User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
★রকমারি ন্যানো রিভিউ প্রতিযোগ বইয়ের নাম: গিগাবাইট দৈত্য; লেখক: আসিফ মেহ্দী; ধরন: শিশু-কিশোর গল্প। মনে পড়ে আলাদীনের প্রদীপের সেই দৈত্যের কথা? ছোট বেলায় দাদা-দাদির মুখে আলাদীনের দৈত্যের গল্প শুনেনি,এমন কাউকে হয়তো পাওয়া ভার। দৈত্য শব্দটি শুনলেই আলাদীনের দৈত্যের কথা মনে পড়বে-ই। কিন্তু এখন আর সেই যুগ নেই। এখনকার বাচ্চাারা বড় হয় হাতে ট্যাবলেট বা স্মার্টফোন নিয়ে। বাচ্চারা যেমন ডিজিটাল হয়ে গেছে, দৈত্যারা কেন ডিজিটাল হবে না বলুন তো? তারাও এনালগ থেকে ডিজিটাল হয়ে গেছে। যাইহোক,এখন আসল কথায় চলে যাই। মূলত "গিগাবাইট দৈত্য " হলো আসিফ মেহ্দী ভাইয়ের লেখা একটা গল্প সংকলন। মোট ১০টি গল্প নিয়ে এই বইটি রচিত হয়েছে। কিন্তু বইটার নাম শুনে অনেকের মনের মধ্যে খটকা লেগে যায়। গিগাবাইট দৈত্য আবার কি? আসলে গিগাবাইট দৈত্য কোনো নতুন দৈত্য না। বইটির ৫ নম্বর গল্পের নাম গিগাবাইট দৈত্য। যেটা হলো এই বইটির টাইটেল গল্প। এই গল্পের নামানুসারে ই বইটির নামকরণ করা হয়েছে। ১০টি গল্পের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গল্প হলো : লেটুস মামার নতুন মিশন, মামার ভূতবেলা, উপদেশ দাদু, অপারেশন গামা, গিগাবাইট দৈত্য প্রভৃতি। প্রতিটা গল্পেই রয়েছে আসিফ ভাইয়ের ভিন্ন ভিন্ন নতুন সব চমক। অনেকে বলে,"তুমি এখনো শিশু কিশোর বই পড়ো কেন?" তবুও কে শোনে কার কথা? কারণ শিশু কিশোর সাহিত্য পড়ে আগে যেমন আনন্দ পেতাম,এখন তার চেয়ে বেশি আনন্দ পাই। শিশু কিশোর বইকে আমি শিশুদের একচেটিয়া সম্পদ বলে মনে করি না। সব বয়সের মানুষই শিশু কিশোর পড়ে নির্মল আনন্দ পেতে পারে। এখন একটু আসিফ মেহ্দী ভাইয়ের কথা বলি। অনেকে বলে আসিফ ভাইয়ের লেখায় হুমায়ুন আহমেদের লেখার ছাপ আছে। আমি সব সময় মন থেকে এই কথাটার বিরোধী। কারণ আসিফ ভাইয়ের লেখার নিজস্ব একটা ধাঁচ আছে। "গিগাবাইট দৈত্যে"র দাম বেশি না। আপনি ইচ্ছা করলেই বইটিকে আপনার বই লিস্টের এক কোণায় অনায়াসেই টুকে রাখতে পারেন নিশ্চিন্তে।
Was this review helpful to you?
or
আসিফ মেহ্দী। মেধাবী প্রকৌশলী এবং তরূণ লেখক। পড়াশোনা করেছেন বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে। 'তরূণ লেখক' কথাটি ব্যবহার করলেও তাঁর লেখালেখির শুরু অনেক আগেই। জাতীয় দৈনিকে রম্যলেখক হিসেবে আমাদের সবার মন কেড়েছেন। 'রস+আলো' এবং 'উন্মাদ' - এ লিখেছেন। বিসিএস ক্যাডার আসিফ ভাই বর্তমানে কর্মজীবনে আছেন। কিন্তু অন্যকে আনন্দ দেয়া এই মানুষটির লেখা থেমে থাকে নি। প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু বই। 'গিগাবাইট দৈত্য' বইটি শিশুকিশোরদের জন্য লেখা গল্পের বই। বইয়ের নামকরণ 'গিগাবাইট দৈত্য' নামেরই এক গল্প থেকে। এছাড়াও আরও নয়টি গল্প বইটিতে স্থান পেয়েছে। অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় গল্পগুলি লিখেছেন লেখক। গল্পগুলো অতিবৃহৎ নয়, তাই ছোটদের জন্য পাঠ হবে সহজ ও আনন্দদায়ক। সচরাচর শিশুসাহিত্যের মত বইটিকে উপস্থাপন করা হয় নি। বইয়ের চরিত্র এবং ঘটনা প্রেক্ষাপটে ভিন্নমাত্রা দিয়েছেন লেখক। শিশুদের মন অনেক কোমল। তারা কখনোবা প্রজাপতির মতন, কখনোবা মুক্ত আকাশে ডানা মেলা পাখির মতন। আজকের শিশুদের স্বপ্ন দেখানো, মা-মাটি-মাতৃভূমির প্রতি ভালোবাসা অনুভব করানোর দায়িত্ব আমাদেরই। গল্পে গল্পে শিশুহৃদয়ের কোমল অভিব্যক্তিগুলি খুব সুন্দর করে তুলে এনেছেন লেখক। গল্পের কাহিনী প্রেক্ষাপটে একদিকে যেমন উপহার দিয়েছেন হাস্যরস, অপরদিকে চিত্রায়িত করেছেন দেশ ও মানুষের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্বকে। শিশুদের হাতে নিশ্চিন্তে তুলে দিতে পারেন শিক্ষণীয় এই বইটি। বইয়ের দামও হাতের নাগালেই। বইঃ গিগাবাইট দৈত্য লেখকঃ আসিফ মেহ্দী প্রকাশনীঃ অনন্যা মূল্যঃ ১৩০ টাকা
Was this review helpful to you?
or
আসিফ মেহদী ভাইয়ের লেখা গিগাবাইট দৈত্য মূলত একটা গল্প সংকলন। মোট ১০টি গল্প দিয়ে সাজানো বইটি। নাম শুনেই মনে প্রশ্ন আসতে পারে গিগাবাইট দৈত্য আবার কি! ছোটবেলায় নিশ্চয়ই আলাদিনের প্রদীপের দৈত্যের কথা শুনেছেন। এখন তো আর আমাদের যুগ নাই। এখন বাচ্চারা বড় হয় ট্যাব হাতে নিয়ে। বাচ্চারা যেমন ডিজিটাল হয়ে গেছে, তেমনি দৈত্যরাও এনালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে। হে হে হে ! যাহোক, চলুন কিছু গল্পের কাহিনী সংক্ষেপ দেখে নেই। প্রথম গল্পটি হলো ‘লেটুস মামার নতুন মিশন’। গল্পে লেটুস মামা একজন ছাত্র। তার সহপাঠি দুই এলিয়েন লুডু আর দাবা। ও হ্যা বলতে ভুলে গেছি, লেটুস মামা কিন্তু আগামী সতাব্দীর লোক। এখন যেমন এক দেশের লোক অন্য দেশের ভার্সিটিতে পড়তে যায়। ওখানে তেমন এক গ্রহের প্রাণি অন্য গ্রহে পড়তে যায়। যাহোক, লেটুস মামা একদিন পৃথিবীর বোরিং লাইফ ছেড়ে এক্সাইটিং কিছু করার জন্য ভাগ্নে পাঙ্কু আর দুই এলিয়েন জমজ ভাই লুডু আর দাবাকে নিয়ে মহাকাশ ভ্রমনে বের হলো। অন্য একটা গ্রহে নেমে বিশ্রাম করে সেই গ্রহের বানিজ্য মেলায় ঘুরে ফিরে তারা গেলো মিউজিয়াম দেখতে। সেখানে তারা পেলো তিনটা অদ্ভুত জিনিস! এখানেই বলা থামাবো কারন এখান থেকেই তো আসল মজা! পাঁচ নম্বরে আছে টাইটেল গল্প ‘গিগাবাইট দৈত্য’। ইতু একদিন নেট ব্রাউজ করতে করতে একটা লিঙ্ক পেলো। ওখালে ক্লিক করতেই ল্যাপটপের চারিদিকে ধোয়া উড়তে শুরু করলো এবং একটু পরে তার সামনে হাজির হলো এক বিশাল আকারের দৈত্য। ইতু আমাদের মত ক্ষ্যাত না। তাই সে ভয় পায়নি। সে জানে যে দৈত্য আসলে মানুষের তিনটা ইচ্ছা পুরোন করে। ইতুর ইচ্ছা কি পুরোন করেছিলো গিগাবাইট? যদিও গল্প মোট ১০টা, তবুও মাত্র ২টা গল্পের সারসংক্ষেপ দিলাম। কাহিনী সংক্ষেপ বাদ দিয়ে এবার একটু পর্যালোচনায় যাওয়া যাক। শিশু সাহিত্য লেখা হয় মূলত শিশুদের নির্মল আনন্দ দেওয়ার জন্যেই। তবে লেখক এক্ষেত্রে ব্যাতক্রমী চিন্তা করেছেন। আমরা শিশু সাহিত্যে শুধু গাছ-পালা, পশু-পাখি আর দৈত্য-দানব নিয়ে আলোচনা করলেও কখনো আমাদের সমাজ, দেশ, নৈতিকতা নিয়ে আলোচনা করা হয় না। এতে আমাদের শিশুরা আনন্দ পেলেও আনন্দের পাশাপাশি কিছু শিখতে পারছে না। সেক্ষেত্রে শিশু সাহিত্যে যদি আনন্দের সাথে সাথে নৈতিকতা, সমাজ, দেশপ্রেমের মেসেজ দেওয়া যায়, তবে সেটা শিশুর অবচেতন মনে গেথে যায়। যার ফল হতে পারে সুদুর প্রসারি। আমাদের দেশের শিশু সাহিত্যে এখনো পর্যন্ত এমন এক্সপেরিমেন্ট হুয়েছে কিনা জানা নেই আমার। তবে লেখকের এই উদ্দোগকে স্বাগত জানাই। তবে তারমানে এই না যে, জ্ঞান দিতে গিয়ে এটাকে উপদেশের বই বানায় ফেলছে। দুইটা বিষয়ে ব্যালেন্স রেখেছেন লেখক। স্বাভাবিকভাবেই মেলায় গেলে আপনারা ছোট ভাইবোন বা ছেলেমেয়ের জন্য বই কিনেন। তারা মেলায় এলে বায়না করে। সেক্ষেত্রে এই বইটা দিতেই পারেন। আর যদি বলেন নিজে পড়ার কথা তাহলে আমি নিজের কথা আগে বলবো, শিশু সাহিত্য ছোটবেলায় পড়ে যা মজা পেতাম এখন তার কয়েকগুন বেশি মজা পাই। শিশু সাহিত্যকে আমি কখনই শিশুদের একচেটিয়া সম্পত্তি মনে করি না। সব বয়সের মানুষই শিশু সাহিত্য পড়ে নির্মন আনন্দ নিতে পারে। লেখক আসিফ মেহদী ভাইয়ের কথা একটু না বললেই নয়। ভাইয়ের হাতেগোনা কয়েকটি বই পড়লেও তার লেখনির স্টাইলের বড় ভক্ত আমি। চমৎকার সাবলিলভাবে গল্প বলতে পারেন আসিফ ভাই। অনেকে বলে তার লেখায় হুমায়ূন আহমেদের ছাপ আছে। আমি কখনোই একমত না। কারো লেখা সাবলিল হলেই যে তার লেখা হুমায়ূন আহমেদের মত হবে তা নয়। আসিফ ভাইয়ের লেখার সম্পূর্ণ নিজস্ব একটা ধাচ আছে। গিগাবাইট দৈত্য বইয়ের দাম খুব বেশি না। আপনার বইয়ের লিস্টের এক কোনায় আনায়াসেই ঢুকে যেতে পারবে।