User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
টান টান উত্তেজনা আসলেই গড ফাদার থেকেও বেশি এক শন ...। বলার ভাষা নাই ।।অসাধারন ...।অনুবাদও খুব ভাল
Was this review helpful to you?
or
ভিনসেন্ট চার্লস টেরেসা, ১৯৩০ সালে ম্যাসাচুয়েট-এর রিভারে জন্মগ্রহণ করেন। তার অন্য নাম ফ্যাট ভিন্নি। স্ত্রী : ব্যালেন্স বোসেলম্যান। টেরেসা সাধারণ কোনো গুন্ডা সর্দার ছিলেন না। তিনি ছিলেন মাফিয়া কিং। নিষ্ঠুর স্বভাবের। এই লোকটি মাফিয়াদের হয়ে টানা আটাশ বছর কাজ করেছেন। সংঘটিত করেছেন অনেক লোমহর্ষক অপরাধ। পুলিশে ধরা পড়ার তিন বছরের মাথায় হয়ে ওঠেন আমেরিকান সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য ইনফর্মার। তার সহযোগিতায় ইউ. এস. গভর্নমেন্ট কমপক্ষে পঞ্চাশজন শক্তিশালী অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে তিনি মাফিয়াদের সম্পর্কে যেসব গোপন তথ্য প্রকাশ করেছেন তা কোনো সামাজিক দায়বদ্ধতা থেকে নয়। তার দলের লোকেরা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং নিজের সন্তানদের ভীতি প্রদর্শন করলে মাফিয়াদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠেন তিনি। যদিও মাফিয়াদের সংঘঠনে কঠোরভাবে নিষেধ আছে কোনো অবস্থাতেই দলের গোপন তথ্য ফাঁস করা যাবে না। তিন্তু টেরেসা বিশ্বাসঘাতকতা করেছেন, নিষেধ গ্রাহ্য করেননি। একুশ বছরের সাজা মওকুফ করে পাঁচ বছর মেয়াদি সাজায় পরিণত করা হয়েছে বলে যে টেরেসা মুখ খুলেছেন তাও না। মূল কারণ, তার পরিবারের একান্ত অনুরোধে মাফিয়াদের সমস্ত গোপন খবর ফাঁস করেছেন তিনি। সাংবাদিক টমাস সি. রেনারের কাছে নিজের মাফিয়া জীবন সম্পর্কে অকপটে যা বলেছেন টেরেসা, সেই আত্মজীবনীমূলক স্বীকারই "মাই লাইফ ইন মাফিয়া" গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে। মারিয়া পূজোর 'গড ফাদার' পড়ে যারা শিহরিত হয়েছেন তারা ভিনসেন্ট টেরেসার "মাই লাইফ ইন মাফিয়া" পড়ে চমকিত, বিস্মিত এবং রোমাঞ্চিত না হয়ে পারবেন না। তার মাফিয়া জীবন গল্পের চেয়েও রোমাঞ্চকর... লোমহর্ষক...