User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
"বন্ধন" বইটি সম্পর্ক, বিশ্বাস ও ইসলামের আলোকে পারিবারিক জীবনের দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা। নোমান আলি খান কুরআনের আয়াত ও বাস্তব জীবনের উদাহরণ দিয়ে সম্পর্কের গভীরতা ও চ্যালেঞ্জ ব্যাখ্যা করেছেন। সহজ ভাষায় লেখা এই বইটি আত্মউন্নয়ন ও সম্পর্ককে সুদৃঢ় করতে সহায়ক। সর্বোপরি বইটি আপনার পরিবার চিন্তাকে দৃঢ় করবে।
Was this review helpful to you?
or
Alhamdullah, Nouman Ali khan er Darun ekta boi.
Was this review helpful to you?
or
অসাধারণ বই এটা! আমার কাছে ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
প্রচ্ছদ, বাইন্ডিং, কন্টেন্ট এক কথায় অসাধারণ
Was this review helpful to you?
or
পরিবার মানেই কতক হৃদয়ের সামষ্টিক মেলবন্ধন, আত্মিক টানে একত্রে বসবাস। যেখানে আছে জীবনের সহজাত প্রবাহ, আছে স্নেহ-মায়া-মমতা-ভালোবাসা। আছে উষ্ণ আবেগ, অভিমান এবং যত্ন-আত্তি-পরিচর্যার সম্মিলন। পারিবারই মানুষের প্রথম পাঠশালা। ইসলামি সমাজব্যবস্থায় পারিববারিক কাঠামোর এক বিশেষ গুরুত্ব ও মর্যাদা রয়েছে। মজবুত ইসলামি সমাজব্যবস্থা মূলত পারিবারিক ভিত্তির ওপর দণ্ডায়মান। কিন্তু সাম্প্রতিক সময়ে চলমান বিশ্বায়নের তথাকথিত প্রগতি ও আধুনিকতার পশ্চিমা প্রভাবে মুসলিম পারিবারিক ব্যবস্থাপনাতেও বেশ শক্ত আঘাত আসছে। অত্যন্ত সুকৌশলে ইসলামি সমাজের এই প্রাথমিক ভিত্তিকে নাড়িয়ে দেওয়া হচ্ছে। ভেঙে টুকরো টুকরো হচ্ছে পরিবার, সাথে ভাঙছে হৃদয়ের বন্ধন! এহেন অবস্থায় ইসলামি ব্যবস্থাপনায় পারিবারিক বন্ধনকে কী করে আরও সুদৃঢ় ও মজবুত করা যায়, তারই নান্দনিক উপস্থাপনা উস্তাদ নোমান আলী খানের বিখ্যাত বই বন্ধন। বিয়ের মাধ্যমে নতুন পরিবার গড়ার আগে পারিবারিক দায়িত্ব ও কর্তব্যের বিষয়টি জালাই করে নিতে মাস্টরিড একটা বই বন্ধন। পরিচিতদের যারা বিয়ে করছেন বা করবেন, তাদের উপহার দিতে পারেন বইটি। বিবাহিতদের জন্যও বইটি কম উপকারী নয়।
Was this review helpful to you?
or
আমরা কারও সন্তান, কারও জীবনসঙ্গী, আবার কেউ আমাদেরই সন্তান। পারিবারিক, সামাজিক, এমনকী আধ্যাত্মিক পরিমণ্ডলে এই বন্ধনগুলোই আমাদের নানান পরিচয়ে পরিচিত করে। প্রতিটি পরিচয়ই আমাদের কোনো না কোনো বন্ধনে আবদ্ধ করে। এই বন্ধনগুলোই আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। এই বন্ধনগুলোই আমাদের প্রত্যেকের জীবনকে সংজ্ঞায়িত করে। জীবনভর এসব বন্ধন নিয়েই তো আসলে এই আমরা। জীবনের রঙে রঙিন, পার্থিব অথচ অপাঙ্ক্তেয়, একই সঙ্গে অপার্থিব কিন্তু মায়াবী। এই অদ্ভুত বন্ধনগুলোর নিবিড়খুটিঁনাটি নিয়ে উস্তাদ নোমান আলী খান-এর মূল্যবান কথামালা কালির অক্ষরে জায়গা পেয়েছে ‘বন্ধন’বইটিতে। নিজেদের আপন সম্পর্কের মিষ্টতা-তিক্ততার ভাষাগুলোই জড়ো হয়ে বইয়ের পাতায় শব্দ হয়ে ফুটেছে ‘বন্ধন’ নামে।
Was this review helpful to you?
or
A good book
Was this review helpful to you?
or
Mashallah ❤️❤️❤️ ,
Was this review helpful to you?
or
এ পৃথিবীতে আপনার-আমার আশ্রয়স্থল পরিবারই। তাই পরিবারের সদস্যদের সবচেয়ে বেশি গুরুত্ব দিন। বাইরের কিছুর জন্য পরিবারকে দূরে ঠেলে না দিয়ে বরং পরিবারকে সন্তুষ্ট রাখতে কী করণীয়, তা নিয়ে ভাবুন। তাহলে আত্মিক প্রশান্তি আপনার সঙ্গী হবে সবসময়।
Was this review helpful to you?
or
An excellent book
Was this review helpful to you?
or
চমৎকার একটা বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
আমরা কারও সন্তান, কারও জীবনসঙ্গী, আবার কেউ আমাদেরই সন্তান। পারিবারিক, সামাজিক, এমনকী আধ্যাত্মিক পরিমণ্ডলে এই বন্ধনগুলোই আমাদের নানান পরিচয়ে পরিচিত করে। প্রতিটি পরিচয়ই আমাদের কোনো না কোনো বন্ধনে আবদ্ধ করে। এই বন্ধনগুলোই আমাদের অস্তিত্ব, আমাদের পরিচয়। এই বন্ধনগুলোই আমাদের প্রত্যেকের জীবনকে সংজ্ঞায়িত করে। জীবনভর এসব বন্ধন নিয়েই তো আসলে এই আমরা। জীবনের রঙে রঙিন, পার্থিব অথচ অপাঙ্ক্তেয়, একই সঙ্গে অপার্থিব কিন্তু মায়াবী। এই অদ্ভুত বন্ধনগুলোর নিবিড়খুটিঁনাটি নিয়ে উস্তাদ নোমান আলী খান-এর মূল্যবান কথামালা কালির অক্ষরে জায়গা পেয়েছে ‘বন্ধন’বইটিতে। নিজেদের আপন সম্পর্কের মিষ্টতা-তিক্ততার ভাষাগুলোই জড়ো হয়ে বইয়ের পাতায় শব্দ হয়ে ফুটেছে ‘বন্ধন’ নামে। আসুন, পড়ে দেখি কী আছে এই বন্ধনে
Was this review helpful to you?
or
An excellent book, Alhamdulillah. Small problems (which are really important) in family life persist. Due to these problems, the family's relationship with their relatives deteriorates. These family problems are very rare. Ways to get out of these problems and how to strengthen family relationships, some very beautiful ways are presented in very eloquent language.
Was this review helpful to you?
or
বইগুলো ভালো।
Was this review helpful to you?
or
এই বইটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে এইসকল বিষয়ে আমার মতে।
Was this review helpful to you?
or
বন্ধ কেমন হওয়া উচিত বইটি পড়লে বোঝা যায়।❤️
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
It is a very good book. A must have collection.
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Great one
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই । খুব সাবলিল ভাবে আলোচনা করা আছে ।
Was this review helpful to you?
or
আমার ক্রয়কৃত বই গুলো দারুণ। আমি খুবই উপকৃত হয়েছি।
Was this review helpful to you?
or
দারুণ একটা বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
onek valo boi
Was this review helpful to you?
or
Greet books
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
He is a good writer.
Was this review helpful to you?
or
অসাধারন সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
দারুন একটা বই। নবদম্পতিদের জন্য হতে পারে সেরা উপহার।
Was this review helpful to you?
or
আলহমদুলিল্লাহ
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ খুব ভালো
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Great book. Recommended!
Was this review helpful to you?
or
খুবই প্রিয় একজন লেখক। তাঁর কথা ও ব্যাখ্যাগুলো হৃদয় ছুঁয়ে যায়। খুব ইচ্ছে আছে এই বইটিও কিনবো। ইনশাআল্লাহ "টিউশনির টাকা পেলে সামনে মাসে। ওমা তাওফিকি ইল্লা-বিল্লা??।
Was this review helpful to you?
or
Alhamdulillah! Nice book
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Alhamdulillah, onek valo boi
Was this review helpful to you?
or
Gd
Was this review helpful to you?
or
খুবই ভালো একটি বই
Was this review helpful to you?
or
Very good book
Was this review helpful to you?
or
বিষয়বস্তু ভালো হলেও, আলোচনার ধরন খুব একটা মনে ধরলো না
Was this review helpful to you?
or
?????????????
Was this review helpful to you?
or
বইটি পড়ে খুবই ভালো লেগেছে ।
Was this review helpful to you?
or
Good to read
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
Informative, Book.
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
very nice book
Was this review helpful to you?
or
Love ❤️❤️❤️
Was this review helpful to you?
or
Alhamdulillah kub possondo er boi....
Was this review helpful to you?
or
মাশা-আল্লাহ, খুব সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
মা শা আল্লাহ। জাজাকাল্লাহ খাইরান, আল্লাহ নোমান আলি খান কে আরো হিকমা দান করুন
Was this review helpful to you?
or
Excellent Book
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ সুন্দর লেখছেন
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ একটি বই ❤️
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই। পড়ে অনেক কিছু জানতে পারলাম।
Was this review helpful to you?
or
বিসমিল্লাহির রাহমানির রাহিম বই রিভিউ: মানবসমাজের প্রাণকেন্দ্র হচ্ছে পরিবার।এই পরিবারের ভিত্তি রচিত হয় 'বিয়ে' নামক বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত একজন থাকে কারো পুত্র এবং অপরজন কারো কন্যা।বিয়ের মাধ্যমে নতুন নতুন বন্ধনে আবর্তিত হতে থাকে মানবজীবন।কারো পুত্রবধু,কারো জামাই,কারো মা, কারো বাবা হিসেবে আবির্ভূত হয় একেকটি মানব সত্ত্বা।এই বন্ধনে আবদ্ধ একেকজন মানুষের থাকে অপর মানুষের প্রতি কিছু দায়িত্ব ও অধিকার।মহান আল্লাহ কুরআনে বিভিন্নভাবে বর্ণনা করেছেন যে,কীভাবে আমরা একে অপরের অধিকারের হক্ব আদায় করতে পারি পরিপূর্ণ সচেতনতার সাথে।একে অপরের অধিকার আদায় করার ক্ষেত্রে কুরআন দিয়েছে সামঞ্জস্যপূর্ণ বিধান।কিন্তু আমরা মানুষ সেই বিধানের পরিপূর্ণ অনুসরণ না করে, শুধু নিজ সত্ত্বার লাভের পাল্লা ভারী করতে বেশি পছন্দ করি।আমরা আমাদের অন্যের উপর অধিকার নিয়ে যতটা সচেতন,অন্যের প্রতি নিজের দায়িত্ব নিয়ে ততটাই অচেতন। 'বন্ধন' বইটিতে উস্তাদ নোমান আলী বলেছেন:আমরা যাতে আমাদের অধিকার নিয়ে ভুলে যাই,শুধু নিজের দায়িত্বটুকু যেনো ভালোভাবে পালন করি।তবেই দেখবো পাশের মানুষটাও আমার প্রতি তার যে দায়িত্ব আছে তা সেও পালন করছে,এতে পরস্পরের অধিকারের হক্বও ভালোভাবে আদায় হয়ে যাচ্ছে। তবে দারুণ পরিতাপের বিষয় হচ্ছে এই যে,দ্বীনদার শ্রেণীর মানুষরাও নিজের লাভের পাল্লা ভারী হয় কুরআনের এমন সব আয়াত ও হাদিসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অপরপক্ষকে কাবু করতে।কুরআন ও হাদিসের একরকম অপব্যাখ্যা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদানের মাধ্যমে আমরা একে অপরের উপর জিততে চাইছি।আমাদেরকে বোঝা উচিত আমরা কাদের উপর জয়ী হতে চাইছি?সেই স্ত্রীর উপর? যার পরাজয়ে আমার পরাজয় নিশ্চিত হয়ে পড়ে।সেই স্বামীর উপর? যার পরাজয়ে আমার ভিত নড়বড়ে হয়ে উঠে?কিংবা সেই বাবা-মায়ের উপর? যাদের আসলে কোনো পরাজয় নেই, তাদের যা কিছু ক্ষতি সে তো আমার নিজ সত্ত্বার উপর জুলুম বলে বিবেচিত। এই গতিশীল জীবনে আমাদের একটু ব্রেক করা প্রয়োজন।প্রয়োজন নিজের আশেপাশের মানুষগুলোর চাওয়া-পাওয়া নিয়ে চিন্তা করা।অশান্তির দাবদাহ থেকে পরিবারকে শান্তির নীড় বানাতে আমার ভূমিকা নিয়ে পর্যালোচনা করা প্রয়োজন। সেই পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় খোঁড়াক জোগাবে এই 'বন্ধন' বইটি।বইটির নামই এর বিষয়বস্তুর প্রতিনিধিত্ব করছে।বইটিতে দেখানো হয়েছে, পরিবার গঠনের প্রধান ও প্রথম শর্ত বিয়েতে প্রচলিত বাড়তি ও অপ্রয়োজনীয় দেখানো কাজগুলোর অসারতা,দেখানো হয়েছে মানবের প্রাথমিক পাঠশালা 'পরিবার' এ মানুষের আচরণের অসামঞ্জস্যতা,সন্তানকে লালন-পালনের ক্ষেত্রে আমাদের সঠিক লক্ষ্য নির্ধারণে ব্যর্থতা।এতসব সমস্যার বিপরীতে দেয়া হয়েছে কুরআন ও হাদীসের আলোকে সামঞ্জস্য সমাধান। এই বইটি মূলত উস্তাদ নোমান আলী খানের বিভিন্ন লেকচারের সংকলন।যারা উস্তাদের লেকচার শুনেন তারাই বলতে পারবেন উস্তাদের বক্তৃতার মাধুর্যতা সম্পর্কে।কুরআনের আয়াতের অত্যন্ত জীবনঘনিষ্ঠ ও অভূতপূর্ব ব্যাখ্যা প্রদানে তাঁর রয়েছে দারুণ দক্ষতা।উস্তাদের বক্তৃতামালাকে বই প্রিয় মানুষদের কাছে তুলে ধরার জন্য এন এ কে বাংলা টিম অবদান রেখেছে। মাসূদ শরীফ ভাই বইটির সাহিত্যিক মান বজায় রাখার চেষ্টা করেছেন অত্যন্ত নিপুণতার সাথে।বইটির শারঈ সম্পাদনা করেছেন তরুণ আলেম আবদুল্লাহ আল মাসঊদ। আমাদের প্রাথমিক কর্মক্ষেত্র আমাদের পরিবারের প্রত্যেকটি বন্ধনকে দৃঢ় করার প্রয়োজনীয় উপাদান সরবরাহ করবে এই বইটি, সেই সাথে আমাদেরকে একজন দায়িত্ব ও অধিকার সচেতন মানুষ হিসেবে জীবন পরিচালনা করতে সহায়ক গাইডলাইন হিসেবে এই বইটি অতুলনীয়।
Was this review helpful to you?
or
বই রিভিউঃ ০৩ বইঃ বন্ধন উস্তাদ নোমান আলি খান-এর লেকচার অবলম্বনে অনুবাদঃ NAK BANGLA টিম। গার্ডিয়ান প্রকাশনী বর্তমানে 'ভালোবাসা' শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে অশ্লীলতায় ভরপুর।এই ভালোবাসা শব্দটা কতোটা পবিত্র তা এই বইটা না পড়লে জানা হতো না।বন্ধন আর ভালোবাসা যেন পেটের সাথে পিঠের ন্যায়।এই ভালোবাসার সাথে কি আমাদের পরিচয়? আমরা কারো মা,বোন,জীবনসঙ্গী,স্বামী আবার কেউ আমাদেরই সন্তান।পারিবারিক, সামাজিক,এমনকি অাধ্যাত্নিক পরিমন্ডলে এই সম্পর্কগুলোই আমাদের নানান পরিচয়ে পরিচিত করে।যে সম্পর্কগুলোর সাথে জড়িত ভাবাবেগ শব্দে আবদ্ধ করা খুব কঠিন।সম্ভব ও না শব্দে সম্পর্কের অর্থ ফুটিয়ে তুলা। সম্পর্কের প্রতিটি পরিচয়ই আমাদের কোনো না কোনো বন্ধনে আবদ্ধ করে।চাই সেটা হোক বাবা-মায়ের সাথে সম্পর্ক, স্বামী-স্ত্রীর সম্পর্ক, ভাই-বোন,বন্ধু-বান্ধব কিংবা প্রতিবেশীর সাথে সম্পর্ক।বন্ধন মজবুত হয় ভালোবাসার পরিমন্ডলে এসে। আমাদের বাবা-মা নিরলস পরিশ্রম করেন আমাদের জন্য সঠিকভাবে গড়ে তোলার জন্য।পরিবার আমাদের স্বস্তির জায়গা। দিনশেষে চাতক পাখির ন্যায় অপেক্ষা করি সেই ঠিকানায় যেতে। কিন্তু আমরা বেশি অবহেলা করি এই ঠিকানার মানুষদের। তারাই নেয়ামত আর সম্পদ এটাই বইয়ের আলোচনা। একটি সুখী দাম্পত্য জীবনের জন্য দুজনকে সময়,শ্রদ্ধা, ভালোবাসা দায়িত্ব ইনভেস্ট করতে হয়।একজন এক্সপেকটেশন নিয়ে বসে না থেকে নিজে এগিয়ে গিয়ে সম্পর্ক দৃঢ় করায় মনোনিবেশ করবে।আগে নিজে দায়িত্ববান হই তাহলে আশেপাশটা একটু একটু করে সুন্দর হয়ে উঠবে। লেখক গুরুত্ব দিয়েছেন প্যারেন্টিংকে। কিভাবে সন্তানের সুরক্ষার কথা চিন্তা করতে হবে,কিভাবে তাকে নৈতিকতা শিক্ষা দিতে হবে,নামাজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে,কিভাবে শত ব্যস্ততায় তাদেরকে সময় দিতে হবে তা জানিয়েছেন।প্যারেন্টিং কেমন হওয়া উচিত তা ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইউসুফ (আ) এর সাথে পিতা হযরত ইয়াকুব (আ) এর হৃদ্যতার যে এক্সামপল দিয়েছেন তা অধিকাংশ পাঠককে নতুনকরে ভাবনার খোরাক জাগাবে।শিশুদের সাথে শৈশবেই বন্ধন তৈরি করতে না পারলে কৈশোরে তারা পিতা মাতার হাতছাড়া হয়ে যায়, বিষয়টি খুব গভীরভাবে বিশ্লেষণ করেছেন। এই বন্ধনগুলোর গভীরতাই আমাদের অস্তিত্ব,আমাদের পরিচয়।যা আমাদের জীবনকে সজ্ঞায়িত করে দ্বায়িত্ব দিয়ে,ভালোবাসা দিয়ে।জীবনভর এই সম্পর্কের বন্ধনের কারণেই তো আসল এই আমরা।জীবনের রঙ্গে রঙ্গিন,পার্থিব অথচ অপাংক্তেয়,একইসাথে অপার্থিব কিন্তু মায়াবি-এই অদ্ভুত বন্ধনগুলোর নিবিড় খুঁটিনাটি নিয়েই বইটি।নিজেদের আপন সম্পর্কের মিষ্টতা -তিক্ততা,বুঝাপড়া,কর্তব্যের ভাষাগুলোই এক হয়ে মলাট বদ্ধ হয়েছে বইয়ের পাতায় কালির অক্ষরে। শব্দ হয়ে ফুঁটেছে "বন্ধন" নামে। আরবিতে আছে, "রুব্বা সুকুতিন আদাল্লু মিন কালামিন" অর্থাৎ নিরবতা অনেক সময় কথা বলার চেয়েও বেশি বুঝায়। দাম্পত্য,পরিবার,প্যারেন্টিং এবং পিতা-মাতার প্রতি দায়িত্ব-কর্তব্য নিয়ে বইটি।বইটির বিষয়বস্তু তো অবশ্যই চমৎকার;তবে নোমান আলী খানের অসাধারণ উপমার শৈল্পিকতা,তুলনাহীন এক্সপ্লেনেশন,মনস্তাত্বিকতা ও সাবলীল ভাষায় উপস্থাপনের কারণে বইটি সুখপাঠ্য ও চিন্তার খোরাক হবে। বিষয়বস্তুুর গভীরতার দিক দিয়ে এর চেয়ে তথ্যবহুল ও সমৃদ্ধ বই অবশ্যই আছে।কিন্তু এ বইয়ের মত বিশ্লেষণ আছে বলে আমার জানা নেই।নোমান আলী খানের সাথে জানাশোনা আছে এমন কাউকে তার বিশ্লেষণের দক্ষতা নতুন করে বুঝানোর কিছু নেই।তাই বইটি ছোট থেকে বড় সবধরণের পাঠকের জন্য প্রযোজ্য।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Subhanallah !! May every word of the master open the door of thought, may Allah grant him a good life??
Was this review helpful to you?
or
All these books are really good.
Was this review helpful to you?
or
really a good book
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ অনেক সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
অনেক উপকারী বই ।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা বই,,,ভালো সম্পর্কের জন্য এমন বই পরা উচিত। তবে জানার আছে অনেক কিছু
Was this review helpful to you?
or
এ যেনো আল্লাহর সাথে যোগসুত্র করারই একটা মাধ্যমকে জানান দেয়। জাঝাকাল্লাহু খাইর প্রিয় nakinbangla টীম এর ভাইয়েরা।
Was this review helpful to you?
or
সব গুলো বই অসাধারণ ছিল। আমার কল্পনার বাহিরে ছিল সকালে অর্ডার করে ৩ টার মধ্যে ডেলিভরি পাবো। ধন্যবাদ রকমারি.কম
Was this review helpful to you?
or
এক কথায় চমৎকার একটা বই। যার মধ্যে নুন্যতম পারিবারিক মূল্যবোধও নাই, এই বইটা তার মধ্যেও জাগাবে এক গভীর পারিবারিক বন্ধন। ?
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ , রকমারির বদৌলতে প্রিয় লেখকের বইটি পড়তে পেরেছি , যেন রকমারি নতুন বন্ধন তৈরী করে নিয়েছে আমার সাথে ।
Was this review helpful to you?
or
প্রতিটি সম্পর্কের ব্যপারে অন্তত সচেতন হতে এই বইটা জুরুরি।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্য ভালো একটি বই।
Was this review helpful to you?
or
Worth reading. বেশ ভাল বই। পড়ে দেখতে পারেন। পারিবারিক ও সামাজিক সম্পর্কন্নোয়নের জন্য একটি কার্যকরি বই।
Was this review helpful to you?
or
বইটিতে আপনি আপনার সন্তান, স্ত্রী , মা বাবা এর অধিকার সম্পর্কে জানতে পারবেন অনেক সুন্দর ভাবে স্ত্রীর প্রতি আপনার দায়িত্বর বিষয়ে লিখা আছে সন্তান কিভাবে ইসলাম এর পথে মানুষ করবেন সে ব্যাপারে ও অনকে সুন্দর ভাবে লেখা আছে মা বাবা এর ব্যাপারে ও খুব ভালো ভাবে লেখা আছে । শাশুড়ি (আপনার আম্মু)/স্ত্রী এই বেপারে ও লিখা আছে বিবাহিত অবিবাহিত সকলের পড়া উচিত আমি মনে করি , অল দ্যা বেস্ট খুবই উপকারী বই হবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ
Was this review helpful to you?
or
মাশা-আল্লাহ, ভালো লাগলো বই পড়ে খুবই সুন্দর কথা বইয়ে ফুটিয়েছেন লেখক। জাজাকাল্লাহ ❤️❤️
Was this review helpful to you?
or
একটা সুন্দর বই মাশাআল্লাহ । সবার পড়া উচিত । মাস্ট রিডেন বুক হিসেবে রিকমেন্ড করবো ।
Was this review helpful to you?
or
পরিবার একটি সামাজিক সংগঠন যেখানে আমাদের বেড়ে ওঠা শুরু। পরিবারের সেই বন্ধন সূত্রে আমরা কখনো মা, কখনো কারও সন্তান, কখনো কারও স্ত্রী কিংবা আরও হাজারো বন্ধনের আত্মিক টানে আমাদের বহু পরিচয় গড়ে ওঠে। পারিবারিক এই বন্ধন গুলো ক্রমশই হ্রাস পেয়ে পরিবার ভেঙে পড়ছে। পারিবারিক এই বন্ধন কে কিভাবে আরও সূদৃঢ় বন্ধনে বেঁধে রাখা যায় তার বিভিন্ন কৌশল ইসলামের আলোকে আলোচনা করা হয়েছে মূলত উস্তাদ নোমান আলী খানের "বন্ধন" বইয়ে। বই আলাপন: ★★★★★★ বইটিতে মূলত উস্তাদ নোমান আলী খানের ২৫ টি লিখা স্থান পেয়েছে। এছাড়া তার জীবনী এবং অন্যান্য কিছু বিষয় বইটিতে আছে। পারিবারিক নানা সম্পর্কে মাঝেমধ্যে ভাঙন ধরে। সন্তানের সাথে পিতা-মাতার সম্পর্ক একসময় এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সম্পর্কের ইতি টানা ছাড়া উপায় থাকেনা। সেই সন্তানের জীবনে পিতা মাতার দোয়া যে কি অমূল্য সম্পদ তা লেখক মনে করিয়ে দিয়েছেন বইয়ে। সন্তানের জীবনে পিতামাতার অবদান একসময় সন্তানের কাছে মূল্যহীন হয়ে যায়। স্বামী-স্ত্রীর সম্পর্ক আরো গভীর ভালবাসাময় করতে কৌশলতার অবলম্বন করতে শিখিয়েছেন যাতে শয়তানের ফাঁদগুলোর নিঃশেষ করা যায়। পরিবারে সম্পর্কগুলোকে কিভাবে মায়া-মমতায় পরিপূর্ণ করতে হবে বইটিতে তা কুরআনের আলোকে সুন্দর ভাবে বিশ্লেষণ করা হয়েছে। সন্তান প্রতিপালন, গর্ভপাতের বিষয় গুলো তার আলোচনাতে এসেছে। আজকাল সমাজে মেয়েদের মতের বিরুদ্ধে গিয়ে তাদের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। তার প্রতিবাদস্বরূপ দ্বীনি পরিবেশে তার সুখের কথে ভেবে বিবাহ সম্পাদনের বিষয়টা বইয়ে বেশ যৌক্তিকতার সাথে এসেছে। যেহেতু সন্তান অর্ধেক দ্বীন পূরণ করতে গিয়ে বিয়ে করছে সেক্ষেত্রে তার পছন্দ অপছন্দ বিবেচনা না করে চাপিয়ে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা নিয়ে পিতা-মাতার কাছে মেসেজ পৌঁছে দিয়েছেন লেখক। বইটিতে আজকাল বিবাহ করতে গিয়ে শরীয়াহের বাহিরে যেসব কর্মকান্ড চলছে, পরিবারের যে কলহ চলছে, সন্তান পালনে আমাদের যে ব্যর্থতা রয়েছে তার সব কিছুই প্রায় এসেছে। সমাজের বিধবা বিবাহ প্রথা সম্পর্কে যে ভুল মন্তব্য তা নিয়েও লিখেছেন। পরিবারে স্ত্রী, সন্তানের মাঝে দ্বীন পৌঁছে দেওয়ার পদ্ধতি গুলো তার আলোচনায় এতো সুন্দরভাবে এসেছে যা কেবল লিখে বুঝানো অসম্ভব। অধিকার নিয়ে লড়াই করা ব্যক্তিদেরকে তাদের দায়িত্ব কর্তব্যের দিকে মনোনিবেশ করার কিছু সুন্দর কথা লিখেছেন। পারিবারিক বন্ধন গুলোকে মজবুত করতে আজকের দিনের সমস্যা ও সমাধান উভয়ই বইটিতে স্থান পেয়েছে। বইটির প্রয়োজনীয়তা এবং কাদের জন্য বইটি সহায়ক: ★★★★★★★★★★★★★★★★★★★★ পরিবার নামক ছোট্ট এই সংগঠন থেকে শুরু করেই সমাজ পর্যন্ত সকল সম্পর্ক গুলোর ভিত কে শক্তিশালী করতে হবে। আজকের দিনে একটু চারপাশে তাকালেই দেখা যায়, পরিবারে স্ত্রী, সন্তান, মা-বাবার সাথে হাজারো সমস্যা আমাদের। বিয়ে নিয়ে চলছে জোরজবরদস্তি আর ফলশ্রুতিতে পরিবার গুলো টিকছে না বেশিদিন। সন্তানের সাথে সম্পর্কের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই বন্ধনগুলো জোরদার করতে প্রয়োজন ইসলামের আলোকে পরিবার গঠন আর সেই ইসলামের আলোকেই সমাধান দিয়েছেন উস্তাদ নোমান আলী খান। বইটি তরুন সমাজের কাছে বিশেষভাবে পৌঁছে দেওয়া জরুরি। কারণ রাসূলের সুন্নাহ কে আঁকড়ে ধরে পরিবার গড়ে তুললে সমস্যার নির্মূল সম্ভব ইন শা আল্লাহ। সন্তানের পিতা মাতার কাছেও বইটি পৌঁছে দেওয়া উচিত যাতে তারা সন্তানের প্রতিপালনের ব্যাপারে সচেতন হয়। পারিবারিক বন্ধনে আবদ্ধ প্রতিটি মানুষের জন্যই বইটি সহায়ক ভূমিকা পালন করবে। আমার অনুভূতির কিছু কথা: ★★★★★★★★★★★★★ বইটি পড়তে গিয়ে খুব গভীর মনোযোগ দিয়ে পড়েছি লেখকের প্রতিটি লিখা। এত সুন্দর বাস্তবিক অনুভূতির সমন্বয়ে লেখাটি লিখা হয়েছে যা আমাদের চারপাশের পরিবেশের সাথে মানানসই। বইটির প্রচ্ছদ দেখলেই বইটার প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে। বইটির নামকরণ, প্রচ্ছদ নিয়ে পাঠকের কোনো অভিযোগ থাকার কথা নয়। বইটির "আমাদের কথা" নামক শিরোনাম টা পড়লেই পাঠকের কাছে বই নিয়ে সংক্ষিপ্ত আর স্পষ্ট একটা ধারণা জন্মাবে। উস্তাদ নোমান আলী খানের সম্পর্কে সবাই কম বেশি জানেন। কুরআনের আয়াত নিয়ে তার বিশ্লেষণের প্রতিভাও আমাদের সবারই জানা। তার কিছু লেকচার আলহামদুলিল্লাহ আমারও শুনা হয়েছিল। কিন্তু তার লেকচার অবলম্বনে বাংলায় এত সুন্দর একটা বই পেয়েছি বলে গার্ডিয়ান পাবলিকেশনের জন্য রইলো ভালবাসা আর দোয়া। বই সম্পর্কে সংক্ষেপে- বই: বন্ধন লেখক: উস্তাদ নোমান আলী খান ("NAK BANGLA" সিরিজের প্রথম পরিবেশনা) প্রচ্ছদ মূল্য: ২২০ প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন ধরণ: পেপারব্যাক
Was this review helpful to you?
or
আমি বইটি পড়ছি প্রায় পড়া শেষ । এক কথায় অসাধারণ । এই বই পড়া মানে নিজেকে নতুন করে আবিস্কার করার চেষ্টা করা এবং নিজের অধিকার এর ছাইতে নিজের দায়িত্ববোধ সম্পর্কে বেশি সজাগ হবার অনুভুতিকে জাগ্রত করার চেষ্টা করা। .......................................... ধন্যবাদ
Was this review helpful to you?
or
Very nice and useful work. Special thanks to Rokomari.
Was this review helpful to you?
or
পারিবারিক বিভিন্ন সমস্যা/সমাধান গুলোকে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, স্বামী সাথে স্ত্রীর ব্যবহার, স্ত্রীর সাথে স্বামীর ব্যবহার কেমন হওয়া উচিত সব মিলিয়ে একটি আদর্শ পরিবারের সম্পর্ক কেমন হবে তা এখানে আছে।
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই, আলহামদুলিল্লাহ। পারিবারিক জীবনের নানা ছোটখাটো সমস্যা (যেসব আসলেই খুব গুরুত্বপূর্ণ) লেগেই থাকে। এসব সমস্যার কারনে পরিবারের আপন জনদের সাথে সম্পর্কের অবনতি হয়। পারিবারিক এই সমস্যা গুলো খুবই কমন।এইসব সমস্যা থেকে বের হওয়ার উপায় এবং কিভাবে পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করা যায়, সে-সম্পর্কে খুব সুন্দর কিছু উপায় অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে। আর, আমরা যারা অনলাইনে উস্তাদ নুমান আলী খানের লেকচার ইতিমধ্যে শুনেছি তাদের জন্য নতুন করে কিছু বলার নেই। তিনি অসাধারণ ভাবে ইসলামের প্রত্যেকটা বিষয় উপস্থাপন করেন, যা তরুন প্রজন্মকে ইসলামের দিকে আকৃষ্ট করতে সহায়ক। মহান আল্লাহ রব্বুল আলামীন উস্তাদ নুমান আলী খানকে নেক হায়াত দান করুন এই দোয়া করি। তিনি অসাধারণ একজন স্কলার। জাযাকাল্লাহ /জাযাকিল্লাহ।
Was this review helpful to you?
or
বইঃ বন্ধন লেখকঃ নোমান আলী খান। ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন ও সন্তান সন্ততি প্রতিপালনের গাইড লাইন এই বইটি। উপস্থাপনাগুলো সুন্দর, যদিও বইটি মূলত উস্তাদ নোমান আলী খানের একটি লেকচার অবলম্বনে বর্ণিত। পারস্পারিক বন্ধন সুদৃঢ় করার জন্য এবং ইসলামের আলোকে জীবনযাপন করার জন্য বইটি একবার হলেও পড়া উচিত।
Was this review helpful to you?
or
Good!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। বইটা পারিবারিক সম্পর্কগুলো সম্পর্কে একটু ডিপার ধারণা করতে সাহায্য করেছে। আমি নিজের পড়ে বাকি ফ্যামিলি মেম্বারদেরকে পড়তে দিয়েছি।
Was this review helpful to you?
or
এক লোক তার ছেলেকে নিয়ে পার্কে হাঁটছিলেন। ছেলেটির বয়স ছিল দুবছর। সে গাছের উপর একটি পাখি দেখে বলল, ‘বাবা এটা কী?’ ‘এটা একটা কাক।’ ‘বাবা এটা কী?’ ‘কাক বাবা।’ ‘আচ্ছা ঠিক আছে। বাবা এটা কী?’ ‘এটাও একটা কাক।’ ‘ও কা...ক। আর ওটা?’ ‘ওটাও কাক।’ এভাবে ১০ মিনিট ছেলেটি বাবাকে প্রশ্ন করে গেল। বাবা ৩০ বার এর উত্তর দিলেন। তিনি ছোট একটা ডাইরিতে পুরো ঘটনাটা লিখে রাখলেন: ‘আমার ছেলে আজ পার্কে হাঁটার সময় একটি কাককে নিয়ে ৩০ বার প্রশ্ন করেছে। অসম্ভব সুন্দর এক স্মৃতি।’ তিরিশ বছর পর...। ছেলের বয়স এখন ২ বছর না, ৩২ বছর। বাবা ছেলেকে ফোন করলো, ‘আমি কি তোমার কাছে আসতে পারি?’ ‘বাবা এটা ঠিক দেখা করার সময় না।’ ‘আমাকে কিছুক্ষণ সময় দাও। আমার ১০ থেকে ১৫ মিনিট দরকার। চল গাড়িতে করে বের হই। তোমার সাথে কিছু ব্যাপারে কথা বলার আছে।’ ‘আহ! ঠিক আছে।’ বাবা এসে গাড়িতে উঠে ছেলেকে নিয়ে একটি পার্কে গেলেন। ছেলে মহা বিরক্ত হয়ে বলল, ‘এসব কী বাবা? কী বলতে চান তাড়াতাড়ি বলেন। আমার কাজ আছে।’ ‘আমার সাথে একটু হাঁটো।’ হাঁটতে হাঁটতে বাবা গাছের ডালে একটি কাক দেখতে পেলেন। বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন, ‘বাবা এটা কী?’ ‘বাবা তুমি কি সত্যিই জানতে চাও? এটা একটা কাক।’ ‘ওহ! এটা?’ ছেলে চোখমুখ কটমট করে বলল, ‘এটা কি একটা খেলা? আমার কাজ আছে। ঠিক আছে। এটা একটা কাক। আপনি কি দেখতে পাচ্ছেন না? আমি গত মাসে আপনাকে নতুন চশমা এনে দিয়েছি। আমার সাথে তবে এরকম হচ্ছে কেন? বাবা আপনি কেন এত জটিল প্রকৃতির, আমি বুঝতে পারছি না? সমস্যাটা কোথায়? জাস্ট বলেন কী চান। আমি ব্যস্ত, ঠিক আছে?’ বাবা তার ডাইরির পাতা খুলে বললেন, ‘ঠিক এরকম একটা ঘটনা ৩০ বছর আগে ঘটেছিল। আমরা এই পার্কে হাঁটছিলাম। তুমি একটি কাক দেখেছিলে, তুমি ৩০ বার আমাকে এটার সম্পর্কে জিজ্ঞেস করেছিলে এবং প্রতিবার আমি হেসে উত্তর দিয়েছিলাম। আর এখন তুমি দ্বিতীয় বারও উত্তর দিতে পারছ না!’ শুধু ইসলামের জ্ঞান নয় নোমান আলী খান এর দেয়া লেকচার থেকে পাওয়া যায় অনেক বেশি অনুপ্রেরণা। আর সে কারণেই ইউটিউবে তার দর্শকের সংখ্যা মিলিয়ন ছাড়িয়েছে। পরিবার, প্রিয়জন, প্রিয়মানুষের সাথে সম্পর্কের গভীরতা এবং এ সম্পর্কে ইসলাম কি বলেছে তাই নিয়েই রয়েছে তার অসংখ্য লেকচার। সেখান থেকেই প্রকাশিত হল তার এই বইটি।
Was this review helpful to you?
or
Onek vlo
Was this review helpful to you?
or
বইটি পড়ে আমি খুব আনন্দিত আশা করি আপনাদেরও বই পড়ে ভালো লাগবে
Was this review helpful to you?
or
বইটি অবশ্যই অসম্ভব ভাল একটি বই। বইটি পড়ে আমার কাছে যা মনে হয়েছে তা হল, আমরা অনেক সময় পরিবারের প্রতি, আত্মীয় স্বজনদের প্রতি, বন্ধু বান্ধবদের প্রতি নিজেদের কিছু দায় দায়িত্ব পূরণ করতে ভুলে যাই। এই বইটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে এইসকল বিষয়ে আমার মতে।
Was this review helpful to you?
or
বইটি মূলত পারিবারিক বন্ধন কিভাবে অটুট থাকবে কি করলে পারিবারিক ভাঙ্গন সৃষ্টি হয় , স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব আবার স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব নিয়ে আলোকপাত করা হয়েছে। এর একটা বিষয় খুব ভালো লেগেছে যে, স্বামী তার স্ত্রীর উপর নিজের অধিকার না খুঁজে তার উপরে কি কর্তব্য সে দিকটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে । সমাজে চলমান বিবাহবহির্ভুত অবৈধ সম্পর্ক এর ব্যাপারে 'বিয়ে আর ডেটিং কি এক' শিরোনামে একটি প্রবন্ধ আছে যেটা থেকে এ বিষয়ে সুন্দর ধারণা পাওয়া যায় । মা -বাবার সাথে সন্তানের কিরকম সম্পর্ক হওয়া উচিৎ এ ব্যাপারে সূরাহ ইসরার২৩ ও ২৪ নাম্বার আয়াতের চুলচেরা বিশ্লেষণ এর মাধ্যমে পিতামাতার হক নিয়ে আলোচনা করা হয়েছে। বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে তাদের বেড়ে উঠা নিয়ে তিনি বলেন , সন্তানদের সময় দেওয়া ও তাদের ভালো কাজের উৎসাহ প্রধান করতে হবে । গর্ভপাত, স্ত্রী ও শাশুড়ির সম্পর্ক ইত্যাদি এর সমন্বয়ে চমৎকার একটি বই। যারা বিয়ে করেন নি কিংবা করেছেন সবার জন্যই এতে পূর্ন শিক্ষার বিষয় রয়েছে । পারিবারিক ও সামাজিক বন্ধন কিভাবে অটুট রাখা যায় যে সম্পর্কে জানতে লেকচার নির্ভর বইটি সবার একবার করে পড়া উচিৎ বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
very good book.
Was this review helpful to you?
or
দাম্পত্য, পরিবার, সন্তান পালন, পিতা-মাতার প্রতি কর্তব্য ইত্যাদি বিষয়ে এখন পর্যন্ত যে ক’টা বই পড়েছি তার মধ্যে ১ নম্বরে রাখবো এই বইটা, বইয়ের বিষয়বস্তুর কারণে না, মূলত এর অসাধারণ বিশ্লেষণ, মনস্তাত্বিকতা ও সুখপাঠ্য উপস্থাপন কৌশলের কারণে। বিষয়বস্তু ও গভীরতার দিক থেকে এর চেয়ে সমৃদ্ধ বই হয়তো অনেক পাওয়া যাবে। . এক কৌটা মুড়ি হাতের কাছে নিয়ে যদি অংক করতে বসেন বা পত্রিকা পড়তে বসেন, কোন ফাকে কৌটা ফর্সা হয়ে যাবে বুঝতেই পাবেননা। ‘বন্ধন’ বইটা ঠিক তেমনই, এতটা আকর্ষণীয় উপস্থাপনা যে পড়তে শুরু করলে কোন ফাকে ৫০-৬০ পৃষ্ঠা পার করে ফেলবেন টেরই পাবেননা। . পরিবার, দাম্পত্য, সন্তান পালন ইত্যাদি গুরুগম্ভীর বিষয়ে সাধারণত কঠিন কঠিন নীতিকথা ও কোরআন হাদিসের উদ্ধৃতি সম্বলিত বই বাজারে মেলে। এখানেই নোমান আলী খানের সার্থকতা যে এই গুরুগম্ভীর বিষয়ে তিনি অত্যন্ত সজীব ও সরসভাবে শ্রোতা পাঠকের সামনে তুলে ধরতে পেরেছেন। মানুষের চিন্তা ও মনস্তত্বের গভীরে ঢুকে কথা বলেছেন, এজন্য পাঠকের মনে হবে, হ্যা, আমার কথাই তো বলা হচ্ছে! হ্যা, বিষয়টা তো এমনই হওয়ার কথা! হায় আল্লাহ, তাই তো! এভাবে তো ভাবিনি, এ তো মারাত্মক অবস্থা! . তিনি কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়েছেন বটে, তবে সংখ্যায় কম কিন্তু খুব সার্থকভাবে। আবার অধিকাংশ জায়গাতেই কোরআনের নির্দিষ্ঠ শব্দের এমন অসাধারণ বিশ্লেষণ করেছেন যে সাধারণ পাঠক আগে কোনদিনই শোনেননি। যেমন তালাকপ্রাপ্তা নারী আর কুমারী নারীদেরকে আরবীতে ভিন্ন ভিন্ন শব্দে চিহ্নিত করা হয়। আল্লাহ তায়ালা কুরআনে রসূল স. এর স্ত্রীদেরকে হুশিয়ার করতে গিয়ে বলেছেন, তিনি নবী স. কে তাদের বদলে নতুন স্ত্রী দেবেন। সেই আয়াতে আল্লাহ প্রথমে বলেছেন সায়্যিবাত, পরে বলেছেন আবকার। সায়্যিবাত মানে তালাকাপ্রাপ্ত ও বিধবা নারী, আবকার মানে কুমারী নারী। তার মানে বিয়ের ক্ষেত্রে আল্লাহ তায়ালা তালাকপ্রাপ্তা ও বিধবা নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন। . পিতা-পুত্রের সম্পর্ক কেমন হওয়া উচিত তা ব্যখ্যা করতে গিয়ে হযরত ইউসুফ আ. এর সাথে পিতা হযরত ইয়াকুব আ. এর হৃদ্যতার যে উদাহরণ উল্লেখ করেছেন, তা অধিকাংশ পাঠকদের কাছে নতুন এবং ভাবনার খোরাক জাগানোর মত। পিতা-পুত্রের মধুর সম্পর্ক তৈরির গুরুত্ব তিনি সার্থকভাবে পাঠক মনে ঢুকাতে পেরেছেন। শিশুদের সাথে শৈশবেই বন্ধন তৈরি করতে না পারলে কৈশোরে তারা পিতা মাতার হাতছাড়া হয়ে যায়, বিষয়টি খুব গভীরভাবে বুঝাতে পেরেছেন বেশ কিছু উদাহরণ দিয়ে। এই বিষয়টিও পাঠকদের কাছে নতুন। . অন্যদিকে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্যকেও কয়েকটি টপিকে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে। যে কোন কিশোর কী ছাত্রও বইটি পড়লে নিজের সাথে পিতা-মাতার সম্পর্কের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। প্রথম অধ্যায়টিই ছিল এ বিষয় নিয়ে, একটি কাকের গল্প দিয়ে। এরপর আরো বিভিন্ন টপিকে ফুটে উঠেছে। . পরিশেষে বইটি অসাধারণ। পড়ে খুব মজা পেয়েছি।
Was this review helpful to you?
or
বই: বন্ধন লেখকঃ উস্তাদ নোমান আলী খান-এর লেকচার অবলম্বনে প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন বিষয়: পরিবার ও পারিবারিক জীবন রিভিউ লিখেছেন: Mahfuzur Rahman Anas বইটা অনলাইনে অর্ডার করে উৎসুক ছিলাম কখন বইটা হাতে পাবো , অর্ডার করার পরেরদিন বইটি হাতে পেয়েই একদিনেই বেশ অর্ধেক পড়ে ফেললাম । গার্ডিয়ানের সাথে পরিচয় মূলত লেখক আরিফ আজাদ ভাই এর প্যারাডক্স দ্বারা। লেকচার নির্ভর বইটি প্রথম প্রকাশ হয় ১৫ ফেব্রুয়ারি জাতীয় বইমেলা ২০১৮ । বইটি মূলত পারিবারিক বন্ধন কিভাবে অটুট থাকবে কি করলে পারিবারিক ভাঙ্গন সৃষ্টি হয় , স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব আবার স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব নিয়ে আলোকপাত করা হয়েছে। এর একটা বিষয় খুব ভালো লেগেছে যে, স্বামী তার স্ত্রীর উপর নিজের অধিকার না খুঁজে তার উপরে কি কর্তব্য সে দিকটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে । সমাজে চলমান বিবাহবহির্ভুত অবৈধ সম্পর্ক এর ব্যাপারে 'বিয়ে আর ডেটিং কি এক' শিরোনামে একটি প্রবন্ধ আছে যেটা থেকে এ বিষয়ে সুন্দর ধারণা পাওয়া যায় । মা -বাবার সাথে সন্তানের কিরকম সম্পর্ক হওয়া উচিৎ এ ব্যাপারে সূরাহ ইসরার২৩ ও ২৪ নাম্বার আয়াতের চুলচেরা বিশ্লেষণ এর মাধ্যমে পিতামাতার হক নিয়ে আলোচনা করা হয়েছে। বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে তাদের বেড়ে উঠা নিয়ে তিনি বলেন , সন্তানদের সময় দেওয়া ও তাদের ভালো কাজের উৎসাহ প্রধান করতে হবে । গর্ভপাত, স্ত্রী ও শাশুড়ির সম্পর্ক ইত্যাদি এর সমন্বয়ে চমৎকার একটি বই। যারা বিয়ে করেন নি কিংবা করেছেন সবার জন্যই এতে পূর্ন শিক্ষার বিষয় রয়েছে । পারিবারিক ও সামাজিক বন্ধন কিভাবে অটুট রাখা যায় যে সম্পর্কে জানতে লেকচার নির্ভর বইটি সবার একবার করে পড়া উচিৎ বলে আমি মনে করি।