User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর উপন্যাসঃ সোনার মোবাইল লেখকঃ সমরেশ মজুমদার প্রকাশনীঃ মিত্র ও ঘোষ ধরনঃ সমকালীন মুল্যঃ২৫০ টাকা কাহিনী সংক্ষেপঃ গল্পের প্রধান দুই চরিত্র হলো সিরাজ এবং নার্গিস। তারা সম্পর্কে দম্পতী এবং বিয়ে হয়েছে ৮ বছর আগে। বাড়ি বাংলাদেশে। ৮ বছর হয়ে গেলেও এখনো সন্তানের মুখ দেখার ভাগ্য হয়নি কারো তাই তিন মাস আগে ঢাকা থেকে বিখ্যাত ডাক্তারের আ্যাপয়েন্টমেন্ট করেছে সিরাজ। যখন বিয়ের প্রথম ২ বছর সন্তান আসেনি সেটা নিয়ে কোন মাথা ব্যাথা ছিলনা এই দম্পতির। কিন্তু ক্রমে ক্রমে তারা বুঝতে পারে তাই অবশেষে এই সিদ্ধান্ত। অবশেষে অনেক কষ্ট করে সেই লম্বা লাইনে দাড়ানো মানুষ গুলোর সাথে যোগ হয়ে সিরাজ ও তার ভিসার জন্য আবেদন করে কিন্তু ভাগ্য সহায় হয়না। অবশেষে ওখানকার এক মাধ্যম দিয়ে সে জানতে পারে ট্রাভেল এজেন্টদের মাধ্যমে এটা কনফর্ম করলে খুব সহজে ভিসা পাওয়া যায়। কিন্তু কিছু খরচ দিতে হয় বৈকি। সেখানে সে বুঝতে পারে সবদিক থেকেই কিভাবে মানুষ ঠকছে, তার আরো আফসোস হয় যখন সে জানতে পারে ভিসা করার পুরো টাকাটা চলে যাবে এসব ধান্দাবাজ লোকের খপ্পরে। বাংলাদেশ বা ইন্ডিয়া কোন দেশের সরকার ই টাকাটা পাবেনা। অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে সিরাজ তার স্ত্রী নার্গিসকে নিয়ে কলকাতা উপস্থিত হয়। আর সেখানে গিয়েই মনে পড়ে নিউমার্কেট ঘুরে দেখার জন্য সেখামে কেনাকাটা করতে চাইলে সিরাজ আগে ডাক্তার দেখিয়ে তারপর বাকি কাজ করার কথা বলে। অবশেষে তারা ডাক্তার দেখিয়ে ডাক্তারের দেওয়া পরীক্ষা গুলো ঠিকভাবে করার সিদ্ধান্ত নেয়। অবশেষে চেম্বার থেকে বের হয়ে তারা খাবারের জন্য এক রেস্তোরাঁ গিয়ে বসে এবং খাবার অর্ডার করে। সেখানকার খাবারের মেনু দেখে এবং খাওয়ার পরে কলকাতার প্রতি তাদের পজিটিভ ধারনা হয়। এবং ডাক্তারের ব্যবহার হোটেলের পরিবেশ সবকিছু দেখে তাদের মনে হয় যে তারা আসলে বাইরের দেশে আসলেও আসলে খুব একটা সমস্যা হচ্ছে না। যেমন টা তারা শুনে এসেছে। অবশেষে তারা দেশে ফেরার আগের দিন শপিং করতে গেলে সেখানকার ভীড়ের মধ্যে হিমশিম খায়। এবং এতো লোকজনের মধ্য চলাচল করতে তাদের খুব অসুবিধা হওয়া শুরু হয়। হঠাৎ পেছন থেকে দুই লোক তাকে ধাক্কা মেরে একপাশে ফেলে দেয় এবং তা দেখে নার্গিস চিৎকার করে উঠলেও আরেকজন এসে সিরাজের কাঁধের ব্যাগ নিয়ে পালিয়ে যাই সেখান থেকে। কিন্তু সমস্যা বাধলো ওখানেই কারন ব্যাগে ছিলো সিরাজের পাসপোর্ট টাকা পয়সা তাই তারা নতুন বিপদে পড়ে। পরবর্তী তে পুলিশের কাছে অভিযোগ করতে গিয়ে সেখানে একবার নাকানি চুবানি খেতে হয়, যে হোটেলে তারা ছিলো সেখানে কিছু সমস্যা হয় এবং অবশেষে সিরাজ বাধ্য হয়ে নার্গিস কে বাংলাদেশ পাঠিয়ে দেয়। এদিকে সিরাজ এই পাসপোর্টের সুবাদে বিভিন্ন লোকের সাথে পরিচিতি লাভ করে এবং একটার পর একটা চমক অপেক্ষা করে তার জন্য। কি হয়েছিল শেষ পর্যন্ত?? সিরাজ কি আর দেশে ফিরতে পারে?? তার পাসপোর্ট কি আর ফেরত পায় এতো লোকের ভীড়ে?? আর সেই চমক গুলোই বা কি ধরনের ছিলো?? আর নার্গিসের রিপোর্ট শেষ পর্যন্ত কি ফলাফল নিয়ে আসে?? জানতে হলে পড়ুন "সোনার মোবাইল " পাঠ্য প্রতিক্রিয়াঃ সোনার মোবাইল বইটির নাম দেখে প্রথমে ভেবেছিলাম যে মোবাইল সংক্রান্ত কোন বিষয় নিয়ে হয়তো ঘটনা গুলো আলোচিত হবে কিন্তু পরবর্তী তে পড়তে গিয়ে দেখি বইটি সম্পুর্ণ আলাদা ধাচের। আমাদের দেশের মানুষ গুলো পার্শ্ববর্তী কোন দেশে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে কতোটুকু অসহায় হয়ে যায়। এ বিষয় হয়তো তারাই বেশি বুঝতে পারে যারা প্রথমবারের মতো ভ্রমনে বের হয়ে থাকে। আর তার উপর আমাদের দেশ সহ বিভিন্ন দেশের দালাল চক্র গুলো কি পরিমান ওৎ পেতে থেকে একটা মানুষকে কিভাবে সম্পুর্ণ বাধ্য করে তারও প্রমান পেলাম বইটি পড়ে। এক কথায় নতুন কিছু জানলাম আর বইটি অসাধারণ, আশা করি সবার ভালো লাগবে।।