User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Burhanul Aziz

      15 Jun 2025 12:03 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই। জ্ঞান পিপাসুদের অবশ্যই পড়া উচিৎ। আপনাদের সার্ভিসে সন্তুষ্ট।

      By MD:Ibrahim Kholil

      14 Feb 2025 01:00 AM

      Was this review helpful to you?

      or

      আল্লাহর রহমত আপনার উপর.. (মাসুদ শরীফ)

      By Robiul Khan

      09 Nov 2024 05:05 PM

      Was this review helpful to you?

      or

      বইটা সকলের পড়া উচিৎ

      By Mayhek Shikder

      27 Dec 2023 03:54 PM

      Was this review helpful to you?

      or

      (পোস্ট নং ~ ০১) ---------------------- এক কবি বলেছেন, দ্রুত তোমার লক্ষ্য হাসিল করো তোমার বয়স এক সফর ছাড়া আর কী! ঘোড়দৌড়ের ঘোড়ার মতো দৌড়াও, প্রথম হও ওগুলো তোমাকে ধার দেওয়া হয়েছে, একদিন ফেরত দিতে হবে। ( বই~ মনের ওপর লাগাম) ◑ প্রচ্ছদ ও নামকরণ ~ ------------------------------- বইটির প্রচ্ছদের ক্ষেত্রে প্রথমেই বলবো অসাধারণ কালার কম্বিনেশনের কথা। বাসন্তী, কালো, লাল ও সাদা রংয়ের সম্বনয়ে অসাধারণ সুন্দর একটি প্রচ্ছদ যেন প্রচ্ছদশিল্পী এই বইটিতে ফুটিয়ে তুলেছেন। আর বইটির নামকরণ? তার সার্থকতা যে কতটা বেশি তা বইটি না পড়ে থাকলে অনুধাবন করা অসম্ভব। ◑ লেখক ও অনুবাদক পরিচিতি ~ ----------------------------------------------- আব্দুর রহমান বিন আলি বিন মুহাম্মদ বিন আবুল ফারাজ বিন আল-জাওজি। সংক্ষেপে ইবনুল জাওজি রহ.। তার জন্ম ৫১০ হিজরী/১১১৬ খ্রিস্টাব্দ এবং মৃত্যু ১২ রমজান ৫৯৭ হিজরী/১৬ জুন ১২০১ (প্রায় ৭৪ বছর) বাগদাদ, ইরাক। তিনি ধনী পরিবারের সন্তান ছিলেন এবং তিনি আবু বকরের বংশোদ্ভূত ছিলেন, ইবনুল জাওজীর ছেলেবেলা থেকেই পর্যাপ্ত জ্ঞান লাভ করার সুযোগ পেয়েছিলেন। সুন্নি মুসলমানদের কাছে ইমাম ইবনুল জাওজি ছিলেন একজন আরব মুসলমান আইনজ্ঞ, প্রচারক, বক্তা, ধর্মবিদ্যাবিদ, ইতিহাসবিদ, বিচারক, এবং সাস্কৃতিক ভাষাবিদ । তিনি হাম্বলি মাযহাব বাগদাদে শহরে প্রচারে অক্লান্ত ভূমিকা পালন করেছিলেন। অন্যদিকে, বাংলাদেশি অনুবাদক মাসুদ শরীফের জন্ম ১৯৮৭ সালের ৩ নভেম্বর। ইসলামিক ভাবধারার বই অনুবাদ করে তিনি যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। ? সংক্ষিপ্ত পরিসরে বই বিবরণ ~ --------------------------------------------- সুন্দর এই বইটিতে ৩০টি অধ্যায়জুড়ে অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব হয়েও আমরা আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগি। আলহামদুলিল্লাহ এক পর্যায়ে তা সেরেও যায়। তবে আরও একটি ভয়াবহ মাপের অসুস্থতা আছে। যা নিমিষেই মানুষের সবকিছুই ধূলিসাৎ করে দিতে পারে। এমনকি এক পর্যায়ে দেখা যায় এই অসুস্থতা থেকে অনেকেই বেরিয়ে আসতেও সক্ষম হয় না।‌ আর এই বিশেষ অসুস্থতা ই হচ্ছে মনের অসুস্থতা বা মনের অসুখ। আর এই মনের অসুখের বিরুদ্ধে প্রতিটা লড়াইয়ের পদক্ষেপ নিজেকেই লড়তে হয়। মাঝে মাঝে যেন দুমড়ে মুচড়ে দেয় ভিতরটাকে। কিন্তু এই অশান্ত মনকে শান্ত রাখতে ও করতে হবে বিভিন্ন প্রতিকূল অবস্থাতে। আর এই প্রতিকূল অবস্থাকে আল্লাহ তায়ালার অশেষ রহমতে নিয়ন্ত্রণে রাখার একটি কার্যকরী ঔষধ বা বই হচ্ছে এই মনের ওপর লাগাম এই বইটি। মোট কথার এক কথা, মূলত মানুষ যে সকল মনের ব্যাধিতে আক্রান্ত সেগুলোর সমাধান নিয়েই জগদ্বিখ্যাত মুসলিম মনীষী ইবনুল জাওজী রহ. আ: আত তিব্বুর রুহানি নামক যে স্বতন্ত্র গ্রন্থ রচনা করেন তারই অনুবাদ করা গ্রন্থ "মনের উপর লাগাম"। ◑ বই হতে পছন্দের কিছু চরণ~ ------------------------------------------ ? "বিচক্ষণ মানুষ হিসেবে আপনা প্রথম কাজ হবে নিজের আর ভালোবাসার মধ্যকার নৈকট্য খেয়াল করবেন। বেসামাল হয়ে যাবেন না। হারানো জিনিসটা যদি আসলেই দরকারি কিছু হয়, তাহলে আল্লাহর নির্ধারিত তাকদীরে আস্থা রাখুন। আল্লাহ যা ঠিক করে রেখেছেন তা তো ঘটবে"। ? তুষ্ট চোখ ভুল দেখেনা, ভুল দেখে রুষ্ট চোখ। ? বাড়ন্ত শাখাকে চাইলে সোজা করলে সোজা হবে, কিন্তু কান্ডকে সোজা করা যায় না। সন্তানকে ধীরে ধীরে শাসন করলে তা কাজে দেয়, বয়স হয়ে গেলে তা আর কাজে দেয় না। ?" হাদিসে বলা আছে, মুমিনের বাকি জীবনটা খুব দামি। যা ছুটে গেছে সে তা শুধরাতে পারে। যা শোধরানো যাবে না সেটা নিয়ে দুঃখ করে কোন লাভ নেই। যদি ধর্মীয় বিষয় হয়, তাহলে আল্লাহর দয়া ও করুনার আশা রেখে তা পূরণ করে নিন। কিন্তু যদি বিষয়টা দুনিয়াবী হয়, তাহলে তা নিয়ে আফসোস করলে ক্ষতি ছাড়া আর কিছু বাড়াবে না। বুদ্ধিমান মানুষ হিসেবে এসব চিন্তা আপনার ছেড়ে দেওয়া উচিত।" ? খায়েশের মুখে লাগাম আটবেন কিভাবে? এর খারাপ দিকগুলো নিয়ে চিন্তা-ভাবনা করলে সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। নিজেকে নিয়ে ভাবলে পরে বুঝবেন, খায়েশের গোলামির জন্য আপনার জন্ম হয়নি। ? পাঠপ্রতিক্রিয়া ~ -------------------------------- আলহামদুলিল্লাহ ওয়াফিলাইফে আয়োজিত এক প্রতিযোগিতার মাধ্যমে বইটি বাছাই করে নেওয়ার সুযোগ পেয়েছিলাম। ১০২ পেজের একটি বই। কিন্তু অসাধারণ, অসাধারণ। আমরা অনেকেই বুক রিভিউ করি এবং এই কথাটি উপস্থাপন করি আর করাটাই স্বাভাবিক কারণ বইয়ের কমবেশি ভুল থাকাটা স্বাভাবিক। কিন্তু আমার কাছে এই বইটির জন্য বিন্দু পরিমাণে কোন নেগেটিভ রিভিউ নেই। বরং আমি অনুবাদক মাসুদ শরীফকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এ সুন্দর বইটিকে অনুবাদ করার জন্য। এবং অনুবাদ করার মতো সাহস দেখানোর জন্য। আমার কথা তো বাদই দিলাম। এই বইটি নিয়ে কয়েকজন জ্ঞানীগুণী সম্মানিত ব্যক্তিদেরও অনেক ভালো রিভিউ পাওয়া গেছে যা বইটির শুরুতেই দিয়ে দেওয়া হয়েছে( আরিফ আজাদ, শরীফ আবু হায়াত)। তাদের এই বইটি নিয়ে বলা কথাগুলো ছোট পরিসরে হলে আমি এখানে উল্লেখ করে দিতাম। তবে বইটি নিয়ে আব্দুল্লাহ মাহমুদ নজীবের ছোট্ট একটি কথা উল্লেখ করতেই হচ্ছে আমার~ "বিশ্বাসী অন্তরের ভারী বিশ্বাসকে হালকা করার জন্য মনের ওপর লাগাম হতে পারে একটি আগাম প্রতিষেধক"। আমি যদি পারতাম আমি প্রত্যেককে ধরে ধরে এই বইটি হাদিয়া দিতাম। তবে এখানে একটা কথা আছে আপনি যত যেই বই ই পড়েন না কেন আল্লাহতালা সেই বইয়ের প্রতি আপনার মহাব্বত বা মায়া রহমত প্রদান না করে উপকারী হবেন না। তাই সর্বদা আল্লাহর কাছে প্রার্থনা করবেন। দোয়া করবেন দোয়া করতে কখনই ভুলবেন না। ◑ প্রডাকশন কোয়ালিটি ~ ------------------------------------- "মনের ওপর লাগাম " বইটির প্রকাশনী হচ্ছে "ওয়াফিলাইফ পাবলিকেশন"। বইটির কভারটি হার্ডকভার না হলেও বেশ আকর্ষণীয়। আমার কাছে উপকারী মনে হয়েছে। যেমন আমরা অনেকেই আছি যারা বই পড়ার সময় বুক মার্ক ব্যবহার করি না। কিন্তু এই বইটার কভারের সাথে সুন্দর করে একটি সিস্টেম করে দেয়া হয়েছে যার ফলে পাঠক খুব সহজেই বইটির সে অংশটিকে বুকমার্ক হিসেবেও ব্যবহার করতে পারবে। বইটির পেজ কোয়ালিটি আরেকটু ভালো করা যেত। এছাড়া বইটিতে এক লাইন থেকে আরেক লাইনের স্পেস, বইয়ের বাইন্ডিং ইত্যাদি সমূহ আলহামদুলিল্লাহ সবকিছুই ঠিকঠাক মনে হয়েছে। বানান ভুল তেমন একটা চোখে পড়েনি। ওয়াইফাই পাবলিকেশনের বই এর আগেও আমার পড়া হয়েছে আলহামদুলিল্লাহ বরাবরই তাদের কাজ আমার খুব ভালো লাগে। ◑ রেটিং ~ ৫/৫ আলহামদুলিল্লাহ ------------- ? বই বিত্তান্ত ~ ----------------------- বই ~ মনের ওপর লাগাম। মূল লেখক ~ ইবনুল জাওযী রহ. অনুবাদক ~ মাসুদ শরীফ নিরীক্ষণ ~ আব্দুল্লাহ আল মাসুউদ পৃষ্ঠা ~ ১০২ মূল্য ~ ১৭৩/- রিভিউদাতা ~ নিতু শিকদার আয়াত

      By MD ATAULLAH

      21 Dec 2022 08:51 AM

      Was this review helpful to you?

      or

      মনের উপর লাগাম......রিভিউ অনুবাদকের দেওয়া নাম টাও কিন্তু তাৎপর্যপূর্ণ, আমরা সবখানে মনেরই গোলামি করি,মনকে নিয়ন্ত্রণে আনতে পারিনা, মন আমাদের সওয়ারিতে পরিণত করে, সেই মনকে নিজের বাগে আনতে, মনকে নিজের সওয়ারিতে পরিণত করতে চাইলে এই বইটি পড়া উচিত। বইটা হয়তো ছোট মাপের, কিন্তু এর কথা গুলার তাৎপর্য বর্ণণা করতে কয়েকখন্ড বই ছাড়িয়ে যাবে।

      By Sanaullah Arif

      25 Apr 2022 04:11 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই। বইটি যতই পড়েছি ততই ভালো লাগছিলো।

      By Abdullah Al Mamun

      19 Mar 2022 07:49 AM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ অসাধারণ বই!

      By Shahriar Kabir

      05 Feb 2022 10:42 PM

      Was this review helpful to you?

      or

      মানসিক বিভিন্ন খারাপ অবস্থায় কিভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন তা কুরআন ও সুন্নাহর আলোকে অধ্যায় আকারে লিখা একটি বই ৷

      By Tawhid Taha

      22 Jan 2022 01:46 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By Mehedi Hasan Jewel

      17 Jan 2022 03:16 PM

      Was this review helpful to you?

      or

      বইটি সবার পড়া উচিত। বইতে মনকে কিভাবে শান্ত রাখা যায়,আশা আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ এসব নিয়ে লেখা

      By S.M. Saidur Rahman

      14 Dec 2021 09:30 PM

      Was this review helpful to you?

      or

      Excellent!

      By Alamin Hussain

      12 Dec 2021 01:38 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ!

      By Asif Sanjary

      11 Dec 2021 03:22 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By Anamul hasan

      14 Oct 2021 01:47 PM

      Was this review helpful to you?

      or

      Some words are not understandable. Should be translated more carefully. However, very informative.

      By Fahim Ahmed

      08 Oct 2021 06:41 PM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah

      By mzshahi 2001

      01 Oct 2021 10:37 PM

      Was this review helpful to you?

      or

      মনের উপর লাগাম বইটার অনুবাদ টা খুবই সুন্দর আছে,,,এই বইটিতে আছে আমার আচরণ,ধর্মীয়,ও মানুষের ভাল খারাপ বৈশিষ্ট্য নিয়ে বিশদ আলোচনা,, যদিও পৃষ্ঠা সংখ্যা কম তবুও আপনাকে সহজেই বোঝাতে সক্ষম এই বই! ইনশাআল্লাহ আবার টাইম ম্যানেজমেন্ট বইটা খারাপ না,,,আমার দৃষ্টিতে অনুবাদ মোটামুটি,,,পড়লে ইনশাআল্লাহ উপকৃত হবেন,,অনেক কিছু জানছি এই বই থেকে

      By Mohammad Mehedi Hasan

      19 Sep 2021 09:25 PM

      Was this review helpful to you?

      or

      Very useful for practical life

      By Mizanur Rahman

      03 Sep 2021 02:29 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় দারুণ

      By salehin

      21 Jul 2021 05:20 PM

      Was this review helpful to you?

      or

      to good

      By Ibrahim Hossain

      25 Jun 2021 10:13 PM

      Was this review helpful to you?

      or

      অনেক সুন্দর একটি বই! পড়তে পারেন

      By Shahariar Hossan

      07 Jun 2021 07:03 AM

      Was this review helpful to you?

      or

      পুরো বইয়ের সারমর্ম হচ্ছে বইয়ের নাম। ভালো বই। আশাকরি, বেখেয়ালি মনোভাব থেকে নিজেকে বাচিয়ে রাখতে পারা সহজ হবে।

      By Muinuddin Gaus

      14 May 2021 06:56 AM

      Was this review helpful to you?

      or

      Good book

      By RAFI UDDIN

      10 May 2021 04:25 AM

      Was this review helpful to you?

      or

      "মনের উপর লাগাম" বইয়ের রিভিউ----- বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে আলাদা। বিবেকের কাজ খায়েশের পিছু পিছু যাওয়া থেকে বারণ করা। আপনি যদি বিবেককে পায়ে ঠেলে খায়েশের গোলামি করেন, আপনি তখন জন্তু-জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হবেন। শিকারি কুকুর আর রাস্তাঘাটে ঘোরাঘুরি করা কুকুর দেখলেই বিষয়টা বুঝবেন। শিকারি কুকুরের আলাদা সম্মান আছে। দাম আছে। কারণ, ইচ্ছার ওপর লাগাম টানার ক্ষমতা আছে তার। শাস্তির ভয়ে কিংবা মনিবের কৃতজ্ঞতাস্বরূপ তারা মনিবের শিকার নিজের কাছে নিরাপদে রাখে। নাবিকহীন জাহাজ যেমন স্রোতের টানে উদ্দেশ্যহীন ভেসে যায়, খায়েশ ঠিক সেরকম মানুষের স্বভাবকে ইচ্ছেমতো নাচায়। সমঝদার মানুষ হিসেবে বলুন তো: খায়েশের লেজ ধরে একবার চলা শুরু করলে, ভবিষ্যতে এর যে খারাপ পরিণাম হবে সেটা সহ্য করা সহজ, নাকি শুরুতেই খায়েশ চেপে ধরার কষ্ট সহ্য করা সহজ? খায়েশের অনুসরণের সবচেয়ে করুণ পরিণাম হচ্ছে মানুষ সেই খারাপ কাজটা করতে একসময় আর কোনো মজা পায় না। কিন্তু অভ্যাসবশত করে যায়। নিজেকে সেখান থেকে উদ্ধার করতে পারে না। এ ধরনের খারাপ কিছুতে অভ্যস্ত হলে তা আসক্তিতে রূপ নেয়। মদপান কিংবা অবাধ যৌনসম্পর্কে যারা আসক্ত তাদের অবস্থা এমনই। খায়েশের মুখে লাগাম আঁটবেন কীভাবে? . মনের লিমিটলেস খায়েশের উপর লাগাম আঁটার নানান কলাকুশল নিয়ে প্রত্যেক যুগেই বিজ্ঞ আলিমরা তাদের জাতিকে ওয়াজ নসিহত করে গিয়েছেন। এমনি এক আলিম, ইমাম ইবনুল জাওযী রহ., যিনি তাঁর যুগের মানুষদের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রচনা করেছেন অসংখ্য কিতাব। তাঁর সেই অসংখ্য রচনার ভিতর একটি বিখ্যাত কিতাব হচ্ছে ‘আত-তিব্বুর রুহানী’, বাংলায় যা রূপ নিয়েছে ‘মনের ওপর লাগাম’।

      By Md Nahid rng

      03 May 2021 12:41 PM

      Was this review helpful to you?

      or

      আজকেই বইটি হাতে পেলাম।

      By Rakibul Hasan

      06 Apr 2021 09:43 AM

      Was this review helpful to you?

      or

      Oshadharon ekti boi.... Olpo te onek kisu bujay diche

      By Uzzal Hossain

      05 Apr 2021 01:59 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারন।

      By Arb Rahim Badsa

      16 Jan 2021 06:47 PM

      Was this review helpful to you?

      or

      Oshadharon. Me and my grandfather really like to read the book :)

      By Mustafizur Rahman Sabuz

      29 Dec 2020 10:42 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ, বইটি সবার সংগ্রহে রাখা দরকার।

      By Shaimon Shihab

      28 Dec 2020 06:44 PM

      Was this review helpful to you?

      or

      Valo

      By al amin alif

      14 Oct 2020 12:18 PM

      Was this review helpful to you?

      or

      অনেক ভালো একটি বই

      By Abdul alim

      17 Oct 2019 09:05 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ। মাসুদ শরীফ ভাই খুব সুন্দর একটা বই অনুবাদ করেছেন। আল্লাহ তায়ালা তাকে জাজায়ে খায়ের দান করুন। ইনশাআল্লাহ আসা করা যায় আমাদের যুবক সমাজ এই বইটা পড়ে নিজেকে অনেক পরিবর্তন করতে পারবেন। যুব সমাজের আলসেয়ামি হিংসা বিবাহের ক্ষেত্রে মেয়ে বাচাই।আরো ২৭/২৮ অধ্যায় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের সবার উচিত এই বইটা পড়ার।

      By Sahariar Kabir

      01 Oct 2019 12:03 AM

      Was this review helpful to you?

      or

      বইটা আদর্শ চরিত্র গঠন এবং প্রত্যেকটি মানুষের দৈনন্দিন জীবনের খারাপ স্বভাব গুলো দূর করতে সহায়ক ভূমিকা পালন করবে এই বইটি। লেখক এবং অনুবাদক (#মাসুদ_শরীফ) ভাই সহ যারা এই বই টি প্রকাশিত করার সাথে জড়িত আল্লাহ তাদের কে উত্তম প্রতিদান দান করুন। সুম্মা আমিন। এক জ্ঞানী ব্যক্তি বলেছিলেন, "তোমাকে যে হিংসে করে তাকে জিজ্ঞেস করো, তুমি কি জানো কার বিরুদ্ধাচরণ করছ তুমি? যিনি আমাকে এই নি‘আমাহ দিয়েছেন তুমি তার বিরুদ্ধাচরণ করছ।" . "তিনি আমাকে যা দিয়েছেন তুমি তাতে সন্তুষ্ট না। আমার ওপর তোমার হিংসের ক্ষতিপূরণ হিসেবে আল্লাহ আমার নি‘আমাহ একের পর এক বাড়িয়ে দিয়েছেন। আর তোমার মুখের ওপর তোমার আয়রোজগারের দরজা বন্ধ করে দিয়েছেন।" . তাছাড়া আপনি যাকে নিয়ে হিংসে করছেন সে কি আপনার ভাগ থেকে কিছু নিয়েছে? তারপরও আপনি যে চাচ্ছেন তার অনুগ্রহ কেড়ে নেওয়া হোক এটা কি অবিচার না? . যাকে হিংসা করছেন তার অবস্থা আরেকবার ভালো করে দেখুন। সে যদি দুনিয়াবি কিছু পেয়ে থাকে তা হলে তো হিংসা না করে তার জন্য দুঃখ করা উচিত। কারণ, সে যা পেয়েছে সেটা তার ক্ষতির কারণ, হতে পারে। দুনিয়াবি জিনিসের সাথে ঝামেলা পাল্লা দিয়ে বাড়ে। . — ইবনুল-জাওযী রহ. ------- হিংসা থেকে বাঁচার আরেকটি উপায়: শায়খ আশরাফ আলী থানবি রহ. তাঁর এক মুরিদের চিঠির উত্তরে লিখেছিলেন, যার ভাষ্য অনেকটা এরকম- "যাকে হিংসা করছো, তার অনুপস্থিতে মানুষের সামনে প্রশংসা করো। তাকে প্রায়শই বিভিন্ন উপহার পাঠাও। এভাবে কয়েক সপ্তাহ আমল জারি রাখো।" . মুরিদ এই আমল কয়েক সপ্তাহ করার পর শায়খকে চিঠিতে জানালেন, "শায়খ, আগে উনার প্রতি আমার হিংসা কাজ করতো। আর এখন আল্লাহ্‌ তা'আলা এই আমলের ওছিলায় আমার অন্তরে তার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ করে দিয়েছেন। এখন তার প্রতি শুধু ভালোবাসাই কাজ করে।"

      By Zahidul Haque

      08 Mar 2019 06:07 PM

      Was this review helpful to you?

      or

      This is a very important book.I like it.

      By Abubaker Islam

      02 Sep 2022 08:18 PM

      Was this review helpful to you?

      or

      বইটি ছোট কিন্তু লখনি খুবি সাজানো। প্রত্যেকটি লাইন হৃদয়ের গভিরে প্রবেশ করে। মনকে প্রশান্তি এনে দেয় বইটির প্রতি পৃষ্ঠা ??

      By Muhammad Tanjim Farhat

      25 Mar 2020 12:47 AM

      Was this review helpful to you?

      or

      বইটা বেশ ভালো। নামটার সাথে বইয়ের বিষয়বস্তু মিলে যায় ভালো মতই। মন এক অবাধ্য ঘোড়ার মত। অবাধ্য ঘোড়াকে বশে আনতে গেলে শক্ত করে লাগাম টা ধরতে হয়। মনের সাথে ঠিক সেই ঘোড়ার মতই আচরণ করতে হবে না হয় সে নিজেকেই ধ্বংস করে দিবে। অবাধ্য মনে লাগাম পরানোর রাস্তা দেখানো আছে এই বইতে। মনের অসুখ ও তার চিকিৎসা দিয়েছেন শায়খ ইবনুল- জাওযী রহ. যার অনুবাদ করেছেন মাসুদ শরীফ। বেশ সুখপাঠ্য এই বইটি। প্রচ্ছদ টাও চমৎকার।

      By Md ?????

      09 Mar 2021 09:25 PM

      Was this review helpful to you?

      or

      ইসলামি বই

      By Javed Ahasan

      01 Feb 2018 12:05 PM

      Was this review helpful to you?

      or

      Good book...

    • Was this review helpful to you?

      or

      অল্প লেখা ,পাতা বেশী।

      By Tazrian Siddiqui

      29 Jun 2020 01:10 PM

      Was this review helpful to you?

      or

      দেহের যেমন রোগ হয়, তেমন মনেরও রোগ হয়। আর রোগমুক্ত মনই পারে আল্লাহর নৈকট্য হাসিল করতে। মনের বিভিন্ন রোগের দাওয়াই নিয়েই ইবনুল জাওযী (রহ) লিখেছেন "আত-তিব্বুর রুহানী" বইটি। বারোশ শতকের দিকে লেখা অমূল্য এই বইটি অনুবাদ করেছেন মাসুদ শরীফ। নাম দিয়েছেন "মনের ওপর লাগাম"। ফেসবুকে সুপরিচিত শরীফ আবু হায়াত অপু ভাই বইটিকে বলেছেন 'মনের ম্যানুয়াল'। আমার কাছেও ছোট্ট এই বইটাকে অত্যন্ত উপকারী মনে হয়েছে।

      By Taufiqur Rahaman

      10 Jan 2019 10:26 AM

      Was this review helpful to you?

      or

      Boi ta valo. Onek kichu Janar ase ai boi tai. Amra ajkal Allahr che beshi nijer mon ke piroty dei jeta amader jnno dongso niye antese kintu amra bujeo na bujar van kore thaki.

      By Emamul Hossain

      23 Mar 2020 12:22 AM

      Was this review helpful to you?

      or

      যে সকল পাঠক পাতার সংখ্যা বেশি কিন্তু লেখা কম দেখে একটি বই বিচার করে তাদের জন্য এই বইটি কেনা ঠিক হবে না। এই বইটি তাদের জন্য যারা নিজেরা জ্ঞানি ও অন্য জ্ঞানি লোকের জ্ঞানগর্ভ কথা শুনতে পছন্দ করে। আমি জ্ঞানি কিনা জানি না। তবে আমার এক কথাই অসাধারন এর পরে যদি কিছু থেকে থাকে তাই লেগেছে। ফালতু দশটি বই বুকসেল্ফ থেকে সরিয়ে এই রকম একটি বই ফাকা বুকসেল্ফ এ রাখলে দেখতে হইত বুকসেল্ফটি ফাকা ফাকা লাগতে পারে কিন্তু সত্যি কথা বলতে সেটি আসলে আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ থাকবে।

      By ARIF

      31 Jan 2018 01:53 PM

      Was this review helpful to you?

      or

      মানুষ নিজেকে বদলাতে চায়না। স্বভাবসুলভ কিছু অভ্যাসের উপর জীবনকে ছেড়ে দিয়ে বেমালুম বেহুঁশ হয়ে আছে। জীবন যেদিকে যাচ্ছে যাক দেখার কিছু নেই। গৎবাঁধা কাজকর্ম আর উদ্দেশ্যবিহীন গন্তব্যে আবর্তিত হচ্ছে দিন, মাস, বছর। কোন নতুনত্ব নেই, কোন পরিবর্তন নেই। আশ্চর্যজনক হলেও সত্যি, অধিকাংশ মানুষ স্বীয় মনের ইচ্ছাধীন। অদৃশ্য মনের হুকুমে উঠবোস করছে তারা, নিজেদের উপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। ঠিক এখানেই ব্যর্থ এবং সফল মানুষের মধ্যে পার্থক্য। এ কারণেই অধিকাংশ মানুষ পিছিয়ে থাকে, অল্প সংখ্যক মানুষ অন্যদের চেয়ে অগ্রগামী হয়। মানুষ যেসকল মনের ব্যাধিতে আক্রান্ত সেগুলোর সমাধান নিয়েই খ্যাতিমান লেখক ইবনুল-জাওযী (রহঃ) "আত-তিব্বুর-রূহানী" নামক একটি স্বতন্ত্র গ্রন্থ রচনা করেন। "রূহ" শব্দের আভিধানিক অর্থ আত্না। "আত-তিব্বুর-রূহানী" বলতে আসলে বুঝায় আত্নার চিকিৎসা। বিষয়বস্তু অনুসারে বাংলা অনুবাদে নাম দেওয়া হচ্ছে "মনের উপর লাগাম"। এই বইতে মানুষের নেতিবাচক স্বভাবসমূহ চিহ্নিত করে সেগুলোর সমাধান সবিস্তারে আলোকপাত করা হয়েছে। সুন্দর কথামালায় সাজানো তাঁর এই নসীহাগুলো আমাদের সবার জন্য কার্যকর হবে ইনশাআল্লাহ।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!