User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমরা কবিতা, ছড়া যাই লিখিনা কেন তাতে ছন্দের প্রয়োজন। কেননা ছন্দ না থাকলে কবিতা ছড়ার কোন মানদণ্ড থাকেনা। কিন্তু ছন্দের বই অনেক আছে। সব বইয়ের উপস্থাপনা একরকম নয়। কোনটা সহজ কোনটা একটু কঠিন। আমরা সহজের পক্ষপাতি। তেমনই ছন্দ শেখার একটি নতুন বই যোগ হয়েছে ছন্দে শেখায় যারা আগ্রহী তাদের জন্য। কবি, ছড়াকার ও সাহিত্য সংগঠক শাহ আলম বাদশা এর ‘ছন্দের অভাব’ একটি অনবদ্য বই। সহজ সরল ও প্রানবন্ত উপস্থাপনায় বইটি ইতিমধ্যে পাঠকপ্রিয়তা পেয়ছে। সংগ্রহে রাখার মতো একটি বই।
Was this review helpful to you?
or
১১ ফর্মা বা ১৭৬ পৃষ্ঠাসম্বলিত ''কবিকবি-ভাব ছন্দের অভাব'' নামক ব্যতিক্রমী ছন্দগ্রন্থটি এ যাবতকালের মধ্যে অতিসহজবোধ্য একটি পূর্ণাঙ্গ গ্রন্থ। এতে ৪টি ছন্দের বিস্তারিত আলোচনাছাড়াও পদ্য, কবিতা ও ছড়ার সংজ্ঞা এবং এদের রীতিসম্পর্কেও ব্যাখ্যা করা হয়েছে। গ্রন্থটি নাপড়া পর্যন্ত এর মাহাত্ম্য বোঝা যাবে না। বাজারের অন্যান্য কিছু ছন্দগ্রন্থে পূর্ণাঙ্গ আলোচনা থাকলেও তা জটিল, দুর্বোধ্য এবং বিরক্তিকর। এছাড়া অধিকাংশ ছন্দগ্রন্থই অপূর্ণাঙ্গ, যেখানে কবিতা, ছড়া ও পদ্যের সংজ্ঞাসহ ব্যাখ্যার অবকাশ নেই। সে হিসেবে ''কবিকবি-ভাব ছন্দের অভাব'' অবশ্যই ব্যতিক্রমী ও সহজবোধ্য, এতে সন্দেহ নেই। বইটির কিছু পৃষ্ঠা তো রকমারি থেকেই পড়ে নেয়া যায়, পড়েই দেখুন না-- এই গ্রন্থে কী কী আছে-- সূচিপত্রঃ প্রথম অধ্যায় : ছন্দ এবং ছন্দের শরীর ছড়া, পদ্য ও কবিতাঃ সংজ্ঞা পদ্য কী? কবিতা কী? গদ্যছন্দ ও গদ্যকবিতা দ্বিতীয় অধ্যায় : ছন্দের প্রয়োজনীয়তা ছন্দের সংজ্ঞা ও ধারণা স্বভাবকবি বনাম অভাবকবি স্বভাবকবিত্ব অর্জনের উপায় ছন্দহারা পদ্য চন্দ্রহারা আকাশের মতন ছন্দের পা-িত্য এবং কবিত্ব এক নয় ছন্দ শিখে কেউ পদ্যলেখেন না, তবু ছন্দজানা জরুরি ছন্দ আগে নাকি পদ্য আগে? ভাষা ও ছন্দশেখার পন্থা ছন্দ-চিরন্তন কিন্তু ছন্দের ব্যাকরণ পরিবর্তনশীল নিয়ম-শৃঙ্খলাই ছন্দের নিয়ন্ত্রক ছন্দের দাসত্ব নয় ছন্দকে নিয়ন্ত্রণ চাই ছন্দের নামে বিভ্রান্তি এবং পদ্যকাঠামো তৃতীয় অধ্যায় : স্বর, অক্ষর, মাত্রা ও লয় মাত্রাবিশ্লেষণ মাত্রাগণনার সমস্যা ও সমাধান চতুর্থ অধ্যায় : পর্ব, পর্বাঙ্গ, অতিপর্ব ও উপপর্ব ছেদ / অর্থযতি ও ছন্দযতি পঞ্চম অধ্যায় : পঙক্তি, চরণ, পদ ও স্তবক পঙক্তি চরণ পদ স্তবক ষষ্ঠ অধ্যায় : মধ্যখ-ন ও যতিলোপ মধ্যখ-ন কি জরুরি? যতিলোপ সপ্তম অধ্যায় : অন্ত্যমিল, অনুপ্রাস ও মধ্যমিল অন্ত্যমিল অনুপ্রাস ও মধ্যমিল অন্ত্যমিলের প্রকারভেদ ছন্দ আসল নাকি অন্ত্যমিল? অষ্টম অধ্যায় : ছন্দের প্রকারভেদ এবং পঙক্তিসমতা-অসমতা স্বরবৃত্ত/দলবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত দু’সহোদর অক্ষরবৃত্ত ছন্দ বিভিন্ন পদ্যকাঠামো বা পদ্যরীতি মিশ্রছন্দ তথ্যসূত্র