User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
তামিম আনসারির "Destiny Disrupted: A History of the World Through Islamic Eyes" বইটি ইতিহাসের এক অনন্য দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। এটি পশ্চিমা বিশ্বের প্রচলিত ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে মুসলিম বিশ্বের ইতিহাসকে তাদের নিজস্ব দৃষ্টিতে বিশ্লেষণ করেছে। মূল বিষয়বস্তু বইটি ইসলামের অভ্যুদয় থেকে আধুনিক যুগ পর্যন্ত মুসলিম বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ইতিহাসকে সহজ ও সরল ভাষায় বর্ণনা করে। আনসারি দেখিয়েছেন কীভাবে ইসলামের ইতিহাস পশ্চিমা ইতিহাস থেকে সম্পূর্ণ ভিন্ন পথে বিকশিত হয়েছে। তিনি মুসলিম বিশ্বকে একটি স্বতন্ত্র সভ্যতা হিসেবে চিত্রিত করেছেন, যেখানে ইতিহাসের গতি ও লক্ষ্য পশ্চিমের থেকে ভিন্ন। শৈলী ও বিশ্লেষণ তামিম আনসারির লেখার ভঙ্গি অত্যন্ত সহজবোধ্য এবং আকর্ষণীয়। তিনি বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে গল্পের মতো করে উপস্থাপন করেছেন, যা পাঠকদের জন্য পড়ার অভিজ্ঞতাকে আরও মনোমুগ্ধকর করে তোলে। তিনি শুধুমাত্র ঘটনাপ্রবাহের তালিকা দেননি, বরং এই ঘটনাগুলোর পেছনের কারণ ও প্রভাব বিশ্লেষণ করেছেন। বইটির একটি বড় গুণ হলো, এটি পশ্চিমা দৃষ্টিকোণ থেকে ইতিহাস বোঝার প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। উদাহরণস্বরূপ, আনসারি ক্রুসেড, উপনিবেশবাদ, এবং আধুনিক যুগের বিশ্ব ব্যবস্থাকে মুসলিম দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেছেন। এটি পাঠকদের কাছে ইতিহাসকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয়। বইটির গুরুত্ব "Destiny Disrupted" শুধু ইতিহাসপ্রেমীদের জন্য নয়, বরং যেকোনো পাঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ বই। এটি দেখায় যে ইতিহাসের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি সবসময় সর্বজনীন নয়। তামিম আনসারি পাঠকদের বোঝাতে চেয়েছেন যে ইতিহাসের প্রতিটি দিক একাধিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করা সম্ভব। সমালোচনা তবে, বইটির কিছু অংশে লেখকের পক্ষপাতিত্বের অভিযোগ তোলা যেতে পারে। যদিও আনসারি চেষ্টা করেছেন নিরপেক্ষ থাকতে, তবুও বইটি সম্পূর্ণ নিরপেক্ষ নয়। এছাড়া, ইতিহাসের গভীর বিশ্লেষণের বদলে তিনি কখনো কখনো সহজীকরণ করেছেন, যা কিছু পাঠকের জন্য অসন্তোষজনক হতে পারে। শেষ কথা "Destiny Disrupted" একটি প্রয়োজনীয় পাঠ, বিশেষত যারা মুসলিম বিশ্বের ইতিহাস ও পশ্চিমা বিশ্বের সাথে এর সম্পর্ক নিয়ে জানতে আগ্রহী। এটি ইতিহাসের একটি নতুন দরজা খুলে দেয়, যা পাঠকদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্বকে বোঝার সুযোগ দেয়। বইটি বুদ্ধিবৃত্তিক কৌতূহল জাগায় এবং ইতিহাসের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। রেটিং: ৪.৫/৫
Was this review helpful to you?
or
ডেসটিনি ডিসরাপ্টেট। আমার অন্যতম ফেবারিট একটি বই! বইটির নাম দেখেই উপলব্ধি করতে পারছেন এর বিষয় বস্তু কী! ডেসটিনি ডিসরাপ্টেট এর ভাবার্থ করা যায় লক্ষ্যচূত হওয়া বা ভাগ্য বিড়ম্বনায় পড়া। এক সময়ের দিগ্বিজয়ী মুসলিমরা কীভাবে আস্তে আস্তে নিজেদের লক্ষ্য থেকে সরে এলো, কীভাবে তাদের ভগ্যের বিপর্যয় ঘটল, সেই অত্যন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে এই বইয়ে। ডেসটিনি ডিসরাপ্টেট-বইয়ের মূল বিশেষত্ব হলো এর বিশ্লেষণ। মাত্র এক বইয়ে ৫৭০ খৃস্টাব্দ থেকে ২০০১ এর নাইন এলিভেন পর্যন্ত পুরো পৃতিবীর ইতিহাসকে আপনি দেখতে পারবেন ইসলামের চোখে! আপনি মুগ্ধ না হয়ে পারবেন না।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
পড়ে মনে হবে গল্প পড়ছেন। শেষ পাতায় এসে দেখবেন ১৪'শ বছরের ইতিহাস (আপনার ওরিজিন) জেনে ফেলেছেন।
Was this review helpful to you?
or
সংক্ষিপ্ত পরিসরে বিশ্বের ইতিহাস জানার ক্ষেত্রে বইটি আমার পছন্দের তালিকায় প্রথম স্থানে। সার্থক অনুবাদ বইটির সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
Was this review helpful to you?
or
মুসলমানদের ইতিহাসের যতগুলো বই পড়েছি, তারমধ্যে ‘ডেসটিনি ডিজরাপ্টেড’ বইটি আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে।
Was this review helpful to you?
or
বইয়ের আউটলুক টা সত্যি অসাধারণ! প্রিন্টিং, শব্দের ব্যবহার সবই ভালো ছিলো। অর্ডার করার তিনদিনের মধ্যে হাতে পেয়ে গেছি। ❤️ অনুবাদ যে শুধুই ভাষা পরিবর্তন না সেটারও বাস্তব উদাহরণ আছে এই বইয়ে।যদিও সমালোচনা কম হয়নি বইটি নিয়ে, কিন্তু এমন কিছু জ্ঞান লাভ করতে পারবেন এই বই থেকে যা কল্পনাতীত। ধন্যবাদ, রকমারী কে; এতো অল্প দামে এরকম দামী বই সংগ্রহের সুযোগ করে দিবার জন্য। ?❤️
Was this review helpful to you?
or
Recommended.
Was this review helpful to you?
or
ডেসটিনি ডিজরাপ্টেড ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস
Was this review helpful to you?
or
প্রচুর তথ্যবহুল বইটি
Was this review helpful to you?
or
A very interesting book
Was this review helpful to you?
or
আমার ক্ষুদ্র এই জীবনে বাংলা সাহিত্যের পর সবচে বেশি বই পড়েছি ইতিহাস নিয়ে। এর মধ্যে ডেসটিনি ডিজরাপ্টেড : ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস বইটিকে ইতিহাসের মাখন মনে হয়েছে। এতে এমন কিছু তথ্য পেয়েছি, যা আমাকে রীতিমতো অবাক করেছে।
Was this review helpful to you?
or
চমৎকার আকর্ষণীয় একটি বই
Was this review helpful to you?
or
ভালোই
Was this review helpful to you?
or
চমৎকার আকর্ষণীয় একটি বই
Was this review helpful to you?
or
Valo boi
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Destiny disrupted is a book which is the most informative book about the beginning of the civilization of the world. It refers the possibilities of the near future in brief.
Was this review helpful to you?
or
informative
Was this review helpful to you?
or
its a good one. brief but long history.
Was this review helpful to you?
or
অত্যন্ত সুসজ্জিত আকারে পৃথিবীর মধ্যযুগীয় ইতিহাস। স্রোতের বিপরীতে গিয়ে লেখা এই বইটি যে কারো জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করবে। লেখক এবং অনুবাদক উভয়ের জন্য ভালোবাসা।
Was this review helpful to you?
or
বইটা এক কথাই, রাসুল (সা. ) এর সময় থেকে বর্তমানের টুইন টাওয়ার হামলা পর্যন্ত ইতিহাস এই বইতে পাবেন । এটা পড়তে প্রথমে সবার একটু বিরক্ত হতে পারে কিন্তু বইটা সম্পূর্ণ না পড়তে গেলে কেউ বুঝবেনে এই বইয়ের মর্মার্থ ?
Was this review helpful to you?
or
Best Islamic History Book ever.
Was this review helpful to you?
or
সবার পড়া উচিত
Was this review helpful to you?
or
বইটি প্রচুর তথ্যবহুল।
Was this review helpful to you?
or
মূলত পশ্চিমাদের জানা ইতিহাসের বাইরে এই বইটিতে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে বিশ্ব ইতিহাসকে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ (সা.)-এর জন্মের সাল ৫৭০ খ্রিষ্টাব্দ থেকে শুরু করে ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনা পর্যন্ত প্রায় সাড়ে ১৪শত বছরের ঘটনাবলীকে এখানে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। পশ্চিমা বিকৃত ইতিহাস নয়, বরং ঘটনার শেকড়ে গিয়ে সত্যিকারের ইতিহাসকে নির্মোহভাবে বিশ্লেষণ করা হয়েছে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অনুবাদক ও গার্ডিয়ান পাবলিকেশন কে ধন্যবাদ এমন একটা বই অনুবাদ করার জন্য। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।।
Was this review helpful to you?
or
এই বইটির একটি আকর্ষণীয় বিষয় হ'ল লেখক সভ্যতার সূর্যকালের পর থেকে সাম্রাজ্যের মধ্যকার শক্তি সংগ্রামকে এই বর্তমান যুগে সংযুক্ত করেছেন। ইতিহাস যেমন নিজেকে পুনরাবৃত্তি করে ঠিক তেমনই একটি সাম্রাজ্য কেবল ক্র্যাশ হয়ে পড়ার জন্য শীর্ষে পৌঁছে যায়!! এটি একইভাবে ইসলামী এবং অ-ইসলামিক সাম্রাজ্যের ক্ষেত্রে সত্য। তাই আপনি যদি আপাদমস্তক একজন বই খাদক অথবা ইতিহাস খাদক মানুষ হয়ে থাকেন। তবে এই বইটি আপনার অবশ্যই অবশ্যই অবশ্যই পড়া উচিৎ..
Was this review helpful to you?
or
This book is just awesome. Masha- Allah the way writer described the anciest short details what made me fall into it deeply. i strongly recommend this to our today's youth for having a quick but necessary history of early Islamic situation. thanks to tamim ansary for his outstanding job.
Was this review helpful to you?
or
এই বইটিকে একটি ছোটমানের ইসলামী এনসাইক্লোপিডিয়া বলা যায়। রাসুল (সা:) এর হিজরত থেকে শুরু করে ২০০১ সালে আমেরিকায় টুইন টাওয়ারে হামলা এবং পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্বাধীন তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধাভিজান (ওয়ান অন টেরর) পরযন্ত গোটা সময়টাকে এই বইটিতে তুলে ধরা হয়েছে। বইটিতে ১৬টি অধ্যায় আছে। লেখক ধারাবাহিকভাবে এবং অনেকটা গল্পের মত করেই ইসলামের চোখে বিশ্ব ইতিহাসকে তুলে ধরেছেন, আশা করি যারা ইতিহাস ভিত্তিক বই পড়তে পছন্দ করেন, তাদের জন্য এই বইটি খুব সুখপাঠ্য।
Was this review helpful to you?
or
বইটি পড়লাম। ইসলাম এর দৃষ্টিতে সত্যিই ইতিহাসকে বুঝা যায়। কিন্তু একটা হলো মুসলিম বিশ্বের একটি বৃহৎ জনগোষ্ঠী যাদের বসবাস হলো মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে। এখান এই দুটি দেশের কোন অস্তিত্ব খুজে পাওয়া যায় না।
Was this review helpful to you?
or
"ডেস্টিনি ডিজরাপ্টেড" বইয়ের প্রচ্ছদেই নামটা জ্বলজ্বল করছে এবং ঠিক তার নীচেই যেই লাইনটা বইটি সম্পর্কে আগ্রহ জাগিয়ে তোলার জন্য যথেষ্ট সেটা হলো, "ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস" ইতিহাস তো চিররোমাঞ্চকর, তবে আমাদের শুধু নিছক বিনোদনের জন্য ইতিহাস পাঠ করা উচিত না,ইতিহাস আমাদের উত্তম শিক্ষক। আমরা আমাদের বীরত্বগাথায় পুলকিত যেমন হবো, ঠিক একইভাবে আমাদের অতীতে করা ভুল থেকে শিক্ষা নেবো। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো, ইতিহাসের বয়ানটা কোন দৃষ্টিভঙ্গি নিয়ে করা হচ্ছে। কারণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমাদের সামনে কখনো বিকৃত বা কখনো আংশিক ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে এবং হচ্ছে, যা মোটেও সমীচীন নয়। এতে আমরা ইতিহাস পাঠ থেকে উপকৃত তো হবোই না বরং ক্ষতিগ্রস্ত হবো। আনন্দের ব্যাপার হলো,এ বিবেচনায়,ডেস্টিনি ডিজরাপ্টেড আমাদের সামনে ইতিহাস তুলে ধরেছে, 'ইসলামের চোখে'! বইটি আমাদের ফিরিয়ে নিয়ে যাবে আজ থেকে প্রায় ১৪ শত বছর আগে! আমরা বইয়ের প্রতিটি পাতায় পাতায় বিচরণ করবো সুদূর অতীতে এবং ইসলামের চোখ দিয়ে দেখবো কেমন ছিলো সে সময়! আমরা দেখতে পাবো,ইসলাম দ্বীন হিসেবে পূর্ণতা পাওয়ার আগের পৃথিবী, কীভাবে আমাদের আদর্শ মুহাম্মাদ সা. এর জন্ম, তাঁর জীবন বদলে দিলো পুরো পৃথিবীর ভয়াবহ চিত্র, রাসূল সা. এর ওফাত পরবর্তী উদ্ভুত সংকট, খিলাফতের জন্ম,উম্মাহর বিভেদ বিভাজন থেকে শুরু করে খিলাফতের পতন, জাতীয়তাবাদের উত্থান, বর্তমান রাষ্ট্রব্যবস্থা সূচনার প্রেক্ষাপট। এবং বইটি শেষ হয়েছে ২০০১ সালের টুইন টাওয়ারে হামলার ঘটনা বর্ণনার মাধ্যমে। লোভনীয় ব্যাপার হলো, এই ব্যাপক সময়ের ইতিহাস বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে মাত্র প্রায় পাঁচশো পৃষ্ঠার কলেবরে! যেখানে প্রতিটি পাতায় আছে অজস্র তথ্য, বিভিন্ন ঘটনার আগে ও পরের প্রেক্ষাপটের ভারসাম্যপূর্ণ পর্যালোচনা। এই সুবিশাল ইতিহাস এত স্বল্প পরিসরে বিস্তারিত আশা করা বোকামি, এখানে আমাদের প্রয়োজনীয়,গুরুত্বপূর্ণ ইতিহাসগুলোর সংক্ষিপ্তসার অতি আকর্ষণীয় ভঙ্গিতে তুলে ধরা হয়েছে। যা পাঠ করে পাঠক হবেন আরও পরিণত। বইটি পাঠককে পরিতৃপ্ত করতে যেমন সক্ষম তেমনি বইটা অনেকটা এপিটাইজারের মতো, এই বই আপনাকে আরও জানতে আগ্রহী করবে, আপনি আরও আগ্রহের সাথে খুঁজবেন আমাদের ইতিহাস! ডেজটিনি ডিজরাপ্টেড লেখক- তামীম আনসারী অনুবাদক- আলী আহমাদ মাবরুর
Was this review helpful to you?
or
বই: ডেসটিনি ডিজরাপ্টেড :ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস লেখক: তামিম আনসারী অনুবাদক: আলী আহমাদ মাবরুর প্রকাশনী: গার্ডিয়ান পাবলিকেশন হার্ডকভার মূল্য: ৫০০ পৃষ্ঠা: ৪৩২ 'ডেসটিনি ডিজরাপ্টেড : ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস' বইটি তামিম আনসারীর একটি অনবদ্য ইতিহাস গ্রন্থ। মুসলমানদের ঐতিহাসিক ধারাবাহিকতা'ই বইটির মূল উপজীব্য। অনন্য সাধারণ তথ্যসূচি এবং সুনিপুণ ভাষায় লেখা ইতিহাস গাঁথা একটি বই। ২০০৯ সালে প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে অনেক দিন সর্বাধিক বিক্রিত বই হিসেবে পরিচিত ছিল। ২০১০ সালে বইটি নর্থান ক্যালিফোর্নিয়া বুক অ্যাওয়ার্ড লাভ করে। আধুনিক পৃথিবী যতটা বিজ্ঞানমনস্ক, ঠিক ততটাই শেকড়সন্ধানী। এই শেকড়ের সন্ধান করতে গিয়েই বহু ঐতিহাসিক তাদের লেখনীর মাধ্যমে পৃথিবীর ইতিহাস তুলে ধরেছেন। বইটিতে ইসলামের চোখে ইতিহাস বর্ণনা করা হলেও ধর্মীয় দৃষ্টিকোণের পরিবর্তে প্রামাণ্য ঐতিহাসিক ঘটনাগুলোই বেশি প্রাধান্য পেয়েছে। ★★★বইকথন____ ইতিহাস মানেই আমরা কঠিন রসকষহীন প্রচুর তথ্যপূর্ণ গাদাগাদা লেখাকে বুঝি। 'ডেসটিনি ডিজরাপ্টেড' বইটি পড়ার পর এই ধারনাটা বদলে যাবে। লেখক বইটিকে ১৬টি ভাগে ভাগ করেছেন। লেখকের এ ভাগ করার মধ্যেই সামগ্রিক ইতিহাসের মৌলিক ধারনাগুলো জানা যায়। ১ম ভাগে____ এই অধ্যায়ের নাম 'দ্য মিডল ওয়ার্ল্ড'। লেখক এই অধ্যায়ে মধ্যপ্রাচ্যকে মধ্য পৃথিবী হিসেবে আখ্যা দিয়েছেন। এই অধ্যায়ে ইসলামি যুগের আগের চিত্রকে তুলে ধরেছেন। সুমের সভ্যতা, মেসোপটেমিয়ান সভ্যতা, চালডিয়ান সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, পারস্য সভ্যতা, জরথ্রুষ্ট ধর্মচর্চা ও এর প্রভাব, পারথিয়ানসদের উত্থান, রোমান সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য এবং এই যুগগুলোতে সামাজিক, ধর্মীয় বিষয়গুলো আলোচনা করেন। ২য় ভাগে____ এই অধ্যায়ের নাম দ্য হিজরা। হযরত মুহাম্মদ (সঃ)এর আবির্ভাবের ঠিক আগ মুহূর্তে মক্কার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় কাঠামো কেমন ছিলো, নবীজির জন্ম,নবুয়ত লাভ, হিজরতের প্রভাব, গুরুত্ব, মক্কার প্রভাবশালী নেতৃত্বের সাথে তার দ্বন্দ্ব, হিজরি সালের শুরু, মদিনা জীবনের রাসূল (সঃ) এর যুদ্ধ, চ্যালেঞ্জসমূহ, সমাজিক ও মানবিক চেতনার বিকাশ, মক্কা বিজয়,বিদায় হজ ও রাসূলের (সঃ) ওফাতের বিষয়গুলো আলোচনা করেছেন। ৩য় ভাগে____ খেলাফতের জন্ম হিজরি ১১-২৪ বা ৬৩২-৬৪৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইতিহাসের বর্ণনা করেছেন। খলিফা নির্বাচন, খিলাফত প্রক্রিয়া বিভিন্ন সমস্যা, নতুন খলিফার কাজের ধরণ, রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ, ১ম খলিফার ইন্তেকাল, ২য় খলিফা নির্বাচন, ২য় খলিফার রাষ্ট্রনায়কোচিত ভূমিকা, ইসলামের বিকা ও ব্যাপ্তি, সামাজিক ও লিঙ্গবৈষম্য দূরীকরণ ইত্যাদি বিষয় আলোচনা করেছেন। ৪র্থ ভাগে____ এই অধ্যায়ের নাম বিভেদ-বিভাজন। তৃতীয় খলিফা নির্বাচন, রাষ্ট্র পরিচালনা, তার মানবিক গুণাবলী, খেলাফত কালের শেষ সময়ে সৃষ্ট সংকট, হযরত উসমানের শাহাদাত, চতুর্থ খলিফা নির্বাচন, মুয়াবিয়া (রাঃ) সাথে সম্পর্কের অবনতি, হযরত আয়েশার (রাঃ) এই ইস্যুতে ভূমিকা, উটের যুদ্ধের দুঃখজনক ইতিহাস, খেলাফতের মধ্যে প্রথম বিভাজন,আলীর (রাঃ) মৃত্যুর ঘটনা পর্যন্ত আলোচনা করেন। ৫ম ভাগে____ উমাইয়া সাম্রাজ্যের কাহিনী নিয়ে এই অধ্যায়। কারবালার করুন কাহিনীর বর্ণনা,শহীদি চেতনার উদ্ভব,ইয়াজিদের শাসন, খেলাফতের উত্তরাধিকার বিতর্ক, শিয়া জনগোষ্ঠীর সৃষ্টি ও বিকাশ, উমাইয়াদ যুগের সূচনা, সাম্রাজ্যের বিকাশ, উমাইয়াদ শাসকদের বিলাসিতা, রাষ্ট্রীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়ন, আরবী ভাষায় ব্যপকভিত্তিক প্রচলনের ইতিহাস প্রভৃতি আলোচিত হয়েছে। ৬ষ্ঠ ভাগে____ এই অধ্যায়ের নাম আব্বাসিদ যুগ। উমাইয়া সৃষ্ট সামাজিক বৈষম্য, মানুষের অসন্তোষ, একই উম্মতের মধ্যে ভিন্ন ভিন্ন চিন্তা ও দৃষ্টিভঙ্গির বিকাশ, খারিজিদের ইতিহাস, উমাইয়াদের পতন, বাগদাদে মুসলমান সভ্যতার নতুন প্রাণকেন্দ্র স্থাপন ইত্যাদি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করেছেন। ৭ম ভাগে____ 'জ্ঞানী, দার্শনিক ও সুফি সাধকদের যুগ' এই অধ্যায়ের নাম। ইসলামের সৃষ্ট নতুন নতুন সমস্যা, প্রশ্নের ব্যাখ্যার প্রয়োজন হলে কিভাবে তার সুরাহা হবে, হাদিসের উৎপত্তি,সংরক্ষণ, বিশুদ্ধতা যাচাই,ইসলামী শরীয়তের উৎস, ইজমা, কিয়াস, মাজহাব সৃষ্টি, শিয়া সুন্নিদের চিন্তার মধ্যকার ফারাক,গ্রিক ও অন্যান্য দার্শনিকদের নিয়ে আলোচনা,মুসলিম মনিষী ও দার্শনিক, সুন্নিদের চার মাজহাব, সুফিবাদের উত্থানের কারণ ও ইতিহাস নিয়ে এই অধ্যায়ে আলোচনা করেন। ৮ম ভাগে____ তুর্কিদের আবির্ভাব ও উত্থান দিয়ে এই অধ্যায়ের শিরোনাম। আগের অধ্যায়ের ধারাবাহিকতায় বুদ্ধিবৃত্তির আন্দোলনের বিকাশ, উমাইয়াদ বংশের আবারো শাসন প্রতিষ্ঠা, মিশরে ফাতিমাইদের খেলাফত প্রতিষ্ঠা, খেলাফতের ভিন্নতা, আন্দালুসিয়ার ইতিহাস, মামলুক শ্রেণীর উত্থান, সুলতান মাহমুদ গজনবীর বিজয়াভিযান, মহাকবি ফেরদৌসি ও শাহনামা, সেলজুকদের আবির্ভাব ও উত্থান, নিজাম-উল-মুলকের আমল, তার কাজের ধরণ ও উন্নয়নের চিত্র ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে। ৯ম ভাগে____ 'ব্যপক বিপর্যয় ও নৈরাজ্য' এই অধ্যায়ের শিরোনাম।অনগ্রসর ইউরোপের ধারাবাহিক উন্নয়ন, ফিলিস্তিন সংকটের সূচনা ইতিহাস, মুসলমানদের কিছু রাজ্যের দখল হয়ে যাওয়া, জেরুজালেম দখল, খ্রিষ্টান বাহিনীর পৈশাচিকতা, বাগদাদ দখল সহ আরো বিভিন্ন মুসলমান রাষ্ট্রের পতন নিয়ে আলোচিত হয়েছে। ১০ম ভাগে____ এই অধ্যায়ের নাম 'পুনরুত্থান'। তৈমুর লং এর আগ্রাসন, ইবনে তাইমিয়ার আগমন ও ইসলামের পুনরুত্থানের ক্ষেত্রে অবদান, সুফিবাদের ক্রমাগত বিকাশ, জালালউদ্দিন রুমির আগমন, অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠা, শিয়াদের বিষয়, পারস্য সাম্রাজ্য শিল্পকলার প্রভাব ও অসাধারণ স্থাপত্য শিল্প, মোঘলদের ২০০ বছরের সফল শাসন নিয়ে আলোচনা করেন। একাদশ ভাগে____ এ অধ্যায়ের নাম ইউরোপের তৎকালীন অবস্থা। এই অধ্যায়টা সম্পর্কে আমার কৌতুহল অনেক দিনের। এ অধ্যায়ে লেখক মুসলিস সাম্রাজ্যের প্রতি ইউরোপিয়ানদের তীব্র লোভ, ইতালীয়দের প্রাথমিক সাফল্য, ইউরোপিয়ানদের মুদ্রা, বাণিজ্য কৌশল প্রভৃতি বিষয় এ অধ্যায়ে ঠাঁই পেয়েছে। দ্বাদশ ভাগে____ 'পাশ্চাত্যের প্রাচ্যমুখী অভিযান' এই নামে দ্বাদশ অধ্যায়। ব্যবসায়ী হয়ে মুসলিম সাম্রাজ্যে ইউরোপিয়ানদের আগমন, ভাস্কো দা গামার অভিযান, ব্রিটিশদের উপমহাদেশে শাসন কৌশল, নেপোলিয়ন বোনাপার্টের ইতিহাস, মিসরের ইতিহাস, ইউরোপিয়ানরা কিভাবে ক্রমশ ভোগ, দখল করেছে তার ইতিহাস এ অধ্যায়ে আলোচিত হয়েছে। ত্রয়োদশ ভাগে____ এই অধ্যায়ের শিরোনাম সংস্কার আন্দোলন। এই অধ্যায়ে মুসলমান সমাজে সংস্কারের প্রয়োজনীয়তা কীভাবে সৃষ্টি হলো, খ্রিষ্টানদের প্রোটেস্ট্যান্ট আন্দোলনের সাথে মুসলমানদের সংস্কার আন্দোলনের পার্থক্যসর আরো বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। চতুর্দশ ভাগে____ শিল্প, সংবিধানতন্ত্র, জাতীয়তাবাদ এই অধ্যায়ের আলোচিত বিষয়। ইউরোপিয়ানদের প্রভাব মুসলিম রাষ্টের শিক্ষা, শিল্প, সংবিধান, জাতীয়তাবাদে বিস্তরভাবে পড়ে। পঞ্চদশ ভাগে____ 'ধর্মনিরপেক্ষ আধুনিকপন্থিদের উথান' এই অধ্যায়ের নাম। মুসলিম খেলাফতের পতন, তুরস্কে কামাল আতাতুর্কের ইতিহাস, মুসলিম দেশগুলোতে ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠার ইতিহাস এই অধ্যায়ে তুলে ধরেন। ষোড়শ ভাগে____ এই অধ্যায়ের শিরোনাম আধুনিকতার সংকট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুসলিম রাষ্ট্রে এর প্রভাব, ভারত, পাকিস্তানের জন্ম ইত্যাদি বিষয় আলোচনা করেন সপ্তদশ ভগে____ 'স্রোতের বিপরীতমুখে যাত্রা' এই অধ্যায়ের নাম। ইতিহাসের নতুন খেলোয়ার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব, জামাল আব্দুল নাসেরের পতন, ধর্মনিরপেক্ষবাদীদের সাথে ওয়াহাবীদের বিবাদ, ইরাক-ইরান যুদ্ধ, সমাজের বৈষম্য সৃষ্টি, সাদ্দাম হোসেনের কুয়েত দখল এবং সর্বশেষ আমেরিকার টুইন টাওয়ারে হামলায় এসে ইতিহাস বিবরণীর সমাপ্তি ঘটে। ★★★ভালোলাগা___ ১৩০০ বছরের মোটামুটি ক্রোনোলজিক্যাল এই বর্ণনা লেখক যেভাবে তুলে ধরেছেন সেটা আসলে কোন একাডেমিক বর্ণনা না,বরং পাঠকের সাথে যেনো বসে গল্প শোনানোর মতো। ইতিহাসের মতো জটিল একটা বিষয়কে লেখক ভেঙেচূরে নতুন আঙ্গিকে সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন যে ইতিহাসকেও সত্য, সুন্দর, রসালো ভাবে তুলে ধরা যায়। ভারিক্কী কোন কিছু নেই,আছে দ্রুতগতির সুলিখিত সহজবোধ্য তথ্য,আছে এনেকডোট,আছে কিছু কিছু ক্ষেত্রে লেখকের নিজের ব্যাখ্যা যা পাঠকের পড়তে পড়তে একঘেয়েমি চলে আসেনা। বরং লেখকের সাথে ইতিহাসে ডুবে যেতে হয়। ★★★বইটি যাদের জন্য___ ইসলামের দৃষ্টিতে পুরো বিশ্বের ইতিহাস জানতে হলে এই বইটিকে মৌলিক বই বলা যায়। যারা ইতিহাস জানতে চান কিন্তু প্রচুর সাল, তথ্যের মধ্যে মনোযোগ রাখতে পারেননা তাদের জন্য বইটি। অনুবাদক আলী আহমাদ মাবরুর বইটি সম্পর্কে বলেছেন, "এই বইটিকে ইসলামি ইতিহাসের বিশ্বকোষ হিসেবে বিবেচনা করা যায় এবং এই বইয়ে যে পরিমাণ তথ্য রয়েছে তা দিয়ে আরো বেশ কয়েকটি বই লেখাও সম্ভব।" বিশ্বের সত্য ও আদি ইতিহাস ইসলামী দৃষ্টিকোণ থেকে সামগ্রিক ভাবে জানতে হলে এই বইটি পড়ে সবচেয়ে বেশি উপকৃত হবে। বইটিতে তামিম আনসারী সমগ্র বিশ্বের ইতিহাসকে এতো সুন্দর ও গোছালো ভাবে প্রকাশ করেছেন, তাতে যেকোনো মানুষ আকৃষ্ট হবে। ★★★লেখক পরিচিতি____ লেখক তামিম আনসারির জন্ম ১৯৪৮ সালের ৪ নভেম্বর আফগানিস্তানের কাবুলে। বর্তমানে একজন পাবলিক স্পিকার হিসেবে তিনি খুব জনপ্রিয়। ২০০১ সালে আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর তিনি বেশকিছু বই লিখে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেন। যার মধ্যে অন্যতম হলো 'ডেসটিনি ডিজরাপ্টেড', ইস্ট অব কাবুল: ওয়েস্ট অব নিউইয়র্ক। ২০০৯ সালে 'ডেসটিনি ডিজরাপ্টেড' বইটির প্রথম প্রকাশের পর তুমুল জনপ্রিয়তা লাভ করে। ★★★অনুবাদক পরিচিতি____ 'ডেসটিনি ডিজরাপ্টেড' বইটির বাংলা অনুবাদ করেছেন আলী আহমদ মাবরুর। পেশায় সাংবাদিক। তিনি তাঁর অনুবাদ গ্রন্থগুলোতে সবসময় সাবলীল ভাষা ব্যবহারের মাধ্যমে পাঠকের আকর্ষণ ধরে রাখতে চেষ্টা করেন। 'ডেসটিনি ডিজরাপ্টেড' বইটিতেও তার ব্যতিক্রম ঘটেনি। এই বইটি তার প্রথম অনুবাদ গ্রন্থ। ★★★মন্তব্য_____ মাত্র ৪৩২ পৃষ্ঠার মধ্যে সমগ্র ইতিহাসের একটা সামগ্রিক ধারণা তুলে ধরা মোটেও সহজ বিষয় নয়। তাই লেখককে গুরুত্ব অনুসারে কিছু বিষয় এড়িয়ে যেতে হয়েছে। লেখকের বাছাইপর্বের কাজটির জন্য বইটি আমাকে মুগ্ধ করেছে। বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন, সমৃদ্ধি ইতিহাস এসব বিষয় খুব সুনিপুণ, নিখুত ও নিরপেক্ষভাবে তুলে ধরেছেন। তাছাড়া বইয়ের প্রচ্ছদ ও মলাট খুব সুন্দর ছিলো। ভেতরের বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় মানচিত্র ব্যবহার করে পাঠকদের বুঝতে সহযোগিতা করেছেন। চমৎকার এই বই লেখার জন্য ধন্যবাদ অবশ্য-ই লেখকের প্রাপ্য। সেই সাথে অনুবাদ করে বাংলা ভাষাভাষীদের পড়ার সুযোগ করে দেওয়া জন্য অনুবাদক আলী আহমদ মাবরুর এবং গার্ডিয়ান প্রকাশনীকে ধন্যবাদ। #bookreviewguardian
Was this review helpful to you?
or
কেউ যদি এক নজরে পুরো ইসলামের ইতিহাস জানতে চায় তাহলে এই বইটা তার জন্য বেস্ট। এই বইয়ের ছোট্ট একটি প্যারা দিয়েও বিশাল বিশাল আকারের বই লেখা যাবে। অন্য অনেক সাধারন ইতিহাসের বইয়ের মত এটা নয় এটা হচ্ছে কিছুটা সাহিত্যিক ঢঙে গল্প আকারে লেখা। পাঠক পড়ার সময় মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। বইটি পড়ার পর যেটা মনে হবে পাঠকের কিছুই জানা হয়নি। আরো অনেক জানতে হবে। পাঠকের জানার তৃষ্ণা আরো অনেক বেড়ে যাবে। মাস্টারপিস একটা বই।
Was this review helpful to you?
or
পাঠ প্রতিক্রিয়া! . বইঃ ডেসটিনি ডিজরাপ্টেডঃ ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস লেখকঃ তামিম আনসারী অনুবাদকঃ আলী আহমাদ মাবরুর ক্যাটাগরিঃ অনুবাদ, ইতিহাস, ইসলাম, ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস প্রকাশের সালঃ ১৬-০৪-২০১৮ প্রচ্ছদ অলংকরণঃ অর্নব হাসান রিফাত মূল্যঃ 500 (হার্ডকভার) 450 (পেপারব্যাক) আইএসবিএন নংঃ 978-984-8254-11-0 সংস্করণঃ ২য় মলাটঃ হার্ডকভার প্রকাশকঃ Noor Mohammad (গার্ডিয়ান পাবলিকেশন্স) . লেখক সম্পর্কেঃ তামিম আনসারী আফগান বংশদ্ভূত একজন আমেরিকান লেখক। জন্মেছেন কাবুলে। সেকন্ডারি লেখাপড়ার পাঠ চুকিয়ে আমেরিকা পাড়ি দেন। বাল্যকাল থেকে ইতিহাস ছিলো আগ্রহের কেন্দ্রবিন্দুতে সেই সুবাদে ছোটবেলায় বিখ্যাত ইতিহাসবিদ আর্নল্ড টয়নবির কাছ থেকে চা খাওয়ার দাওয়াত পান। পেশা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সট বুক এডিটর হিসাবে কাজ করলেও ইতিহাদবিদ এবং পাব্লিক স্পিকার হিসাবে বেশি জনপ্রিয়।যে বইটির জন্য তিনি সর্বাধিক সমাদৃত হয়েছেন সেটি হচ্ছে ডেসটিনি ডিজরাপ্টেড। এছাড়াও তার "East of Kabul,West of NewYork" বইটি ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছেন। লেখক সম্পর্কে আরোঃ https://en.m.wikipedia.org/wiki/Tamim_Ansary অনুবাদক সম্পর্কেঃ বইটির অনুবাদক আলী আহমাদ মাবরুর লেখাপড়া করেছেন ইংরেজী সাহিত্যে(স্নাতক,স্নাতকোত্তর)।স্ব-বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে একমাত্র গোল্ড মেডেলিস্ট। পেশায় একজন সাংবাদিক। কাজ করেছেন দিগন্ত টেলিভিশন সহ অন্যান্য জাতীয় টিভি,পত্রিকায়। "ডেসটিনি ডিজরাপ্টেডঃ ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস" পাঠকের প্রথম অনুদিত গ্রন্থ। প্রথম অনুদিত গ্রন্থ হলেও অনুবাদের ক্ষেত্রে তার পরিপক্কতার পরিচয় মিলবে বইয়ের প্রতিটি পাতায় পাতায়। বাংলাদেশের অনুবাদ শিল্পে সবচেয়ে বড় সমস্যা অনুবাদক কতৃক দুর্বোধ্য শব্দচয়ন। কিন্তু এই বইয়ের অনুবাদক অনুবাদের ক্ষেত্রে সহজ ও প্রাঞ্জল শব্দচয়নের চেষ্টা করেছেন বলে মনে করি। অনুবাদক সম্পর্কে আরোঃ Ali Ahmad Mabrur . বই সম্পর্কেঃ "Destiny Desrupted: History of the World Through Islamic Eyes" বইটি ২০০৯ সালে প্রকাশিত হওয়ার পর দীর্ঘদিন বেস্ট সেলার তালিকায় ছিলেন। ইতোমধ্যে বইটি "Northern California Book Award-2010" সহ বিভিন্ন পুরস্কার লাভ করেছেন। . বইটি মুলত ইতিহাসের বই।তবে তা প্রচলিত ইতিহাসের বই থেকে একটু ভিন্নতর। আমাদের ইতিহাসবিদরা তাদের বইগুলাতে যেমন ভুরিভুরি তথ্য,তথ্যসুত্র,সাল ইত্যাদি উল্ল্যেখ করে দীর্ঘকায় আকারের বই রচনা করেন এটা তার ব্যতিক্রম। মনে করুন আপনি কোন কপিশপে বসে লেখককে পৃথিবীর ইতিহাস সংক্ষেপে তুলে ধরতে অনুরোধ করলেন,তখন লেখক আপনাকে শপে বসে গল্পের ছলে যে ইতিহাসের কমেন্ট্রি দিতেন, বলতে পারেন এই বই সেই কমেন্ট্রির লিখিত ভার্সন। তাইতো এই বইয়ের প্রতিটি পাতার ইতিহাস জানতে আপনাকে কমপক্ষে এক ডজন ইতিহাসের বই ঘাটতে হবে। তাছাড়া এই বইয়ে লেখক যেমন ঘটনার ধারাবাহিকতা বজায় রেখেছেন তেমনি সাহিত্য মানের জন্য প্রশংসিত হয়েছেন। ১৪'শ বছরের ইতিহাস হলেও বইয়ের আকার এর ব্যাপারেও লেখক কনসার্ন্ড ছিলেন। লেখক চেষ্টা করেছেন নিরেট ইতহাসের নির্যাস কে পাঠ উপযোগী করে গল্পের ছলে সুখপাঠ্য করে গড়ে তুলতে। . পৃথিবীর ম্যাপ সর্বশেষ যেদিন নতুন রূপ ধারন করেছিল সেদিন (অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মের সাল ৫৭০ খ্রিঃ) থেকে শুরু করে ২০০১ সালে টুইন টাওয়ারের হামলা এবং তৎপরবর্তী (War on Terror) পর্যন্ত প্রায় সাড়ে ১৪'শ বছরের ইতিহাস এখানে সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করা হয়েছে। সে হিসাবে একে "Modern Encyclopedia of Islamic History" বলে আখ্যায়িত করলে একটুও বাড়িয়ে বলা হবে না। বরং এটা এমন একটা ইতিহাসের বই যেখানে পশ্চিমা ডংয়ে নয় বা পশ্চিমাদের মত কাট,ছাট করে বিকৃত ইতিহাস নয় বরং ঘটনার গভীরে গিয়ে নিরেট ইতিহাস তুলে ধরেছেন। সত্যি বলছি, বইটি পড়তে গিয়ে আপনি ক্লান্তি বা তিক্ততাবোধ করবেন না বরং ঘটনার ধারা বর্ননা আপনাকে শিহরিত করবে বারবার। . . বইটিতে থাকছে ১.দ্যা মিডল ওয়ার্ল্ডঃ মধ্য পৃথিবী কেন্দ্রিক পৃথিবীর প্রাচীনতম সভ্যতাসমূহের উত্থান-পতন। ২.দ্যা হিজরাঃ মহানবী (সঃ) এর জন্ম,নবুয়ত লাভ,হিজরত,বিভিন্ন যুদ্ধ,মক্কা বিজয়,বিদায় হজ,ওফাত। ৩.খেলাফতের জন্মঃ খেলাফত নির্বাচন,সংকট,উত্তরন,ইন্তেকাল,ধারাবাহিকতা।৪.বিভেদ-বিভাজনঃ খেলাফতের সৃষ্ট সংকট,আলী (রাঃ) ও মুয়াবিয়া (রাঃ) সম্পর্কে দুরত্ব, উটের যুদ্ধ,আলী রা এর শাহাদাত। ৫. উমাইয়া যুগঃ কারবালা,ইমাম হোসেন (রা),শিয়া সৃষ্টি-বিকাশ,উমাইয়া শাসনামল। ৬. আব্বাসি যুগঃ উমাইয়াদের পতন, আব্বাসীয়দের উত্থান,বাগদাদ। ৭.জ্ঞানী, দার্শনিক ও সুফি দের যুগঃ হাদিসের উৎপত্তি,সংরক্ষন, চার মাজহাব ও ইমাম, ইমাম গাজালী,দার্শনিকদের আবির্ভাব, সুফি সাধকদের প্রভাব। ৮. তুর্কিদের আবির্ভাব ও উত্থানঃ মিসরে ফাতেমি খেলাফত,সুলতান মাহমুদ গজনভি, সেলজুক দের আবির্ভাব,হাসান সাবাহ-এসেসিন দের আবির্ভাব। ৯. ব্যাপক বিপর্যয় ও নৈরাজ্যঃ ফিলিস্তিন সংকটের সুচনা, ক্রুসেড,জেরুজালেম,নুরুদ্দিন জংগী,মোঙ্গলদের উত্থান, চেঙ্গিস খান-হালাগু খানের বর্বরতা। ১০. পুনরুত্থানঃ তৈমুর লং,ইমাম ইবনে তাইমিয়া,জালালুদ্দিন রুমি,মুহাম্মাদ ফাতেহ এর কন্সটান্টিনোপল জয়, অটোম্যান যুগ, সাফাভী দের উত্থান,মোগলদের যুগ, সম্রাট আকবর,তার নতুন দ্বীন, আওরঙ্গজেব। ১১. ইউরোপের তৎকালীন অবস্থাঃ বিভেদ-বিভাজন, প্রোটেস্টেন্ট উত্থান। ১২. পাশ্চাত্যের প্রাচ্যমুখী যাত্রাঃ ভাস্কো-ডা-গামার ভারপ্য অভিজান,ভারতের গোয়া রাজ্যের সৃষ্টি,মোঘল সংকট, অটোম্যানদের ভিয়েনা বিজয় না করার পরিনাম। ১৩. সংস্কার আন্দোলনঃ ওয়াহাবী,ওয়াহাবী ও সৌদী শাসক সম্পর্ক,সৈয়দ আহমেদ আলীগড় ও তার আলীগড় আন্দোলন,জামাল উদ্দীন আফগানী ও ইসলামী আধুনিক তত্ব। ১৪. শিল্প,সংবিধানতন্ত্র, জাতীয়তাবাদঃ মুসলিম বিশ্বে ধর্মনিরপেক্ষতার উত্থান,দেশে দেশে সংবিধান,ইহুদিবাদের উত্থান,আর্মেনিয়ান গনহত্যা। ১৫. ধর্মনিরপেক্ষ আধুনিক পন্থীদের উত্থানঃ খেলাফতের আনুষ্ঠানিক পতন,কামাল আতাতুর্ক ও তার ইসলাম বিদ্বেষী পদক্ষেপ,দেওবন্দ প্রতিষ্ঠা, হাসান আল বান্না ও তার ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম দেশের খনিজ সম্পদ লুটপাট। ১৬. আধুনিকতার সংকটঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুসলিম দেশ,দেশে দেশে স্বাধীনতা আন্দোলন,ইজরাইল রাষ্ট্রের জন্ম,ভারত পাকিস্থান জন্ম, জামাল আব্দেল নাসের ও আরব জাতীয়তাবাদ,ইখওয়ান ও সাইয়েদ কুতুব। ১৭. স্রোতের বিপরীতমুখী যাত্রাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব,নাসেরের পতন, ইসলামী আন্দোলন ও শাসক শ্রেনীর দন্ধ, পিএলও ও বাথ পার্টির জন্ম, ইরানের শাহ এর পতন, তেল রাজনীতি, কোল্ড ওয়ার, ইমাম ও খোমেনি ও ইস্লামী বিপ্লব,ইরান-ইরাক যুদ্ধ, সাদ্দাম হোসেন ও কুয়েত দখল, টুইন টাওয়ার এট্যাক। . বইটি তাদের জন্য যারা ইসলাম নিয়ে গবেষনা, চিন্তা করতে পছন্দ করেন। এমন মানুষদের জন্য বিরাট এক তথ্যের ভান্ডার হিসাবে কাজ করবে।এছাড়া এই বইটি কে বেস করে লেখা যাবে অসংখ্য বই,দেওয়া যাবে হাজারো বক্তৃতা,ব্যাবহার করা যাবে রেফারেন্স বুক হিসাবে। সর্বোপরি, এই বইটি তাদের জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে যে পাঠক জানার আগ্রহ পোষন করে। . বইয়ের মানঃ বইয়ের প্রচ্ছদের কথা যদি বলি তাহলে বলতে হবে আসাধারন। এক দেখাতেই বইয়ের প্রতি ভালোবাসা জন্মাবে। বইয়ের বাইন্ডিংটাও মাশাল্লাহ। প্রচ্ছদ ও বর্নবিন্যাস ভালো লেগেছে। শেষকথা, বইটি পড়ে পাঠক নিরাশ হবেন না ইনশাআল্লাহ। . বইটি সম্পর্কে আরো জানতে বা কয়েক পৃষ্টা পড়ে দেখতে...: https://guardianpubs.com/book/destiny-disrupted/ ©Muhammad Amanullah
Was this review helpful to you?
or
ডেসটিনি ডিজরাপ্টেড বইটি সম্পর্কে খুবই আগ্রহী। অনেক আগেই রকমারি ডট কম এর নিউজ পাই অনলাইনে কিন্তু আজ এই বইয়ের সন্ধান পেয়ে এখনই রেজিষ্ট্রেশন করলাম। মনে হচ্ছে এই বইটি থেকে ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানতে পারব। এই বইটি সংগ্রহ করতে চাই। ধন্যবাদ........
Was this review helpful to you?
or
বাজারে ইতিহাসের অনেক বই আছে। ইসলামের ইতিহাসের গ্রন্থও মিলবে ভূরি ভূরি। কিন্তু তাতে ভক্তিরসের আধিক্য অনেক জানার মতো তথ্যই অজানা থেকে যায়। সেদিক থেকে আনসারির বইটি অন্য দশটি বইয়ের চে' নিঃসন্দেহে আলাদা। ভক্তি নয় বরং ইতিহাসের জায়গা থেকে ইসলামকে বিচার করেছেন ভদ্রলোক। অনুবাদ ভালো হয়েছে। ৫৭০ থেকে ২০০১ পর্যন্ত লম্বা সময়। অনেক সংক্ষেপিত হয়ে গেছে তা বলবই।
Was this review helpful to you?
or
A history....
Was this review helpful to you?
or
সৌভাগ্যঞমে বইটির একটা ইংরেজি ভার্সন হাতে পেয়ে পড়ছিলাম, আর ভাবছিলাম কাউকে অনুবাদ করতে বলা যায় কিনা। তারপর এক বন্ধু জানাল বাংলা অনুবাদ হয়েছে বেশ আগেই! অনুবাদক কে অনেক ধন্যবাদ। আর বইটির ব্যাপারে সমালোচনা থাকা টা স্বাভাবিক। ইতিহাসের সার্বজনীন রূপ থাকাটা কঠিন, কারণ এটা মানুষের বিবরন।
Was this review helpful to you?
or
ডেসটিনি ডিজরাপ্টেড (হার্ডকভার) লেখকঃ তামিম আনসারী প্রকাশকঃ গার্ডিয়ান পাবলিকেশনস মুদ্রিত মূল্যঃ ৫০০ টাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল ৫৭০ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার ঘটনা পর্যন্ত প্রায় সাড়ে ১৪শত বছরের ঘটনাবলীকে বইটিতে অত্যন্ত সুন্দরভাবে উপস্খাপন করা হয়েছে। বইটির পাতায় পাতায় আছে তথ্য, আছে শিহরণ জাগানো গল্প, আছে ঘটনার সামনের ও পেছনের প্রেক্ষাপটের চমৎকার পর্যালোচনা।
Was this review helpful to you?
or
ইসলামি ইতিহাস পাঠের ধারণাই পরিবর্তন হয়ে গিয়েছে বইটি পড়ার পর। এত চমৎকার ভাবে ইতিহাসের বই সাজানো যায় ভাবিনি কখনও। অনুবাদও মানসম্মত হয়েছে। আর সমালোচনা এটা স্বাভাবিক পন্থা এটার দরকার আছে তা না হলে প্রকাশকদের মনে অহংকার এসে যাবে যে তারা যা ইচ্ছা তাই ছাপাতে পারে। শুভকামনা।
Was this review helpful to you?
or
আপনার যদি ইসলামের ইতিহাস সম্পর্কে জানা না থাকে তাহলে আফগান-আমেরিকান এই লেখকের বইটি অবশ্যই ভালো পাঠ্য হবে।
Was this review helpful to you?
or
ইতিহাস হচ্ছে একটি জাতি বা জনগোষ্ঠীর পরিচায়ক। তাই ইতিহাসের পাঠ থেকে দূরে থাকা মূলত নিজের পরিচয় না জানারই নামান্তর। আর আত্মপরিচয় না জানার অর্থ হচ্ছে কার্যত নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তবে, ইতিহাস বরাবরই একটু রসকষহীন। তবে একই সাথে রোমাঞ্চকর এবং উপভোগ্য। ইতিহাস গড়ে উঠে কতক ব্যক্তি, জাতি কিংবা গোষ্ঠীকে অবলম্বন করে। সেই সাথে যোগ হয় নির্দিষ্ট সময়, কিছু স্থান, কিছু তারিখ। এ সবকিছুর উপস্থিতিতে ইতিহাসের পাঠ যেমন সমৃদ্ধ হয় আবার অনেক সময় তা ভারীও হয়ে যায়। পরিণামে, ইতিহাসের ধারাবাহিকতা আমাদের স্মৃতিপটে স্থায়িত্ব লাভ করার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যায়। বিশেষত, পাঠকের যদি ধৈর্য ধারণে অক্ষমতা থাকে। পক্ষান্তরে, ইতিহাসের ভারী উপাদান গুলোর উপস্থিতি কমিয়ে যদি ইতিহাসকে একটি ধারাবাহিক গল্পের রূপ দিয়ে সহজপাঠ্য ও উপভোগ্য করে উপস্থাপন করা যায় তাহলে হয়তো মলাটে মোড়ানো ইতিহাসের ঐ পাঠটুকু সকল শ্রেণীর পাঠকের দোরগোড়ায় পৌঁছাতে পারে। আর উক্ত কাজটুকু সিদ্ধহস্তে আঞ্জাম দিয়েছেন আফগান বংশোদ্ভূত মার্কিন লেখক ও ইতিহাসবিদ তামিম আনসারী তার সাড়া জাগানো ''ডেসটিনি ডিজরাপ্টেড : ইসলামের চোখে পৃথিবীর ইতিহাস'' নামক বইতে। বইটির প্রারম্ভ সূচিত হয়েছে ইসলাম পূর্ব পৃথিবীর ভৌগলিক অবস্থার বিবরণ দিয়ে। অতঃপর ইসলামের আগমন ও ধীরে ধীরে উত্থান। ক্রমান্বয়ে আরব উপদ্বীপের গন্ডি পেরিয়ে উত্তর আফ্রিকার মরক্কো পার হয়ে স্পেন পর্যন্ত বিশাল ভূখণ্ড ইসলামের ছায়াতলে আশ্রিত হওয়ার বিবরণী। খেলাফত ব্যবস্থায় অন্তর্দ্বন্দ্ব, ইসলামী সভ্যতার সাথে ইউরোপীয়দের পরিচয়, ইউরোপীয়দের দৈন্যদশার জীবনযাত্রা এবং পরবর্তীতে শিল্প বিপ্লবের সূচনা, পৃথিবীর একপাশে আমেরিকা ও অন্যপাশে ভারতবর্ষ আবিষ্কার। চীন ও রাশিয়ার উত্থান। মাঝখানে অটোম্যান সাম্রাজ্যের উত্থান ও অবশেষে নিজেদের দূর্বলতা, অযোগ্যতা আর বিলাসিতায় উন্মত্ত হওয়ার দরুন পতন। তৎকালীন পরাশক্তি গুলোর ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা, শোষণ, নির্যাতন ও লুণ্ঠন। আবার ক্রমান্বয়ে ঔপনিবেশিকতার ভাঙ্গন ও বিভিন্ন রাষ্ট্র গঠন। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আরব ভূখন্ডের ভাগবাটোয়ারা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে ফিলিস্তিনের বুকে অভিশপ্ত ইজরাইলী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করে নিজেদের স্বার্থসিদ্ধির গভীর ষড়যন্ত্র এবং তা বাস্তবায়ন। ইতিহাসের বাঁকে বাঁকে জন্ম নেওয়া বিভিন্ন সংস্কারক ও দার্শনিকদের সংস্কার আন্দোলনে তাদের ভূমিকা, অবস্থান ও চিন্তাচেতনার বিবরণ। এবং আজকের পৃথিবীর রূপরেখার ফিরিস্তি বর্ণিত হয়েছে ৪৭০ পৃষ্ঠার কিঞ্চিৎ বৃহৎ কলেবরের এই বইটিতে।
Was this review helpful to you?
or
বইটা প্রকাশের পর থেকেই এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। কিছু কিছু বিষয় আসলেই সমালোচনার যোগ্য। কিন্তু সমালোচনার পরিমাণটা এতটাই বেশি ছিল যে, আমার কাছে মনে হয়েছে, বইটার উপর জুলুম হয়ে গেছে। আপনারা যারা গার্ডিয়ান প্রকাশনীর অন্যান্য বই পড়েছেন, তারা এ বইটিকে দয়া করে সেগুলোর সাথে তুলনা করবেন না। . বইটিতে লেখক সংক্ষেপে পৃথিবীর শুরু থেকে টুইন টাওয়ার ধ্বংসের আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুলে ধরেছেন। মাত্র ৪৭০ পেইজে পুরো পৃথিবীর ইতিহাস তুলে ধরতে হলে সকল ঘটনা বর্ণনা করা সম্ভব নয়। গুরুত্বের বিবেচনায় লেখক কিছু ঘটনা বাদ দিয়েছেন, কিছু তুলনামূলক কম আলোচনা করছেন, এই বাছাইয়ের কাজে লেখকের প্রজ্ঞায় মুগ্ধ হয়েছি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, সাম্রাজ্য ও আদর্শের উত্থান, পতন ও সমৃদ্ধির লেখক যে কারণগুলো বিশ্লেষণ করেছেন। . লেখক বইটিতে যখন যার ঘটনা বর্ণনা করেছেন, তখন তার হয়ে বর্ণনা করছেন। এ কারণে অনেকের মনে পড়ার সময় লেখকের প্রতি ক্ষোভ জমতে পারে। কিন্তু কষ্ট করে বইটার শেষপর্যন্ত গেলে হয়তো আপনি নিজেই লেখকের বর্ণনার কৌশলটা ধরতে পারবেন। . ইসলামের ভিতর বিভিন্ন মতের লোকজন আমাদের সামনে ইসলামের ইতিহাস বিভিন্ন রকমভাবে উপস্থাপন করেছেন। কিন্তু এ বইয়ে লেখক যথাসম্ভব নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। ইসলামের ইতিহাস নিয়ে আপনার ব্যাপক পড়াশুনা থাকলে হয়তো আপনি লেখকের নিরপেক্ষতায় খুঁত ধরতে পারবেন। যদিও বইতে লেখক নিজেকে নিরপেক্ষ দাবী করেননি। . "ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এই যে, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয়না" কথাটা সম্ভবত জর্জ বার্নার্ড শ বলেছেন। 'ডেসটিনি ডিসরাপ্টেড' বইটা পড়ার সময় বারবার আমার মাথায় তার এ উক্তিটা ঘুরছিলো। . মুসলিম জাতির বর্তমান এ দূরাবস্থার কারণ আমার মতে দুটি, কুরআনের সাথে সম্পর্কহীনতা এবং নিজ জাতীর ইতিহাস না জানা। এই দৃষ্টিকোণ থেকে আমার কাছে বইটির গুরুত্ব অনেক বেশি। . বইটির লেখক, অনুবাদক, প্রকাশক সহ বইটির সাথে সংশ্লিষ্ট সকলের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করছি।
Was this review helpful to you?
or
ডেসটিনি ডিসরাপ্টেড সম্পর্কে প্রচারণায় বলা ছিল এটি একটি ইসলামিক এনসাইক্লোপিডিয়া এই কথা বলার পর এবং বই পড়ার পর রিভিউ লেখার আর কিছু থাকে না তারপরও তো অনেক কিছুই বলা যায়। যারা ইসলাম এবং ইসলামিক বিশ্ব নিয়ে জানার আগ্রহ তাদের মনে অনেক প্রশ্ন যার উত্তর দেয়ার মতো কেও ছিল না এই বইটি পড়ে সেই উত্তর গুলি পাওয়া যায় যেমন জামাত ই ইসলাম হাসানুল বান্না দ্বারা মোটিভেটেড তাহলে বান্না কার দ্বারা মোটিভেটেড, তৈল খনির দখল কিভাবে পশ্চিমের হাতে গেলো, শিল্প বিপ্লবের, ঘটনা আরব দেশগুলির অমুসলিমকরণ কিভাবে হলো, তার উত্তর পাওয়া গেলো এই বইয়ে। এইভাবে শত শত প্রশ্ন ও তার উত্তর এই বইয়ে আছে। ইসলামের এই দুরদিনে যাদের রিদয়ে রক্তক্ষরণ হয় তাদের রক্তক্ষরণ আরো বেড়ে যাবে এই বই পড়লে কিন্তু তারপর ও তা পড়তে হবে এবং জানতে হবে। এই বইয়ের সবচাইতে বড় অবদান হলো এখানে এতো বেশি উদাহরণ আছে যে বাংলাদেশের বাস্টারডাইজেশন ছবির মতো চোখে ভেসে উঠে বাংলাদেশ কিভাবে ইন্ডিয়া দ্বারা ধর্ষিত হচ্ছে এবং হবে তার উদাহরণ পেতে হলে এই বই পড়তে হবে। আমি এই বইটি কিনে এবং পড়ে আমি তৃপ্ত।