User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ বই আর খুব দ্রুত বইটি হাতে পেয়েছি অজস্র ধন্যবাদ রকমারি কে
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর বইঃ জান্নাতের অফুরন্ত নেয়ামতের বর্ননা লেখকঃআল্লামা হাফিজ ইবনুল কায়্যিম আল জাওযী মাওলানা মুফতি এমদাদুল্লাহ আনোয়ার প্রকাশনীঃ মুন্তাখাব ধরনঃ পরকাল ও জান্নাত জাহান্নাম মুল্যঃ ১৭০ টাকা কাহিনী সংক্ষেপঃ মহান আল্লাহ আমাদের এই পৃথিবী সৃষ্টি করেছেন। আর এই সুন্দর পৃথিবীতে বসবাস করার জন্য তৈরী করেছেন তার সবচেয়ে সেরা সৃষ্টি মানুষকে। মানুষ ছাড়াও বিভিন্ন নাম না জানা পশুপাখি কে সৃষ্টি করলেও আমরা সবাই জানি মানুষ হলো সৃষ্টির সেরা জীব। যেহেতু আমরা মহান আল্লাহ তা'আলা র সৃষ্টির সেরা জীব তাই সুষ্ঠু ভাবে জীবনযাপন করার জন্য তিনি আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলার জন্য বলেছেন। আমরা জানি তার এই সব নিয়ম কানুন আমাদের কাছে পৌছে দেয়ার জন্য যুগে যুগে তিনি অগনিত নবীরাসুল কে পাঠিয়েছেন এই সুন্দর পৃথীবীতে। আর এটাও সত্য আমরা এখন যারা মুসলিম হিসেবে বসবাস করছি তারা সবাই শেষ নবী মুহাম্মদ (সাঃ) এর উম্মত। পৃথিবীতে ভালো খারাপ ২ টি জিনিস ই বিদ্যমান রয়েছে, কিন্ত তন্মধ্যে আমরা জীবনধারণের জন্য কোনটাকে গুরুত্ব দিবো?? অবশ্যই যেটা আমাদের জন্য ভালো সেটা।। আল্লাহ তার বান্দাদের জন্য অসংখ্য নেয়ামত পৃথিবীতে রেখেছেন, আমরা যদি তার আদেশমতো চলি তাহলে তিনি আমাদের পুরস্কার স্বরুপ পরকালের জীবনে উপহার দিবে জান্নাত।। আর যদি তার আদেশ অমান্য করে খারাপ কাজে নিজেকে জড়িয়ে ফেলি তাহলে শাস্তিস্বরুপ আমাদের নিক্ষেপ করা হবে জাহান্নামে।।। কি আছে জান্নাতে?? জান্নাতের কোন পুরস্কারের জন্য আমরা সৃষ্টিকর্তার আদেশ মেনে চলবো?? এই প্রশ্নগুলো আমাদের মনে হয়তো সচরাচর উকি দিয়ে থাকে। আমরা এতোদিনে হয়তো জেনেছি জান্নাত মোট ৮ টি। যার পুণ্যের পাল্লা যতো ভারি হবে তার উপর ভিত্তি করে পুণ্যবান মানুষ গুলোকে এই ৮ টি জান্নাতে ভাগ করে দেয়া হবে। যদি ফলের বর্না দেয়া যায় তাহলে দেখা যাবে একটা আঙুর ফলের রস হবে পৃথিবীতে ১টা বড় মশকে যতটুকু পানি ধরে তার সমান। এক দিন হবে পৃথিবীতে যাপন করা ৫০০ দিনের সমান।। পোশাক গুলো এতোটাই সুন্দর আর এতো বেশী হবে যে বান্দা সেখানে কোনটা রেখে কোনটা পড়বে সেটাই বুঝে পাবেনা। কোন চিন্তা মনে আসা মাত্র সেটা পুরন হয়ে যাবে। নদী প্রবাহিত হবে মধুর,শরাবের, দুধের।। যেখানে শরাব খেয়ে কখনে নেশা হবেনা। এগুলো তো গেলো কয়েকটা কথা, এছাড়াও জান্নাতের পাখি কেমন হবে, জান্নাতের চাবি,পালঙ্ক কেমন হবে। বেহেশতি খেজুরের বর্ননা, বেহেশতিদের পাত্র, তুবা বৃক্ষের বৈশিষ্ট্য, বেহেশতীদের দালানকোঠা এগুলোর বৈশিষ্ট্য দেয়া আছে। আবার বেহেশতের আবহাওয়া কেমন হবে, শীত নাকি গ্রীষ্মকাল থাকবে।সকাল সন্ধ্যা কিভাবে বুঝবে, বেহেশতের কুপি, আলো কেমন হবে এগুলো নিয়েও বিশদ আলোচনা রয়েছে। পাঠ্য প্রতিক্রিয়াঃ ইসলামি বই যেগুলো পড়া হয়েছে তার মধ্যে এটি ছিলো অনেক তথ্য সম্বলিত বই। আমার মনে হয় প্রত্যেক মুসলিমদের বইটি একবার করে পড়া উচিত অন্তত এই পুরস্কার গুলোর কথা ভেবে আর আরামের জীবনযাপনের কথা ভেবে। জান্নাতের পথ একটিই। তা হলো তাওহীদ।যদি কেউ আল্লাহর পথে চলে তাতেই স্বার্থকতা।
Was this review helpful to you?
or
নিজেকে নিজে উৎসাহিত করার জন্য এমন বই সবার পড়া উচিত।