User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালো লাগেনি
Was this review helpful to you?
or
অনেক ধন্যবাদ এই বই টা লেখার জন্য ।
Was this review helpful to you?
or
মোটামুটি ভালো
Was this review helpful to you?
or
দারুন বই।
Was this review helpful to you?
or
Good , if there some image it will be great.
Was this review helpful to you?
or
অসংখ্য অসঙ্গতিপূর্ণ তথ্য। একইরকম লেখার পুণরাবৃত্তি করে শুধু বইরে পৃষ্ঠা সংখ্যায় বৃদ্ধি করা হয়েছে। পাঠককে জাদু দিয়ে আটকে রাখার মত কিছুই নেই এই বইটিতে। বরং ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ানো ঘটনা আর রিউমারের দূর্বল উপস্থাপনা হয়েছে বইটিতে। সব থেকে আশ্চর্য্য লেগেছে CIA এর কেইস অফিসারের ভুল সঙ্গায়ন দেখে। যেখানে একজন কেইস অফিসারের কাজ এ্যাসেট এবং এজেন্ট হ্যান্ডেলিং, সেখানে লেখক কেইস অফিসারের সঙ্গা দিতে গিয়ে ফিল্ড অফিসারের সাথে গুলিয়ে ফেলেছেন। মোটা দাগে বলা যায় "Don't judge a book by it's cover and it's Preface".
Was this review helpful to you?
or
বইটা আরো ভালো হতে পারতো। লেখকের কি লেখা উচিত সেটা জানার আগে কি কি লেখা উচিত না তা জানা কর্তব্য। এই গুনটা একজন লেখকের সত্যিকারের লেখক হবার পিছনে ব্যাপক ভূমিকা পালন করে। শুধু গৎবাঁধা লিখে গেলেই হবে না তা পাঠকের গভীরে প্রোথিত করতে হবে। যারা থ্রিলার বই পড়েন বা অভ্যস্ত তারা বইটা পড়ে সুবিধে করতে পারবেন না।
Was this review helpful to you?
or
বইটিতে তেমন রেফারেন্সের কাজ নেই। খুবই সাধারণ মানের তথ্য দেয়া। ভাল লাগেনি।
Was this review helpful to you?
or
বইটি মোটেও পর্যাপ্ত চমকপ্রদ নয় বরং একই তথ্য বারবার পুনরাবৃত্তি করা হয়েছে
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। খুবই সুন্দর এবং সহজ ভাবে সব বিষয় উপস্থাপন করেছেন।বইটা পড়ে অনেক কিছু শিখতে পারলাম। তাই লেখককে অনেক ধন্যবাদ। এমন সুন্দর একটা বই লেখার জন্য।
Was this review helpful to you?
or
আমার কাছে ভালোই লেগেছে।
Was this review helpful to you?
or
বইটি সত্যিই অসাধারণ কেননা, সর্বনিম্ন হলেও ১০ থেকে ১২ বার পড়েছি। খুবই ভালো লেগেছে। আর অনলাইন প্লাটফর্ম রকমারি ডট কমের সত্যিই তুলনাই হয়না।
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
অজানা অধ্যায় নিয়ে জানার জন্য মরুভূমির মধ্যে একমুঠো জলধারা মা।
Was this review helpful to you?
or
We cannot see all the things what's happening around us.also don't know about spy who are too close to us.but this book will give much insight information
Was this review helpful to you?
or
lifetime ai rokom akta book kenar jonno website cai....amar dekha fast
Was this review helpful to you?
or
an average book.
Was this review helpful to you?
or
গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে আমাদের আগ্রহের কমতি নেই। বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলোর আদ্যপান্ত নিয়ে এই বই সাজিয়েছেন মাহবুব সেতু৷ সিআইএ, মোসাদ, কেজিবি, এমআই সিক্সের মতো গোয়েন্দা সংস্থাগুলো নিয়ে আলোচনা করা হ'য়েছে। সবই ভালো। কিন্তু বইটা বড় বেশি ছোট হয়ে গেছে৷ কলেবরে আরেকটু বৃহৎ হতে বিশেষ ক্ষতি হতো না৷ দাম হাতের নাগালে রয়েছে।
Was this review helpful to you?
or
লোকাল কিছু তথ্য সেটা ও আবার বার বার।হতাশ করা একটি বই।
Was this review helpful to you?
or
"একটু পড়ে দেখুন" এ ক্লিক করে বই এর ভিতরে সি আই এ নিয়ে লেখাটা পড়লাম! সেখানে গিয়ে একটা হাস্যকর জিনিস লক্ষ্য করলাম, সি আই এ এজেন্ট ও সি আই এ রহস্য বলে প্রথমে যে দুইটি ছবি বই এ ব্যবহার করা হয়েছে, তা হচ্ছে কল অব ডিউটি অ্যাডভান্সড ওয়ারফেয়ার গেমের দৃশ্য। এটা দেখে হাসতে হাসতে অবস্থা এত ভালো যে, খুশীতে ৫ স্টার রেটিং দিলাম! হা হা হা??
Was this review helpful to you?
or
It was great to read the booklet. I want more books like this.
Was this review helpful to you?
or
বরাবরই আমার গোয়েন্দা গিরি সম্পৱকে একটু ঋোক বেশি, আশা করি এই বইটি কিছুটা হলেও আমার সেই চাহিদা মেটাবে পারবে.........
Was this review helpful to you?
or
পৃথিবীজুড়ে বিভিন্ন দেশের সরকারি গোপনীয় কার্য সম্পাদনের লক্ষ্যেই ইন্টেলিজেন্স এজেন্সি বা গোয়েন্দা সংস্থার সৃষ্টি। গোয়েন্দা সংস্থার কাজ হলো নিজ দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, গবেষণা করা এবং দেশ ও দেশের নাগরিকদের নিরাপদে রাখা। বিভিন্ন গোপনীয় তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ, গুপ্তচরবৃত্তি, সরকারকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে তথ্য প্রদান, এমনকি প্রয়োজনীয় ক্ষেত্রে দেশের স্বার্থরক্ষার্থে হত্যাকাণ্ডের মতো কাজও করে থাকে এ সংস্থাগুলো! এসব সংস্থার মধ্যে উল্লেখযোগ্য এজেন্সির কথা জানাবার চেষ্টা করেছেন লেখক। স্বল্প পরিসরে বেশ ভালো তথ্য দিয়েছেন। তবু আরও কিছু বিস্তারিত জানালে মন্দ হতো না।
Was this review helpful to you?
or
আমার পড়া সবচেয়ে বাজে বই। বইয়ে কোন নতুনত্ব নেই। মনে হয়েছে পত্রিকার পাতা থেকে হবহু কপি পেস্টও ঠিকমত করতে পারেনি। অথবা গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করেছে যার কারনে কোথায় কি ধরনের আলোচনা লেখক নিজেই ঠিকমত বুঝে না। উইকিপেডিয়ায় বইয়ের চেয়ে ভাল তথ্য পাওয়া যাবে। একজন পাঠকের এই টপিকে যতটা ইন্টারেস্ট থাকার তার পুরোটাই নষ্ট করে দিবে এই বইটি।
Was this review helpful to you?
or
বইটা পড়েছি শুধুমাত্র সবগুলো গোয়েন্দা সংস্থা সম্পর্কে কমবেশি ধারনা পাওয়া যাবে বলে। বইটি পড়ে যেকেউ গোয়েন্দাদের নিয়ে মোটামুটি একটা ধারনা লাভ করতে পারবে। পাশাপাশি এদের কিছু অপারেশন সম্পর্কেও বলা আছে। তবে খুব বেশি তথ্যবহুল এটা বলা যাবে না। সব মিলিয়ে গোয়েন্দা সংস্থাদের নিয়ে প্রাথমিক ধরানার একটি বই বলা চলে।
Was this review helpful to you?
or
খুবই ভালো বই
Was this review helpful to you?
or
আমার কেনা অদ্যাবধি সব থেকে বাজে বই। উইকিপিডিয়ার আর্টিকেল রিউমার নিউজ কপি করা, ততোধিক বাজে অনুবাদ, তার চাইতেও বাজে অর্গানাইজেশন এবং কম্পাইলেশন। জাস্ট ফালতু। জীবনে কোন দিন কোন বই খুলে এত মেজাজ খারাপ হয়নি।
Was this review helpful to you?
or
Same line repeating multiple times. He needs to improve his writing skill.
Was this review helpful to you?
or
বর্তমান বিশ্বে সবগুলো গোয়েন্দা সংস্থা সমান ভাবে শক্তিশালী নয়। স্বাধীন দেশগুলোর রয়েছে এক বা একাধিক গোয়েন্দা সংস্থা। যাদের কাজ মুলত দেশের ভেতরে, বাইরে দেশের স্বার্থ সংলিষ্ট বিষয় সমুহে নজরদারি করা থেকে শুরু করে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করা, দেশে এবং বিদেশে অবস্থিত কুটনৈতিক তৎপরতার প্রতি নজর রাখা। অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে বেশ আলোচিত আবার কোনগুলো সম্পর্কে আমরা তেমন জানিনা বললেই চলে । গোয়েন্দা : ওয়ার্ল্ড টপ সিক্রেট এজেন্সি '' বইটি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থ এর মুখোশ তুলে ধরবে।
Was this review helpful to you?
or
স্বাধীন দেশগুলোর রয়েছে এক বা একাধিক গোয়েন্দা সংস্থা। যাদের কাজ মুলত দেশের ভেতরে, বাইরে দেশের স্বার্থ সংলিষ্ট বিষয় সমুহে নজরদারি করা থেকে শুরু করে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করা, দেশে এবং বিদেশে অবস্থিত কুটনৈতিক তৎপরতার প্রতি নজর রাখা। প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থা থাকলেও বর্তমান বিশ্বে সবগুলো গোয়েন্দা সংস্থা সমান ভাবে শক্তিশালী নয়। অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে বেশ আলোচিত আবার কোনগুলো সম্পর্কে আমরা তেমন জানিনা বললেই চলে । গোয়েন্দা : ওয়ার্ল্ড টপ সিক্রেট এজেন্সি '' বইটি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থ এর মুখোশ তুলে ধরবে।
Was this review helpful to you?
or
দেশের স্বার্থ রক্ষার জন্যে স্বাধীন দেশগুলোর রয়েছে এক বা একাধিক গোয়েন্দা সংস্থা। যাদের কাজ মুলত দেশের ভেতরে, বাইরে দেশের স্বার্থ সংলিষ্ট বিষয় সমুহে নজরদারি করা থেকে শুরু করে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করা, দেশে এবং বিদেশে অবস্থিত কুটনৈতিক তৎপরতার প্রতি নজর রাখা। প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থা থাকলেও বর্তমান বিশ্বে সবগুলো গোয়েন্দা সংস্থা সমান ভাবে শক্তিশালী নয়। অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে বেশ আলোচিত আবার কোনগুলো সম্পর্কে আমরা তেমন জানিনা বললেই চলে । গোয়েন্দা : ওয়ার্ল্ড টপ সিক্রেট এজেন্সি '' বইটি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থ এর মুখোশ তুলে ধরবে।
Was this review helpful to you?
or
আভ্যন্তরীণ ও রাষ্ট্রীয নিরাপত্তা রক্ষায গোয়েন্দা সংস্থার গুরুত্ব অত্যাধিক। দেশের স্বার্থ রক্ষার জন্যে স্বাধীন দেশগুলোর রয়েছে এক বা একাধিক গোয়েন্দা সংস্থা। যাদের কাজ মুলত দেশের ভেতরে, বাইরে দেশের স্বার্থ সংলিষ্ট বিষয় সমুহে নজরদারি করা থেকে শুরু করে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করা, দেশে এবং বিদেশে অবস্থিত কুটনৈতিক তৎপরতার প্রতি নজর রাখা। প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থা থাকলেও বর্তমান বিশ্বে সবগুলো গোয়েন্দা সংস্থা সমান ভাবে শক্তিশালী নয়। অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে বেশ আলোচিত আবার কোনগুলো সম্পর্কে আমরা তেমন জানিনা বললেই চলে । গোয়েন্দা : ওয়ার্ল্ড টপ সিক্রেট এজেন্সি '' বইটি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থ এর মুখোশ তুলে ধরবে।
Was this review helpful to you?
or
প্রাগৈতিহাসিক যুগের পর মানুষ যখন সমাজবদ্ধ হতে শুরু করল তখন থেকেই গুপ্তচরবৃত্তির চর্চা ছিল। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গোয়েন্দা সংস্থাগুলো সেই গুপ্তচরবৃত্তির কাজটাই করে। তবে পাল্টেছে কাজের ধরন, পরিধি ও চর্চা। গোয়েন্দা সংস্থা হচ্ছে সেই প্রতিষ্ঠান যার কাজই হলো নিজ দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, গবেষণা ও সেগুলো নিরাপদে রাখা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করতে হয় তাদের। পৃথিবীর প্রায় সব দেশেই গোয়েন্দা সংস্থা রয়েছে। তবে গোপনীয়তা, দুর্ধর্ষ গোয়েন্দাবৃত্তির চর্চায় কয়েকটি প্রতিষ্ঠান ছাড়িয়ে গেছে সব গোয়েন্দা সংস্থাকে। এরকমই কিছু সংস্থার গোয়েন্দাগিরি, রহস্য, দক্ষতা ও নিষ্ঠুরতা এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সংস্থা মানা হয় ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ প্রতিষ্ঠানকে। এ ছাড়াও রয়েছে- রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থা এফএসবি, ব্রিটিশদের এমআই সিক্স, ভারতের ‘র’, পাকিস্তানের আইএসআই, চীনের এমএসএস, জার্মানির বিএনডি, ফ্রান্সের ডিজিএসই, অস্ট্রেলিয়ার এএসআইএস বর্তমান বিশ্বের উল্লেখযোগ্য দুর্ধর্ষ সংস্থা। গোয়েন্দাবৃত্তিতে প্রচণ্ড গোপনীয়তার কারণে এ সকল প্রতিষ্ঠান সম্পর্কে বেশির ভাগ তথ্যই অজানা। এরপরও বিশ্ব মিডিয়ায় নানা সময় এসব সিক্রেট এজেন্সির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে এসেছে এই বইটিত।আশা করি সবার ভালো লাগবে।
Was this review helpful to you?
or
স্বাধীন দেশগুলোর রয়েছে এক বা একাধিক গোয়েন্দা সংস্থা। যাদের কাজ মুলত দেশের ভেতরে, বাইরে দেশের স্বার্থ সংলিষ্ট বিষয় সমুহে নজরদারি করা থেকে শুরু করে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করা, দেশে এবং বিদেশে অবস্থিত কুটনৈতিক তৎপরতার প্রতি নজর রাখা। প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থা থাকলেও বর্তমান বিশ্বে সবগুলো গোয়েন্দা সংস্থা সমান ভাবে শক্তিশালী নয়। অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে বেশ আলোচিত আবার কোনগুলো সম্পর্কে আমরা তেমন জানিনা বললেই চলে । গোয়েন্দা : ওয়ার্ল্ড টপ সিক্রেট এজেন্সি '' বইটি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থ এর মুখোশ তুলে ধরবে।
Was this review helpful to you?
or
প্রাগৈতিহাসিক যুগের পর মানুষ যখন সমাজবদ্ধ হতে শুরু করল তখন থেকেই গুপ্তচরবৃত্তির চর্চা ছিল। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় গোয়েন্দা সংস্থাগুলো সেই গুপ্তচরবৃত্তির কাজটাই করে। তবে পাল্টেছে কাজের ধরন, পরিধি ও চর্চা। গোয়েন্দা সংস্থা হচ্ছে সেই প্রতিষ্ঠান যার কাজই হলো নিজ দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, গবেষণা ও সেগুলো নিরাপদে রাখা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করতে হয় তাদের। পৃথিবীর প্রায় সব দেশেই গোয়েন্দা সংস্থা রয়েছে। তবে গোপনীয়তা, দুর্ধর্ষ গোয়েন্দাবৃত্তির চর্চায় কয়েকটি প্রতিষ্ঠান ছাড়িয়ে গেছে সব গোয়েন্দা সংস্থাকে। এরকমই কিছু সংস্থার গোয়েন্দাগিরি, রহস্য, দক্ষতা ও নিষ্ঠুরতা এই বইয়ে তুলে ধরা হয়েছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সংস্থা মানা হয় ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ প্রতিষ্ঠানকে। এ ছাড়াও রয়েছে- রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থা এফএসবি, ব্রিটিশদের এমআই সিক্স, ভারতের ‘র’, পাকিস্তানের আইএসআই, চীনের এমএসএস, জার্মানির বিএনডি, ফ্রান্সের ডিজিএসই, অস্ট্রেলিয়ার এএসআইএস বর্তমান বিশ্বের উল্লেখযোগ্য দুর্ধর্ষ সংস্থা।
Was this review helpful to you?
or
প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থা থাকলেও বর্তমান বিশ্বে সবগুলো গোয়েন্দা সংস্থা সমান ভাবে শক্তিশালী নয়। অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে বেশ আলোচিত আবার কোনগুলো সম্পর্কে আমরা তেমন জানিনা বললেই চলে । গোয়েন্দা : ওয়ার্ল্ড টপ সিক্রেট এজেন্সি '' বইটি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থ এর মুখোশ তুলে ধরবে।
Was this review helpful to you?
or
বইটিকে প্রথমে যতটা ইন্টারেস্টিং ভেবেছিলাম, বই হাতে পাবার পর ততটাই হতাশ হয়েছি। বেশ কয়েকবার তথ্যের পুনরাবৃত্তি দেখা গেছে। খুব বেশি ইয়ুনিক তথ্য নেই।