User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Md. Alamgir Hossain

      11 Oct 2024 10:48 AM

      Was this review helpful to you?

      or

      Average

      By muddassir rakib

      30 Mar 2022 08:51 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ

      By Anupam

      06 Jan 2022 06:03 PM

      Was this review helpful to you?

      or

      good

      By Md.Nasim

      04 Jan 2022 05:33 PM

      Was this review helpful to you?

      or

      good book

      By Maruf Momen Mia

      01 Aug 2021 04:30 PM

      Was this review helpful to you?

      or

      Very nice

      By Avisheque DabNath

      15 May 2021 01:36 AM

      Was this review helpful to you?

      or

      Very inspiring book. Many techniques are discusse for keep you mind positive. If you can follow this you’ll definitely get benefits. Good thing of this book is Author encourage everyone for prayer and always believe in GOD. But the translation could be much better . Lots of spelling mistakes.

      By Prince Suman Baroi

      27 Mar 2021 02:32 PM

      Was this review helpful to you?

      or

      One of the best book. This book can build a person's positive mentality.

      By Rony

      26 Feb 2021 05:18 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটি বই।

      By MD Khaled Bin Bashar Nahid

      14 Jan 2021 11:54 PM

      Was this review helpful to you?

      or

      সুন্দর একটা বই।

      By Anup Das

      23 Jan 2020 01:48 AM

      Was this review helpful to you?

      or

      বি পজিটিভ থিংক পজিটি। পজিটিভ থিংকিঙের শক্তি অনেক বেশি।

      By Md Badhon Hossain

      14 Jan 2020 11:42 PM

      Was this review helpful to you?

      or

      খুবই সুন্দর একটি বই। বইটি যে কেউ পড়লে উপকৃত হবে।বইটি পরলে নতুন করে নিজের সম্পর্কে ভাবতে শিখাবে।এছাড়াও এত সুলভ মুল্যে এতো সুন্দর বই সত্যিই অসাধারণ। নিজেকে কিভাবে সত্যিকার অর্থে সময়ের উপযোগী করা যেতে পারে সে সম্পর্কে সহজেই জানা সম্ভব এই বইয়ের মাধ্যমে। তাই লেখক ও প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ সেই সংগে রকমারি ডট কম কেও অসংখ্য ধন্যবাদ এধরনের বইকে তাদের সাইটে স্থান দেওয়ার জন্য।

      By Iqbal prodhan

      14 Jan 2020 07:42 PM

      Was this review helpful to you?

      or

      ভালো একটি বই

      By Ahmed Fahim

      17 Dec 2019 11:47 PM

      Was this review helpful to you?

      or

      বইটি অসাধারণ একটি বই আমি পড়েছি খুবই ভালো লেগেছে তবে আশা করি অনুবাদ আরও ভালো করার চেষ্টা করবেন তাহলে বইটি আরও ভালো লাগবে পড়তে সবাই চাইলে একবার পড়ে দেখতে পারেন বইটি আশা করি অবশ্যই ভালো লাগবে বইটি পড়ে বইটি অনেক ভালো এবং হেল্পফুল একটি বই জীবন পরিবর্তন করে দিতে পারে আপনার

      By Aronno Apu

      16 Mar 2019 08:25 AM

      Was this review helpful to you?

      or

      বইটি চমৎকার, এ নিয়ে সন্দেহ নেই। কিন্তু অনুবাদক আরেকটু যত্নশীল হতে পারতেন। মাঝে মাঝে পড়ার আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পরছিল। অনুবাদকের বাক্য চয়ন ও মূলভাবের সুন্দর উপস্থাপন একান্ত কাম্য!

      By Abdullah Al Noman

      05 Nov 2019 09:37 AM

      Was this review helpful to you?

      or

      nice produc. the price is reasonable. but page quality is really good. after all nice. The Power of Positive Thinking

      By Muntasir

      21 Jan 2020 02:16 PM

      Was this review helpful to you?

      or

      বইটির নাম দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং। কিন্তু পজেটিভ হতে হলে যে ক্রিশ্চিনিটি প্রাক্টিস করতে হয় তা জানতাম না। বইটি অন্তত তাই বলছে। পুরো বই বাইবেলের উদ্ধৃতি আর ছোট ছোট ঘটনা দিয়ে সাজানো। বইটি অনেকের চমৎকার মনে হলেও যারা নিজেদের ধর্ম যথাযথ ভাবে মেনে চলার চেষ্টা করে তাদের গিলতে কষ্ট হবে বৈকি।

      By Tanvir

      18 Dec 2019 01:35 PM

      Was this review helpful to you?

      or

      খুব ভালো একটি বই। অাসলেই বইটি পড়ে অামি। নিজের উপর অনেক অাস্থা রাখতে শিখেছি।এই বইটি হতাশা থেকে বেড়িয়ে অাসতে অনেকটা সাহাজ্য করে

      By Anik Hassan

      10 May 2019 09:39 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের নামঃদ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং লেখকঃনরম্যান ভিনসেন্ট পিল অনুবাদ:ফারজানা রহমান শিমু ধরন:অনুবাদ:আত্ম-উন্নয়ন ও মেডিটেশন " যারা জীবনের কোনো একটা সময়ে এসে নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, নিজের মেধা ও শক্তি দ্বারা যে যেকোনো কিছু পরিবর্তন ঘটানো সম্ভব সেটা বিশ্বাস করতে পারে না- এই বইটা শুধু মাত্রই তাদের জন্য।ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে যখন ভালো কোথাও চান্স হলো না,তখন অামি অন্য একটা জগতের বাসিন্দা হয়ে গিয়েছিলাম। যে জগতে প্রত্যেকেই ছিল ডিপ্রেশনে ভোগা।তাদের মধ্যে কেউ হয়তো সুইসাইড করছে,কেউ হয়তো সাইকো টাইপে পরিণত হচ্ছে। সেই জগতে অারো কয়েকটা দিন থাকলে হয়তো বা অামিও ওদেরই মতো হয়ে যেতাম।স্বাভাবিক জীবনে হয়তো অার ফিরতে পারতাম না।বইটির মধ্যে অন্তর্নিহিত এক অদৃশ্যশক্তি ছিল,যা অামাকে ঐ জগত থেকে বের করে নিয়ে এসেছে। এটাই হয়তো এই বইটার প্রধান শক্তি।এখন অামি নিজ অবস্থান নিয়ে অনেক খুশি।এই অবস্থান থেকেই দেশের জন্য ভালো কিছু করতে চাই।দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চাই।জানি,এই চাওয়াগুলোর উন্মেষ সেদিনই ঘটেছিল,যেদিন বইটা অামি পড়া শেষ করেছিলাম। বইটিতে দেওয়া অাছে সাফল্যজনক ভাবে বেঁচে থাকার জন্য ধারাবাহিক এবং কার্যকর কিছু কৌশল,যা সত্যিই যে কাউকেই অনুপ্রানিত করবে।দারুণ -দারুণ সব উদাহরণের সমন্বয়ে বইটা লিখা হয়েছে। বইটিতে অারো একটা বিষয়ের উপর লেখক বারংবার জোর দিয়েছেন। অার সেটা হলো,' প্রত্যেকেই যেন বিধাতার উপর বিশ্বাস রাখে।' বইটার যে লাইনগুলো অামাকে দারুণ ভাবে উজ্জীবিত করে এখনও,তার কয়েকটি লাইন নিম্নোক্ত ঃ * জীবনের কাছে মার খেতে খেতে শেষ হয়ে যাবার জন্যই অামাদের এ পৃথিবীতে অাসা নয়। *অাসলে অাপনি যদি পরাজিত হতে চান তবেই শুধু অাপনি পরাজিত হবেন,অন্যথায় নয়। * বিনীত অাচরণ মানব চরিত্রের এক দামী অলংকার। * ছাত্রজীবনে Flop হলেও কর্মজীবনে Top এ পৌঁছা যাবেনা এমন ধারণা করা ঠিক নয়। *সৃষ্টিকর্তার শক্তিতে অামি সবকিছুই করতে পারি। এই রকম অসংখ্য লাইন অাছে বইটিতে যা অাপনাকে অনুপ্রেরণা দিতে পারে।অার কথা বাড়াচ্ছি না।শুধু এটাই বলব,১৫ মিলিয়নের বেশি কপি বিক্রিত এই বইটি অাপনার জীবন বদলে দিতে পারবে। ধন্যবাদ

      By Omar faruk

      05 Feb 2020 02:06 AM

      Was this review helpful to you?

      or

      একটি ভাল মানের মোটিভেশনাল বই । মুলত বইটি খ্রিস্ট ধর্মের উপরে বেস করে লেখা হয়েছে কিন্তু বইটিতে স্রস্টার সাহায্যের ব্যপারে চমৎকার কিছু ঘটনা উল্লেখ করা হয়েছে , যা যে কারোর জন্য বিশেষ ভাবে উৎসাহ হতে পারে । অনুবাদক বইটির দফা একদম রফা করে ছেড়েছেন । অনুবাদ করার সময় এমন ভাবে আক্ষরিকতা ব্যবহার করা হয়েছে যে মনে হচ্ছে কোন অটো ট্রাস্লেটর ব্যবহার করে সরাসরি বাংলা করা হয়েছে। তাছাড়া বহু জায়গায় বানানের ভুল থাকলেও সঠিকটা বুঝে নিতে কষ্ট হবেনা । বইটি আমার কাছে এভারেজ লেগেছে ।

      By Masud rana

      04 Dec 2019 11:12 AM

      Was this review helpful to you?

      or

      This book is written by norman Vincent peale. This book has been sold more than 20 million sold. From the book name, you simply know that the book has shown the importance of positive thinking. Positive thinking really work. Because of positive thinking, all the people are successful. This book will help you to stay positive and teach you how to stay positive at any situation. So if you want to change your life, you must read this book.

      By Wahed Md. Abdullah

      20 Jan 2020 02:09 PM

      Was this review helpful to you?

      or

      অনুবাদক বইটি শুধু অনুবাদই করে গেলেন অনুবাদ করার পাশাপাশি তাঁর যে দায়িত্ববোধ তা পুরোপুরিভাবে এড়িয়ে গেলেন। আমাদের দেশীয় পাঠকদের উদ্দেশ্যে তাঁর নিজস্ব কোনো বক্তব্যই নেই। একজন মুসলমানের পক্ষে এই বইটি পড়া একপ্রকার যুদ্ধের মতো ব্যাপার। লেখক প্রতিটি লেখাই তাঁর দেশীয় পাঠকদের উদ্দেশ্যে বিশেষ করে তাঁর ধর্ম অনুসারীদের উদ্দেশ্যে লিখেছেন। এই বইটিতে তিনি বাইবেলকে অনুসরণ করেছেন। কিভাবে এটি সর্বসাধারণের বই হয়? এই বই যদি শুধু অনুবাদই করতে হতো তাহলে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য করলেই পারতেন। বইটির মূল বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে এর চাহিদা রয়েছে। অনুবাদক আমাদের দেশীয় পাঠকদের জন্য তিনি নিজের মতো করে উক্ত লেখকের বক্তব্যগুলো প্রকাশ করতে পারতেন।

      By Abu Huraira Shakib

      27 Dec 2019 10:24 AM

      Was this review helpful to you?

      or

      ড. নরম্যান ভিনসেন্ট পিল এর লেখা দ্য পাওয়ার অব পজিটিভ থিংকিং বই টা কত টা হেল্পফুল সেটা বলে দেই বই সেল হবার দিক দেখলে। আমি বইটি পড়ে অনেক অনেক কিছু জনতে পেরেছি।তবে বইটি মুলত ইংলিশ লেখকের লেখা বই।তারপর ফারজানা রহমান শিমু বইটি বাংলাতে অনুবাদ করেছেন। অনুবাদ আর একটু ভালো করে করলে পড়তে আরো ভালো লাগতো হইতো।হইতো ১৯-২০ হয়েছে ওটা সাভাবিক। যারা এখনো জীবনে হতাশার মধ্যে ভুগেছেন, তাদের জন্য বইটি অনেক হেল্পফুল হবে।এবং সন ধরনের মানুষেও পড়তে পারবেন।আশা করি ভালো লাগবে ধন্যবাদ

      By Kajol Roy

      07 Apr 2018 03:47 PM

      Was this review helpful to you?

      or

      এই গ্রন্থটি রচিত হয়েছে সেইসব পদ্ধতি ও উদাহরণ স্থাপনের জন্য যা আপনাকে পরামর্শ দেবে যে কোন কাজেই হারতে নেই আর মানসিক শান্তি, সুস্বাস্থ্য ও অদম্য শক্তি বজায় রাখুন। সংক্ষেপে বলা যায়, আপনার জীবন পরিপূর্ণ হতে পারে আনন্দ ও সন্তুষ্টি দ্বারা। এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই কারণ আমি অসংখ্য মানুষকে দেখেছি যারা খুব সহজ পদ্ধতি শিখে ও প্রয়োগ করে তাদের জীবনে এনেছে ব্যাপক সম্ভাবনা। এই দাবীগুলো দৃশ্যত : অযৌক্তিক মনে হলেও মূলত : এর মূলভিত্তি হল প্রকৃত অভিজ্ঞতার সরল আলোকপাত। প্রতিনিয়ত অসংখ্য মানুষ নিত্যদিনের সমস্যায় জর্জরিত থাকে। তারা কষ্ট পায়, এমনকি দিনের পর দিন এটাও ভাবতে থাকে যে কি ভেবেছে আর জীবন তাদের কি দিয়েছে। ওভাবে ভাবতে গেলে জীবনের কিছু ‘ব্যাঘাত’ আছে বৈকি, কিন্তু সেসব বিঘœকে নিয়ন্ত্রণের শক্তিও পদ্ধতিও রয়েছে। এটি কেবল করুণাই নয় যে মানুষ জীবনের নানারকম সমস্যা, উদ্বেগ আর সংঘাতের কাছে হার মানে, এটি সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এসব বক্তব্যের অর্থ এই নয় যে পৃথিবীর কষ্ট আর যন্ত্রণাকে আমি তাচ্ছিল্য করছি বা ছোট করে দেখছি, তবে সেসবকে আধিপত্য বিস্তারের সুযোগ দেই না আমি। সমস্যা যখন চূড়ান্ত হয়, তখন আপনি তাকে গুরুত্ব দিয়ে ভাবনার রূপরেখা তৈরি করতে পারেন। যে সকল বাধা আপনাকে হারাতে পারে। সেসব কিছুর ঊর্ধ্বে উঠে আপনি নিজেকে বাঁচাতে পারেন মন থেকে দুশ্চিন্তা তাড়ানোর পদ্ধতি শিখে, মানসিক দাসত্বকে অতিক্রম করে আর আত্মিক শক্তিকে বৃদ্ধি করে। ধাপে ধাপে আমি জানাতে চাই যে বাধা যেন আপনার সুখ-স্বাচ্ছন্দ্যকে নষ্ট করতে না পারে। একমাত্র আপনি নিজে চাইলেই হারবেন। আর এই গ্রন্থ আপনাকে শেখাবে কিভাবে আপনি হারতে ‘চাইবেন’ না। এই গ্রন্থের উদ্দেশ্য খুব সহজ-সরল। কোন ধরনের সাহিত্যিক উৎকর্ষতা বা অস্বাভাবিক বিশিষ্টতার ভান এতে নেই। এটি খুব সাধারণ, সরল, আত্মোন্নয়নমূলক একটি সারগ্রন্থ। এটি রচিত হয়েছে পাঠকদের সাহায্য করার জন্য যাতে তারা অর্জন করতে পারেন সুখী, পরিতৃপ্ত ও সমৃদ্ধ একটি জীবন। আমি সম্পূর্ণরূপে আর প্রবল উৎসাহের সাথে বিশ্বাস করি যে, সোচ্চার আর কার্যকরী পদক্ষেপ স্থান আর সময়োপযোগী গ্রহণ করলে মানুষ জয়লাভ করতে পারে। আমার উদ্দেশ্য হল এই গ্রন্থে সেইসব পদক্ষেপকে যুক্তিসঙ্গত, সরল ও বোধগম্য করে উপস্থাপন করা যাতে পাঠক সেসবের ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে স্রষ্টার সাহায্যে নিজের পছন্দমতো জীবন গড়ে তুলতে পারে।

      By Rayehan Hossen

      29 Dec 2019 12:23 PM

      Was this review helpful to you?

      or

      বইটির নাম দেওয়া উচিত ছিল "The exercise of Christianity"। বইটিতে লেখা হয়েছে খ্রিস্টান ধর্মের বাইবেলের উদ্ধৃতির চর্চা করলে ও মানলে নাকি প্রশান্তি আসে। যদি তাই হয়ে থাকে তবে সূচনাতে উল্লেখ করা উচিত ছিল যে এটা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে তাদের জন্য এবং তারা এসব পড়ে মেনে চলতে পারে। এটা সর্ব সাধারণের জন্য নয়। এটি হয়তো খ্রিস্টানদের জন্য শ্রেষ্ঠ বইগুলোর একটি হতে পারে কিন্তু কোনো মুসলমানদের জন্য এই বই নয়। বইটির নাম সকলকে আকৃষ্ট করে। আমার মতে এসব নাম উল্লেখ করে অন্য ধর্মের লোকদের বিভ্রান্ত করার কোনো মানেই হয় না। নাম অনুযায়ী কোনো কাজই হয় নি।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!