User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। গল্পের প্রতিটা মোড়ে নতুন নতুন টুইস্ট। খুব সুন্দর অনুবাদ।
Was this review helpful to you?
or
This is undoubtedly one of the greatest thrillers of all time and for me personally, best I have ever read. This is what a thriller is all about. Everything about this book is exceptional, extraordinary, even the translation. I will recommend everyone to read it, PLEASE!
Was this review helpful to you?
or
চমৎকার বই। সালমান হকের একটু আগের বই বলে অনুবাদের মান হয়তো বর্তমানের মতো না। তবে, ওভারঅল রিকমেন্ডেড বুক।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
এ যাবত যত থ্রিলার পড়েছি বেশিরভাগ বইয়ের কাহিনির কোনো না কোনো পর্যায়ে এসে খানিকটা ধৈর্য্য হারিয়েছি নয়তো কিঞ্চিৎ ভ্রু সংকুচিত হয়েছে বিরক্তির জন্য কিন্তু এ বইটি এ জায়গায় অনন্য। বইটিতে কাহিনির ঘোড়া শুরু থেকে শেষ পর্যন্ত সমান গতিতে ছুটেছে বলা যায়। তবে মূল অ্যান্টাগোনিস্টের অপরাধী মনস্তত্ত্ব নিয়ে কিছু আলোচনা থাকবে আশা করেছিলাম যা অনুপস্থিত ছিলো। হয়তো সিরিজের ১ম বই, পরবর্তী বইগুলোতে এ সংক্রান্ত আলাদা প্লট থাকতে পারে। যাইহোক অনুবাদ বেশ ভালো ছিলো। বানান ভুলও তেমন ছিলো না। সর্বাপরি আপনি যদি থ্রিলার ভক্ত হন তবে এই বইটা উপেক্ষা করার সূযোগ নেই।
Was this review helpful to you?
or
খুব ভালো একটি বই
Was this review helpful to you?
or
দা পোয়েট এর চেয়ে রহস্য ও রোমাঞ্চকর উপন্যাস দ্বিতীয়টি নেই। প্রথম পাতা হতে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। এককথায় রুদ্ধশ্বাস ত্ত অতুলনীয়।৷৷ ব্যক্তিগত রেটিংঃ ১০/১০
Was this review helpful to you?
or
অসাধারন।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
আমার পড়া অন্যতম সেরা থ্রিলার বই , অনুবাদ ভালো হয়েছে , বই এর শেষ পর্যন্ত twist আর mystry ?
Was this review helpful to you?
or
highly recommended
Was this review helpful to you?
or
The Poet হলো একটি উপন্যাস যেখানে পরদে পরদে রহস্য আর রোমাঞ্চ। সত্যি বলতে এমন উপন্যাস খুব কমই পড়েছি। ৪৭৭ পৃষ্ঠার বইয়ের ৪৫০ পৃষ্ঠা শেষ করেও জানতে পারেনি খুনি কে। আর যখন জানতে পারলাম কে আসল খুনি তখন একদম অবাক হয়ে গিয়েছিলাম। একদম টান টান উত্তেজনা অনুভব করেছি পুরো সময়। বইটা আসলেই বেস্ট। আমার ব্যক্তিগত রেটিংঃ ১০/১০।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। একদম নাড়িয়ে দিয়েছে ভেতরটা।
Was this review helpful to you?
or
সাইকোলজিক্যাল থ্রিলার "দ্য পোয়েট" বইটার শুরুটা বেশ রহস্যময়.. যখন পড়া শুরু করলাম বেশ ভালোই এগুচ্ছিলাম.. তবে গল্পের কাঠামোটা মোটামুটি তৈরি হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল জন ম্যাকেভয়ের সাথে আমিও কিছুটা পিংপং বলের মত এদিক ওদিক ছোটাছুটি করছি... কিন্তু লেখক আমাকে হতাশ করে নি.. লাস্ট 200 পেইজের সাসপেন্স আমাকে এতটাই টেনেছে যে বই ছেড়ে ওঠাটা ছিল রীতিমত অসম্ভব একটা ব্যাপার .. যাই হোক, পড়া শেষ করার পর বেশকিছু দিন একটা ঘোর কাজ করছিল, সব সময় মনে হচ্ছিলো কি যেনো একটা নেই.. লেখক সব কিছু সুন্দর করে গুছিয়ে বললেও শেষের দিকে কেন জানি বেশ অসমাপ্ত রেখেই ইতি টেনেছেন.. তারপর, অনেক খোঁজা খুঁজির পর জানতে পারলাম যে এটার আরেকটা সিকুয়াল আছে যার নাম "দ্য ন্যারোস"... এখন কি এক ঝামেলায় পড়লাম, এই বইটার অনুবাদও নেই, আবার ইংরেজি ভার্সনটাও কোথাও খুঁজে পাচ্ছি না.. তাই 2nd part- "the narrows" বইটার অপেক্ষায় রইলাম Happy reading
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
বেশি কিছু বলার দরকার নেই শুধু বলবো অসাধারণ একটা বই পড়ে শেষ করলাম। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষের টুইস্টটা বাকরুদ্ধকর।
Was this review helpful to you?
or
পশ্চিমা বিশ্বে সিরিয়াল কিলিং নিয়ে রচিত বইয়ের সংখ্যা কম নয়। তার মধ্যে মাইকেল কনেলির "দ্য পোয়েট" একটি বিশেষ জায়গা দখল করে আছে।আমার নিজের পড়া বইগুলোর মধ্যে একদম ওপরের দিকে তাকবে এই বইটি। বইটির অনুবাদ এক কথায় অসাধরণ হয়েছে। আমার মতে বইটি একবার হলেও পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
just wow
Was this review helpful to you?
or
Denver crime-beat reporter Jack McEvoy specializes in violent death. So when his homicide detective brother kills himself, McEvoy copes in the only way he knows how--he decides to write the story. But his research leads him to suspect a serial killer is at work--a devious murderer who's killing cops and leaving a trail of poetic clues. It's the news story of a lifetime, if he can get the story without losing his life.
Was this review helpful to you?
or
এই রাতে 440 শর্ট খেলাম মনে হলো।গা গরম হয়ে গেলো।মাথা থেকে মনে হলো চুল উড়ে গেলো।কানের দুপাশ দিয়ে আগুন বের হচ্ছে এমন অনুভূতি হচ্ছে।মেরুদণ্ড বরাবর শীতলতা বয়ে গেলো।বইটা আসলেই এতো শক্তিশালী যে এটা পাঠককে স্বজ্ঞানে শীতলতার বৈচিত্র্য অনুভব করাবে।শেষ দিকের থ্রিলিং টা ছিলো আমার উপরে উক্ত ব্যাখ্যার ন্যায়।অনুবাদ ছিলো অত্যন্ত সাবলীল।বইটা কিনেছিলাম২০২১ সালে শখের বসে।শেষ করলাম ২৩ এ। বইটা শেষ করলাম আমক আমি। এখন রাত ২ টা বেজে ২৩ মিনিট।
Was this review helpful to you?
or
বইটি নিঃসন্দেহে ভালো। বিশেষ করে ভাষার কারুকার্জ কোনো ভাবেই উপেক্ষা করার মতো নয়। কিছু কিছু অংশের শব্দচয়ন এবং বাক্যচয়ন বইটির আবেদনকে আরো তীব্র করেছে। লেখা শৈল্পিক হলেও ভাব প্রকাশে লেখক ছিলেন সাবলীল। বইটির প্রথমদিকে মুল কাহিনীতে প্রবেশের আগে লেখক যেভাবে গল্পের আদলে ভূমিকা টেনে গেছেন তা যে কাউকে মুগ্ধ করবে।সিরিয়াল কিলিং নিয়ে পশ্চিম বিশ্বে রচিত বইয়ের সংখ্যা কম নয়। এই সিরিয়াল কিলিংকে মূল উপাদান হিসাবে ব্যহার করে রচিত হয়েছে অনেক বেস্টসেলিং উপন্যাস। কিন্তু তার মধ্যে মাইকেল কনেলির দ্য পোয়েট স্বতন্ত্র একটি জায়গা দখল করে আছে। বিশ্বের সেরা ১০০টি রহস্য-উপন্যাসের যে তালিকা করেছে গুডরিডস ওয়েবসাইটে, সেটারও একদম ওপরের দিকে এর অবস্থান। এর কারণ পাঠক নিজেই বইটা পড়ার পরে উপলদ্ধি করতে পারবেন। মাইকেল কনেলিকে বিবেচনা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম সেরা রহস্য-উপন্যাসিক হিসেবে। আর দ্য পোয়েট তার শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। আমার নিজের পড়া বইগুলোর তালিকাতেও একদম ওপরের দিকে থাকবে বইটি। তাই তো বিশাল ব্যপ্তি সত্ত্বেও অনুবাদ করতে গিয়ে উপভোগ করেছি পুরো সময়টা। শ্রদ্ধেয় নাজিমভাইকে ধন্যবাদ এরকম একটি বই অনুবাদের সুযোগ করে দেয়ার জন্য। তবে একজন ব্যাক্তি নাম উল্লেখ না করলে অপরাধ হয়ে যাবে, তিনি সুলেখক তানজীম রহমান। বইটিতে বেশ কয়েক জায়গায় কিছু কবিতা ব্যবহৃত হয়েছে, সেগুলো অনুবাদ ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে তার। সেজন্য তার কাছে কৃতজ্ঞ। আশা করি সবার ভালো লাগবে।
Was this review helpful to you?
or
ঘটনা খুবই সাধারণ, বিশেষ কিছু নেই। এর থেকে রবার্ট ল্যাংডন, শার্লক,পোয়ারোর বইগুলো ভালো।বইটি না কিনাই ভালো,টাকাটা পানিতে গেলো।
Was this review helpful to you?
or
প্রথমে অভিযোগ হচ্ছে, এত চমৎকার এক থ্রিলার বই এতদিনে কেন অনুবাদ করা হল? :D যারা মোটামুটি থ্রিলারের ভক্ত তাঁদের জন্য অবশ্যপাঠ্য বই দ্য পোয়েট! প্রথমেই বলে রাখি অনুবাদকের অনুবাদ যথেষ্ট ঝরঝরে ফলে এক টানা পড়ে যেতে আপনার সমস্যা হবার কথা না! সাংবাদিক জন ম্যাকেভয়ের কাজ মানুষের অস্বাভাবিক মৃত্যুগুলো নিয়ে সংবাদপত্রে খুটিনাটি তুলে ধরা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাঁর আপন ভাইয়ের কাজ চাপলো তাঁর উপর। পুলিস অফিসার শন ম্যাকেভয় এর আত্নহত্যা! কিন্তু জন নিজে বিশ্বাস করতে পারেনি যে তাঁর ভাই আত্নহত্যা করতে পারে। তাই কেচো খুড়তে যেয়ে সাপ বের হবার মত বেরিয়ে পড়ল তাঁর ভাই কে খুন করা হয়েছে। শুধু তাঁর ভাই না বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে এমন কিছু পুলিশ অফিসার খুন হয়েছেন যেটা আত্মহত্যা হিসেবে ধরা হয়েছে। পুলিশ অফিসারদের লাস্ট কেস ছিল বিকৃত মানসিকতার কিছু খুন... এইদিকে সমান্তরালে খুনি চালিয়ে যাচ্ছে তাঁর কাজ। নতুন শিকারের জন্য ছুটে চলছে। পিছনে ফেলে রাখছে লাশ। অপরদিকে জন শেষ পর্যন্ত যেয়ে জুটল এফ বি আই এর টিমের সাথে। সাংবাদিক হওয়া স্বত্বেও এফ বি আই তাঁকে নিতে বাধ্য হল টিমে। একদিকে যেমন খুনি এগিয়ে যাচ্ছে তাঁর লক্ষ্যে এফ বি আই টিম আগাচ্ছে তাঁর মত করে। একসময় জাল গুটিয়ে ফেলা হল। কিন্তু আসলেই কি জালে ধরা পড়ল খুনি? কে লিখে যাচ্ছে অ্যাডগার অ্যালান পোর কবিতার অংশ? জনের সন্দেহ কি শেষ পর্যন্ত ঠিক হবে? নাকি চমক অপেক্ষা করছে অন্য কিছুর। জানতে হলে আপনাকে পড়তে হবে দ্য পোয়েট। গল্পের পটভূমি অবশ্য আধুনিক যুগ না বেশ কিছু বছর আগের। তবে সেটা গল্পে কোন প্রভাব ফেলে না। অনুবাদ চমৎকার বরাবরের মত। থ্রিলার আর সাসপেন্স আর টুইস্টে ভরপুর এক কথায় দ্য পোয়েট
Was this review helpful to you?
or
#রকমারি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগিতা_৩ মাস - আগস্ট। পর্ব - ৩ রিভিউ -৩ বই-দ্য পোয়েট লেখক -মাইকেল কনেলি। অনুবাদ-সালমান হক। বাতিঘর প্রকাশনী। ধরণ -সিরিয়াল কিলিং রহস্য। প্রচ্ছদ -ডিলান। অনুবাদ,প্রথম প্রকাশ -২০১৭ বইয়ের পাতায় মূল্য লেখা-৪৫০ পৃষ্ঠা- ৪৭৭ লেখক পরিচিতি - মাইকেল কনেলির জন্ম যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতে। বারো বছর বয়সে সপরিবারে তারা ফ্লোরিডায় চলে আসে।ওখানকার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রেমন্ড শ্যান্ডলারের বই পড়ে তার লেখক হবার ইচ্ছে জাগে।এ কারণে সাংবাদিকতার উপরে মেজর করেন,পাশাপাশি মাইনর করেন ক্রিয়েটিভ রাইটিংসে।পেশাগত জীবনে তিনি সংবাদপত্রে ক্রাইম -রিপোর্টার হিসেবে কাজ করেন। 'দ্য পোয়েট ' উপন্যাসটিকে মাইকেল কনেলির সেরা কাজ হিসেবে অভিহিত করা হয়। পাঠ প্রতিক্রিয়া - বিশ্বের সেরা ১০০টি রহস্য উপন্যাসের যে তালিকা করেছে গুড রিডস ওয়েব সাইটে তার একদম ওপরের দিকে অবস্থানে রয়েছে উপন্যাস "দ্য পোয়েট"। যাদুকরী মনস্তাত্ত্বিক সম্মোহনে আচ্ছন্ন হয়েছিলাম বইটি শেষ হওয়া অবধি।উত্তেজনা,আগ্রহ,পরবর্তীতে কি হচ্ছে বুঝতে না পারার মোহ নিয়ে চমৎকার বইটি শেষ করলাম। সিরিয়াল কিলিং নিয়ে বইটি,কিন্তু কিলার?রহস্যাবৃত! ক্রাইম রিপোর্টার জন তার পুলিশ অফিসার যমজ ভাইয়ের আত্মহত্যার ঘটনার সন্দেহ থেকে হত্যার রহস্য খুঁজে পায়,এবং অন্যান্য পুলিশ অফিসারের আত্মহত্যার ধরণ প্রায় একই রকম! প্রতিটি সুইসাইড নোটে অ্যালন পোয়ের কবিতার পংত্তি,উক্তি লেখা!এই রহস্য থেকেই খুনি একজন ব্যক্তি,ধারনা করা হয়,তাই হয়তো নাম করণ "দ্য পোয়েট"। গ্ল্যাডেন খুনি এ সন্দেহ শুরু থেকেই মনে হবে পাঠকের,যাকে নিয়েই তদন্ত চালায় যৌথভাবে এফবিআই অফিসাররা ও সাংবাদিকরা।ছোটবেলায় পিতৃস্থানীয় ডিটেকটিভ বেলট্রানের যৌন নিপীড়নের স্বীকার হয়ে প্রতিশোধের নেশায় বেলট্রানের পরবর্তী শিকার গ্যাব্রিয়েল ওরটিজ নামের ছেলেটিকে খুন করে গ্লাডেন।।প্রতিটি পুলিশ অফিসারকে খুনের মাধ্যমে বেলট্রানকে খুন করার আত্মতৃপ্তি অনুভব করে সে,কিন্তু গ্লাডেনের হত্যার প্রধান শিকার বাচ্চারা।তার ধারণা ছিল শৈশবের এমন পরিস্থিতিতে যেনো আর কোনো বাচ্চা শিকার না হয়। গ্লাডেনের মৃত্যুর পর জ্যাক এর সন্দেহাতীত ভাবে ধারণা খুনি র্যাচেল।যে কিনা বারো,তেরো বছরে নিজ বাবা থেকে যৌন নির্যাতনের শিকার,তবে শৈশবের এ নির্যাতন পাশ কাটিয়ে পড়াশোনায় মনোনিবেশ করে,মনোবিজ্ঞানে পড়াশোনা করে এফবিআাইতে যোগ দিয়ে নিজ যোগ্যতায় শীর্ষ সারির অফিসারের পদে এখন নিয়োজিত।সন্দেহ কি সত্যি! কে আসল খুনি?খুনি কে জানার পর আমার মতোই পাঠক চমকে উঠবেন! জানতে চাইলে পড়ুন "দ্য পোয়েট"। অনুবাদ প্রশংসনীয়।বইটি ১৮ অশ্লীলতার জন্য মনে হয়নি, নৃশংসভাবে খুনের বর্ণনা ও বাচ্চাদের নিপীড়ন এর কারণ হতে পারে। রিভিউ লিখেছেনঃ শিরিন আকতার আইভি
Was this review helpful to you?
or
সুন্দর প্রচ্ছদ। ভালো অনুবাদ। রহস্য আছে, থ্রিল আছে। খুবই খুবই ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে। উপন্যাসটা পড়ার চেষ্টা করবেন।
Was this review helpful to you?
or
অনেক ভালো একটা বই। আমার এই পর্যন্ত পড়া সেরা থ্রিলার উপন্যাস। বইটি একবার হলেও পরার জন্য বলব।
Was this review helpful to you?
or
সিরিয়াল কিলিং নিয়ে পশ্চিমা বিশ্বে রচিত বইয়ের সংখ্যা কম নয়। এই সিরিয়াল কিলিংকে মূল উপাদান হিসেবে ব্যবহার করে রচিত হয়েছে অনেক বেস্টসেলিং উপন্যাস। কিন্তু তার মধ্যে মাইকেল কনেলির দ্য পোয়েট স্বতন্ত্র একটি জায়গা দখল করে আছে। বিশ্বের সেরা ১০০টি রহস্য-উপন্যাসের যে তালিকা করেছে। গুডরিডস ওয়েবসাইটে, সেটারও একদম ওপরের দিকে এর অবস্থান। এর কারণ পাঠক নিজেই বইটা পড়ার পরে উপলব্ধি করতে পারবেন। মাইকেল কনেলিকে হিসেবে। আর দ্য পোয়েট তার শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। আমার নিজের পড়া বইগুলোর তালিকাতেও একদম ওপরের দিকে থাকবে। বইটি। তাই তো বিশাল ব্যপ্তি সত্ত্বেও অনুবাদ করতে গিয়ে উপভোগ করেছি। পুরো সময়টা। শ্ৰদ্ধেয় নাজিমভাইকে ধন্যবাদ এরকম একটি বই অনুবাদের সুযোগ করে দেয়ার জন্যে । তবে একজন ব্যক্তির নাম উল্লেখ না করলে অপরাধ হয়ে যাবে, তিনি সুলেখক তানজীম রহমান। বইটিতে বেশ কয়েক জায়গায় কিছু কবিতা ব্যবহৃত হয়েছে, সেগুলো অনুবাদের ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে তার। সেজন্যে তার কাছে কৃতজ্ঞ। আশা করি সবার ভালো লাগবে আমাদের বাতিঘর পরিবারেরর এই প্ৰয়াস।