User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
উনিশশো ষাটের দশক থেকে বর্তমান অবধি ফরিদপুরের বিতর্ক চর্চা কীভাবে এগিয়েছে তারই নানাদিক বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। আলোচনা করা হয়েছে বিভিন্ন সময় ভাগ করে। মূলত বর্তমান ফরিদপুর জেলা যেটুকু আয়োতন বিশিষ্ট এই বইয়ের আলোচনার পরিধি ততটুকু। আলোচনার কোনো এক পর্যায়ে পার্শ্ববর্তী রাজবাড়ি জেলার, যেটি পূর্বে ফরিদপুরের অংশ ছিলো, বিতর্ক চর্চার প্রসঙ্গ এসেছে কিছুটা প্রাসঙ্গিকভাবেই। অঞ্চলভিত্তিক শিল্প-চর্চার ইতিহাসভিত্তিক এরকম কাজ এর আগে সেভাবে হয়নি। বিতর্ক নিয়ে তো হয়ইনি। সেই অর্থে এটি একটি অনন্য অসাধারণ কাজ। বইটি শুধু ফরিদপুর অঞ্চলের মানুষের জন্যই না, যারা শিল্প-সংস্কৃতির ইতিহাস অনুসন্ধানের কাজ করতে চান, তাদেরও আগ্রহের কারণ হবে বলে মনে করি।
Was this review helpful to you?
or
জেলা ভিত্তিক বিতর্ক চর্চা ইতিহাস হিসেবে বই লেখার উদ্যোগ প্রসংশার দাবি রাখে। তবে বইটিতে ফরিদপুরের বিতর্ক চর্চার ইতিহাসের অনেকটা দেখা গেলেও কিছুটা অদেখা যা হয়তোবা লেখক কর্তৃক বইয়ের কলেবর কমাতে উপস্থাপন করা যায় নি। অনেক অংশেই লেখকের নিজেস্ব মনোভাব দ্বারা তিনি বিতর্ক চর্চার ইতিহাসের ব্যাখ্যার চেষ্টা করেছেন যা অনেকাংশে সাহসী পদক্ষেপ হিসাবে দেখা যেতে পারে। তবে বইটি নিসন্দেহে বর্তমান তরুণদের বিতর্ক চর্চায় আগ্রহী করতে ও তাদের সামনে পূর্ববর্তী বিতার্কিকদের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে অসামান্য অবদান রাখবে।
Was this review helpful to you?
or
বাংলাদেশের বিতর্ক অঙ্গনে ফরিদপুর বিশেষভাবে আলোচিত। দেশের বিতর্ক আন্দোলনে ফরিদপুরের অবদান অনস্বীকার্য। ফরিদপুরে বিতর্ক চর্চা-বইয়ে ১৯৬৭ থেকে ২০১৭, এই পাঁচ দশকের বিতর্ক চর্চার ধারাবাহিক চিত্র উঠে এসেছে। বইটিতে মোট ৬টি অধ্যায় ও ৪৯টি অনুচ্ছেদ রয়েছে। ফরিদপুরে বিতর্ক সংগঠন প্রতিষ্ঠা, কর্মশালা আয়োজন, টিভি বিতর্কে অংশগ্রহণ, প্রতিযোগিতা ও উৎসব আয়োজন, শিক্ষকদের পৃষ্ঠপোষকতা, বিতর্কের ধরনের পরিবর্তন ইত্যাকার নানা দিক উঠে এসেছে এখানে। একই সাথে গুরুত্বপূর্ণ আয়োজনের দুর্লভ ছবিও সংযোজিত করা হয়েছে। অধ্যায়ভিত্তিক আলোচনায় তথ্যসূত্র নির্দেশ করা হয়েছে, এবং শেষে সংযুক্ত করা হয়েছে নির্ঘণ্ট।
Was this review helpful to you?
or
শিক্ষা ও সংস্কৃতিতে ফরিদপুর জেলার ঐতিহ্য বরাবরই উল্লেখযোগ্য। বিশেষকরে বিতর্কচর্চায় ফরিদপুরের ইতিহাস অনেক পুরাতন। তবে একদম শুন্য থেকে একজন একজন মানুষের সাথে যোগাযোগ করে, পুরাতন নথিপত্র খুঁজে সেগুলো থেকে প্রয়োজনীয় তথ্য বের করা এবং একটি তথ্যবহুল বই লিখে ফেলা রীতিমত একটি অসম্ভব কাজ, যেটি সম্ভব করেছে আমাদের ফরিদপুরের সন্তান, আমাদের ছোট ভাই মেহেদী, লিখে ফেলেছে আস্ত একটা বই “ফরিদপুরে বিতর্ক চর্চা”। বিভিন্ন সময়ে যারা ফরিদপুরের বিতর্ক চর্চার সাথে যুক্ত ছিলেন, যেসব সংগঠন কাজ করেছে বিতর্ক নিয়ে তাদের তথ্য সমৃদ্ধ বইটিই এখন পর্যন্ত ফরিদপুরের বিতর্কচর্চার ইতিহাস নিয়ে একমাত্র কাজ, যা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে। আশা করব আরও তথ্য নিয়ে বইটির নতুন সংস্করণ নিয়ে কাজ করবেন লেখক।
Was this review helpful to you?
or
ফরিদপুরে বিতর্ক চর্চা- বইটির গঠনমূলক পাঠ-সমালোচনা বইটির মান উন্নয়নে সহায়ক হবে। আশা করছি, পাঠকবৃন্দ সেই দিকটি নজরে রেখে বই নিয়ে তাদের পাঠ-মূল্যায়ন প্রদান করবেন।