User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সময় ব্যবস্থাপনার জন্য অত্যন্ত ভালো বই । সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য বিভিন্ন কলা কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে বইটিতে।
Was this review helpful to you?
or
বইটি অনেক ভালো। আমি পুরোটা শেষ করি নাই কিন্তু যে টুকু পরেছি ভালো লেগেছে। চাইলে আপনেরাও দেখতে পারেন একবার পরে
Was this review helpful to you?
or
অনেক সুন্দর অনুবাদ। বইটি পড়ে ভালো লাগলো।
Was this review helpful to you?
or
অসাধারণ অনুবাদ! বাস্তব জীবনে অনেক কাজে লাগবে আশা করি! সবাই নিজ নিজ রিভিউ দেন এতে অন্যরা ধারণা পাবে বই ভালো নাকি খারাপ
Was this review helpful to you?
or
খুব ছোটবেলা থেকেই পড়ে ও জেনে আসছি মানব জীবনের প্রতিটি মূহুর্ত মনি-মুক্তার ন্যায় মূল্যবান। অর্থাৎ সময়ের সদ্ব্যবহার করলেই তা অতি মূল্যবান মণি-মুক্তার মত হয়ে উঠে। সময় মানেই অর্থ তা জ্ঞানী-মূর্খ সবাই-ই কমবেশি জানি৷ তবে, সবাই জানলেও সময়কে সঠিকভাবে ব্যাবহার করতে সবাই জানি না। সময়ের সঠিক ব্যাবহার না করতে পারার কারণেই জীবনে কেউ সফল হয় আর কেউ বিফল। যার জন্য বলা হয়ে থাকে, 'সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়'। স্হান কাল পাত্র বুঝে কাজ করতে পারলে মানব জীবনে সফলতা আসবেই। ৫০ টিরও বেশি বইয়ের লেখক ব্রায়ান ট্রেসি তার অনুপ্রেরণামূলক বই 'টাইম ম্যানেজমেন্ট' গ্রন্থে সময়কে সঠিকভাবে সাজিয়ে কাজ করার পদ্ধতি খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। সবাই সময়কে সাজানোর কথা বললেও তিনি কিভাবে সময়কে সাজাতে হয় সে পদ্ধতিটি দেখিয়ে দিয়েছেন। এখানেই গতানুগতিক অনুপ্রেরণামূলক বক্তব্যের সাথে বইটির পার্থক্য। সবাই যখন বলে তখন দুএকজন করে দেখিয়ে দেয় যে, এভাবে করতে হয়। ব্রায়ান ট্রেসিও তেমনি করে দেখিয়ে দেওয়াদের মতই। সময় সাজাতে গেলে আপনাকে অতীত বর্তমান ভবিষ্যৎ ভাবতে হবে। আরেকটু ভিন্নভাবে বললে স্থান কাল পাত্র বুঝে কাজের পরিকল্পনা করতে হবে। এসব বিষয়ই লেখক তাঁর বইয়ে আলোচনা করেছেন। তবে এ বইয়ে বক্তব্য থাকলেও উদাহরণ খুব একটা নেই। যার ফলে পাঠক কিছুটা হতাশ হলেও একেবারে আশাহত হবে না। বইটি সরল বাংলা পড়তে পারা যেকোন পাঠকের কথা বিবেচনা করেই অনুবাদ করা হয়েছে। অনুবাদক ফজলে রাব্বির আরো কিছু বইয়ের ন্যায় এই বইটিও অনবদ্য।
Was this review helpful to you?
or
প্রবাদ আছে, “সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।“ সেজন্যই নিজেদের সময়টুকুর সর্বোত্তম ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে? দিনের ২৪ ঘন্টাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করা যায়? যারা সফল হয় আর যারা ব্যর্থ হয় তাঁদের সময় ব্যবহারের মূল পার্থক্যটা ঠিক কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর দিতেই ব্রায়ান ট্রেসি লিখেছেন ‘টাইম ম্যানেজমেন্ট’ বইটি। আর দশটা স্কিলের সাথে তুলনা করে তিনি দেখাতে চেয়েছেন সময়কে নিজের কথামতো চালানো যায়, সময় ব্যবস্থাপনা শেখা যায়। তো কি আছে বইটাতে? বইটাতে ট্রেসি সাহেব আমাদেরকে সময় ব্যবস্থাপনা শেখাতে চেয়েছেন। তিনি শুরু করেছেন নিয়ন্ত্রণ সূত্রের মাধ্যমে যেখানে তিনি বলেছেন নিজের মনকে সময় ও লক্ষ্যের গুরুত্ব বুঝিয়ে রুটিন অনুযায়ী কাজ করতে পারলেই যেকোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এছাড়া তিনি বলেছেন তালিকা তৈরির কথা, প্রধান/কঠিন কাজগুলো আগে করার কথা, গৌণ কাজ আগে করার বোকামি পরিহার করার কথা। তিনি আরও বলেছেন একই সময়ে একই কাজেই মনোযোগী হতে, সব ধরণের ডিস্ট্রাকশন/বাঁধা থেকে দূরে থাকতে, কম গুরুত্বপূর্ণ কাজগুলো অন্যদের নিয়ে করিয়ে নিতে। এভাবে তিনি চেয়েছেন আমরা সময়ের সর্বোচ্চ ব্যবহার করবো, হেলাফেলায় নষ্ট করবো না বিন্দুমাত্র সময়। বেশ গোছানো একটা বই ছিলো। লেখক খুব ধীরে ধীরে সময় নিয়ে প্রতিটা সাব টপিকে কথা বলেছেন, বিভিন্ন উদাহরণের মাধ্যমে টপিকগুলো বিশ্লেষণ করেছেন। বেশ কিছু নতুন নিয়ম/নীতির সাথে পরিচিত হয়েছি। যেমন বলা যায় প্রনিল পদ্ধতি। তিনি কাজের গুরুত্ব নির্ণয় করে গুরুত্ব অনুসারে তালিকা করার শিক্ষা দিয়েছেন এখানে। বিপরীত দিকটা যদি বলি তাহলে প্রথমেই বলবো বইটা ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে লেখা। ফলে কোম্পানিগুলোতে কাজ করা পাঠকরা বইটার সাথে বেশি কানেক্ট করতে পারবে ; আমার ক্ষেত্রে কিছু জায়গায় সমস্যা হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা বলা যায় তা হলো মানুষকে একদম রোবটিক দৃষ্টিতে দেখেছেন লেখক। জীবন একটা প্রতিযোগিতা, তাই ছুটতে থাকো – এই সুরটাই প্রতিফলিত হয়েছে পুরো বইটাতে। এবার আসি অনুবাদের কথায়। মোটামুটি মনে হয়েছে অনুবাদ। কিছু জায়গায় বেশ খটমটে লেগেছে অনুবাদ ; ভাবানুবাদের চেয়ে আক্ষরিক অনুবাদের প্রবণতাও লক্ষ্যণীয়। কিছু জায়গায় অতি-অনুবাদও দেখা গিয়েছে। বস বা অফিসের পরিবর্তে গুরু বা কার্যালয় ব্যবহার করাটা কতটা প্রয়োজনীয় ছিলো বলতে পারি না! আবার কিছু কঠিন পরিভাষা যেমন পরিক্রিয়া, অনুসূচি, আত্মমতবাদ ইত্যাদির ব্যবহার চোখে পড়েছে। এসব শব্দ ব্যবহার না করলেও চলতো বা ব্যবহার করতেই চাইলে এসবের পাশে ইংরেজিটা দিলে ভালো হতো বলে মনে হয়েছে। আরেকটা ব্যাপার হলো অনুবাদকদ্বয় কিছু জায়গায় স্ব-প্রনোদিত হয়ে তৃতীয় বন্ধনীতে নিজেদের মতামত, ব্যাখ্যা বা উদাহরণ দিয়েছেন যার সবগুলার দরকার ছিলো বলে মনে হয়নি আমার। এবার প্রকাশনীর ব্যাপারে কিছু বলি। কিছুটা বিরক্ত হয়েছি বললেই সঠিক বলা হবে! বেশ কয়েক জায়গায় একটা করে উক্তি দিয়েই পুরো পৃষ্ঠাটা অব্যবহৃত রাখা হয়েছে। আবার বইয়ের মাঝেই এক জায়গায় প্রকাশনী থেকে প্রকাশিত বইয়ের তালিকা দেওয়া হয়েছে! আর মূল বইয়ের শেষে ৫-৬ পৃষ্ঠা জুড়ে নিজেদের কিছু বইয়ের সারসংক্ষেপ দেওয়া তো আছেই! বেশ কয়েক জায়গায় কোনো টপিকের কথা উঠলেই নিজেদের প্রকাশনীর বই রেফার করার ব্যাপারও চোখে পড়েছে! সংক্ষেপে বলতে গেলে বেশ আকর্ষণীয় ও প্রয়োজনীয় একটা টপিক নিয়ে আলোচনা করেছে বইটা। নতুন কিছু তত্ত্ব, তথ্য আর উদাহরণ দিয়ে লেখক সময় ব্যবহারে সচেতন করতে চেয়েছেন পাঠকদের। তবে উদাহরণগুলো আরেকটু ব্যক্তিগত পর্যায়ের হলে সব পেশার মানুষই কানেক্ট করতে পারতো আরকি। আর অনুবাদক ও প্রকাশনী বেশ ভালো কাজ করলেও তাঁদের দিক থেকে বেশ কিছু খামতি রয়েই গিয়েছে।
Was this review helpful to you?
or
Best book in my life
Was this review helpful to you?
or
Inspire me so much
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই। পড়লে নিজেই বুঝতে পারবেন। তবে লেখার মধ্যে বার বার লেখকের অন্য বইয়ের কথা উল্ল্যেখ না করে শেষর পাতায় সব বই একবারে উল্লেখ করলে আরো ভালো হতো।
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য ভালো একটা বই।
Was this review helpful to you?
or
*****
Was this review helpful to you?
or
poor quality to me
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
চমৎকার বই।বইগুলো পড়লে সময় আপনার জ্ঞানের ভান্ড়ার বৃদ্ধি পাবে।
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
মোটামুটি
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ রিভিউ না দিলেই না,, পড়াশোনা পাশাপাশি ছোট একটা সার্ভিস করি,,, আমার এক্সাম শুরুর আগে আমি এই টাইম ম্যানেজমেন্ট বইটা পড়ি,,, আমার অনেক উপকার হইছে অনেক সুন্দর একটা বই।?
Was this review helpful to you?
or
খুব ভালো লেগেছে
Was this review helpful to you?
or
Thank you.
Was this review helpful to you?
or
Excellent...
Was this review helpful to you?
or
Thanks
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Good.. kintu onubad ta valo hoyni..
Was this review helpful to you?
or
somoy k sothik vabe kaje laganor sobcheye valo solution dewa ache.....
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
আমার মনে হয় বইটা সবার পড়া উচিত।অনেক ভালো একটা বই।
Was this review helpful to you?
or
কোয়ালিটি অনেক ভালো
Was this review helpful to you?
or
cover quality khub e baje dewa hoi
Was this review helpful to you?
or
বইটা ভালোই এবং রকমারি অনেক ভালো আমি রকমারি থেকে এ পর্যন্ত যত পূর্ণ কিনছি ঠকিনি আপনারা কিনতে পারেন
Was this review helpful to you?
or
খুব ভালো লাগলো বইটি পড়ে...❤️
Was this review helpful to you?
or
Boita motamotie valo
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
nc
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। এই বই পড়ার পূর্বে আমার সময় ব্যবস্থাপনার কোন ঠিক ছিলো না।কিন্তু এই বই পড়ে টিক্রস গুলো কাজে লাগিয়ে কিছুটা গুছালো মনে হচ্ছে নিজেকে
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুবই ভালো বই, জীবনের গতিপথ বদলাতে পারব ইনশাআল্লাহ। আসুন বই পড়ি জানার পরিধি বাড়িয়ে নিই।
Was this review helpful to you?
or
অসাধারন
Was this review helpful to you?
or
আমার পড়া বইয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বই এটি।
Was this review helpful to you?
or
খুবই ভাল।
Was this review helpful to you?
or
Too good.
Was this review helpful to you?
or
বইগুলো আমাকে প্রতিনিয়ত পরিবর্তন এর পথ দেখাচ্ছে।
Was this review helpful to you?
or
very good
Was this review helpful to you?
or
informative book ... and it's give us very clear thought about how we should manage our life
Was this review helpful to you?
or
all are good books
Was this review helpful to you?
or
দারুন একটা বই।
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
মোটামুটি ভালো
Was this review helpful to you?
or
অনুবাদের সহজ বাংলা অনুবাদ চাই।
Was this review helpful to you?
or
Well behaviour, thanks.
Was this review helpful to you?
or
এইটা কেমন ধরনের অনুবাদ? বইয়ের মজাটাই নষ্ট হয়ে গেলো।
Was this review helpful to you?
or
অনুবাদ আরও মানসম্মত হবে আশা করেছিলাম।
Was this review helpful to you?
or
বাজে বই অনুবাদকারিরা নিজের মতামত ডুকাইছে
Was this review helpful to you?
or
অনুবাদ ভালো হয়নি।
Was this review helpful to you?
or
অনুবাদ বাজে।লিখা বুঝা কষ্টকর হয়ে গেছে।
Was this review helpful to you?
or
It's not bad.
Was this review helpful to you?
or
খুব ভালো একটি বই। এই বই পড়লে সময়ের সদ্ব্যবহার সম্পর্কে জানা যায়।
Was this review helpful to you?
or
"Brian Tracy" Books Really changing my life. Every book has an effective method of how can change our life.
Was this review helpful to you?
or
WELL
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
tnq 2 din a delivary dyar jonno narsingdi te
Was this review helpful to you?
or
খুব বাজে অনুবাদ
Was this review helpful to you?
or
অত্যান্ত প্রয়োজনীয় একটি বই।
Was this review helpful to you?
or
It was a good book. The book is written with a good example, which makes me feel comfortable to read. Thank you so much.
Was this review helpful to you?
or
অনুবাদকদের কাজ হলো অনুবাদ করা,কিছু বাদ দেয়া নয়।মূল্য যাই হোক।
Was this review helpful to you?
or
আসলে বইটিতে শুধু লেখকের লেখনিকে প্রাধান্য দিয়ে অনুবাদ করলে আরো ভালো হতো। তিনি অনুবাদক হিসেবে তার মতামত একটু বেশি প্রকাশ করেছেন বলে আমার মনে হয়েছে। তবে হ্যা, বইটা পরে আমার খারাপ লাগেনি। কিছু হলেও অনুপ্রাণিত হয়েছি।
Was this review helpful to you?
or
ভালো বই।।তবে নিজেরমত করে লিখেছেন লেখক । এর জন্য একে অনুবাদকৃত বই না বললে ভালো হত।।কিন্তু বইটা কার্যকরি এক বই।। বই টা আমার সময় নষ্ট করেনি।। উপকার করেছে।।ধন্যবাদ লেখকে এবং অনুবাদককে।
Was this review helpful to you?
or
baaje onubaad
Was this review helpful to you?
or
সত্যিই বইটি মুগ্ধ করার মতো।জ্ঞ্যানের তৃষ্ণা মেটানোর জন্য বইটি যথেষ্ট উপযোগী।শুধু এই বিষয়ের ছাত্র না, সবাই এই বইটি সমানভাবে উপভোগ করতে পারবে।শিখতেও পারবে অনেক কিছু।বইটি পড়ার পর ভালো লাগা কাজ করবেই।অনেক চিন্তার খোরাক যোগাবে বইটি।আমি সবাইকে রেফার করবো বইটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
Very sad for translation
Was this review helpful to you?
or
ঠিক মত অনুবাদ করতে পারে নাই। আমার মনে হয়েছে।
Was this review helpful to you?
or
কথায় আছে পরিকল্পনার এক একটি মিনিট কর্মক্ষেত্রের দশ মিনিট করে সময় বাঁচায়। আপনি যখন কাজ শুরু করার পূর্বে কাগজে লিখে পরিকল্পনা তৈরি করবেন তখন আপনি শতগুণ বেশি বল পাবেন। এই কথাটি কাজে লাগিয়ে আমি অনেক উপকৃত হয়েছি।
Was this review helpful to you?
or
খুবই সুন্দর একটি বই। বইটি যে কেউ পড়লে উপকৃত হবে।বইটি পরলে নতুন করে নিজের সম্পর্কে ভাবতে শিখাবে।এছাড়াও এত সুলভ মুল্যে এতো সুন্দর বই সত্যিই অসাধারণ। নিজেকে কিভাবে সত্যিকার অর্থে সময়ের উপযোগী করা যেতে পারে সে সম্পর্কে সহজেই জানা সম্ভব এই বইয়ের মাধ্যমে। তাই লেখক ও প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ সেই সংগে রকমারি ডট কম কেও অসংখ্য ধন্যবাদ এধরনের বইকে তাদের সাইটে স্থান দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
বইয়ের নাম: টাইম ম্যানেজমেন্ট লেখক: ব্রায়ান ট্রেসি অনুবাদক: ফজলে রাব্বি, মোহাম্মদ রাশেদুল হক ------------------------------------------- টাইম ম্যানেজমেন্ট (হার্ডকভার) প্রেমে পড়া এবং পাঠকদের অনেক প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন। এই বছর প্রকাশক দ্বারা রাশিয়ান প্রকাশিত হয়। প্রকাশনার একটি ব্যাপক শ্রোতা লক্ষ্য করা হয়। প্লট পড়া প্রথম লাইন থেকে আপনি captures। এই বইয়ের সাহসিকতার সাথে বিভিন্ন পরিস্থিতিতে ভরা হয়, ভালবাসা পেরিপেটিয়াসগুলি অক্ষরের জীবনের দুঃখজনক ঘটনাগুলির সাথে মিশ্রিত হয়। লেখকের ভাগ্য সম্পর্কে লেখকের প্রতিফলন ঘটনার ঘটনা বুঝতে সাহায্য করে। এই বইয়ের প্রত্যেকটি তাদের নিজস্ব কিছু খুঁজে পেতে পারেন। কিছু, পড়ার জন্য টাইম ম্যানেজমেন্ট (হার্ডকভার) এটি একটি সহজ চিত্তাকর্ষক হবে, কিন্তু অন্যদের জন্য এটি উপদেশ এবং কর্ম একটি গাইড হবে।
Was this review helpful to you?
or
ধন্যবাদ লেখক কে
Was this review helpful to you?
or
অতিশয় বাজে অনুবাদ।
Was this review helpful to you?
or
Time is very important tor every body in our life. A men is successful when is your time used suitabl. This is book including time management informatio. Our life uses time its book include. At last speech , this is book (Time Managemen) our characters influence in our life.
Was this review helpful to you?
or
খুব ই সুন্দর একটি বই।অনুবাদ খুব ই সুন্দর।
Was this review helpful to you?
or
Is it a translate book? I don't think so. I can't continue to read such a bad book. This book subject to time saving, but to read such this kind of book is waste of time.
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
সময় ব্যবস্থাপনাই আপনার জীবনে সাফল্য এনে দিতে পারে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েচে বইটিতে। পড়তে পারেন।
Was this review helpful to you?
or
সবার পড়ার মত উপযোগী এই বইটি।সকল বয়সী পাঠক এই বই টী পড়ে বুঝতে পারবেন। এই বইতে ব্যাবহৃত হয়েছে অপূর্ব ভাষাশৈলী। যা পাঠক এর মন নিমিষেই জয় করে নিবে। এই লেখকের অন্যতম সেরা বই এটি ।তাই সকলের এই বইটী পড়া উচিত।
Was this review helpful to you?
or
ব্রায়ান ট্রেসির "টাইম ম্যানেজমেন্ট" বই টি সত্যি অসাধারণ একটি বই।মানুষের জীবনে সময় জিনিস টা খুবই মূল্যবান কেননা এমন অনেক কিছুই আছে যা কিনা রিকভার করা যায় বা আবার ফিরে পাওয়া যায় কিন্তু সময় একবার পার হয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায়না।তাই এটা সবথেকে বেশি জরুরি যাতে সময়ের সঠিক ব্যাবস্থাপনা টা আমরা করতে পারি।টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানলে আমরা সময় কে আরো প্রোডাক্টিভ ভাবে ব্যাবহার করতে পারবো।তাছাড়া এর সঠিক মূল্যায়নও হবে।এই বইটি পড়ে একজন তার জীবনকে গুছিয়ে নিতে পারবে খুব সাজানো গোছানো ভাবে।সবাই কে পড়ার অনুরোধ রইল। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
অনুবাদ এত খারাপ কেনো, এটা কি মূল অনুবাদ নাকি ইচ্ছা মতো লেখা
Was this review helpful to you?
or
খুবই বাজে।
Was this review helpful to you?
or
আমি এই অনুবাদকের বই পড়েছি । ইনি বইটাকে একদম বাশ দিয়ে দেন। ইনার লক্ষ নাকি আরো বই অনুবাদ করা। ভাই প্লিজ আর কোনো বই অনুবাদ করেন না।
Was this review helpful to you?
or
Brian Tracy is a famous person for teaching us about time management. This book is one of them. you can be more professional and use your time properly by learning from this book...Whoever you may be I think you should read the book..Time is very valuable.So we must use it properly..Though the translation of this book is not good enough but who prefer to read Bengali then you can purchase this books..But I recommend you to read the English copy if you are able to
Was this review helpful to you?
or
এটি একটি অসাধারণ এবং যুগোপযোগী একটি বই। বইটি পড়ে মনে শান্তি পাবেন,ভালো লাগবে। আমি পড়ে দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই বলছি আপনিও একবার পড়ে দেখতে পারেন আশা করি আপনার কাছেও ভালো লাগবে। এই অল্প শব্দ দিয়ে এই বইয়ের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না,তাই আজ এই পর্যন্ত লিখলাম।
Was this review helpful to you?
or
I have read the original book but i hink the translator can't do a fine job as i think he just translated it .But the meaning of words don't fit if you don't change it according to your own language....
Was this review helpful to you?
or
বাংলা ডিকশনারি নিয়ে বসতে হইসে এই বই পরার সময়। খুবই বাজে অনুবাদ। অনুবাদককে অনুরোধ করবো প্রথমে ভাবানুবাদ আর শব্দানুবাদ এর মানে বুঝুন।
Was this review helpful to you?
or
আপনার সময়কে কিভাবে ব্যবস্থাপনা করবেন এই বইটি পড়ে জানতে পারবেন। একটা প্রবাদ আমরা সব সময় শুনে থাকি “সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না” এই সময়কে যে সঠিক ব্যবহার করতে পেরেছে সেই সাফল্যের ধার প্রান্তে পৌছাতে পেরেছে।অসাধারণ একটি বই ।
Was this review helpful to you?
or
This book helped to the skill developing
Was this review helpful to you?
or
আসলে বইটি বেশ সাধারন ভাবে লেখা হলেও এতে টাইম ম্যানেজমেন্ট এর প্রয়োগ সম্পর্কে বেশ সহজ ভাবে বোঝানো হয়েছে।।আমি আশা করছি আগামিতে আমরা লেখকের আরোও ভালো বই পাবো।।
Was this review helpful to you?
or
বইটিতে সময় ব্যাবস্থাপনা সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে,কিন্তু অনুবাদের মান ভালো হয়নি। আশা করি লেখক এ বিষয়ে দৃষ্টি দেবেন।
Was this review helpful to you?
or
কোন ব্যবস্থা না থাকার চেয়ে একটি ব্যবস্থা থাকা ভালো। এটা অনেকটি নাই মামার চেয়ে কানা মামা ভালো তার মতো। আমাদের অনেকেরই অনেকভাবে সময় ব্যয় হয়। ঠিক সময়ে কাজটি করতে পারি না বলে আমরা অনেক সময় বিরক্ত হই। কীভাবে বাস্তবে সময় ব্যবস্থাপনা মেনে কাজ করা যায় ঠিক এই ব্যাপারটিই আমি শিখেছি এই বইটি থেকে। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
বইটি ভালো মনে করে নিয়েছিলাম কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হলাম। অনুবাদ টাও তেমন একটা ভালো হয় নি।আরো ভালো হতে পারতো বইটির অনুবাদ। মলাটে আমি দুইবার চেঞ্জ করার পরও সমস্যা পেয়েছি। খুবই অসন্তুষ্ট আমি বইটি নিয়ে দয়া করে আরো ভালো করুন পরবর্তী সংস্করণ তৈরি করে।
Was this review helpful to you?
or
worse translation
Was this review helpful to you?
or
বইটি পড়ে মনে হইছে মোটামুটি ভালো। একেবারে ভালো বলা যাচ্ছে না। একেবারে ভালো বলতে গেলে শুধুমাত্র বইটির মোড়ক/কভার এর ডিজাইনটা সুন্দর। ভিতরে ততটা মনমুগ্ধকর বলে মনে হয় নাই। নিজে থেকে কিছুটা তেলবাজী করে কিছু ঢুকাইয়া দেওয়া হইছে আরকি। আমি মূলত পেপারব্যাক অর্ডার করে পড়ছি। মি. ফজলে রাব্বীর অনুবাদিত কেনা এইটা আমার শেষ বই। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
এক কথায় আসাধারন ডেলিভারি সিস্টেম, গতকাল অর্ডার দিছি আজকেই হাঁতে পেয়েগেছি । বইয়ের কোয়ালিটি অসাধারণ তবে দাম একটু বেশী কোয়ালিটি অনুযায়ী । রকমারির সবচেয়ে ভালো দিক হল ডেলিভারি দেয়ার স্পীড। তারা খুভ তারাতারি ডেলিভারি দিয়ে থাকে।
Was this review helpful to you?
or
তেমন নতুন কিছু নেই; একই কথার পুনরাবৃত্তি দিয়ে অধ্যায়ের পর অধ্যায় সাজানো। গুটিকয়েক যে নতুন ত্বত্ত্ব দিয়েছেন, লেখক তার সাপেক্ষে কার্যকরী যুক্তি বা উদাহরণ কিছুই দিতে পারেননি। ক্ষেত্রবিশেষে অনুবাদকের উদাহরণ দিয়ে সহজ করার প্রচেষ্টা; হাস্যকরই লেগেছে। সময় ও অর্থ দুটিই বিফলে গেল আমার।
Was this review helpful to you?
or
জীবনে পড়া সবচেয়ে ফালতু বই
Was this review helpful to you?
or
আপনি সময়কে আটকে রাখতে পারবেন না। এটি কারো কাছ থেকে ধার নিতে পারবেন না, আবার পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণও করতে পারবেন না। এটিকে শুধু কাজের গুরুত্ব অনুযায়ী ভাগ করে ব্যবহার করতে পারবেন। আপনার সময়কে কিভাবে ব্যবস্থাপনা করবেন এই বইটি পড়ে জানতে পারবেন। একটা প্রবাদ আমরা সব সময় শুনে থাকি “সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না” এই সময়কে যে সঠিক ব্যবহার করতে পেরেছে সেই সাফল্যের ধার প্রান্তে পৌছাতে পেরেছে.
Was this review helpful to you?
or
boi ta rokomari.com thekey kina... ekhaney prothom boi ta dekha... pore boi ti kine fellam... rokomari.com theke... osomvob rokom valo ekta boi
Was this review helpful to you?
or
বইটিতে সময়ের সঠিক ব্যবহারের দিকনির্দেশনা মূলক এবং গঠনমূলক আলোচনা খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো অনুবাদ তুলনামূলক ভাবে খবুই নিম্নমানের । একটি ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বইয়ের এইধরনের অনুবাদ মোটেই কাম্য নয় । আশা করি অনুবাদক সামনের দিনগুলোতে এই ভুলগুলো সংশোধন করে আমাদেরকে ভালো মানের বই উপহার দিবে । যেহেতু আমরা বাঙ্গালী, তাই বইটি পড়তে আমাদের তেমন সমস্যা হওয়ার কথা নয় , । বইটির শুরুতেই সময় নিয়ে আমাদের অসচেতনতা এবং অলসতার বিষয়টি সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে তাই বইটি পড়ে সবাই উপকৃত হবে বলে আমি আশা রাখি । ধন্যবাদ ।
Was this review helpful to you?
or
আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভারসাম্য ও সংযম।এগুলো একেবারে পাওয়া যায় না।ধীরে ধীরে গ্রহন করতে হয়।এই বইয়ের বুদ্ধি ধারনা ও কৌশল গুলো চর্চার মাধ্যমে আপনি একজন সময়নিষ্ঠ ব্যাক্তি হয়ে উঠবেন এবং ........................বাকি টা জানার জন্য এই বই কে খুব গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে ।বিশ্বাস রাখেন ঠকবেন না। অনুবাদকের কথা সবাই বলছেন,কিছু বলতে হয়।ভাষার প্রান চাঞ্চল্যতা রক্ষার জন্য কিছু শব্দ সংযোজন বিয়োজনের প্রয়োজন আছে অবশ্যই ।এটা বাংলা ভাষা,আমাদের মাতৃভাষা ।সহজ সাবলীল ভাবে সবার নিকট তুলে ধরাটাই ছিলো অনুবাদকের মূল লক্ষ্য।আশা করি অনুবাদক সেটা করতে অনেকটাই সক্ষম হয়েছেন।
Was this review helpful to you?
or
আমার জীবনে সময় খুবই গুরুত্বপূর্ণ। সময়কে আমি আমার লক্ষ্যে ভেবে কাজ করি। সময় আমাকে ছাড়া চলতে পারলেও আমি সময়কে ছাড়া চলতে পারি না। সময়ের এই অহমীয়া আমাকে তাড়ায়। i will time management skill in our life. So, times love all time
Was this review helpful to you?
or
আমরা আমাদের জীবনে কত যে সময় নষ্ট করি তার কোন ঠিক ঠিকানা নেই, প্রতিটা কাজ করতে গিয়ে আমরা অনেক ভুল পদক্ষেপ নিই,অনেক ভুল সিদ্ধান্ত নিই।কেন আমরা এত সময় নষ্ট করি তার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এই বইয়ের টোটাল একুশটি চ্যাপ্টার রয়েছে, প্রতিটি চ্যাপ্টারের আমাদের ভুল গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কোন কোন অদক্ষতার কারণে আমরা সময় পরিকল্পনা, কত ভুল করি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, কোন কোন দিকে আমাদের নজর দিতে হবে সেগুলো তুলে ধরা হয়েছে। এই বইয়ে যেসব কলাকৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে, আপনি যদি সেগুলো আপনার কাজ-কর্মে প্রয়োগ করেন, তবে আপনি আপনার কর্মদক্ষতাকে দ্বিগুণ বৃদ্ধি করতে সক্ষম হবেন, এটা সম্পর্কে আমি নিশ্চিত।
Was this review helpful to you?
or
বইটি অন্যান্য অনেক বইয়ের থেকে ভালো।তবে অনুবাদ আরো ভালো হয়ত করা যেত। বইয়ে আমরা কী কী ভুল করি, ভুলের ফলে কী হয়, ভুলের পর কী করি, ভুল থেকে কিভাবে শিক্ষা গ্রহন করা যায় সেসব অনেক সাবলীলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আশা করি যে কেউ সহজেই বইটি পড়ে উপকৃত হতে পারবে। সহজ ভাষায় অনেক গভীর বিষয়ের ব্যাখা বইটিকে আরো গ্রহণযোগ্য করে তুলেছে।
Was this review helpful to you?
or
এটি একটি খুবই বিরক্তিকর বই এই বইটি পরি ঠিক ভাবে এর কথাগুলো বোঝা যায় না আশা করি অনুগত বইটি কে আরও সুন্দর করে তুলবে
Was this review helpful to you?
or
আমাদের জিবনে সময় খুব গুরুত্বপূর্ণ। আর সময়কেই আমরা সবচেয়ে অবহেলা করি।যদিও আমরা তা চাইনা। সময় ব্যবস্থাপনার জন্য সবচেয়ে দরকারি জিনিস হলো কি করতে হবে তা জানা এবং করা। এই বইয়ে এইসব কিছু আলচনা করা হয়েছে যা আপনার বাস্তব জিবনকে সুন্দর করে তুলবে
Was this review helpful to you?
or
মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। কিন্তু তা আমারা তা জানা সত্ত্বেও নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় সময় অপচয় করেই থাকি। যার ফলে ভবিষ্যতে বড়সড় রকমের ক্ষতির সম্মুখীন হতে হয় আমাদের। লেখক এই বইটিতে চেষ্টা করেছেন সময় কীভাবে কাজে লাগবো এবং সময় অপচয় থেকে কিভাবে দূরে থাকব। যার ফলে সময়কে সঠিক কাজে লাগিয়ে আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে। কিন্তু বই এর অনুবাদ আরো ভালো হওয়ার দরকার ছিল।
Was this review helpful to you?
or
বইটি ভালোই! তবে অনুবাদ আরেকটু সহজ হলে ভালো হত!
Was this review helpful to you?
or
এই বইটি পড়ার পর আমার সময় ব্যবস্থাপনা সম্পর্কে আরো ভালো ধারণা হয়েছে। আমি মনে করি এটি একটি সময়োপযোগী বই। ব্যবসায়ী, চাকরিজীবী কিংবা ছাত্র-ছাত্রী সবারই এই বইটি কাজে লাগবে বলে আমি মনে করি। অনুবাদ আরও ভালো করা দরকার । মূল বইটি অসাধারণ ছিল
Was this review helpful to you?
or
বই: টাইম ম্যানেজমেন্ট জনরা: অনুপ্রেরণা মূলক লেখক: ব্রায়ান ট্রেসি অনুবাদ: মোহাম্মদ রাশেদুল হক, ফজলে রাব্বি প্রকাশনী: সাফল্য প্রকাশনী প্রকাশ কাল: ডিসেম্বর ২০১৭ পৃষ্ঠা: ১১২ প্রচ্ছদ: নাজমুল হাসান রিফাত মুদ্রিত মূল্য: ২৫০৳ কাহিনী সংক্ষেপ: ছোটবেলায় পড়া সেই প্রবাদ দিয়েই শুরু করি "সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না"। হ্যাঁ, অামাদের এই জাগতিক জীবনে সময় যেন পাল্লা দিয়ে রিলে দৌড়ে নেমেছে। একটার পর একটা চাহিদা এসে হাজির হয় অার সময় সেখানে পাহাড়সম বাঁধা হয়ে দাঁড়ায়। কিন্তু এ বাঁধা সহজেই অতিক্রম করা সম্ভব হয় যদি অামরা অামাদের সময়কে সঠিক ভাবে ব্যবহার করতে পারি। জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, সেই গুরুত্ববহ সময়কে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অামার পৌঁছাতে পারি সাফল্যের শীর্ষে। ছাত্র-ছাত্রী, ব্যবসায়িক বা চাকরিজীবী মানুষগুলো কিভাবে তাদের সময়ে সদ্ব্যবহার করতে পারবে তার ছোটখাট কিছু কৌশল বর্ণনা করছে লেখক বইয়ের বিভিন্ন অধ্যায়ে। তেমন কিছু কৌশল হচ্ছে.. ★কাজের লিখিত পরিকল্পনা তৈরি করা ★ সময়কে ছোট ছোট অংশে ভাগ করে নেয়া ★ মূল দক্ষতার জায়গা খুঁজে বের করে সে অনুযায়ী কাজ করা ★কাজের ক্ষেত্র (টেবিল/ অফিস/ অালমিরা) গুছিয়ে রাখা ★ এক ধরনের কাজ সব একসাথে করার চেষ্টা করা ★ গুরুত্ব অনুযায়ী কাজের সিরিয়াল করে কাজ করা ★ মোবাইলে ফোন অাসা নিয়ন্ত্রন করা ★ দ্রুত পড়া অার বেশি বেশি মনে রাখা এমন অারো কিছু কৌশল কিভাবে কাজে লাগিয়ে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনে উন্নতি করা যায় সেসব অালোচনা করেন লেখক এ বইয়ে। নিজস্ব মতামত: সময়ের সাথে রুটিন মাফিক চলা কেবল স্কুল কলেজের ঘন্টার সাথে ক্লাসরুমেই ছিল অামার। অামাদের বেশির ভাগেরই একটা কমন শোনা কথা হচ্ছে, "নয়টার গাড়ি কয়টায় ছাড়বে?" যে দেশে সময়ের এত অপব্যহার সে জাতির উন্নতির পথ বহু দীর্ঘ তাইতো উন্নয়নশীল দেশে পৌঁছাতেই কয়েক শতক বছর চলে যায়। বইয়ের সময় ব্যবস্থাপনার যে কৌশলগুলো ব্যাখা করা হয়েছে তা মধ্যে সময় ভাগ করে ছোট ছোট অংশ করে সে অনুযায়ী কাজ করা কিংবা অনুরোধে ঢেঁকি না গিলে সরাসরি না বলে দিয়ে সময়ের সদ্ব্যবহার করার কৌশল দুটো বেশি পছন্দ হয়েছে। অনুবাদ বেশ সাবলীল ছিল, সময় অপচয় রোধে তাই পাঠক এমন একটা বই পড়তেই পারে তার ব্যক্তি উন্নয়নের লক্ষ্যে।
Was this review helpful to you?
or
এই বই কেনা আর না কেনা এক কথা। এত খারাপ অনুবাদ আমি পড়িনি আর পদে পদে অনুবাদকের আগামী কি বই আসছে তার বিজ্ঞাপণ। কেনার পরে কয়েক পৃষ্টা পড়ার পরে বাদ দিয়ে দিয়েছি পড়া আর রকমারির উচিত হবে এই অনুবাদকের সকল অনুবাদ তাদের সাইট থেকে সরিয়ে ফেলা। রকমারিকে অনেক বার অনুরোধ করেছি কিন্তু কে শুনে কার কথা। ব্যাপার টা এমন হয়ে দাঁড়িয়েছে যে বিক্রি হলে ই হলো। অনুবাদ কে ইমেল করেছিলাম কিন্তু আজ ও পর্যন্ত তার থেকে কোন উত্তর পাইনি হয়তো বা তিনি তার আগামী অনুবাদ নিয়ে পড়ে আছেন কারণ ২০৩০ সাল পর্যন্ত তার টার্গেট আরো অনেক বই অনুবাদ করে পাঠকের টাকার ফুর্তি করবে। অনুরোধ রইলো এই অনুবাদকের এই বই না কিনে ইংরেজী ভার্সন টা কিনেন।
Was this review helpful to you?
or
অনুবাদকের বিষয়ে কিছু বলার নাই তার যে কটা বই কিনে পরলাম মনে হলো অযথা টাকা নষ্ট করলাম (ফজলে রাব্বি ভাই) আপনার মনে হয় অনুবাদ এর সমন্ধে ধারণা নাই ।
Was this review helpful to you?
or
একটা কথা আছে না, নিজ ভাষা আপনার মর্মে যতটা মর্মাহত করতে পারে, অন্য ভাষা তা পারেনা। আত্মপ্রেরনা মূলক সময় বাচানো টাইম ম্যানেজমেন্ট এর এই বইটা আমাকে তেমনিভাবে মর্মে মর্মাহত করে মর্মার্থ বুঝাতে পেরেছে। হাতে তিনটা বই ছিল আরো- never eat alone, how to not fk, to kill a mocking bird, সব বাদ দিয়ে এই বইটিই পড়ামাত্রই মনে হয়েছে-বইটি আমার প্রয়োজন। অনুবাদক মাঝে মাঝে তার নিজের বক্তব্য তুলে ধরেছেন, বিভিন্ন বই থেকে উক্তি নিয়েছেন, পাঠকদের সহজবোধ্য করবার জন্য কাছাকাছি উদাহরন টেনেছেন। তাতে পাঠকদের কাছে বইটি আরো সহজবোধ্য হয়েছে। তবে মাঝে মাঝে এবং বইয়ের শেষে অনুবাদক নিজের একান্ত উপদেশ টেনেছেন-যা বোধগম্য হয়নি, বা তাকে সুখকর মনে হয়নি। নিজের স্বার্থেই হোক, বা বিভিন্ন দরকারেই হোক বইয়ের কিছু অংশ না তুলে রাখলেই নয়। “সবচেয়ে গুরুত্বপুর্ন হচ্ছে সময়নিষ্ঠ হওয়ার অভ্যাস গঠনের জন্য একটি সিদ্ধান্ত নিন। যেমন সামনে কোন সভা বা কারু সাথে সাক্ষাত থাকলে একটু আগে যান” “নেপোলিয়ন হিল তার বিশ বছরের গবেষনায় আবিস্কার করেছেন যে যখন একজন ব্যাক্তির সামনে তার জীওবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, লিখিত ও স্পষ্টভাবে তার সামনে থাকে সে তার জীবনকে সাধারন জায়গা থেকে সর্বোচ্চ শিখরে নিয়ে যায়” “থিঙ্কিং ফাস্ট এন্ড স্লো তার বইয়ের সারমর্ম হচ্ছে আমরা আমাদের প্রতিদিনকার জীবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে দুই ধরনের চিন্তা করবো। এক হচ্ছে দ্রুত চিন্তা, আর দুই হচ্ছে ধীর চিন্তা” “ক্যানেম্যনের বক্তব্য হচ্ছে এই ধীর চিন্তা করতে না পারাটাই আমাদের ব্যার্থতার মুখোমুখি করে। জীবনের অনেক ক্ষেত্রেই একটু অবসর একটু স্বস্তি দরকার। তখন দরকার হয় ধীর চিন্তা করে ঘটনাকে খুজে দেখা ও বোঝা। কিন্তু আমরা তাড়াহুড়া করতে গিয়ে এই ধীর চিন্তার প্রতি সময় না দিতে না পেরে ভুল করি। কাজেই ব্যার্থ হই” “কাগজে লিখে পরিকল্পনা তৈরি করুন। মুখে মুখে পরিকল্পনা তৈরি করা বন্ধ করুন। যত সফল সময়নিষ্ঠ ব্যাক্তি আছে তারা সকলেই ভালো পরিকল্পনা বিদ। তার নানান ধরনের তালিকা করে। এটাকে নানান ভাগ উপভাগে সাজায়। মুখ্য কারনগুলো বের করে এবং গৌণ ব্যাপারগুলোর দিকেও পর্যাপ্ত নজর দেয়। ...কথায় আছে পরিকল্পনার এক একটি মিনিট কর্মক্ষেত্রের দশ মিনিট করে সময় বাচায়” “কাজ অবশ্যই করবেন তবে আগে পরিকল্পনা করুন। আগে একটি সাদা কাগজ ও কলম নিয়ে বসুন। কাগজে আপনার সুবিধাগুলো লিখে ফেলুন। আপনার কী কী অসুবিধা আছে তাও লিখুন। স্পষ্টভাবে নিজের সুবিধাগুলো দেখুন এবং আপনার কাজ সম্পন্ন করতে আর কী কী দরকার তা সম্পর্কেও নির্দিষ্ট হোন”। “আপনার কর্মতালিকা তৈরি করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে আগের রাত্রি। এতে করে আপনি অনুসুচি তৈরি করে ঘুমিয়ে পড়লে আপনার অবচেতন মন এটার ওপর কাজ করার সুযোগ পায়”। “প্রনিল পদ্ধতির কথা বলেছি। সেখানে ১ ২ ৩ ৪ ৫ নম্বর ভিত্তিক ক্রমটি অতীব জরুরি। এটা সময় ব্যবস্থাপনার শক্তিশালী কৌশলগুলোর মধ্যেই অন্যতম। এতে করে খুব শহজেই আপনি ঠিক করতে পারবেন যে কীভাবে কোন কাজটিকে গুরুত্ব দিবেন, প্রাধান্য অনুযায়ী সাজাবেন। এছাড়াও আরো কিছু কৌশল আছে যেগুলো আপনি কাজে লাগালে উপকৃত হবেন...।এক একটি ধরে কাজগুলো বিশ্লেষন করেন আপনি দেখবেন এমন তিনটি কাজ আছে যেগুলো বাকি ৯০ শতাংশ কাজের সমান গুরুত্বপুর্ন। এগুলোই আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে”।
Was this review helpful to you?
or
বইটির অনুবাদ খুবী বাজে যদি পরিমার্জন করে সংস্করণ করা হয় র্নিভুল কপি সংগ্রহ করবো, সেটা অবশ্যই রিভিউ এর মাধ্যমে আমাদের কে জানাবেন।
Was this review helpful to you?
or
কোন ব্যবস্থা না থাকার চেয়ে একটি ব্যবস্থা থাকা ভালো। এটা অনেকটি নাই মামার চেয়ে কানা মামা ভালো তার মতো। আমাদের অনেকেরই অনেকভাবে সময় ব্যয় হয়। ঠিক সময়ে কাজটি করতে পারি না বলে আমরা অনেক সময় বিরক্ত হই। কীভাবে বাস্তবে সময় ব্যবস্থাপনা মেনে কাজ করা যায় ঠিক এই ব্যাপারটিই আমি শিখেছি এই বইটি থেকে। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
আমাদের জীবনে সময় খুব গুরুত্বপূর্ণ। আর সময়কেই আমরা সবচেয়ে অবহেলা করি। যদিও আমরা তা চাই না। কিন্তু তারপরেও এমনটা ঘটে। সময় ব্যবস্থাপনার জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস হচ্ছে কী করতে হবে না তা জানা এবং তা না করা। এই বইয়ে এমনই সব বিষয় নিয়ে আলাপ করা হয়েছে যা আপনার বাস্তব জীবনকে আরও সুন্দর ও কর্মদক্ষ করে তুলবে।
Was this review helpful to you?
or
এটা কি অনুবাদকৃত বই না কি তার মন গড়া লিখা বই? যদি নিজের বাস্তব জ্ঞান থেকে বই রচনা করার ইচ্ছা থাকে সে টা ভালো। কিন্তু অনুবাদ নাম করে এরকম রচনা করা ঠিক না। ফজলে রাব্বি সাহেবের আর কোনো বই কিনব না। তিনি ৬৪ টি বই রচনা করবেন, এরকম মিশ্রণ করলে কি কেউ কিনবে?
Was this review helpful to you?
or
অনুবাদ বেজায় বাজে। মূল বইয়ের স্বাদ পুরোই নষ্ট করে দিয়েছে।