User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সবাইকে সাজেস্ট করব এই বইটা না কেনার জন্য। এই বইটাকে মুলত সামারিও বলা চলে না। আর ঘটনাগুলোর সোর্স অথেনটিক না। এই বইয়ের বিকল্প হিসেবে ড. রাগিব সারজানির "ফিতনার ইতিহাস" বইটা পড়তে পারেন। অনেক সুন্দর এবং গুছানো বই।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
চমৎকার কিন্তু অনেক সংক্ষিপ্ত। আরও বিস্তারিত আলোচনা হলে ভালো হতো।
Was this review helpful to you?
or
Briefly informative books for clue, can not be used as reference
Was this review helpful to you?
or
থার্ডক্লাস অনুবাদ। তথ্যের ঘাটতি।
Was this review helpful to you?
or
মুসলিম শাসকদের হত্যাকান্ড ও ক্ষমতা দখল সম্পর্কিত তথ্যবহুল বই ।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর তথ্যবহুল একটি বই।
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
wow
Was this review helpful to you?
or
বেশ ভাল
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বইটি খলিফাদের হত্যাকাণ্ড গুলি সম্পর্কে পাঠককে একটি সংক্ষিপ্ত ধারণা দিবে। তবে বিস্তারিত জানতে অন্য বই এর সাহায্য নিতে হবে। কিন্তু এক সাথে ১০ জন খলিফার হত্যাকাণ্ড সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বইটি চমৎকার।
Was this review helpful to you?
or
Goof Books and good service from Rokomary
Was this review helpful to you?
or
well writen
Was this review helpful to you?
or
বইটি পড়ে অজানা বিষয় জানতে পারলাম।তবে বইটি পড়ার সময় মনে হয়েছে অনুবাদক কিছু অনুবাদ gap দিয়েছেন।।writter এর পরিচয় দেওয়া উচিত ছিল।
Was this review helpful to you?
or
আরেকটু গবেষণা করে বইটিতে হাত দেওয়া উচিত ছিল লেখকের... তথ্যসূত্র না দেওয়ার কারণে গ্রন্থটিকে হালকা মনে হয়েছে। তারপরও, লেখকে ধন্যবাদ...
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। খুবই সুন্দর এবং সহজ ভাবে সব বিষয় উপস্থাপন করেছেন।বইটা পড়ে অনেক কিছু শিখতে পারলাম। তাই লেখককে অনেক ধন্যবাদ। এমন সুন্দর একটা বই লেখার জন্য।
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
এই বই থেকে খলীফাদের ইতিহাস সম্পর্কে ভালো রকম ধারনা পাওয়া যায়, আর বইয়ের নাম দেখেই বুঝবেন যে এটাতে খলীফাদের করা কিছু ভুলের জন্য কিভাবে তারা মারা গেছেন/ হত্যা করা হয়েছে টা জানা যায়
Was this review helpful to you?
or
এ ধরনের একটি বই পড়ার অাগ্রহ ছিলো বহুদিনের। ইসলামের প্রথমদিকের ইতিহাস ও ক্ষমতার দ্বন্ধ সবকিছুই জানা যাবে বইটি পড়ে। মুসলমানদের গোষ্ঠীগত দ্বন্দ্ব ও ক্ষমতালিপ্সু মনোভাব জানতে পারবেন। বইটিতে অারো কিছু সংযোজন করা যেতো। ওসমান( র) মৃত্যুর কাহিনীটি বেশি হৃদয়বিদারক মনে হয়েছে। অাগ্রহী পাঠকরা পড়ে দেখতে পারেন,।
Was this review helpful to you?
or
মহান খেলাফতের পতন ঘটিয়ে কত নৃশংসতার মধ্য দিয়ে উমাইয়া রাজতন্ত্রের উদ্ভব ঘটে সেই ইতিহাস মিলবে এই বইয়ে। ইমাম হোসেন (রাঃ) এর হত্যাকাণ্ডের ঘটনা ও কারবালার কূটরাজনীতির পর্বটিও এই বইয়ের অন্তর্ভুক্ত হওয়া উচিৎ ছিল। ধর্ম কখনো যে রাজনীতিকে ছাড়িয়ে যেতে পারেনা তার দলিল হোল সংক্ষিপ্ত বর্ণনার এই বইটি। এই বইয়ের সাথে " সাহাবীদের অন্তর্দ্বন্দ্ব ও ইতিহাসের নিগূঢ় সত্য " বইটিও অবশ্যই পড়ে নিতে হবে।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
ইসলামের ইতিহাস আসলে অনেক বিরাট একটি ইতিহাস। এর প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে ইতিহাস একেক সময় একেকদিকে মোড় নিয়েছে। ইসলামের খলিফাদের পুরো জীবনী এই বইতে পাবেন না। তবে এমন কতগুলো ঐতিহাসিক ঘটনা এখানে আনা হয়েছে, বলা যায় ইতিহাসের বাছাইকৃত কিছু ঘটনা। আর পুরো ইতিহাসকে এক বইয়ে আনা সম্ভবও না। কেবলই হত্যাকান্ড সম্পর্কিত ঘটনাগুলোকে এই বইয়ে হাইলাইট করা হয়েছে। তাই এই বিষয়গুলো জানার জন্যে পড়লে আশা করি কেউ হতাশ হবে না।
Was this review helpful to you?
or
বইটা একটু সামারি নির্ভর, অর্থাৎ কেউ যদি গভীরভাবে বিষয়টি সম্পর্কে জানতে চান তাহলে হতাশ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই বিষয়ের উপর তালিকাবদ্ধ ভাবে জানার জন্যে আমার কাছে বইটি বেশ ভালো মনে হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে সাবলীলতা আর প্রবাহের অসামঞ্জস্য আছে, সেক্ষেত্রে অনুবাদক মূল বইয়ের লিখনীর ধারাকে কারন হিসেবে চিহ্নিত করেছেন। কিছু ভুল তথ্য থাকাও এক্ষেত্রে স্বাভাবিক; তাই একটু বুঝে এবং চিন্তা ভাবনার জানালা খুলে পাঠকদের বইটী পড়ার অনুরোধ জানানো যাচ্ছে। সর্বোপরি আমার কাছে বইটি ভালো লেগেছে এবং অনুবাদকের উদ্যোগ প্রশংসনীয়।
Was this review helpful to you?
or
অননেক সুন্দর একটি বই,, অনেক সুন্দর করে সাজানো,, তথ্যনির্ভর,, প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ,,
Was this review helpful to you?
or
যতটা আশা নিয়ে কিনেছি ততটাই হতাশ হয়েছি৷ বেশ কয়েক জায়াগায় তথ্যগত ঘাটতি আছে বলে মনে হয়েছে৷ একের পর এক হত্যাকান্ড দেখে মনে হচ্ছিলো খেলাফতের পুরো সময়কাল শুধু হত্যাকান্ডই হয়েছে৷ ইসলামের ইতিহাস এ যাদের ধারনা কম তাদের জন্য বইটি না ক্রয় করাই উত্তম বলে আমি মনে করি৷
Was this review helpful to you?
or
জ্ঞানগর্ভ কিছু ঐতিহাসিক বিশ্লেষণ আর গবেষনালব্ধ দৃষ্টিভঙ্গি সম্বলিত কিছু পাবার আশায় বইটি কিনেছিলাম। কিন্তু হতাশ হয়েছি। মূলগ্রন্থের নির্বাচিত চৌম্বকাংশ অনুবাদ করতে গিয়ে লেখক (অনুবাদক) প্রায়শঃই একধরণের অসংলগ্নতা তৈরী করেছেন, যা সাবলীলতায় ছেদ ঘটিয়েছে। যেহেতু ইসলামী খেলাফত সম্পর্কে সবার সমান জ্ঞান নেই, তাই যেকোন তথ্যের সম্পূর্ণতা নিশ্চিত করবার জন্য আগে-পরে সম্পূরক তথ্যের প্রয়োজন ছিল, যার ঘাটতি দেখা গেছে। সন্নিবেশিত তথ্যের মধ্যেও কয়েক জায়গায় অমিল ছিল। তবে ভাষার উপর অনুবাদকের দখল প্রশংসনীয়। প্রাথমিকভাবে বইয়ের বিষয় ও শিরোনাম নির্বাচনে অপরিপক্কতা দেখা যায়। যেভাবে শুধুমাত্র হত্যাকান্ডের পর হত্যাকান্ড বর্ণনা করা হয়েছে, তাতে ইসলামের একজন জ্ঞানপিপাসু ছাত্র হিসেবে কারও কারও মনটাই বিষিয়ে যেতে পারে। তার কাছে মনে হতে পারে, প্রিয় নবী (সাঃ) এর ইন্তিকালের পরে ইসলামের অগ্রগতির ক্ষেত্রে বা ভাল কিছুই হয়নি, বরং খুনাখুনি, পাপাচার, অনাচার, ব্যভিচারই ঘটেছে - অনেকটা টিভিতে দেখানো সুলতান সুলেমানের নারী আর হেরেমের আসক্তির মত (যার অনেকাংশই কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষাটোর্ধ মুসলিম রাষ্ট্রে বিপণন ও প্রচার করা হয়)। এই একই কারণ ইসলাম-বিদ্বেষীদের জন্য ভাল হাতিয়ারও হয়ে যেতে পারে। তাই, বইয়ের বিষয়বস্তুকে আরেকটু চিন্তা করে নির্বাচন করা প্রয়োজন ছিল। খেলাফতের একটি ট্রি-ফর্ম দেখানো যেত, যাতে পাঠক বারবার তুলনা/স্মরণ করে মেলাতে পারেন। উদ্ধৃত নামগুলো প্রথমবার সম্পূর্ন আকারে দিয়ে পরে সংক্ষিপ্ত সহজ নাম ব্যবহার করা যেত। একটি পরিশিষ্ট দিয়ে তাতে বইয়ে ব্যবহৃত নাম/বংশ/স্থান ইত্যাদি সন্নিবেশিত করা যেত। যে কোন বইয়ের অন্যতম উদ্দেশ্য হল সুখপাঠ্য জ্ঞান বিতরণ করা। সফল একটি বইয়ের জন্য তথ্যের সঠিকতার সাথে সাবলীলতাও প্রয়োজন। লেখক বা অনুবাদক উভয়কেই এটা দেখতে হবে। অনুবাদক এখনও বয়সে তরুণ, ভবিষ্যতে এসব শুধরে আরও সুন্দর উপস্থাপনা উপহার দেবেন ইন শা আল্লাহ!