User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Engr Md Manirul Islam

      03 Nov 2023 07:52 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ।

      By Salman Mahadi

      08 Dec 2019 01:39 PM

      Was this review helpful to you?

      or

      আর্গুমেন্টস অব আরজু বইতে 'নাস্তিক' নামধারী ইসলাম বিদ্বেষীদের যেসব প্রশ্ন-অপব্যাখ্যার জবাব দেওয়া হয়েছে... প্রথমে বলে নেই বর্তমান সময়ে আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত (স্কুল-কলেজ-ইউনিভার্সিটি) তাদের অবস্থা। অভিবাবক যদি সচেতন হন, ইসলামি জ্ঞানসম্পন্ন হন তাহলে বাচ্চাকে ছোটবেলা থেকে ইসলামি শিক্ষা দেবার চেষ্টা করেন, মক্তবে পাঠিয়ে কিংবা বাসায় ইসলাম শিক্ষা দেবার জন্য, শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শেখানোর জন্য টিউটর রেখে।দূর্ভাগ্যবশত অভিবাবক যদি এ ব্যাপারে সচেতন না থাকেন তাহলে বাচ্চা বড় হতে থাকে ইসলামি জ্ঞান ছাড়া। ক্লাস থ্রি তে উঠার পর টেক্সট বইয়ের সাথে যুক্ত হয় 'ইসলাম এবং নৈতিক শিক্ষা'। এই সাবজেক্টটাতে ধরেই নেওয়া হয় নিশ্চিত এ পাওয়ার সাব্জেক্ট, পরীক্ষার আগের রাতে পড়লেই এ পাওয়া সম্ভব। এভাবেই কলেজে উঠার আগ পর্যন্ত প্রায় ৮ বছর নিশ্চিত এ পাওয়া সাবজেক্ট হিসেবে শিক্ষার্থীরা ইসলাম শিক্ষা পড়ে যার মধ্যে বেশিরভাগই পরীক্ষার আগের রাতে পড়ে।

      By Muhammad Wakiullah

      21 Nov 2019 07:15 PM

      Was this review helpful to you?

      or

      নাস্তিকদের খোড়া যুক্তি গুড়িয়ে আস্তিকতাকে তুলে ধরা হয়েছে " আর্গুমেন্টস অব আরজু " বইটিতে। সকলের প্রয়োজন নাস্তিক দের রুখে দিতে "আর্গুমেন্টস অব আরজু " বইটি পড়া।

      By shahir ahmed sourov

      27 Oct 2019 02:18 PM

      Was this review helpful to you?

      or

      বই টা এক কথায় অসাধারণ । বইতে যেভাবে প্রতিটি জিনিস এমন করে বুঝিয়ে বলা হয়েছে যা খুব কম লেখকই সাধারণ ভাষায় সাবলীল ভাবে উপস্থাপন করতে পারে । সামনে এমন আরও সুন্দর বইয়ের অপেক্ষা করবো যাতে করে সকল ধরনের মানুষ সত্যিটা জানতে পারে ইসলাম নিয়ে ।

      By Kawsar Ahmed

      25 Oct 2019 11:29 AM

      Was this review helpful to you?

      or

      ধর্ম নিয়ে আমাদের না জানার সুযোগটাকে কাজে লাগিয়ে অনেকের অনেক বিভ্রান্তিমূলক কথায় ফেঁসে যাই আমরা,মনে জাগে অনেক প্রশ্ন..... সেসব বিভ্রান্তিমূলক প্রশ্নের উপযুক্ত জবাব কুরআন ও হাদীসের আলোকে দিয়েছেন আরজু।

      By Al-Mamun

      22 Jan 2020 05:01 PM

      Was this review helpful to you?

      or

      লেখক বইটির মধ্যে নাস্তিকতার জটিল প্রশ্নের আলোকে সুন্দর করে এর উত্তরগুলো সাজিয়েছেন। বইটি পড়ে আমি মুগ্ধ হলাম, এককথায় অসাধারণ। লেখক বইটিতে নাস্তিকদের বিভ্রান্তিকর প্রশ্নের জবাব এত সহজ সরল সাবলীল ভাষায় উপস্থাপনা করেছেন। যার প্রশংসা না করে উপায় নেই। নাস্তিকদের বিভ্রান্তিকর প্রশ্ন যে কোন মানুষকেই বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে এটাই সাভাবিক। লেখক তাতে তাঁদের বিভ্রান্তিকর প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। প্রত্যেকটি অধ্যায় পড়েছি আর মুগ্ধ হয়েছি।

      By Tanvir Hassan

      25 Feb 2019 10:58 PM

      Was this review helpful to you?

      or

      এটা তো পুরাই সাজিদের মত আরজু।। আমার কেন জানি না মনে হয়, সাজিদ আর আরজু উভয় বইয়ের লেখক একজনই।। ?

      By jabir ibn muzammel

      05 Sep 2018 07:50 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ।

      By Nahiyan

      03 Apr 2018 08:13 PM

      Was this review helpful to you?

      or

      যুক্তির অসাধারণ সংমিশ্রণে লিখা অতুলনীয় একটি বই

      By Riyad Mahmud

      26 Feb 2018 02:43 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বই

      By joynul abedhin

      18 Dec 2017 06:16 PM

      Was this review helpful to you?

      or

      modern time is posing many confusions among people, specially muslims. they hardly have time to delve deep into a subject to know the truth, though they have questions or doubts. present generation is fickle-minded and flippant , they need quick and organized answers. some books like paradoxical sajid, satyakathan, daouble standard really paved the way for muslims to know the truth easily. this book, arguments of arju, is also deals with the same area where our minds some times get stuck. thanks to the writer.

      By Anik Hassan

      03 Jul 2019 08:19 PM

      Was this review helpful to you?

      or

      রকমারি_রিভিউ_প্রতিযোগ_জুন বইয়ের নামঃ আর্গুমেন্টস অব আরজু লেখকঃ আরিফুল ইসলাম প্রকাশকঃ বইপোকা প্রকাশনা ধরন: ইসলামি আদর্শ ও মতবাদ পৃষ্ঠাসংখ্যাঃ ১২৮ প্রচ্ছদ নিয়ে কিছু কথা: প্রথমেই বলছি ভালার লাগার মধ্যে অন্যতম ভাল লাগার হল বইটির (বইয়ের কাবার) প্রচ্ছদ। প্রচ্ছদের দিকে একটু তাকান আর একটু মনযোগ দিয়ে ভাবুন। প্রচ্ছদেই এর উত্তর পেয়ে যাবেন। প্রচ্ছদের উপরাংশ ও নিম্নাংশ নিয়ে আমি দুইটি তাহকীক ব্যাখ্যা করে শেয়ার করলাম। (১) প্রচ্ছদের উপরাংশে বহু বাতি, তাঁর মধ্যে সামনেরটি জ্বালানো। একটু খেয়াল করে দেখুন তো....... এই পৃথিবীতে হাজার হাজার ধর্ম রয়েছে। ইসলাম ধর্মের সাথে অন্য ধর্মের সাথে কোন মিল নেই। তাঁরা প্রভু এ ভূবনের সৃষ্টিককর্তা ব্যতীত অন্যদের পূজু করে, যা নিতান্তই বোকামি। আর এখানেই লেখক প্রচ্ছদের মধ্যে বিভিন্ন বাতির মধ্যে একটি বাতিকে প্রজ্বলিত করে একমাত্র প্রভুর দিকে ইঙ্গিত করেছেন। আমি কি ভুল বললাম....???? (২) প্রচ্ছদের নিছের অংশে লক্ষ করুন। দু হাতে জিঞ্জির পরিয়ে বাঁধার চিত্র প্রচ্ছদের সাথে সংযুক্ত করেছেন। এর দ্বারা লেখক কি বুঝাতে চেয়েছেন। জানেন.?? আমার মন বলছে এই পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্ম হল নির্যাতিত নিপীড়িত। মুসলমানদের উপর বর্বরতা চলছে, ভবিষ্যতেও চলবে। আর এই বর্বরতার মধ্যে মুসলমানরা আল্লাহ কে ভুলে থাকতে পারে না। জেল জুলুম যতই বাধা আসুক আল্লাহর কাছে প্রার্থনা করে যাবেই। ইতিহাস খুঁজলে এর বাস্তবতায় প্রমাণ পাওয়া যায়। প্রচ্ছদের ব্যাখ্যা লেখকের সাথে মিলেছে কি জানিনা। তবে আমি ১০০% শিওর এটাই লেখকের লক্ষ্য উদ্দেশ্য হবে। এবার আসা যাক বইয়ের রিভিউ সম্পর্কে। লেখক বইটির মধ্যে নাস্তিকতার জটিল প্রশ্নের আলোকে সুন্দর করে এর উত্তরগুলো সাজিয়েছেন। বইটি পড়ে আমি মুগ্ধ হলাম, এককথায় অসাধারণ। লেখক বইটিতে নাস্তিকদের বিভ্রান্তিকর প্রশ্নের জবাব এত সহজ সরল সাবলীল ভাষায় উপস্থাপনা করেছেন। যার প্রশংসা না করে উপায় নেই। নাস্তিকদের বিভ্রান্তিকর প্রশ্ন যে কোন মানুষকেই বিভ্রান্তির মধ্যে ফেলে দিবে এটাই সাভাবিক। লেখক তাতে তাঁদের বিভ্রান্তিকর প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। প্রত্যেকটি অধ্যায় পড়েছি আর মুগ্ধ হয়েছি। তন্মধ্যে ভাল লাগার মধ্যে যে অধ্যায় গুলো আমাকে বেশ মুগ্ধ করেছে সে অধ্যায়গুলো সম্পর্কে আংশিক কিছু আলোচনা করবো। তা হলে শুরু করা যাক, লেখক বইয়ে ২৬ টি প্রশ্নের উত্তর দিতে ২৬ টি অধ্যায় তৈরী করেছেন, আর সে সম্পর্কে আলোচনা করেছেন। আমি তিনটি অধ্যায়ের আংশিক কিছু আলোচনা করে বই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি। (১) ২৬ টি অধ্যায়ের মধ্যে লেখক "মিথ্যা তুমি দশ পিঁপড়া" অধ্যায় দিয়ে বই শুরু করেছেন। এই অধ্যায়ে নাস্তিক অভিজিৎদা আরজুকে ধর্মীয় ব্যাপারে প্রশ্ন করলেন আচ্ছা আমি শুনলাম তোমাদের কুরানে নাকি সামান্য পিঁপড়ার কাহিনি উল্লেখ আছে। ওরা একেকজন আরেকজনের সাথে কথা বলছে সেই কাহিনীও আছে। আরজু উত্তরে বললো হ্যাঁ, এরকম কাহিনী আছে। এমনকি শুধু পিঁপড়ার নামে পবিত্র "কোরআনে" একটি সূরাও আছে। সূরাটির নাম "আন-নামল" বা পিঁপড়া। এই কথা শুনে অভিজিৎদা পাগলের মত হাসতে হাসতে বললেন বড়ই হাস্যকর তোমাদের কুরান। পশু পাখির নামে একেকটা অধ্যায়। কোথাও গরুর নামে সূরা, কোথাও মৌমাছির নামে আবার কোথাও পিঁপড়ার নামে। আরজু এই হাস্যকর প্রশ্নের জবাব খুব সুন্দর করে দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আরজু অভিজিৎদাকে বলল," বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি?" অভিজিৎদা হেসে হেসে জবাব দিলেন,প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপীলিকা। সাস্টের শিক্ষার্থীরা বানিয়েছে। এবার আরজু বললো, এই আধুনিক যুগে এসে কেউ আধুনিক প্রযুক্তির নামকরণ করেছে 'পিপীলিকা' আর তাদেরকে আপনি বিজ্ঞানমনা বলেছেন,আর ১৪০০ বছর আগে কেউ পিপীলিকার কথা বললে আপনি তাঁকে আদিম যুগের বর্বর মানুষের সাথে তুলনা করেছেন। বাহ! এটাই হলো আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড। (২) লেখককের আরেকটি অধ্যায়, "কাফেরদের অন্তরে আল্লাহ সীলমোহর মেরে দিলে তাদের দোষ কোথায়?" অন্যান্য অধ্যায়র তুলনায় এই প্রশ্নের জবাব পড়ে অনেক মুগ্ধ হলাম। এত জটিল প্রশ্নের জবাব লেখক নাস্তিক স্যারকে তাঁরই সিগারেটের বাক্স দিয়ে এত চমৎকার ভাবে জবাব দিলেন। যা আমি অধমের কল্পনার বাহিরে। স্যারের প্রশ্নের জবাব আরজু বিভিন্ন পদ্যতিতে বুঝাতে লাগলো কিন্তু স্যারের মুখের দিকে তাকালে মনে হয় তিনি সঠিক জবাব পাননি। এর পর আরজু সঠিক পন্থায় জবাব দিতে লাগলো। আরজু স্যারকে বললো আচ্ছা স্যার আপনি যে সিগারেট খেয়েছেন তাঁর প্যাকেটটা দিন। স্যার সিগারেটের প্যাকেট দিলে আরজু বললো, স্যার এই দেখুন এখানে কী লেখা। স্যার প্যাকেটের দিকে তাকিয়ে দেখলেন সেখানে লেখা "Smoking is injurious to health." অর্থাৎ ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর। আরজু একটু হাসলো। তারপর বললো "স্যার" আপনি একজন শিক্ষত মানুষ। এই লেখাটা পড়েও আপনি সিগারেট খাচ্ছেন। এমনকি পৃথিবীর কোন ধূমপায়ী এই লেখাটা পড়ে ধূমপান করা বাদ দিয়েছে এরকম ঘটনা নাই। তাহলে দেখুন, এখানে ধূমপান করার ক্ষতিকর দিকগুলোর কথা বলা হয়েছে, তবুও কি মানুষ ধূমপান করা বাদ দিয়েছে? অতঃপর স্যারের মুখ থেকে আর কোন জবাব এলনা। ব্যাস আরজুর দাঁত ভাঙ্গা জবাবে স্যারের মুখটা ফ্যাকাসে হয়ে গেলো। (৩) আরেকটা অধ্যায় "গডের সাথে গণিতের কোনো সম্পর্ক আছে? এই অধ্যায়টিও আমাকে বেশ মুগ্ধ করেছে। আল্লাহ তাঁর নাজিল করা কোরআনে এমন কিছু গাণিতিক রয়েছে যা জানলে আপনিও আশ্চর্যর সাথে ঈমানও পাকাপোক্ত হবে। সেখান থেকে কিছু গাণিতিক হিসাব আপনাদের শেয়ার করছি। মৌমাছির দেহে ক্রোমোজমের সংখ্যা পুরুষের ক্ষেত্রে ১৬ টি আর স্ত্রী মৌমাছির ১৬ জোড়া। আর কোরআনে মৌমাছি নিয়ে একটি সূরাও আছে সূরাটির নাম হলো 'সূরা আন-নাহল'। আশ্চর্যজনকভাবে এই সূরাটি কোরআনের ১৬ নাম্বার সূরা আর মৌমাছির দেহে ক্রোমোজমের সংখ্যাও ১৬ টি। পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের পরিমাণ কত? এর উত্তরও গাণিতিক ভাবে আল্লাহ তা'আলার কোরআনে বলে দিয়েছেন যা বিজ্ঞানের দেয়া তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আরজু সেই গডের গাণিতিক মিলের প্রশ্নের জবাবে আর বিস্ময়কর তথ্য দিয়ে তাঁদের অবাক করে দেয়! কোরআনে একবচনে "দিন" শব্দটি এসেছে ৩৬৫ বার (এক বছর) , বহুবচনে এসেছে ৩০ বার (এক মাস) , মাস শব্দটি এসেছে ১২ বার ( ১২ মাস)। জান্নাত শব্দটি এসেছে ৭৭ বার আর জাহান্নাম শব্দটিও এসেছে ৭৭ বার। বিশ্বাস শব্দটি এসেছে ১৭ বার আর অবিশ্বাস বা কুফরি শব্দটিও এসেছে ১৭ বার। ভালো ও খারাপের কথা ১৬৭ বার করে। শয়তান ৮৮ ফেরেশতা শব্দটিও ৮৮ বার এসেছে। কোরআনে আল্লাহ পুরুষের কথা উল্লেখ করেছেন ২৩ বার আর নারীর কথাও ২৩ বার। এই অধ্যায়ে পবিত্র কোরআন গাণিতিক সম্পর্কে আরো কিছু তত্ত্ব রয়েছে। যা পড়লে আপনি আরো বেশ আশ্চর্য হবেন। একটা বইয়ে এরকম সাদৃশ্য তো তখনই থাকতে পারে যখন এটা এমন একজন মহাবিজ্ঞানী লিখবেন যার প্রশংসা আমরা কোন ভাবেই করে শেষ করতে পারবো না। আর সেই মহাবিজ্ঞানীকে আমরা "আল্লাহ" নামি ডাকি। লেখক এরকম ভাবে নাস্তিকদের বিভ্রান্তিকর ২৬ টি প্রশ্নের জবাব দিয়েছেন। যা প্রত্যেকটা জবাব আপনাকে মুগ্ধ করবে। "আর্গুমেন্টস অব আরজু" বইটি পড়ে আমাদের অনেক বিভ্রান্তিকর প্রশ্নের জবাব জানার এবং বুঝার আছে। যা ভবিষ্যতে কারো সাথে তর্কে জরালে বিভ্রান্তির মধ্যে পরতে হবে না। পড়ে অনেক কিছু জানলাম, বুঝলাম, মুগ্ধ হলাম। বিশেষ করে লেখকের উপস্থাপনা চমৎকার। বই সম্পর্কে কি লিখবো? বইয়ের তাৎপর্য কি তুলে ধরবো? তাঁর অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। আমার অল্প জ্ঞানের আলোকে তিনটি অধ্যায়ের আংশিক কিছু আলোচনা করে তুলে ধরেছি, আশা করি বই সম্পর্কে কিছুটা না হয় আপনাদের বুঝাতে পেরেছি। অল্পতেই বুঝতেছেন তো বইটা কেমন হবে.?তাই আজই সংগ্রহ করুন বইটি। মিথ্যাকে ধূলিসাৎ করে সত্যের ঝাণ্ডা উড্ডীন করা হোক সকল লেখকের লক্ষ্য উদ্দেশ্য। এই কামনা হোক প্রতিটা মানবসত্ত্বার।

      By Sammy

      23 Feb 2019 12:43 AM

      Was this review helpful to you?

      or

      ভালোলাকসে অনেক কিছু জানতে পারসি

    • Was this review helpful to you?

      or

      বইয়ের প্রচ্ছদ এঁকেছেন আদনান আহমেদ রিজন প্রথমেই একটু ধন্যবাদ তাকে খুব সুন্দর একটি প্রচ্ছদের জন্য যা খুব সহজেই মন কাড়ে।বইটির বিষয় কিছু লিখার আগে একটি বিষয় বলে নেই, আদর্শ ধারার ইসলামীক বইগুলো খুব গভীর ভাবে বুঝতে হয় ও যাচাই করতে হয় কারণ আমাদের সমাজে এই ধরনের বই স্পর্শকাতর বিষয় হয়ে দ্বারায়। " সত্যিকারের মুক্তমনা "তাদেরকেই বলে যারা অন্যের যুক্তিটা সত্য হলে সেটা নির্দ্বিধায় মেনে নেয় " - আরিফুল ইসলাম। বইটির কেন্দ্রীয় চরিত্রের নাম আরজু যিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র।পাশাপাশি উনি কুরআন ও হাদীসের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করে বিভিন্ন মানুষকে যুক্তি দিয়ে বুঝানোর চেষ্টা করে কোনটি সত্য, সঠিক ও কেনো সেইগুলো সেই সময় করা হয়েছে। কখনো মানুষ তাঁকে বুকে জড়িয়ে ধরে, কখনো মানুষ আড়ালে চোখের পানি মুছে। বইটির লেখক এখানে গল্প কথক হিসাবে ছিলো যিনি আরজু বন্ধু। বইটিতে লেখক ৩০ টি ছোট ছোট গল্পের মাধ্যমে গ্রহণযোগ্য যুক্তির মাধ্যমে বিভিন্ন মানুষদের বুঝাতে চেষ্টা করেছে। যার ভেতর কয়েকটি ছিলো পিঁপড়া নাম কুরআনে, কুরবানি না দিয়ে বন্যার্তদের মাঝে দিলে হয় না,মুসলমান নাস্তিক হয়, নাস্তিকরা আস্তিক হয় কি? ব্ল্যাকহোল, ব্লু হোয়েল না? ইত্যাদি সমসময় কাহিনী এবং আস্তিকদের ও নাস্তিকদের সাধারণত যেসব বিষয় জানতে চায় বা অকাট্য ভাবে একজন আস্তিকদের উপর ছুড়ে দেয়। সেইসব প্রশ্নোত্তর কেন্দ্রীয় চরিত্রের আরজু কুরআন এবং হাদীস মাধ্যমে দিয়ে থাকে। আর্গুমেন্টস অফ আরজু .....কখনো অবিশ্বাসীর চোখে আঙুল দিয়ে বিশ্বাস ইঙ্গিত করবে, কখনো সঞ্জীবিত সত্যের মতো কারো প্রাণে জড়িয়ে তুলবে বিশ্বাস কিংবা ভূল মূখো কিছু বুমেরাং অবিশ্বাসীর হ্নদয়ে বইয়ে দেবে বিশ্বাসের মিঠে বাতাস - সালাহউদ্দীন আলভা। নিজ্বস্ব মতামত :: লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ছাত্র। উনি সামাজিক মাধ্যমগুলোতে ইসলামিক বিষয় লিখালিখি করেন। বইটি উনি সাবলীলভাবে লিখার চেষ্টা করেছেন। নতুন লেখক হিসাবে এমন কঠিন বিষয় নিয়ে ভালোই লেখেছেন, খারাপ না। যারা এইধরনের বইগুলো পড়ে থাকেন তাদের কাছে ভালো লাগবে আশা করি, বইটি পড়ে লেখকে আগামীতে আরো ভালো ভালো বই যেন উপহার দিতে পারে সেই কামনা করি।

      By Bibi Rasheda Afrin Rumi

      25 Dec 2018 07:41 PM

      Was this review helpful to you?

      or

      #ইসলামি_বই_রিভিউ_প্রতিযোগিতা_ডিসেম্বর_২০১৮ বইঃ আর্গুমেন্টস অব আরজু। লেখকঃ আরিফুল ইসলাম। ধরণঃ ইসলামী আদর্শ ও মতবাদ। প্রকাশনাঃ বইপোকা প্রকাশনী। প্রচ্ছদঃ আদনান আহমেদ রিজন। পৃষ্ঠাঃ ১২৮ মূল্যঃ ২০০টাকা। আগে বাবা মায়েরা সন্তানদের সবার প্রথমে ধর্মীয় শিক্ষা দিতেন। কিন্তু বর্তমানে আমরা তথ্য প্রযুক্তির উপর বেশি ঝুঁকে পড়ছি। অধিকাংশ বাবা মায়েরাও ধর্মীয় শিক্ষার প্রতি অতি গুরুত্ব দেননা। বরং নিজ সন্তান কে ইংরেজি ও বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে চান। অধিকাংশ ছেলেমেয়েই তাই ধর্ম সম্পর্কে বিশেষ কিছু জানেনা। তারা নানান প্রশ্নের সম্মুখীন হলে এক তরফা,শুধুমাত্র বিজ্ঞানের দিক দিয়ে বিশ্লেষণ করতে চাই। যার ফলে ধর্মীয় বিষয়গুলোতে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে আশার কথা হলো লিখালিখির মাধ্যমে এই বিভ্রান্তিগুলো দূর করতে বর্তমানে অনেক তরুণ প্রজন্ম এগিয়ে আসছেন। আর্গুমেন্টস অব আরজু হলো সেরকম একটি বই। যেটা ধর্মীয় বিষয়ে সমাজে ছড়ানো বিভ্রান্তিগুলো দূর করতে সহায়তা করবে। রিভিউঃ বইটি কোন উপন্যাস না, এটাতে মোট ২৬টি পরিচ্ছেদ গল্প আকারে সাজানো হয়েছে। না এগুলো কোন রূপকথার গল্প নয়, কোন বানানো গল্পও নয়, এগুলো এমন গল্প যেগুলোর মুখোমুখি আমরা সবসময়ই হয়ে থাকি। কিন্তু সেগুলোর কোন সদুত্তর আমাদের কাছে থাকেনা। বইয়ের মূল কেন্দ্রীয় চরিত্র দুইজন। একজন কথক যার নিজস্ব বয়ানে প্রতিটা পরিচ্ছেদ এগিয়েছে, অন্যজন কথকের বন্ধু আরজু। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র। আরজু বিশ্ববিদ্যালয়ে পড়লেও ইসলাম নিয়ে তার অগাধ জ্ঞান। বিভিন্ন অবিশ্বাসীদের নানান প্রশ্নের উত্তর তিনি যুক্তির মাধ্যমে দেন। ইসলামের প্রতি আরজুর বলিষ্ঠ প্রতিবাদ ও অনুরক্ত দেখে অনেকেই তাকে টিটকারি মারে আর তাকে কুকোপাত করার জন্য নানান প্রশ্নবাণে জর্জরিত করার চেষ্টা করে।এতসব প্রশ্নবাণেও আরজু সামন্য বিচলিত হয়না। বরং খুব সুন্দর করে মার্জিত ভাষায় বিভিন্ন রেফারেন্স এর মাধ্যমে সেই প্রশ্নগুলোর উত্তর দেন। কোরআন ও হাদীসের বিভিন্ন বিষয়গুলো উল্লেখ করে মানুষকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন কোনটি সঠিক,কোনটি সত্য এবং সেগুলো সে সময় কেন করা হয়েছিলো।বইটিতে মোট ২৬টি পরিচ্ছেদ বা প্রশ্নোত্তর ছোট ছোট গল্প আকারে সাজানো হয়েছে। কখনও না কখনও আমাদের সবার এসকল প্রশ্নে সম্মুখীন হতে হয়,এগুলো আমাদের ভাবিয়ে তুলে। অনেকের কাছে এসব প্রশ্নের যথোপযুক্ত জবাব থাকে না, ফলে অবিশ্বাসীরা এসব প্রশ্ন করে বিভ্রান্ত করে তুলতে চাই।লেখক সেগুলোই গ্রহণযোগ্য যুক্তি দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছেন। তারমধ্য কয়েকটি ছিলো এইরকমঃ *আল্লাহ এক এবং অদ্বিতীয় হওয়া স্বত্বেও কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ নিজেকে বুঝাতে "আমরা" সর্বনাম ব্যবহার করেন কেন?? --এটা বুঝতে হলে অবশ্যই সর্বপ্রথম জানতে হবে "Royal We" কি?এবং কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার হয়। *মানুষের সামনে হাঁচি দিলে সবাই Sorry বলে,মুসলমানরা আলহামদুলিল্লাহ্‌ বলে কেন?? --আমরা যখন হাঁচি দেই তখন আমাদের নাক দিয়ে ১৬০ কি.মি. বেগো বাতাস বের হয়। যদি নাক দিয়ে এ বাতাস বের হতে না পারতো, তবে কান দিয়ে সেটা বের হতো। এতে আমাদের কানের পর্দা ফেটে যেত। এরকমভাবে প্রতিটা পরিচ্ছেদ সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। আরজুর বুদ্ধিমত্তা ও বলিষ্ঠ জবাবে কেউ কেউ নতমস্তকে চুপ থেকেছে,কেউ মুচকি হেসেছে,কেউ কেউ তাকে বুকে জড়িয়ে ধরেছে, কেউবা আড়ালে চোখের পানি মুছেছে। পাঠপ্রতিক্রিয়াঃ আস্তিক নাস্তিক বিষয়টি আমার কাছে আগে এতোটা বোধগম্য ছিল না। ফেইসবুক ব্যবহারের পর থেকে বিভিন্ন আইডি ফলো করে,ব্লগ এবং লেখালেখি পড়ে বিষয় টি সম্পর্কে ধারণা পায়। অনেক স্বঘোষিত নাস্তিকের লেখা পড়ে,তারা কিভাবে ইসলামের দিকেই সবসময় আঙ্গুল তুলে দেখে অনেক অবাক হয়েছি। কিন্তু এর বিপরীতে পাল্টা যুক্তি দেখিয়ে কাউকে প্রতিবাদ করতে না দেখে হতাশ হয়েছিলাম অনেক। এরকম যুক্তি দেখিয়ে প্রতিবাদ না করলে সবাই চুপ করে থাকলে, যারা ইসলাম সম্পর্কে কম জানে অথচ মুসলমান তাদের অনেকেরই ইমান নড়বড়ে হয়ে যায়,কিংবা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্গুমেন্টস অব আরজু বইটি আমার সেই হতাশা অনেকটাই দূর করে দিয়েছে। ভাবতে ভালো লাগছে যে অনেকেই এখন সেই গুরুদায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন।বইটিতে কুরআন ও হাদীসের আলোকে চমৎকার যুক্তি খণ্ডনের মাধ্যমে বেশকিছু প্রচলিত ভ্রান্ত ধারণার জবাব রয়েছে।লেখক আরজুর মাধ্যমে অত্যন্ত সাবলীলভাবে বিষয়গুলো তুলে ধরেছেন। বইটির মধ্য সমালোচকেরা প্যারাডক্সিক্যাল সাজিদের সদৃশ খুঁজে পেতে পারেন। যেমনঃ প্যারাডক্সিক্যাল সাজিদে কথকের বন্ধু সাজিদ বিভিন্ন যুক্তির মাধ্যমে উত্তর দিয়েছে,এখানে আরজুও তাই করে। সাজিদ ভার্সিটির ছাত্র আরজুও ভার্সিটির ছাত্র। কিন্তু সদৃশ ওইটুকু পর্যন্ত। এই বইয়ের বিষয়গুলো সম্পূর্ণ আলাদা, প্রশ্নোত্তরগুলো আলাদা। বিজ্ঞানের বিষয়গুলো লেখক অত্যন্ত সুন্দরভাবে রেফারেন্স টেনে যুক্তির মাধ্যমে সহজভাবে তুলে ধরেছেন। সর্বোপরি বইয়ের প্রচ্ছদ ছিলো অসাধারণ।আর বইয়ে প্রুফ রিডার হয়েছিলো বিধায় বানানগত ভুল চোখে পড়েনি।তবে বইয়ে পৃষ্ঠাগুলো সাদা বা হালকা ঘিয়ে হলে ভালো হতো। পরিশেষে বইটা আমার অনেক ভালো লেগেছে।এতদিনের জমানো অনেক প্রশ্নোত্তর জানতে পেরেছি।যা নিয়ে আমি নিজেই কনফিউশনে ভুগতাম। লেখকের প্রথম বই হিসেবে এক কথায় অসাধারণ বলা যায়। রেটিং:- ৩.৫/৫

      By khadiza manowara

      15 Jan 2018 07:26 PM

      Was this review helpful to you?

      or

      Quran is the complete code of life. (কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান) জীবনের ভেতরে-বাইরে হেন বিষয় নেই যা এই কোরআনের আওতার বাইরে। জন্ম থেকে মৃত্যু অবধি একেকটি জীবন কিভাবে পরিচালিত হবে তার সকল দিক নির্দেশনা আছে এই কোরআনে। আমরা মানুষেরা নিজেদের জ্ঞান গরিমা ও বিবেককে ব্যবহার করে চললে ভাল মন্দের বা সত্য মিথ্যার পার্থক্য সহজেই ধরতে পারি। আমাদের ব্রেইনকে অতখানি শক্তিমত্তা ও বুদ্ধিমত্তা দিয়েই সেট আপ করা হয়েছে। এমতাবস্থায় প্রশ্ন দাঁড়ায়, "তবে কেন আমরা বিভ্রান্ত?" "কেন দ্বিমুখী ত্রিমুখী চিন্তা ও মত আমাদের চলার সহজ সরল একটিমাত্র পথকে এতো এতো পথে বিভক্ত করে তুলেছে?" জবাবটা সম্ভবত মুহম্মদের (স) বিদায় হজ্জের ভাষণেই লুক্কায়িত আছে, "তোমরা যতক্ষণ দুটি জিনিসকে আঁকড়ে থাকবে, ততক্ষণ পথভ্রষ্ট হবে না। একটি হল কোরআন এবং অপরটি আমার সমগ্র জীবন তথা হাদীস।" যার মানে হল কোরআন ও হাদীসের অনুসরণে অবহেলা ও অবজ্ঞার কারণেই আমরা দ্বিধাবিভক্ত হয়েছি। বইটি যেমন কোন উপন্যাস নয়, তেমনি গৎবাঁধা নীরস কোন প্রবন্ধও নয়। বইটিকে ২৬ টি পরিচ্ছেদে গল্প আকারে সাজানো হয়েছে। কেন্দ্রীয় চরিত্র আরজু এবং কথক আরিফ। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নবীন বয়সী ছাত্র হলেও আরজু ইসলামের খুঁটিনাটি বিষয়গুলোতে অগাধ জ্ঞানের অধিকারী। ভাই, বন্ধু, সহপাঠী, শিক্ষক, পরিচিত, অর্ধ পরিচিত এমনকি অপরিচিত আগন্তুকের দ্বিধা ও প্রশ্নের সম্মুখীন হয়ে সাবলীল আরজু অবিচল ধৈর্য্যের সাথে তার জবাব দেয়। কোরআন ও সুন্নাহর আলোকে যুক্তি দিয়ে বুঝিয়ে অবিশ্বাসীর মনে জন্ম দেয় বিশ্বাসের। - ইসলাম কি কবিদের হত্যা করার নির্দেশ দেয়? -আল্লাহ একক না কি দ্বৈত সত্তা? -কালোজিরা কি সত্যি মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ? -কাফিরদের অন্তরে আল্লাহ সীলমোহর মেরে দিলে তাদের দোষ কোথায়? -পুরুষেরা জান্নাতে সত্তর জন হুর পাবে, নারীরা কেন পাবে না? অত্যন্ত সহজ ভাষায় গল্পের আঙ্গিকে এরকম ২৬টি ভুল ধারণা ও মিথ্যাচারের জবাব মিলবে এই বইটিতে। প্রতিক্রিয়াঃ ছোট্টখাটো মানুষ আমার বাবা! আজীবন তিনি নির্দিষ্ট নিয়মে চলেছেন। আদর্শ ও নিষ্ঠার এক চুল বাইরে তাঁকে কখনো যেতে দেখি নি। আমি ছিলাম তাঁর সবচে ছোট সন্তান। তবু এই আমি আমার জীবনের চলার পথে যখনই থমকে দাঁড়িয়েছি, বাবাকে প্রশ্ন করেছি। কেন এমন হল, কোরআন কেন ঐটা বলল, আল্লাহ কেন এমন নির্দেশ দিয়েছেন- এমন হাজারো প্রশ্নবানে আমি তাঁকে জর্জরিত করে তুলেছি আমার বেড়ে উঠার দিনগুলোতে। জবাব পছন্দ না হলে তর্কও করেছি। আমার বাবা বিরক্ত হন নি; যুক্তি দিয়ে রেফারেন্স দিয়ে আমার প্রশ্নের জবাব দিতেন। সেই সময়টা আজ অতীত। কিন্তু আজো হাজারো প্রশ্ন আর দ্বিধা আমাকে বিব্রত করে তোলে। সৃষ্টি আর সৃষ্টিকর্তার বিচিত্র কর্মকান্ডে অভিভূত আমি উত্তর খুঁজে না পেয়ে অস্থির হয়ে যাই। ঠিক এই সময়ে, আর্গুমেন্টস অব আরজু আমাকে অনেকখানি তৃপ্তি দিয়েছে। এটিই প্রকাশিত প্রথম বই হলেও আরিফুল ইসলাম ভাইয়ের লেখায় নবীন অথচ তীক্ষ্ণ ক্ষুরধার লেখনীর স্পষ্ট ছাপ খুঁজে পেয়েছি। অশেষ কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশক অনঘ ভাইয়ের প্রতি। সব নতুনকে সাথে নিয়ে বইপোকা প্রকাশনার নির্ভীক যাত্রা অবশ্যই প্রশংসাযোগ্য। শুরু থেকে শেষ পর্যন্ত এক নিঃশ্বাসে পড়েছি। বইটা হাতে নিয়ে প্রচ্ছদটা দেখেই খুব ভাল লেগেছে এবং বইয়ের যত গভীরে ঢুকেছি প্রচ্ছদের গূঢ় অর্থ চমৎকৃত করেছে। ছবিটা শৃঙ্খলিত জীবনে আলোর দিশা পাবার তীব্র আকাঙ্ক্ষাই যেন প্রকাশ করছে। বইটা কেমন লেগেছে বা বইটা পড়ে আমার অনুভূতি কি বলতে গেলে বলতে হয়, গত এক বছরে রিডার্স ব্লকে থাকায় যে মাত্র ৫০-৬০ টি বই পড়েছি এবং যে রিভিউগুলো লিখেছি প্রতিটাই বেশ সময় নিয়ে এবং জোর করে ধৈর্য রেখে পড়তে ও লিখতে হয়েছে। এই এক বছর পর এক নিঃশ্বাসে সর্বোচ্চ তীব্র কৌতুহল ও আনন্দ নিয়ে পড়েছি। এতটুকু বিরক্তির লেশমাত্রও বোধ করি নি। উৎসাহ পেয়ে বহুদিন ধরে অলসতায় পেলে রাখা মরিস বুকাইলির "বাইবেল, কোরআন ও বিজ্ঞান" বইটি শুরু করেছি। বিশ্বাসী অবিশ্বাসী সকল শ্রেণির পাঠককে বইটি পড়ার আমন্ত্রণ রইল। এত সহজ ভাষায় অথচ যৌক্তিক ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকমাত্রেই ভালবাসা অর্জন করবে একথা নিঃসন্দেহে বলা যায়।

      By Jakaria

      24 Feb 2018 05:40 PM

      Was this review helpful to you?

      or

      সাম্প্রতিক সময়ে এটি অনেক আলোচিত বই, কোরআনের আলোকে বিজ্ঞানের বিবর্তনে যৌক্তিক ব্যখ্যা দিয়ে ইশ্বর আছেন তার উপযুক্ত প্রমাণ দিয়েছেন | ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দিহান যারা, তাদের সকল প্রকার সন্দেহ দূর করতে এই বইটি আশা করি অনেকটাই সহায়ক হবে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!