User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
this a gift for me ???❤️
Was this review helpful to you?
or
Basic book, there is nothing fancy to learn.
Was this review helpful to you?
or
ভালো ১টা বই??
Was this review helpful to you?
or
good.
Was this review helpful to you?
or
Good one.
Was this review helpful to you?
or
Wastage of money
Was this review helpful to you?
or
অনেক ধন্যবাদ লেখককে । অসাধারণ একটি বই , আমার কাছে মনে হয়েছে উদ্যোক্তা দের জন্য।৩দিনে পড়ে শেষ করেছি বইটি।কেউ উদ্যোক্তা হতে চাইলে এই বইটি তার অবশ্যই পড়া উচিত । আল্লাহ যেন, লেখক ও প্রকাশক এর মঙ্গল করেন ।আমিন।
Was this review helpful to you?
or
ভালো না
Was this review helpful to you?
or
'উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা' বইটিতে একজন ব্যক্তির সাধারন ব্যবসায়ী থেকে দেশের শীর্ষস্থানীয় বহুমাত্রিক শিল্পোদ্যোক্তা হিসেবে বেড়ে ওঠার পথপরিক্রমার সার-সংক্ষেপ বলা যায়। বইটির লেখক ড. মোঃ সবুর খান ব্যবসায় শিক্ষা বিষয়ের কোনো একাডেমিক লোক নন। তিনি একজন স্বনির্মিত(Self-made) কিংবদন্তী ব্যবসায়ি । বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়নের জন্য তাঁর গভীর আবেগানুভূতি ও দেশপ্রেমের এক অসাধারণ সংমিশ্রণ ঘটেছে এ বইটিতে। বইটিতে ড. সবুর খান ব্যবসায় উদ্যোগের ধারণা ও তত্ত্বের বর্ণনা দিয়েছেন তাঁর নিজস্ব অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের আলোকে। ব্যবসায় শুরুর পর একজন উদ্যোগক্তাকে যেসব কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করতে হয়, তিনি কী কী চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হতে পারেন, লেখক তা স্পষ্ট করছেন, তেমনি সে সকল বাধা কীভাবে অপসারন ও অতিক্রম করা যাবে, তাও বলে দিয়েছেন অর্জিত অভিজ্ঞতা থেকে। সুতরাং,'উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা' বইটি ডঃ সবুর খানের ব্যবসায় জগতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানোর এক সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পথ-নির্দেশনা। ➖➖➖ উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা (হার্ডকভার) লেখক : আব্দুল হাই মুদ্রিত মুল্য: ৳ ৮০০
Was this review helpful to you?
or
উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা” গ্রন্থটিকে একজন ব্যক্তির সাধারণ ব্যবসায়ী থেকে দেশের শিল্পোদ্যোক্তা হিসেবে বেড়ে ওঠার পথপরিক্রমার সার-সংক্ষেপ বলা যায়। বইটির লেখক ড. মোঃ সবুর খান ব্যবসায় শিক্ষা বিষয়ের কোনো একাডেমিক লোক নন। তিনি একজন স্বনির্মিত (Self-made) কিংবদন্তী ব্যবসায়ী । বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য তার গভীর আবেগানুভূতি ও দেশপ্রেমের এক অসাধারণ সংমিশ্রণ ঘটেছে এ বইটিতে। তার অধ্যবসায়, সততা, একাগ্রতা এবং স্বভাবজাত বিচক্ষণতা তাকে ব্যবসায়িক সাফল্যের স্বর্ণশিখরে পৌছার পথ করে দিয়েছে। বইটিতে ড. সবুর খান ব্যবসায় উদ্যোগের ধারণা ও তত্ত্বের বর্ণনা দিয়েছেন তার নিজস্ব অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের আলোকে | ব্যবসায় শুরুর পর একজন উদ্যোক্তাকে যেসব কর্মসূচি ও পদক্ষেপ গ্ৰহণ করতে হয়, তিনি কী কী চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হতে পারেন, লেখক তা যেমন স্পষ্ট করেছেন, তেমনি সেসকল বাধা কীভাবে অপসারণ ও অতিক্রম করা যাবে, তাও বলে দিয়েছেন অর্জিত অভিজ্ঞতা থেকে ।সুতরাং, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যবসায় নির্দেশনা গ্রন্থটি ড. সবুর খানের ব্যবসায় জগতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানোর এক সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক পথ-নির্দেশনা | ব্যবসায় বিষয়ক যে অজস্র নীরস এবং কাঠখোট্টা তত্ত্ব আলোচনার বইয়ে বাজার ভর্তি, এটি মোটেও তেমন গ্ৰন্থ নয়। তাই বলে একজন নবীন উদ্যোক্তার জন্য আধুনিক তত্ত্ব ও তথ্যের ঘাটতি নেই বইটিতে । বরং সফল উদ্যোক্ত হওয়ার জন্য যাদের অভিলাষ এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, তাদের জন্য এটি একটি হ্যান্ডবুক । সুতরাং, শত গোলকধাঁধা পেরিয়ে তরুণ এবং উচ্চাভিলাষী ব্যবসায়ীদের জয়মাল্য ছিনিয়ে আনতে এই গ্রন্থটি নিশ্চিত সহায়ক হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস ।
Was this review helpful to you?
or
দামটা একটু বেশি.. সবার কেনার মত না
Was this review helpful to you?
or
গতানুগতিক পাঠ্য বইয়ের ধারায় লিখিত একটি বই।পড়ে পুরোপুরি আশাহত হলাম।এতো থিওরি না এনে আরো অনেক বাস্তবভিত্তিক বিষয় তুলে আনা দরকার ছিল.১৫৬ পাতার একটি বই এই দামে কেনার কোন অর্থ নেই।
Was this review helpful to you?
or
খুব ভালো একটি বই। দামটা যদিও একটু বেশি কিন্তু বইটা বেশ কাজের, যারা ব্যবসায়ী হতে চান তাদের জন্যে। আমি অনেক বিদেশি বই পড়েছি। অধিকাংশ বই আল্প কথাকে টেনে ইয়া লম্বা করে পৃষ্ঠা বাড়ায়। কিন্ত এই বইতে অনেক গুরুত্বপুর্ন বিষয় সংক্ষেপে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বইটা আমি সুযোগ পেলেই রিভাইস করি। এই বই পড়লে অনেক ইন্টারন্যাশনাল বেস্টসেলার বইয়ের জ্ঞান পেয়ে যাবেন। আমি বলছিনা উনি কপি করেছেন। লেখক নিজেও একজন সফল ব্যবসায়ী , তার অভিজ্ঞতার আলোকে লেখাগুলো অন্য ব্যবসায়ীক বইয়ের সাথে মিলতেই পারে। বইতে দরকারি অনেক লিংক আছে যা আপনাকে অনেক উপকৃত করবে। আমি লেখক ড সবুর খান স্যারের সার্বিক কল্যান কামনা করছি।