User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
khub akta vlo na
Was this review helpful to you?
or
এ কথা জানিতে তুমি ভারত-ঈশ্বর শা-জাহান, কালস্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান। শুধু তব অন্তরবেদনা চিরন্তন হয়ে থাক্, সম্রাটের ছিল এ সাধনা রাজশক্তি বজ্রসুকঠিন সন্ধ্যারক্তরাগসম তন্দ্রাতলে হয় হোক লীন কেবল একটি দীর্ঘশ্বাস নিত্য-উচ্ছ্বসিত হয়ে সকরুণ করুক আকাশ, #কাহিনী_সংক্ষেপ চারশত বছর আগে সিংহাসনচুত্য হবার আগে কোহিনূরকে রক্ষার উদ্দেশ্য এক অভিনব পরিকল্পনা করেছিলেন সম্রাট শাহজাহান। কি ছিল সেই পরিকল্পনা? এত কিছুর পরেও কোহিনূর মোঘলদের হাতছাড়া হল কীভাবে? দীর্ঘদিন ধরে প্রায় নির্বাসিত জীবন- যাপন করা বিজ্ঞানী গোলাম মোস্তফা হঠাৎ করেই খুন হয়ে গেলেন। তদন্তের দায়িত্ব গিয়ে পড়ল নিশাত ও তার সহকারী জাহিনের ওপর।পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য উঠে- পড়ে লেগেছে এক গুপ্তসংঘ। প্রথম পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বেছে নিয়েছে বাংলাদেশ। তাহলে কি কোনো ভয়ংকর বিপদের সম্মুখীন হতে চলেছে বাংলাদেশ? ওদিকে কুয়ালালামপুরের ফাঁকা রাজপথ থেকে অপহৃত হয়ে গেল প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা। অপহরণকারীদের দাবি- মেয়েকে ফেরত পেতে হলে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে তাঁকে। কি করবেন তিনি? গোলাম মোস্তফার খুনের তদন্তভার জাহিনের উপর ন্যস্ত করে কুয়ালালামপুরে পাড়ি জমাল নিশাত। বিমানবন্দর থেকে বের হবার সাথে সাথেই আক্রমণ হল তার ওপর। সে কি পারবে মন্ত্রী কন্যাকে উদ্ধার করতে? জাহিন কি পারবে বিজ্ঞানীর হত্যা রহস্য উন্মোচন করতে? আপাত দৃষ্টিতে খাপছাড়া ঘটনাগুলোর মধ্যে কি আদৌ কোনো সংযোগ রয়েছে? #প্রতিক্রিয়া লেখকের দ্বিতীয় বই এটি। প্রথম বই "ভেনজেন্স" মোটামুটি ছিল। সেটাতে যেসব সংকীর্ণতা ছিল তার অনেকটাই এই বইতে কাটানোর চেষ্টা করা হয়েছে। তবে শুরু এবং শেষটা বেশ আগ্রহ জাগানিয়া হলেও মাঝের অংশে এসে গল্পের অবতারণা কিছুটা খাপ ছাড়া লেগেছে। থ্রিলার যেহেতু তাই থ্রিল দেয়ার চেষ্টা করা হয়েছে পুরো সময়। কিন্তু পাঠক হিসেবে মনে হয়েছে আরেকটু রয়ে সয়ে লেখা যেত। প্লটটা বেশ ভালো। তাছাড়া গল্পের দুটি ভিন্ন সময়ের আলোচনা বেশ লেগেছে । তবে মনে হয়েছে লেখক অধিক অধ্যায়ে ভাগ করে ফেলেছেন! প্রতিটা অধ্যায় বেশ ছোট ছোট। আর অধ্যায় শেষে কিছুটা পাঞ্চ দেয়া উচিত ছিল যেটাতেও লেখক কাঁচা হাতের পরিচয় দিয়েছে। বইটার সবচেয়ে ভালো লাগার জিনিসটা হলো সুন্দর একটা প্লট। লেখক প্লট ফাঁদতে পারে দারুণ। কিন্তু গল্পের প্রবাহে আরো সতর্ক হতে পারতেন। ভাষাগত দিকটা আরেকটু নজরে রাখতে পারতেন। চরিত্রগুলোতে আরেকটু ফোকাস করা উচিত ছিল। থ্রিলার কোনোভাবেই আমার রিডিং জোন না। আমি সামাজিক উপন্যাস বেশি পড়ি এবং মানতে বাধ্য যে থ্রিলার আর সামাজিক উপন্যাসের মাণ পরিমাপের স্ট্যান্ডার্ড পুরোই ভিন্ন। তাই আমার এই তুলনা, আলোচনা, সমালোচনা হয়ত উজবুকের হঠকারিতার মতো হয়ে গেল। যাহোক, থ্রিলার বলতে বাঙ্গদেশে আমরা মৌলিক আর অনুবাদ দুটি দলে ভাগ হয়ে যাই। তার মাঝে সবাই অনুবাদের মাণ নিয়ে লেগে পড়ি। সেদিক থেকে মৌলিকের অবস্থান কিছু উপরে। এই বইটাও মৌলিক থ্রিলার। অতএব চেখে দেখতে সমস্যা কোথায়?