User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
পৃথিবীর সবচেয়ে মোহময়ী এবং লাবণ্যময়ী নাম, মা। সন্তানের কাছে জগৎকে দেখার প্রথম দৃষ্টিই মা। মায়ের হাত ধরেই সন্তান চলতে শেখে, বলতে শেখে। সন্তানের ভালোবাসার শুরু এবং শেষ মাকে কেন্দ্র করেই। মা হচ্ছে এমন এক গভীর সত্তা যেখানে পৃথিবীর যাবতীয় স্নেহ পুঞ্জিভূত থাকে। মা এমন প্রবল প্রভাব বিস্তার করে সন্তানের জীবনে, যা সন্তান কোনো দিন কোনোভাবে ভুলতে পারে না। সন্তানের সুখে-দুঃখে সব সময় এন্টিসেপ্টিক হয়ে লেগে থাকেন মা। প্রবল কষ্টে যখন সন্তানের বুক ফেটে যায় তখন মায়ের কোলে শুয়ে একটু বিশ্রাম নিলেই সব কষ্ট হাওয়ায় উড়ে যায়। কাজের চাপে যখন সন্তান অস্থির হয়ে ওঠে তখন মা কাছে টেনে চুলে একটু বিলি কেটে দিলেই সকল অস্থিরতা মুহূর্তেই উধাও হয়ে যায়। না পাওয়ার বেদনায় সন্তান যখন হাহাকার করতে থাকে তখন মায়ের একটু সান্ত্বনা বাক্যই সন্তানকে নতুন স্বপ্নের মোহনায় উপনীত করে। জীবন যখন টালমাটাল হয়ে ওঠে, বিপর্যস্ত হয়ে যায় পথচলা তখন মায়ের একটু স্নেহের পরশই পারে সন্তানকে জাগিয়ে তুলতে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হলো মা। মায়ের কাছে সব কিছু ম্লান হয়ে যায়। মরুময় জগতও সবুজের সমারোহে ভরে উঠতে পারে মায়ের স্পর্শে। ঊষর মরুর ধূসর বুকেও প্রাণের স্পন্দন জেগে ওঠে মায়ের কারণে। খুনরাঙা রাজপথও জীবনের জয়গানে ভরে উঠতে পারে মায়ের স্পর্শে। মায়ের ছোঁয়ায় প্রাণ পেতে পারে মৃতপ্রায় সন্তান। মা হচ্ছে বাস্তব জগতের সত্য স্বপ্ন এবং স্বপ্ন জগতের বাস্তব সত্য। ধরিত্রিটা মহিমান্বিত হয়ে ওঠে মায়ের কারণেই। মাহাকালের বয়ে চলার ভুবনে মা-ই হয়ে ওঠেন পথ, পাথেয় এবং পথের সাধক। নশ্বর জীবনে মা-ই অবিনশ্বর। ছোট্ট জীবনে মা-ই বড় অংশ জুড়ে থাকে। মা-ই দখল করে রাখে সন্তানের আপাদমস্তক চিন্তা-চেতনা। ভালোবাসার সুপ্ত অভিলাষগুলো রঙে রঙে রঙিন হয়ে ওঠে মায়ের ছোঁয়ায়। মা আছে বলেই বসুন্ধরা এত সুন্দর। মা আছেই বলেই মন এত পবিত্র। মা আছে বলেই প্রেম এত প্রগাঢ়। মা আছে বলেই সকালটা এত মিষ্টি। মা আছে বলেই সূর্যটা এত প্রখর। মা আছে বলেই চন্দ্রটা এত স্নিগ্ধ। মা আছে বলেই মাঝিরা বায়। মা আছে বলেই পাখিরা গায়। মা আছে বলেই নদীরা চলে। মা আছে বলেই ছবিরা কথা বলে। মা আছে বলেই আকাশটা হাসে। মা আছে বলেই মেঘেরা ভাসে। মা আছে বলেই সমুদ্রে কল্লোল আসে। মা আছে বলেই বায়ু হিল্লোলে হাসে। মা আছে বলেই ফুলেরা ফোটে। মা আছে বলেই অলিরা ছোটে। মা আছে বলেই দেখি। মা আছে বলেই লেখি। মা আছে বলেই হাসি-ভাসি-গাই। মা আছে বলেই ধরণীকে নিজের মতো পাই। মা আছে বলেই নিজ্কে রঙে রঙে রাঙাই। মা আছে বলেই অথৈ সমুদ্রেও পাই ঠাঁই। মা-ই আমার জীবনও জগতের শ্রেষ্ঠ সাঁই। মা’কে নিয়ে বাংলা ভাষার সবচেয়ে বড় সংকলন সম্পাদনা করছেন কবি ও ছড়াকার জগলুল হায়দার । শুধু বাংলাদেশে নয়; দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই সংকলন। মাকে নিয়ে বিখ্যাতদের স্মৃতিচারণ, ছড়া-কবিতা, গল্প, অনুবাদ কবিতা, অনুবাদ গল্প, প্রবন্ধ-নিবন্ধ, বই আলোচনা, গীতি কবিতা এবং বিবিধ কিছু লেখা স্থান পেয়েছে। বইটি পড়ে আমি মুগ্ধ। আপনারাও পড়ে দেখতে পারেন। বইটি বইমেলায় পাওয়া যাচ্ছে বৈঠক-এর স্টলে। বাংলা একাডেমির বর্ধমান হাউসের পেছনে লিটলম্যাগ কর্নার, স্টল নং ৭।
Was this review helpful to you?
or
মা নিয়ে বাংলা ভাষায় এত বড় সংকলন আর হয়নি । সম্পাদক জগলুল হায়দার । সংকলনে মাকে নিয়ে বিখ্যাতদের স্মৃতিচারণ, ছড়া-কবিতা, গল্প, অনুবাদ কবিতা, অনুবাদ গল্প, প্রবন্ধ-নিবন্ধ, বই আলোচনা, গীতি কবিতা এবং বিবিধ কিছু লেখা স্থান পেয়েছে। প্রকাশিত হবে বইমেলা উপলক্ষ্যে। বিখ্যাতদের মধ্যে আছেন এ পি জে আবদুল কালাম, মাইকেল জ্যাকসন, এডলফ হিটলার, বেনিতো মুসোলিনি, বিল ক্লিনটন, বারাক ওবামা, মাহাথির মোহাম্মদ, শেখ হাসিনা, হুসেইন মুহম্মদ এরশাদ, হিলারি রডহ্যাম ক্লিনটন, জীবনানন্দ দাশ, হুমায়ূন আহমেদ, তসলিমা নাসরিন, বিশ্বজিৎ সেন, ড. আশরাফ পিনটু প্রমুখ গুণীব্যাক্তিদের লেখা সংকলিত হয়েছে। ৫ ভাগে দেয়া হয়েছে ছড়া-কবিতা। শাহ মুহম্মদ সগীর থেকে শুরু করে বর্তমানের তরুণতম কবিদের ছড়া-কবিতা আছে এতে। সব মিলিয়ে অনবদ্য । সংরক্ষন করর ও অন্যকে ধার না দেয়ার মতো একটি সংকলন।
Was this review helpful to you?
or
মা নিয়ে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কালেকশন। প্রত্যেকের সংগ্রহে রাখার মতো একটি বই।