User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই
Was this review helpful to you?
or
এইটা কোন উপন্যাস না। এটা হচ্ছে এটা ন্যাকামি।। মাহমুদের এ পর্যন্ত অনেকগুলি বই পড়েছি আল্লার রহমতে। তার বইগুলিতে বাস্তবে সাথে মিল খুব কম থাকে। সে অবাস্তব পর্যায়ে লেখে আর তার কাহিনী গুলি এতটা পরিমাণে অবাস্তুব হয় যে বলার বাইরে ।তবুও তার প্রতিটি বইয়ের মধ্যে দিনে ফেরার একটা প্রবণতা ,অন্যরকম রোমাঞ্চকর গল্প ।থাকে যেটা যেটা পড়তে ভালই লাগে তা শত ভুল থাকার পরও। কিন্তু এই বইটা সে থ্রিলার পর্যায়ে লিখতে গেছে। আর লিখতে গিয়ে এত বাজে লিখছেন, কি বলব!! বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন কাহিনীর ছন্দ নাই ,কোন মিল নাই ,যেখানে পারতেছেন, না মানে সেখানে কোথায় চলে গেছে লেখক। হয়তো নিজেই বুঝতে পারেনি, একটা থ্রিলার গল্পে সবচেয়ে বেশি দরকার সাসপেন্স, মোড়ে মোড়ে টুইস্ট। বাট গল্পে টুইস্ট ছিল কিন্তু এত বিরক্তিকর আর এত অবাস্তব ছিল বলার বাইরে। শেষ কথা উপন্যাস আরো গবেষণা করে আরো পরিপক্ক হতে হবে। আরো সুন্দর ছন্দময় ওয়েতে লেখলে ভালো হয় ।ইসলামিক উপন্যাস পড়ার আগ্রহ সবারই আছে। বিশেষ করে যার ইসলামকে ফলো করে অন্যান্য হারাম উপন্যাস থেকে বাঁচতে চায় তাদের জন্য ইসলামিক উপন্যাসের বিকল্প আর কিছু নেই। কিন্তু তা যদি হয় এরকম অবাস্তব এবং অরুচিপূর্ণ ,তাহলে সে বিষয়টা খুবই খারাপ ইসলাম সাহিত্যের চর্চার জন্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।।
Was this review helpful to you?
or
i love this book. বইটা সত্যিই অসাধারণ ছিলো। মাহিন মাহমুদের লেখা সত্যিই অসাধারণ।
Was this review helpful to you?
or
এতো কমদামে এতো ভালো বই পাব জানতাম না বইটি অনেক সুন্দর, রোমাঞ্চকর এবং রহস্যে ভরা
Was this review helpful to you?
or
sundor ekti golpo
Was this review helpful to you?
or
বইটি অনেক সুন্দর একটা মাদ্রাসা ছাত্র কে নিয়ে সুন্দর একটা কাহিনী
Was this review helpful to you?
or
শেষের দিকে একটু তাড়াহুড়ো করে ফেলল। এবং অনেকটাই কাল্পনিক হয়ে গেছে।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটা উপন্যাস
Was this review helpful to you?
or
ইন্টারেস্টিং একটা বই।
Was this review helpful to you?
or
Masterpiece book ❤️
Was this review helpful to you?
or
বইটি অরডার করলাম। আশা করি ভালো হবে
Was this review helpful to you?
or
order ta onek kom somoyer moddhe peye gesi
Was this review helpful to you?
or
Very Nice???
Was this review helpful to you?
or
Nice very good Nice
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।বইটি পড়ে অনেক কিছু শিখতে পেরেছি।
Was this review helpful to you?
or
উপন্যাসটি খুবই দারুণ। এতে করে আমার মন ভালো হয়ে গেল ।আপনারা চাইলে এটা করতে পারেন আমি এটা একবারেই পড়ে শেষ করেছি।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
Motamoti valo legeche kintu rupkothar akta feel pauya jay.
Was this review helpful to you?
or
average
Was this review helpful to you?
or
Very Good One
Was this review helpful to you?
or
ভালো মোটামুটি।
Was this review helpful to you?
or
albahadur
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
সবগুলাই অসাধারণ।
Was this review helpful to you?
or
গল্পটা অসাধারণ ছিল
Was this review helpful to you?
or
Alhamdulillah boi ti theke onk kisu janar ase
Was this review helpful to you?
or
মনোয়ারা মারুফের মা যিনি ছেলেকে বিদায় দেওয়ার সময় ভেজা চোখে ছেলেকে বাড়ির সীমানা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বলে ঢাকায় গিয়েই মাকে ফোন করবি, মনে থাকবে তো? মারুফ যেমন বলে আসে জ্বী থাকবে, তেমনি তার কখনো জানাতে ভুলও হয়নি। কিন্তু এবার? এবার কি হলো এদিকে মারুফের খবর জানতে না পেরে মা অসুস্থ হয়ে পরেছে।যাও খবর পেয়েছে তাতে মা সুস্থ হওয়ার মত না।বরং মা মৃত্যুর পথে যাচ্ছে। তাহলে কি এমন খবর ছিল? নাবিলা বাসে একটি লাল নোটবুক পেলো। যার প্রতিটা পৃষ্ঠায় ছিলো নাবিলার জন্য মুগ্ধতা। কিন্তু এ মুগ্ধতা নাবিলাকে প্রতিটা ধাপে ধাপে বিপদে ফেলতে লাগলো। তাতেও নাবিলা নোটবুকটাকে ঘৃণা করতে পারলো না।ফেলে দিতে পারলো না।তাহলে কি এমন লেখা ছিলো সেই নোটবুকে? এদিকে ব্লগার হত্যার দায়ে ফেঁসে যায় এক মাদ্রাসার ছাত্র। সব প্রমাণ ছাত্রটির বিরুদ্ধে। সি সি ক্যামেরার ফুটেজে তাকেই দেখা গেছে। পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়ায় সে। তাকে এবং তার লেখা নোটবুকটিকে খুঁজতে থাকে পুলিশ।কী আছে সেই নোটবুকে? কে-ই বা প্রকৃত হত্যাকারী? কী ঘটে শেষ পর্যন্ত? জানতে পারেন পড়তে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। ইসলামি উপন্যাসগুলোর মধ্যে এটা একটা মাস্টারপিস।
Was this review helpful to you?
or
বইটির কাহিনি অনেক ইন্টারেস্টিং ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় কথা বাদ পরেছে। আশা করি সেগুলো সংশোধন করা হবে। যাই বলি বইটি আমার অনেক অসাধারণ লেগেছে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে হাতে পেয়েছি, মাহিন মাহমুদ এর লেখা এটা আমার পড়া ৪র্থ বই,
Was this review helpful to you?
or
বইটি পরে আমি শান্তি পাইলাম না....মনে হলো গল্পটা পূর্ণতা পাইল না....শেষের দিকে অপূর্ণ থেকে গেলো গল্পটা.....শেষে মারুফ এবং নাবিলার মিল হলে অনেক সুন্দর হত....
Was this review helpful to you?
or
বইটিতে আলাদা একটা আকর্ষণ আছে খুবই ভালো বইটি নিতে পারেন ???
Was this review helpful to you?
or
এই বইয়ের দ্বিতীয় খন্ড বের করা হোক
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটা ভালো লেগেছে
Was this review helpful to you?
or
1.maruf rayhan k keu threat dito.but k dito ata niye kichu likha nei. 2.maruf k chintai karira opohoron kore niye jay.but o kivabhe ber hoey ashlo atar kono details bola nai. 3.Rehan jake murder kora hoy maruf take chinto o na. But logic ta kmn odvut dar koralo j maruf er id Rehan hack kore nijeke nije threat dilo.abr kaktalio vabhe maruf e tar murder case e feshe gelo! How is it possible. Ekdm worst lagse ai part ta. 4.Kau k bachanor jonno keu shecchay jail e jabe ata ekdm value less. O khuni hobar natok korlo r police kichu bujtei parlona. Hate nate naki proman paise meyetai khuni.ki ajob! 5.R ending niea kichu bolte chaina. Rehan er baba jore jore koborer pashe shotti kotha shikar kortesilo. R thik tokhn e police oikhane chole jay. Kotha gula shune fele abr record o kore fele! Mane ki j bolbo. First 130 page porjonto amr kache boita 10/9 pawar moto. But ending ta ato tara hura kore felse j ekdm bemanana! but ki ache oi 130 page er moddhe ta janar jonno holeo boiti porben..onk kichui shikhte ebong bujte parben.
Was this review helpful to you?
or
অসাধারণ উপন্যাস❤
Was this review helpful to you?
or
প্রতিটি উপন্যাসেই কিছু রসালো অতিরিক্ত মসলা দেওয়া হয়,এটাও ব্যাতিক্রম নয়,তবে এই বই থেকে শিক্ষনীয় অনেক বিষয় আছে যা হারে হারে সত্য। যেমন: মাদরাসা পড়ুয়া ছেলেরা কখনো জঙ্গিবাদ হতে পারেনা এই কথাটা খুবি ভালো লেগেছে! আর ভালো লেগেছে মারুফের কারেক্টার! বাসে যখন নাবিলা জানালার পাশের সিট চাইল, সে ভাবল যে,আমার কষ্ট হলে কি হয়েছে আরেকজনের তো উপকার হবে! নাবিলা মারুফের সাথে কথা বলতে আগ্রহী তবে মারুফ কোন ভ্রুক্ষেপই করলোনা,এমন কি একবারও তাকালোনা নাবিলার দিকে! বাহ্ খুব মজা লাগলো বইটা! শুরু করেছি যখন তখন থেকেই কেন যেন আমারও মারুফকে ভালো লাগল! বইটা অবশ্যই পড়বেন!!
Was this review helpful to you?
or
খুব লাজুক প্রকৃতির ছেলে মারুফ। মনোয়ারা মারুফের মা যিনি ছেলেকে বিদায় দেওয়ার সময় ভেজা চোখে ছেলেকে বাড়ির সীমানা পর্যন্ত এগিয়ে দিতে দিতে বলে ঢাকায় গিয়েই মাকে ফোন করবি, মনে থাকবে তো? মারুফ যেমন বলে আসে জ্বী থাকবে, তেমনি তার কখনো জানাতে ভুলও হয়নি। কিন্তু এবার? এবার কি হলো এদিকে মারুফের খবর জানতে না পেরে মা অসুস্থ হয়ে পরেছে।যাও খবর পেয়েছে তাতে মা সুস্থ হওয়ার মত না।বরং মা মৃত্যুর পথে যাচ্ছে। তাহলে কি এমন খবর ছিল? নাবিলা বাসে একটি লাল নোটবুক পেলো। যার প্রতিটা পৃষ্ঠায় ছিলো নাবিলার জন্য মুগ্ধতা। কিন্তু এ মুগ্ধতা নাবিলাকে প্রতিটা ধাপে ধাপে বিপদে ফেলতে লাগলো। তাতেও নাবিলা নোটবুকটাকে ঘৃণা করতে পারলো না।ফেলে দিতে পারলো না।তাহলে কি এমন লেখা ছিলো সেই নোটবুকে? এদিকে ব্লগার হত্যার দায়ে ফেঁসে যায় এক মাদ্রাসার ছাত্র। সব প্রমাণ ছাত্রটির বিরুদ্ধে। সি সি ক্যামেরার ফুটেজে তাকেই দেখা গেছে। পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেড়ায় সে। তাকে এবং তার লেখা নোটবুকটিকে খুঁজতে থাকে পুলিশ।কী আছে সেই নোটবুকে? কে-ই বা প্রকৃত হত্যাকারী? কী ঘটে শেষ পর্যন্ত? চমৎকার একটি থ্রিলার হিসেবে নিতে পারেন। আহ্বান রইলো
Was this review helpful to you?
or
শুধু মাত্র একটি নোটবুক পড়ে নাবিলা পরিবর্তন হয়ে যায়। একটু অতিরঞ্জন মনে হয়েছে। মারুফ সালাউদ্দিনের জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজেকে বিসর্জন দেয় নাবিলা। উপন্যাসটিতে প্রেমের কোন ছোঁয়া নেই কিন্তু ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। এক পর্যায়ে নাবিলা মারুফ সালাউদ্দিনের গুণে মুগ্ধ হয়ে তাকে ভালোবেসে ফেলে। আয়েশা নামক চরিত্র বেশি চিন্তায় রেখেছে, দ্বীনদার ব্যক্তির চেয়ে লেখক কি আবেগকে বেশি প্রশ্রয় দিলেন? লেখকের প্রতি ভেবে দেখার অনুরোধ। খুনীর পরিচয় আসল টুইস্ট হলেও,ধী শক্তিসম্পন্ন পাঠকমাত্র বুঝার মতো ক্লু রেখে দিয়েছেন লেখক। উপন্যাসরূপে অবসরের সঙ্গী হতেই পারে...
Was this review helpful to you?
or
এই বইটি খুবই চমৎকার বইজুরের রয়েছে রহস্য কি হতে পারে এরপরে ভাবতে ভাবতে এই বইটি শেষ করবেন মাহিন মাহমুদ ভাইয়ের বই মানেই অস্থির
Was this review helpful to you?
or
চমতকার বই।
Was this review helpful to you?
or
বইয়ের নামঃএকটি লাল নোটবুক লেখকঃমাহিন মাহমুদ প্রকাশনীঃমাকতাবাতুল হাসান মূল্যঃ১২৬টাকা একটি নোটবুক নিয়ে রচিত অসাধারণ রহস্যচকিত ভাষায় বর্ণনীয় মাহিন মাহমুদের এ উপন্যাসটি। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র ব্লগার হত্যার দায়ে ফেঁসে যায় এক মাদ্রাসাছাত্র। সব প্রমাণ ছাত্রটির বিরুদ্ধে। সি সি ক্যামেরা ফুটেজে তাকেই দেখা গেছে। পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে বেরায় সে। তাকে এবং তার লেখা নোট বুকটি খুঁজতে থাকে পুলিশ। কী আছে সেই নোটবুক।সে ছেলেটি প্রকৃত হত্যাকারী কী না।এমনই রহস্যময় ধারার সাথে এগিয়ে চলে উপন্যাসটি।অন্যদিকে বান্দরবানে মুসলমান থেকে খৃস্টান হয়ে গেছে কিছু মানুষ। মকবুল মিয়া তাদের মধ্যে একজন। মিশনারী লোকেরা টাকা-পয়সার লোভ দেখিয়ে কিনে নিয়েছে তাকে। হঠাৎ এই এলাকায় আগমন ঘটে এক সৌম্যদর্শন যুবকের। বিনয়, নম্র আচরণ এবং চমৎকার কথামালা দিয়ে দাওয়াত দিতে থাকে মানুষকে। পাহাড়ী এলাকার দ্বীনহীন মানুষগুলো অল্পদিনেই ভক্ত হয়ে উঠে এই যুবকের।"একটি লাল নোটবুক" উপন্যাসটি এমন অনেক প্রশ্নই তৈরি করে আমার মনে। অদ্ভুত এক আকর্ষণ আমাকে টেনে নিয়ে গিয়েছে বইটির শেষ পর্যন্ত।
Was this review helpful to you?
or
ফালতু, বাংলা সিনেমার লেখ্য রুপ ছাড়া কিছু না
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। পড়তে পারেন। অনেকে উপন্যাস কে বাস্তবতার সাথে মিলাতে চান। উপন্যাসের ধরন হলো কিছু কাল্পনিক থাকবে কিছু বাস্তবতাই থাকবে। তাহলে আপনি কাল্পনিক আছে অভিযোগ করেন কেন?উপন্যাসেতো কাল্পনিক থাকবেই।
Was this review helpful to you?
or
বইটিতে কিছু তথ্য রয়েছে, যেগুলো কোনভাবেই বাস্তবের সাথে মিলে না। কাহিনীর শেষদিকে যে নাটকীয়ভাবে পুলিশ সত্য উদঘাটন করলেন, তা কেবল সিনেমায় সম্ভব। দেশে প্রচলিত আইন সম্পর্কে জেনে এ ধরনের কাহিনী লেখা উচিত ছিলো; লেখকের ব্যর্থতা এখানেই। তা'ছাড়া কাহিনীটি ইসলামী সাহিত্যের নামে উদ্ভট এক থ্রিলার বলা চলে। মোদ্দাকথায়, বইটি কিনে ঠকেছি।
Was this review helpful to you?
or
মোড়ে মোড়ে টুইস্ট। হাস্যরস। রোমাঞ্চ। অসাধারণ উপন্যাস।
Was this review helpful to you?
or
ইসলামী ভাবগাম্ভীর্যপূর্ণ খুব সুন্দর একটি উপন্যাস। মুসলমান ভাই-বোন সকলেরই পড়া উচিত।