User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সব তর্ককে কি বিতর্ক বলা যায়? বাক ও বিতর্কের পার্থক্য কোথায়? যুক্তিবোধ, কণ্ঠ-কারুকাজ ও কথা-কৌশল, বাক্য নির্মাণ, পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপনা শৈলীর পাশাপাশি আর কি কি লাগে একজন বিতার্কিক হতে হলে? আচ্ছা, কত ধরনের বিতর্ক হতে পারে? সনাতনী, সংসদীয়, জাতিসংঘ মডেল, জুটি বিতর্ক, আঞ্চলিক বিতর্ক, বারেয়ারী বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্ল্যানচেট বিতর্কসহ আরো কত ধরনের বিতর্ক হতে পারে? এসব প্রশ্নের জট খুলে ছক, ছবি ও উদাহরণের মাধ্যমে তরুণ তার্কিকদের জন্য বিতর্ক শিক্ষা সহায়ক বই ‘বিতর্কে হাতেখড়ি’ লিখেছেন জাতীয় বিতর্ক সংগঠক ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাজমুল হুদা।
Was this review helpful to you?
or
বইটি অসাধারন, এই রকম ভাবে লেখা বই সাধারণ বাজারে পাওয়া যায় না, তাই আমার মনে হয় যদি আপনি বিতর্ক শিখতে চান তবে এই বইটি আপনার জন্য।
Was this review helpful to you?
or
অনুপ্রেরণামুলক প্রিয় বক্তা ,,
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই, সকল বই প্রেমিদের বইটি সংগ্রহে রাখা উচিত।
Was this review helpful to you?
or
Logic is our beauty. Just be with Debate and collect this book.
Was this review helpful to you?
or
শুদ্ধতা আর শান্তি যুক্তির মেলবন্ধনে নির্মিত শিল্প বিতর্ক যা একটি পরমতসহিষ্ণু সমাজ বিনির্মাণের কার্যকর মাধ্যম। ব্যক্তি থেকে সমষ্টিক-সর্বত্র প্রয়ােজন মুক্তবুদ্ধির চর্চার সুযােগ তথা বাক স্বাধীনতা, যা গণতন্ত্রের পূর্বশর্ত। আর এই বাকচচার সাথে যুক্তির যােগে তৈরি হয় ‘বিতর্ক। আধুনিক কালে বিতর্ককে বলা হয় উদ্বুদ্ধকরণের শিল্প (Art of Argument), মানুষের মস্তিস্কপ্রসূত কৌতুহল, নিজের মতের অমিল, অন্যের মত মেনে না নেওয়ার প্রবণতা, জ্ঞানের সীমাবদ্ধতা বা একগুয়েমির কারণে আদি থেকে আজব্দি ঘরে বাইরে তর্ক চলছে, চলবে! সব তর্ক বিতর্ক নয় কেন? বাক ও বিতর্কের পার্থক্য কোথায়? যুক্তির জট খুলে সহজ ভাষা ও সহজাত উদাহরণের মাধ্যমে বিশ্ব বিতর্কের নানা ধারা, ধরন ও কথা-কৌশল নিয়ে বিতর্কে হাতেখড়ি।।
Was this review helpful to you?
or
নতুন যারা বিতর্ক শিখতে চায় তাদের সবার মনেই একটি প্রশ্ন ঘুরতে থাকে বই পড়ে কি বিতর্ক শেখা যায়? অবশ্যই না! প্রয়োজন হবে চর্চার। তবে এখানে চর্চার জন্যও চাই কলাকৌশল। জিততে হলে জানতে হবে। জানার জন্য দরকার বই পড়া। শুদ্ধতা আর শান্তি যুক্তির মেলবন্ধনে নির্মিত শিল্প বিতর্ক যা একটি পরমতসহিষ্ণু সমাজ বিনির্মাণের কার্যকর মাধ্যম। ব্যক্তি থেকে সমষ্টিক-সর্বত্র প্রয়ােজন মুক্তবুদ্ধির চর্চার সুযােগ তথা বাক স্বাধীনতা, যা গণতন্ত্রের পূর্বশর্ত। আর এই বাকচচার সাথে যুক্তির যােগে তৈরি হয় ‘বিতর্ক। আধুনিক কালে বিতর্ককে বলা হয় উদ্বুদ্ধকরণের শিল্প (Art of Argument), মানুষের মস্তিস্কপ্রসূত কৌতুহল, নিজের মতের অমিল, অন্যের মত মেনে না নেওয়ার প্রবণতা, জ্ঞানের সীমাবদ্ধতা বা একগুয়েমির কারণে আদি থেকে আজব্দি ঘরে বাইরে তর্ক চলছে, চলবে! সব তর্ক বিতর্ক নয় কেন? বাক ও বিতর্কের পার্থক্য কোথায়? যুক্তির জট খুলে সহজ ভাষা ও সহজাত উদাহরণের মাধ্যমে বিশ্ব বিতর্কের নানা ধারা, ধরণ ও কথা-কৌশল নিয়ে বিতর্কে হাতেখড়ি। সহজবোধ্য করে, যুক্তি দিয়ে অনেক জটিল & প্যাচানো জিনিসকে সহজ করে তোলা যায়, যা এই বইটি থেকে শিখা সম্ভব । সর্বোপরি বলা যায় তরুণ বিতার্কিকদের জন্য বইটি বেশ কার্যকরী & গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Was this review helpful to you?
or
অসাধারণ বই।।এই বইটিতে বিতর্ক বিষয়ে সুন্দর উপস্থাপন করা হয়েছে।।এই বইটি পড়ে আমি বিতর্ক বিষয়ক অনেক কিছু জানতে এবং সেই সাথে শিখতে পেরেছি।।ধন্যবাদ লেখককে।।
Was this review helpful to you?
or
যারা বিতর্কের রস আস্বাদন করতে জানেননা তাদেরকে বিতর্ক উপভোগের এক অনন্য স্বাদ দিবে এই বইটি। যারা বিতর্ক বিষয়টিকে নিরামিষ ভাবেন তারা যে কতটা ভুল তা এই বইটি পড়লে সহজেই বুঝতে পারবেন। আর বিতর্কপ্রেমী দের জন্য এই বইটি যেন এক সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার। অসাধারণ লেখকের শব্দচয়ন ও উপস্থাপনা শৈলী। বইটির জন্য অনেক অনেক শুভকামনা....