User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শেখ আবদুর রহিমের শ্রেষ্ঠ গ্রন্থ হজরত মুহম্মদ স.। জীবনচরিত ও ধর্মনীতি (১৮৮৮) প্রকাশলাভের। সঙ্গে সঙ্গেই প্রশংসা অর্জন করেছিল। তার আগে আর কোনাে বাঙালি মুসলমান হজরতের জীবনচরিত রচনা করেননি। এই বইতে তাঁর অসাধারণ পরিশ্রম ও নিষ্ঠার স্বাক্ষর আছে।। এ-গ্রন্থরচনায় তিনি প্রসিদ্ধ প্রসিদ্ধ আরবী ও পারসী। গ্রন্থ’ ছাড়াও সার সৈয়দ আহমদ ও সৈয়দ আমীর আলীর রচনাবলির সাহায্য গ্রহণ করেন এবং। ইউরােপীয় পণ্ডিতদের মতামতের আলােচনা করেন। পরবর্তী সংস্করণসমূহে কৃত পরিবর্তন। পরিবর্ধনে যাঁদের রচনাদির সাহায্য নেওয়া হয়, তাদের মধ্যে শাহ্ ওয়ালিউল্লাহ, শিবলি নােমানি, চিরাগ আলী, মওলানা মুহম্মদ আলী ওটি, ডাব্লিউ। আর্নল্ডের নাম উল্লেখযােগ্য। এ-বইয়ের যে ষষ্ঠ। সংস্করণ আমাদের হাতে আছে, তাতে দেখা যাচ্ছে, শিবলি নােমানির সিরতুন্নবীর উপরে তিনি বিশেষভাবে নির্ভর করেছেন এবং শিবলির। আলফারুক ও আলকালাম থেকেও অনেক বক্তব্য চয়ন করেছেন। এ থেকে সহজেই বােঝা যায় যে, ইসলাম জগতে যেসব ভাব-আন্দোলন ঘটেছিল, । তার সঙ্গে আবদুর রহিমের শুধু পরিচয় ছিল না,। সেই পরিবর্তনশীল ভাবধারার প্রভাবাধীনও তিনি। হয়েছিলেন। তাই এই জীবনচরিতে যেমন। ইসলামের আদি বিশুদ্ধতার সন্ধ্যান আছে, তেমনি। আছে যুক্তিধর্মী চিন্তার প্রয়াস।