জানি, যারা বইটি পড়েছেন, তারা একবারের জন্য হলেও এমনটা ভেবেছেন যে 'সমাজকে বদলে দিবই'। আমাদের এই চিন্তাভাবনা অবশ্যই অচিরেই সমাজকে বদলে দিবে। কখনো কখনো অনেক দায়িত্ব থাকলেও কেউ সেটা হাতে তুলে না দিলে সে বিষয়ের প্রতি দায়িত্ববোধ আসে না। আমার মনে হয়, গল্পে গল্পে এত ভালভাবে আর কেউই হয়ত সমাজের প্রতি দায়িত্ববোধ আর দায়বদ্ধতা অন্তরে সৃষ্টি করে দিতে সক্ষম হয়নি। . সবশেষে, বইটি 'কেমন যেন' অনুভূতির সৃষ্টি করে। অনেককে দেখলাম রিভিউ দিতে। কেউ কেউ কেঁদেছেন, কেউ চুপচাপ বসে ছিলেন। আমি পড়া শেষ করে ভেবেছি, এই বইয়ের রিভিউ আমাকে লিখতেই হবে। আর সেটা লিখতে হবে অন্য সব রিভিউয়ের চেয়েও সুন্দর করে। যাতে করে যারা এই রিভিউ পড়বে, তারা সবাই যেন বইটি কিনে। যারা কিনবে না, তারা অনেক বড় কিছু মিস করবে। . এ সবকিছু ভেবেই লেখকের প্রতি ভক্তিতে অন্তর নুয়ে আসে। উনার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা। . বি.দ্র.: যেসব বিজ্ঞ মানুষেরা অল্প কথায় অনেক ভাব প্রকাশ করেন, আমি তাদের দলভুক্ত নই। তাই অনেক কথা বলে ফেলেছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো। . #ছড়িয়ে_পড়ুক_বই

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!