User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম- লোকার্ড’স প্রিন্সিপল লেখক- জেফরি ডিভার অনুবাদক- সান্তা রিকি প্রকাশনী- ভূমি প্রকাশ বিত্তশালী ব্যক্তি রন লারকিন। সচরাচর ধনীরা কৃপণ হলেও ইনি তা নন। তৃতীয় বিশ্বের দেশগুলোকে অকাতরে সাহায্য সহযোগিতা করেন। দ্বিতীয় পক্ষের স্ত্রী বাদে আর কেউ নেই। ভাই ও ভাইয়ের স্ত্রী আলাদা থাকে। মানুষকে অকাতরে সাহায্য করা এই ব্যক্তিটিই হঠাৎ খুন হয়ে গেলেন কোনো কারণ ছাড়াই। খুনী এসে জানালা ভেঙ্গে খুন করে পালিয়ে যায়। গুলি বিদ্ধ হয় তার স্ত্রীও । সকলের ভালো চাওয়া মানুষটাকে কে বা কারা খুন করল? খুনের মোটিভ টাই বা কি? উদ্দেশ্যহীন কেসটার তদন্তভার পড়ল ক্রিমিনালিস্ট লিঙ্কন রাইমের ভাগ্যে। কি অপেক্ষা করছে সামনে? পাঠ প্রতিক্রিয়া- মোটামুটি বেশ ভালোই। স্বল্প পরিসরে লেখা বইটার শেষটা চমকিত হবার মতই। অনুবাদ মধ্যম মানের। ট্রাই করাই যেতে পারে।
Was this review helpful to you?
or
সোভিয়েত লেখক আনাতলি দনিপ্রোভ রচিত "দ্য ম্যাক্সওয়েল ইক্যুয়েশনস" নভেলাটি সত্যিই চমতকার। নভেলার শুরু ম্যাক্সওয়েলের কিছু ইক্যুয়েশন সমাধান করা নিয়ে। গণিতের শিক্ষক কিছু ইক্যুয়েশন সমাধানের জন্য মনস্থির করে শহরে যাওয়ার। কিন্তু পত্রিকার একটা বিজ্ঞাপন তার দৃষ্টি কারে। তার নিজের শহরেই এমন একটি প্রতিষ্ঠান রয়েছে যারা ইক্যুয়েশনের সমাধানের কাজ করে দেয় অর্থের বিনিময়ে৷ কাজটা তাদেরকেই দেয় সে। অবাক করার ব্যাপার হলো তারা অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান করে খুব দ্রুততার সাথে। বিষয়টা সন্দেহের সৃষ্টি করে প্রফেসরের মধ্যে৷ শুরু হয় রহস্য। আর তা উন্মোচন করতে গিয়ে অদ্ভুত এক সত্যের মুখোমুখি হয় সে৷ খুবই ছোটো পরসরে লেখা চমৎকার একটা সাইফাই নভেলা যা গতানুগতিক থেকে একটু আলাদা৷
Was this review helpful to you?
or
দ্য ম্যাক্সওয়েল ইক্যুয়েশন চমৎকার একটি ছোটোখাটো। প্রথাগত থ্রিলার বা রহস্য বা সাইফাই বলা যায় না এটাকে। তবে নিশ্চিতভাবেই খুবই আগ্রহজাগানিয়া ও চিত্তাকর্ষক একটি গল্প। গল্পটি আসলে গণিতের প্রয়োগের মাধ্যমে রহস্যের সমীকরণ সমাধানের একটি গল্প। ঘটনার শুরু প্রফেসর রাউখের ম্যাক্সওয়েল সমীকরণ নিয়ে কাজ করার মাধ্যমে। সমীকরণের কাজ করতে গিয়ে কিছু জটিল হিসাবের প্রয়োজন ছিলো প্রফেসরের। এই কাজটা কম্পিউটার ছাড়া করা সম্ভব নয়। ঠিক ঐসময়ই উনার চোখ পড়লো পত্রিকায় প্রকাশিত 'ক্রাফৎস্টুদৎ অ্যান্ড কোম্পানি লিমিটেড'এর একটি বিজ্ঞাপনের ওপর। বিজ্ঞাপন অনুযায়ী জানতে পারলেন এই কোম্পানি থেকে চুক্তি ভিত্তিতে যে কোনো সমীকরণের হিসাব এবং তা সমাধান করে দেওয়া। ঠিক এটারই প্রয়োজন ছিলো প্রফেসর রাউখের। তাই নিজের সমস্যা নিয়ে যোগাযোগ করলেন ক্রাফৎস্টুদৎ কোম্পানির সাথে। আশ্চর্যজনক ভাবে, খুবই দ্রুত সময়ে তাঁর সমস্যার সমাধান করে দেওয়া হলো। সেটাও একেবারে নিখুঁতভাবে। তাই দ্বিতীয় আরেকটি সমস্যা নিয়ে গেলেন উনি। এটাও আগের মতোই নিখুঁতভাবে দ্রুতই সমাধান করে দেওয়া হলো কোম্পানি থেকে। তবে আশ্চর্যের ব্যাপার এটাই যে, সমাধানটা কোনো যন্ত্র করেনি, করেছে মানুষ। রক্ত-মাংসের মানুষ। এটা দেখে কিছুটা কৌতুহলি হয়ে উঠলেন প্রফেসর রাউখ। স্বশরীরে গিয়ে পৌঁছালেন কোম্পানিতে। কোম্পানির পাশেই ছিলো একটা পাগলাগারদ। সেখানে গিয়ে আর্ত চিৎকারও শুনতে পেলেন। কী ঘটছে ওখানে বা এই অতি দ্রুত জটিল সমস্যার সমাধান করে দেওয়া কোম্পানিতে? আর যা জানতে পারলেন...... এরপরের গল্পটা আসলে আমি বলে দিলে আসল মজাটা পাওয়া যাবে না। সত্যিকারের মজাটা পাওয়া যাবে বইতেই। আগেও বলেছি, গল্পটি আসলেই চমৎকার। হয়তো আধুনিকায়নের অনেক উপাদান এতে নেই, কিন্তু গল্পটি ফুঁটিয়ে তোলায় হয়েছে পুরোপুরি নিখুঁতভাবে। উত্তম পুরুষে লেখা গল্পটি পড়ে মনে হয়েছে যেনো আমার নিজের সাথেই ঘটছে ঘটনাগুলো। আমি নিজেই যেন রহস্যের আবিষ্কার করছি, এর জট ছুটাচ্ছি, প্রতিকূল পরিস্থিতিতে যন্ত্রণায় কাতরাচ্ছি বা সফল হওয়ার আনন্দে মাতছি। আর সেই সাথে গণিতের প্রতি ঝোঁক থাকায় ইন্টারেকশনের মাত্রাটাও কিছুটা প্রবল হয়েছে। পুরোপুরি উপভোগ্য একটি বই আমার জন্য। গল্পে বেশ কিছু চমৎকার উক্তি রয়েছে। এগুলোর মধ্যে আমার যে কয়টা ভালো লেগেছে, সেগুলো হলোঃ ** অপরাধ হচ্ছে আপেক্ষিক। প্রকৃতপক্ষে সবকিছু নির্ভর করে উদ্দেশ্যের ওপর। উদ্দেশ্য যদি মহৎ হয়, তাহলে যে কোনো পদক্ষেপই ভালো বলে বিবেচিত হবে। ** মানুষ তখনই সবচেয়ে বেশি আনন্দ লাভ করে যখন সে নিজেকে চিনতে পারে; আত্নোপলব্ধি করতে পারে। ** জীবন হচ্ছে তোমার এই দেহযন্ত্রে বিদ্যমান নিউরনের ভেতর দিয়ে কোডবদ্ধ বৈদ্যুতিক উত্তেজনার অবিরত সঞ্চালন প্রক্রিয়া। (এটা বেশ কঠিন। বুঝতে কিছুটা সমস্যা হয়েছিলো প্রথমে, তবে গল্পটা পুরোপুরি পড়ার পর বুঝতে আর কোনো সমস্যা হয়নি।) অনুবাদের ব্যাপারে বললে - ফার্স্টক্লাস অনুবাদ। অনুবাদকের উন্নতি আগে থেকে নিশ্চিতভাবেই অনেক বেড়েছে। গল্পের ভাব-গাম্ভীর্য অনুযায়ী শব্দচয়নগুলো ছিলো একদম নিখুঁত। উপভোগ্য ও ঝরঝরে অনুবাদ। তবে কিছু কিছু জায়গায় ত্রুটিও ছিলো, খুব সম্ভবত চোখ ফস্কে যাওয়া ত্রুটি এগুলো। ত্রুটিগুলো না থাকলে পাঠটা অনেক আরামদায়ক হতো ঠিকই, তবে এতে করে পড়তে গিয়ে অতোটা কষ্টও হয়নি। ত্রিশ মিনিটে পড়ে শেষ করেছি বইটা। এতেই বুঝা যায় যে অনুবাদ কতোটা মসৃণ ছিলো। নাহলে এতো অল্প সময়ে এতো পৃষ্ঠা পড়াও সম্ভব হতো না।
Was this review helpful to you?
or
দ্য ম্যাক্সওয়েল ইক্যুয়েশনস আনাৎতলি দ্নিপ্রভ/রুদ্র কায়সার ভূমিপ্রকাশ কাহিনী সংক্ষেপ জেনেই পড়ব বলে ঠিক করেছিলাম। প্লটে জার্মানি আছে আর কি লাগে? সাথে আবার ম্যাথ আর ফিজিক্স। ছোট্ট লিখা কিন্তু দারুণ ভালো লেগেছে। তবে ৫০/৬০ দশকের আইডিয়াটা আবার ফিরে এসেছে বর্তমানে (ডিটেইল বললে স্পয়লার হতে পারে)। বেশ কয়েকটা দেশ এগিয়ে গিয়েছে ইতিমধ্যেই। যারা জানেন এই বিষয়ে শুধু তারাই বুঝবেন। আর রাউখের রেজিস্টার তৈরির পদ্ধতিটা দুর্দান্ত ছিল। আসলে ঐ অবস্থায় আর কিই বা করা সম্ভব ছিল? তবে কপার যোগাড় না করতে বেশ ঝামেলাই ছিল। অনুবাদ ভালো লেগেছে তবে বেশি ভালো লেগেছে মূল বই চয়েসের ক্ষেত্রে। সামনে এমন আরও কিছু পাবার আশায় রইলাম।
Was this review helpful to you?
or
সুন্দর প্রচ্ছদ। ভালো অনুবাদ। দুটোই ভালো গল্প। তবে সবচাইতে ভালো লেগেছে "দ্য ম্যাক্সওয়েল ইক্যুয়েশনস"। বইয়ের প্রচ্ছদ আর বই ছাপানোর কৌশলটা আমার কাছে নতুন, ভালো লেগেছে। পাঠকরা পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।