User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
স্বাধীন বাংলাদেশে অর্থনীতি এখন সবচেয়ে বিকাশমান খাত। সরকারি-বেসরকারি মিলিয়ে ষাটের অধিক ব্যাংকের কয়েক হাজার শাখা সারা দেশে তৃণমূল মানুষের দােরগোড়ায় ব্যাংকিং সেবা পৌছে দিচ্ছে। ব্যাংকগুলোর আপনাআপনি বিকাশের লক্ষ্যে নিজেদের মধ্যে চলছে। তীব্র ইতিবাচক প্রতিযোগিতা। ব্যাংক কর্তৃপক্ষ দক্ষ কর্মীদের অফার করছে নানারকম সুযোগসুবিধা। সবকিছু মিলে ব্যাংকিং পেশা এখন লাখো তরুণের স্বপ্ন। তারুণ্যের এই স্বপ্নের সারথী হতে আত্মপ্রকাশ ঘটল নতুন প্রকাশনা সংস্থা বলপয়েন্ট” এবং প্রকাশিত হলো Ballpoint's Easy Solution To Government Bank Job গত কয়েক বছর ধরে সরকারি ব্যাংকগুলোতে প্রচুর অফিসার নিয়োগ হচ্ছে। এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধারা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে একেবারেই আলাদা। সত্যি বলতে কী, ব্যাংকে নিয়োগ পরীক্ষা যথেষ্ট কঠিনও বটে। তবে সঠিক প্রস্তুতি কঠিন এই পরীক্ষাটিকে অনেকাংশে ভয়হীন ও উপভোগ্য করে তুলতে পারে। আপনাকে পৌছে দিতে পারে স্বপ্নের ঠিকানায়। - অপ্রিয় সত্যটি হচ্ছে, বাজারে প্রচলিত প্রতিটি গাইড বইই এই প্রস্তুতির জন্য অসম্পূর্ণ, অস্পষ্ট। কোনাে কোনােটি রীতিমতো বিভ্রান্তিকর। এগুলো স্বপ্নপূরণের সহায়ক তো নয়ই, বরং স্বপ্নভঙ্গের কারণ। দীর্ঘ প্ৰস্তুতি আর ব্যাংকিং পরীক্ষার প্রশ্নপত্রের অনুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে 'Ballpoint's Easy Solution To Government Bank Job', ভালো ফলাফল অর্জনকারী, বিসিএস কর্মকর্তা-নানা ক্ষেত্রের বিশেষজ্ঞদের সম্মিলিত প্ৰয়াস এই বইয়ের পাণ্ডুলিপি।প্রশ্নের নির্ভুল উত্তর ও পরিপূর্ণ ব্যাখ্যা এই বইয়ের অন্যতম বৈশিষ্ট্য। ব্যাখ্যাসমূহ এতটাই সহজ ও বিস্তৃত করা হয়েছে যে, সাধারণ মানের যে-কোনাে শিক্ষার্থীও তা অল্পসময়ে আত্মস্থ করতে সক্ষম হবেন। আইটি রিলেটেড প্রশ্ন ও গাণিতিক সমস্যাসমূহ নিয়ে পরীক্ষার্থীরা সাধারণত উদ্বিগ্ন থাকেন। তাই এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। সর্বোচ্চ সর্তক প্রয়াসের পরেও যদি কোনাে ভ্রান্তি আপনার দৃষ্টিগােচর হয় তবে তা আমাদের জানালে বাধিত হব। এছাড়াও আপনার যে-কোনো পরামর্শ জানতে আগ্রহী। আমরা । বিখ্যাত ফরাসি দার্শনিক আনাতোেল ফ্রাসের অবিস্মরণীয় বাণী দিয়ে শেষ করছি- “আমরা যদি কখনো স্বপ্ন না। দেখতাম, তাহলে জীবন অসহ্য হয়ে পড়ত।”