User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বাংলাদেশ অর্থনীতির চালচিত্র সৈয়দ নূরুল আলম ঊপড়হড়সরপ চবৎংঢ়বপঃরাব রিঃয ংঢ়বপরধষ জবভবৎবহপব ঃড় ইধহমষধফবংয গ্রন্থের বয়স তিন মাস অর্থাৎ অক্টোবর, ২০১৭ এ বইটি প্রকাশিত হয়েছে। বইটির লেখক অন্তর্জাতিক খ্যাতিমান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। প্রকাশ করেছে আলোঘর প্রকাশনা। এ প্রকাশনার বয়সও বেশি দিন হয়নি। ইতোমধ্যে বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকজন লেখকের বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থাটি। যেমনÑহাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, শামসুজ্জামান খান, নির্মলেন্দু গুণ, সেলিনা হোসেন, ড. আতিউর রহমান, ইমদাদুল হক মিলন, মো. ফজলুল হক প্রমুখ। একইসাথে জাহিদ হোসেনের নামটিও সংযোজিত হলো। জাহিদ হোসেন অর্থনীতি বিষয়ে একজন প-িত ব্যক্তি। সারা জীবন অর্থনীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন। বর্তমানে তিনি বিশ্বব্যাংকের খবধফ ঊপড়হড়সরংঃ হিসেবে ঢাকায় কর্মরত। আলোচিত গ্রন্থে তিনি তাঁর জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও মেধা-মননের নির্যাস দিয়ে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক চালচিত্র তুলে ধরেছেন তিন ভাগে, ২৩৬ পৃষ্ঠায়। ভাগগুলোÑ ১. ঞযব ঊপড়হড়সু রহ মবহবৎধষ ২. জবসরঃঃধহপবং ৩. চড়াবৎঃু, ওহভৎধংঃৎঁপঃঁৎব, অরফ ধহফ গরংপবষষধহবড়ঁং. এগুলো আবার ১৫-১৬টি উপভাগে, আলাদা শিরোনামে উপস্থাপিত হয়েছে। বাংলাদেশ সরকার ঘোষিত ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পৌঁছতে মাথাপিছু আয়, এউচ গ্রথ, সপ্তম পঞ্চম বার্ষিকী প্ল্যান, ঋউও, ঊীঃবৎহধষ ঝযড়পশ ইত্যাদি বিষয়গুলো যথার্থভাবে বর্ণিত হয়েছে এ গ্রন্থে। এ প্রসঙ্গে লেখক বিশ্বব্যাংকের একটি রিপোর্টের উদ্বৃতি দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, দইধহমষধফবংয ঞড়ধিৎফং অপপবষবৎধঃবফ, ওহপষঁংরাব ধহফ ঝঁংঃধরহধনষব এৎড়ঃিয- ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃরবং ধহফ ঈযধষষবহমবং.’ একটি দেশের উন্নয়নের জন্য ঊষবপঃৎরপরঃু একটি বড় ফ্যাক্টর। লেখক তুলে ধরেছেন, টঘউচ’ঝ ঐঁসধহ উবাবষড়ঢ়সবহঃ ওহফবী অনুযায়ী নি¤œ থেকে মধ্যম আয়ের দেশে যেতে হলে ৫০০ ক ডয ঢ়বৎ পধঢ়রঃধ পড়হংঁসঢ়ঃরড়হ ড়ভ ঊষবপঃৎরপরঃু প্রয়োজন, সেখানে ভারত ছাড়া সাউথ এশিয়ায় বাংলাদেশসহ (১৪৪ ক ডয) প্রায় ২৫টি দেশে এই হার কম। জবসরঃঃধহপবং রহ ইধহমষধফবংয, অওউ, ঊভভবপঃরাবহবংং : এষড়নধষ ধহফ খড়পধষ চবৎংঢ়বপঃরাব, চড়াবৎঃু, ইধহমষধফবংয ঊপড়হড়সু : জরংশং ধহফ ঈযধষষবহমবং রহ ২০১৬, ঝগঊ ইত্যাদি বিষয়গুলো তথ্য-উপাত্তসহ উঠে এসেছে এ গ্রন্থে। সাম্প্রতিককালে পেঁয়াজের যে চৎরপব ঠড়ষধঃরষরঃু, সে প্রেক্ষাপটও বাদ যায়নি গ্রন্থ থেকে। সবচেয়ে বড় কথা প্রতিটি বিষয়ে, প্রতিটি তথ্যই গ্রাফের মাধামে সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে। যাঁরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করছেন বা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তাঁদের জন্য বইটি অনেক সহায়ক ভূমিকা পালন করবে। বইটি শিল্পী শতাব্দী জাহিদের দৃষ্টিনন্দন প্রচ্ছদে, অফসেট কাগজে ঝকঝকে মুদ্রণ। দাম ছয় শ’ টাকা।