User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাংলাদেশে হাদিস চর্চা : উৎপত্তি ও ক্রমবিকাশ। এটি পিএইচডি, অভিসন্দর্ভের গ্ৰন্থরূপে প্রকাশ, যা রচনা করে। আহসান সাইয়েদ পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। তবে শুধু ডিগ্রি অর্জন এ গবেষণার মূল উদ্দেশ্য ছিল না। বরং বাংলাদেশ নামক এ ভূখণ্ডে প্রাচীনকালে ইসলামের আবির্ভাবের পর থেকে অদ্যাবধি হাদিস শিক্ষায় যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন সেই পুণ্যবান আলিমদের জীবন ও কর্ম এবং অধুনালুপ্ত ও চলমান আলিয়া ও কওমী মাদরাসার অবদান ইতিহাস আকারে লিপিবদ্ধ করাও ছিল। গবেষকের মহান উদ্দেশ্য। তাই জেলা থেকে জেলায়, গ্রাম থেকে গ্রামে, মাদরাসা থেকে মাদরাসায় এবং বাড়ি বন্ধুবান্ধব ও অনুসারীদের সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইপূর্বক সম্পন্ন হয়েছে এ গবেষণাকর্ম। দেশে এ যাবৎ প্রকাশিত বইয়ের মধ্যে মুহাদিস, মাদরাসা এবং হাদিস বিষয়ক গ্ৰন্থ ও গ্রন্থকার সম্পর্কিত এটিই একমাত্র পূর্ণাঙ্গ গবেষণাগ্রন্থ। কথাসাহিত্যিক ও গবেষক আহসান সাইয়েদ বইটি রচনা করেছেন গভীর আন্তরিকতা নিয়ে। লেখকের সাবলীল। ভাষা, সুন্দর রচনারীতি ও প্রয়ােজনীয় তথ্য দ্বারা সমৃদ্ধ এ গ্ৰন্থ বাংলাদেশের আলিম সমাজ, মাদরাসা তথা ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি প্রামাণ্য ইতিহাসগ্রন্থ হিসেবে স্থান পাবার যোগ্য । এতে আলিয়া ও কওমী উভয় ধারার ২৩৮ জন মুহাদিস, ৭১টি আলিয়া ও ৫০টি কওমী মাদরাসা এবং বাংলাদেশে বিভিন্ন ভাষায় প্রকাশিত (২০০০ খ্রিস্টােব্দ পর্যন্ত) হাদিস সম্পর্কিত ১৫১টি বই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এছাড়া বাংলাদেশে ইসলামের আবির্ভাব, মুসলিম সমাজ গঠন, হাদিস শিক্ষার সূচনা এবং সিহাহ সিত্তা বিষয়ক আলোচনা স্থান পেয়েছে।