User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
This is so good book .
Was this review helpful to you?
or
Nice.
Was this review helpful to you?
or
It's an interesting book. I bet you'll love it. But first you've to read part 1... well...it's a thriller book. Believe me you'll not regret....
Was this review helpful to you?
or
Nice book. So addictive that I finished it in 10 days. Great one
Was this review helpful to you?
or
বরাবরের মত এটাও ভালো লেগেছে। যারা রহস্য পছন্দ করেন তাদের সকলেরই মিসির আলি সিরিজের বইগুলা পরা উচিত।
Was this review helpful to you?
or
আমার মিসির আলীর প্রথম পড়া বই ছিল মিসির আলী আনসলভড সত্যি কথা বলতে আমি পাগলের মতো না বুঝে প্রত্যেকটা কেস সলভ করার চেষ্টা করি কিন্তু কোনো কূল কিনারা খুজে পাই নাই অসাধারণ লেগেছে.....
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
হুমায়ুন আহমেদ মানেই ভালোবাসা
Was this review helpful to you?
or
সব মিলিয়ে ভালো লাগার অনুভুতি ❤️
Was this review helpful to you?
or
সেরা।
Was this review helpful to you?
or
its awesome
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
মিসির আলী এমন একটা চরিত্র যাকে হুমায়ুন আহমেদ স্যার বাস্তবিক ভাবে ফুটিয়ে তুলেছেন। মাঝে মাঝে মনে হবে তিনি যেন আমাদের মাঝেরই একটা চরিত্র। ঘটনা গুলো ও সাজানো হয়েছে বাস্তবিকভাবে যা৷ একজন পাঠকের পছন্দের তালিকায় থাকতে অনেকটাই বাধ্য।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
kora
Was this review helpful to you?
or
the book is wow. thanks Rokomari ?
Was this review helpful to you?
or
wonderful
Was this review helpful to you?
or
It was good
Was this review helpful to you?
or
অসাধারণ।।।
Was this review helpful to you?
or
রচনাসমগ্র ২ কিনে ফেললাম, নাহলে সংগ্রহ অপূর্ণ থেকে যায়।
Was this review helpful to you?
or
This is my favorite book ???just love it ??
Was this review helpful to you?
or
mishir ali series er amar priyo boi: mishir alir onimangsito rohossyo,,,,
Was this review helpful to you?
or
মিসির আলির গল্প শেষ।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
মিসির আলি লেখক:হুমায়ুন আহমেদ আমি রকমারি.কম থেকেই মিসির আলি সমগ্র-১ ও মিসির আলি সমগ্র-২ অর্ডার দিয়েছিলাম।প্রতিবারের ন্যায় ঠিকঠাক সময়ে বই ২টি হাতে পাই।প্যাকেজিং ও সুন্দর ছিল।ধন্যবাদ রকমারি.কম। এবার আসি বইয়ের বিষয়ে।মিসির আলি সিরিজ মূলত অতিপ্রাকৃত বিষয় নিয়েই লেখা হয়েছে।আবার সম্পূর্ণ অতিপ্রাকৃত বিষয় বললেও ভুল হবে।মূলত বিজ্ঞান এর দৃষ্টিকোণ থেকে কিংবা মিসির আলি তার নিজের বিষয় সাইকোলজি কে ব্যাবহার করে কিভাবে রহস্যজনক বা অতিপ্রাকৃত বিষয় গুলোকে সবার সামনে তুলে আনেন সেটাই দেখানো হয়েছে।২/১ টা গল্প বাদে বেশির ভাগই অসাধারণ।মিসির আলি যেসব রহস্য সমাধান করতে পারেননি সেগুলো নিয়েও একটা গল্প আছে।সবাই পড়ে দেখতে পারেন।ভালো লাগবে। সম্প্রতি মিসির আলী সিরিজের প্রথম বই "দেবী" নিয়ে একই নামে একটি মুভি নির্মাণ হয়েছে।যেটা বাংলা মুভি হিসেবে দেখার মতো। পরিশেষে বলবো,হয়তো অনেকেই অনেক কথা বলতে পারেন এই "মিসির আলি" সিরিজ নিয়ে।তবে যারা পড়েননি তারা অনেক কিছুই মিস করবেন। পুনশ্চে,রকমারি.কম কে আবারো ধন্যবাদ।
Was this review helpful to you?
or
nice concept...
Was this review helpful to you?
or
ডুবে গেছি
Was this review helpful to you?
or
❤?
Was this review helpful to you?
or
মিসির আলি সমগ্র এখনো পড়া হয়নি। কিন্তু খুব শীঘ্রই এটি পড়ব। আমি বই জগতে নতুন। বই পড়া শুরু হয় হুমায়ুন আহমেদ এর 'কালো জাদুকর' দিয়ে। তখন থেকেই বই এর প্রতি ভালবাসার শুরু। হুমায়ুন আহমেদের সকল বই আমার ঝুলিতে খুব শীঘ্রই রাখব।
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
মিসির আলী সব একসাথে অসাধারণ
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্যের এক কিংবদন্তী হুমায়ূন আহমেদ। বিংশ শতাব্দীর বাঙালি লেখকদের মধ্যে তিনি অন্যতম স্থান দখল করে আছেন। একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার ও নাট্যকার এ মানুষটিকে বলা হয় বাংলা সায়েন্স ফিকশনের পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি বেশ সমাদৃত। বাদ যায়নি গীতিকার কিংবা চিত্রশিল্পীর পরিচয়ও। সৃজনশীলতার প্রতিটি শাখায় তাঁর সমান বিচরণ ছিল। অর্জন করেছেন সর্বোচ্চ সফলতা এবং তুমুল জনপ্রিয়তা।
Was this review helpful to you?
or
অনেক জোস।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
These books are awesome
Was this review helpful to you?
or
মিসির আলীর ধারাবাহিকতা ২এর মাধ্যমে শেষ হলো। তবে ১ম খন্ডে যে রকম উত্তেজনা কাজ করেছে ২য় খন্ডটা তেমন করিয়ে উঠতে পারেনি।
Was this review helpful to you?
or
মিসির আলী সমগ্র ১ বইটা অসাধারন। এবার ২ নাম্বারটা কিনি
Was this review helpful to you?
or
বস পাবলিক এর বই নিয়ে সমালোচনা করার যোগ্যতা আমার এখনো হয়নি । তাই বলবো "Boss is always BOSS" বই টি যদি আপনি কিনে থাকেন তাহলে বলবো "রহস্যের দুনিয়ায় আপনাকে স্বাগতম"
Was this review helpful to you?
or
মিসির আলি মানেই অসাধারণ
Was this review helpful to you?
or
Love the book
Was this review helpful to you?
or
Misir Ali is one of the greatest created characters of Humayun Ahmed. I love to read this novels a lot. Misir Ali is mainly an physiologist but he acts like he is a spy . He helps people free of costs. Everyone must read this novel. This is the best
Was this review helpful to you?
or
ভালো ছিলো
Was this review helpful to you?
or
হুমায়ূন আহমেদের মিসির আলীকে নিয়ে নতুন কিছু আর বলার নাই। যারা হুমায়ূন আহমেদের সৃষ্টিকে চিনেন না তারা বইটি পড়তে পারেন।
Was this review helpful to you?
or
মিসির আলী সমগ্র একটি উপন্যাস সংকলন, ৪ টি উপন্যাস যা কেবল মিসির আলীকে নিয়ে লেখা আপনি মাত্র ৩৮৩ টাকায় পেয়ে যাচ্ছেন। আর মিসির আলীর উপন্যাস গুলো কেমন হয় তা তো আমাদের সবারই জানা। তাই অসাধারন রহস্যে ভরা এই বইটি সংগ্রহ করে পড়ে ফেলতে পারেন। এই বই এর সব গুলো গল্পই আমার খুব প্রিয় বিশেষ করে মিসির আলী Unsolved । অসাধারণ এই বইটি সহজলভ্য করে দেয়ার জন্য রকমারি ডট কম কে ধন্যবাদ
Was this review helpful to you?
or
আমি জানিনা কি বলবো, তবে আমার বই পড়া আবার শুরু করতে এই রচনা সমগ্রটা অনেক অনেক দরকার ছিল। আর রকমারীর কথা কি বলবো। আমি নিজের জন্য একটা লাইব্রেরি করব এখান থেকে বই কিনে। ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
বইটি পড়ে অনেক ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
"মিসির আলি" সমগ্র এর দ্বিতীয় খণ্ড এটি। প্রথম খন্ডের মত এটাও অ্যাডভেঞ্চার ও রহস্যে ভরা। বইটিতে চারটি উপন্যাস বিদ্যমান যার মাধ্যমে "মিসির আলি" উপন্যাস সমূহের সমাপ্তি ঘটে। যাদের প্রথম খন্ড পড়া হয়ে গিয়েছে তাদের জন্য এই বইটি পড়া উচিত না হলে উপন্যাস গুলোর সমাপ্তি কিভাবে বুঝতে পারবেনা। আর অ্যাডভেঞ্চার ও রহস্য পাগল ব্যাক্তি দের জন্য তো সেরা একটি চরিত্র মিসির আলি ।
Was this review helpful to you?
or
বইটি অসাধারণ । মিসির আলি এর আগের বইয়ের মতই এটাতেও অনেক কেস সলভিং করা হয়েছে। তাই যারা এডভেঞ্চার টাইপের সিনেমা দেখতে ও বই পড়তে পছন্দ করেন তাদের জন্য অনেক ভালো একটা বই। মিসির চরিত্র অনেক ভালোই লাগে। তিনি একজন প্রফেসর। আশা করি সবাই বইটি অবশ্যই পছন্দ করবেন। কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে।
Was this review helpful to you?
or
What a excellent book is it when I read any story of it I get deep into it and I fell that it is a true story love it very much
Was this review helpful to you?
or
৪.৫ star
Was this review helpful to you?
or
boi ta vlo kintu boi tar print quality aro better korle vlo ar kichu banan vul ache fix kora uchit
Was this review helpful to you?
or
Good, but can be better
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
মিসির আলি সমগ্র-২ বইটিতে হুমায়ূন আহমেদ এর মিসির আলিকে নিয়ে লেখা প্রতিটি উপনাস এক সাথে মলাট বন্দি করা হয়েছে । মিসির আলি সমগ্র-২ আমার কাছে বইটি খুবই ভালো লেগেছে কারণ মিসির আলিকে নিয়ে লেখক যত কিছু লিখেছেন তা এক সাথে এই বইটিতে পাওয়া যাবে যা সত্যি ই আসাধারন । বইটি পড়ার সময় আমি প্রতিটি মুহূর্তে পুলকিত হয়েছি ।মিসির আলি হুমায়ূন আহমেদ এর সৃষ্ট চরিত্র গুলর অন্যতম। হুমায়ূন আহমেদ এর লেখা বরাবর-ই আমার খুবই ভালো লাগে । এই বইটিও তার ব্যতিক্রম নয় । বইটি পড়তে পারেন ,আমার মনে হয় বইটি পড়ার পর আপনার অবশ্যই ভালো লাগবে...............।
Was this review helpful to you?
or
মিসির আলি...হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্র... মিসির আলি কাহিনীগুলো রহস্যমাত্রিক...মিসির আলির কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা 'ক্রাইম ফিকশন' বা 'থ্রিলার'-এর মতো খুনি-পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং প্রচন্ড যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। বরং অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে...মিসির আলি এমন একজন মানুষ, যিনি দেখার চেষ্টা করেন চোখ বন্ধ করে। যে পৃথিবীতে চোখ খুলেই কেউ দেখে না, সেখানে চোখ বন্ধ করে দেখার এক আশ্চর্য ফলবতী চেষ্টা...
Was this review helpful to you?
or
হূমায়ুন আহমেদ এর যে কয়টি চরিত্র আছে তারমধ্যে মিসির আলী চরিত্রটি আমার কাছে সবচেয়ে পছন্দের। একত্রে মিসির আলীর সবকয়টি বই এর সংকলন পেয়ে বেশ ভালো লাগছে। অনেকদিন পর আবার একটি একটি করে উপন্যাস গুলো পড়ছি আর সেই ছেলেবেলার কথা মনে পড়ছে যখন লুকিয়ে লুকিয়ে পড়ার বই এর নিচে এই উপন্যাসগুলো পড়তাম। যতবারই পড়ি মনেহয় নতুন করে পড়ছি।
Was this review helpful to you?
or
মিসির আলি সমগ্র -২ পড়ে আমার যেটা মনে হয়েছে, সব কিছুর মধ্যেই কিছুনা কিছু লজিক থাকে।কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন কিছু কিছু ঘটনা ঘটে থাকে যার কোন ব্যাখ্যা হয় না বা ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়।যেমন :প্রথম গল্পে আয়না নামের মেয়েটি মাঝে মাঝে আয়নার দেশে চলে যায়।সে মাইন্ড কন্ট্রোল করতে পারে।এসবের ব্যাখ্যা কি?মনে হবে সে একজন সিজোফ্রেনিয়া রোগী।তেমনি প্রতিটি ঘটনাতেই মিসির আলি কিছু না কিছু লজিক খুজতে চেয়েছেন। তেমনি মিসির আলি আনসল্ভড এর মধ্যে এমন কিছু ঘটনার ব্যাখ্যা পাওয়া যায় যার কোন কোলকিনারা মিলে না।সব মিলিয়ে বইটি বেশ ভাল লেগেছে।
Was this review helpful to you?
or
হুমায়ুন আহেমদের লেখার কথা নিয়ে নতুন করে আর কি বলব? অমর একজন লেখক, অমর তার লেখনি। এমন কাউকে খুজে পাওা দুস্কর, যে হুমায়ুন আহমেদ এর বই পরেনি!!!তাই আবারো হাজির হলাম হুমায়ুন আহমেদ এর ই বুক নিয়ে এইবার এর বই হল মিসির আলি সমগ্র!!! মিসির আলি, ছোট বেলার কমিকে পড়ার মতো একটা ফ্যান্টাসটিক চরিত্র। মিসির আলীর আরেকটি উপাখ্যান মিসির আলি এমনই এক চরিত্র,যার তুলনা সে নিজেই। আমাদের চারপাশের অমীমাংসিত কুহেলিকাময় কিংবা রহস্যের মোড়কে আবৃত অনেক ঘটনায় আমরা যখন বিমূঢ়, নির্বাক কিংবা বিশ্বাস করতে থাকি অসত্যকে, তখনই মিসির আলি খুলতে থাকে অমোঘ নিয়তির একেকটি পর্দা। আমাদের আটপৌরে জীবনে মিশে থাকার পরও মিসির আলি এমন এক ক্ষ্যাপা,যে পরশপাথর খোঁজে এবং পায়ও মিসির আলি, বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ সৃষ্ট একটি জনপ্রিয় চরিত্র। মিসির আলী কাহিনীগুলো রহস্যমাত্রিক। মিসির আলির কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা 'ক্রাইম ফিকশন' বা 'থ্রিলার'-এর মতো খুনি-পুলিশের ধাওয়া-পাল্টা-ধাওয়া নয়, কিংবা বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞাননির্ভর এবং প্রচন্ড যুক্তিনির্ভর কাহিনীর বুনটে বাঁধা। বরং অনেক ক্ষেত্রে একে রহস্যগল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলি চরিত্রটি হুমায়ূন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে প্রতি-যুক্তির (anti-logic) তাড়নায় ; অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলি অনুসরণ করেন বিশুদ্ধ যুক্তি (pure logic)। এই যুক্তিই মিসির আলিকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদঘাটনে সাহায্য করে। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলি সম্পর্কিত প্রতিটি উপন্যাসে।
Was this review helpful to you?
or
পরাবাস্তবতার জগতে স্বাগতম। অসাধারণ হুমায়ূন আর অসাধারণ তার সৃষ্ট চরিত্র মিসির আলি। হুমায়ূন ভক্তদের অবশ্য পাঠ্য। রহস্য যারা পছন্দ করেন তাদের জন্যেও মিসির আলির বইগুলো বাংলা ভাষার সেরা পরাবাস্তব ধর্মী বই বলেই বিবেচিত হবে বলে আশা করি।
Was this review helpful to you?
or
মিসির আলি ২ বইটির মাধ্যমে শেষ হলো মিসির আলি এর ধারাবাহিকতা। এই বইটিতে রয়েছে মিসির আলি ধারাবাহিকতার শেষ চারটি উপন্যাস। যিনি মিসির আলি সমগ্র ১ বইটি পড়েছেন তার এই বইটি অবশ্যই পড়া উচিৎ। এই বইটিতে যে ৪টি উপন্যাস রয়েছে তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে "মিসির আলি আপনি কোথায়" উপন্যাসটি। এছারা বাকি ৩টি উপন্যাসও ভালোই লেগেছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে।