User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব সাবলীল ভাষায় রাজনৈতিক গল্প লিখে গেছেন। ইতিহাসের পথ ধরে হাটবেন। স্বজাতির গল্প পড়বেন। ইতিহাসে আগ্রহী যে কারো প্রথম পছন্দ।
Was this review helpful to you?
or
আমাদের অনেকের মনে এখনও প্রশ্ন ভারত কেন ভাগ হয়েছিল?? ভারত ভাগের প্রয়োজনীয়তা কী ছিল ?? পাকিস্তান আন্দোলন কেন হয়েছিল?? তাদের এই সমস্ত প্রশ্নের উওর কিছুটা হলেও আছে এই বইটিতে । বাংলাদেশ এর প্রকৃত ইতিহাস জানতে এই সমস্ত বইয়ের বিকল্প নেই??????♥️♥️♥️
Was this review helpful to you?
or
অসাধারণ বই। প্রত্যের পড়া উচিত।
Was this review helpful to you?
or
Amar pora sera ekta history boi. Academic boi e je ki itihash porano hoi ta ei boi pore janlam. Jara history valo bashen tara obbossoi ei boi ta porben.
Was this review helpful to you?
or
ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন থেকে পুরো পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়-পরবর্তী সময় পর্যন্ত প্রায় অর্ধশতাব্দীর রাজনৈতিক ইতিহাস জানার জন্য খুব সুন্দর গ্রন্থ।
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
বাংলাদেশের ইতিহাস
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
one of the best books about bangladesh politics
Was this review helpful to you?
or
A must read. Intellectually stimulating.
Was this review helpful to you?
or
Good book.
Was this review helpful to you?
or
Thanks
Was this review helpful to you?
or
রাজনৈতিক ইতিহাস জানতে খুব সাহায্য করবে এই বইটি
Was this review helpful to you?
or
খুব ভালো মানের লেখা, তবে ডিসকাউন্ট আরেকটু বাড়ানো উচিত
Was this review helpful to you?
or
অনেক তথ্যবহল বই। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে এই বইটি সকলের পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
The history of Pakistan politics was so readable , learned a lot... Gonna be my fav book
Was this review helpful to you?
or
সাহিত্যিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ হিসেবে সমান ভাবে সফল ছিলেন আবুল মনসুর আহমদ। 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' বইটি তার রাজনৈতিক জীবনীগ্রন্থ। ১৮৯৮ সালে জন্ম নেওয়া আবুল মনসুর আহমদ ১৯২০ এর দশক থেকে সক্রিয় ভূমিকা পালন করেন এই ভূখণ্ডের রাজনীতিতে। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ২১ দফা তার একটি অনবদ্য কাজ। ছিলেন এ. কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আস্থাভাজন। কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। কাজ করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। কিছু সময়ের জন্য পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন। করেন। ১৯২০ থেকে পরবর্তী পঞ্চাশ বছর এই ভূখণ্ডের রাজনীতি এবং আবুল মনসুর আহমদ এর রাজনৈতিক জীবন জানতে বইটি পড়ে ফেলা যায়।
Was this review helpful to you?
or
বইগুলোর প্রিন্ট চমৎকার ❤️❤️ অর্ডার ডেলিভারি খুব ফাস্ট। এমনও হয়েছে, শনিবার অর্ডার দিয়ে সোমবার পেয়েছি। ধন্যবাদ রকমারি এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে ❤️❤️
Was this review helpful to you?
or
৬০০ পাতার বেশি একটি বইয়ের মূল্যায়ন অল্প কথায় কখনোই করা যায় না। তার উপর বইটা যখন অবিভক্ত ভারতের অবিভক্ত বাংলা থেকে শুরু হয়ে ভারত ভাগ, পাকিস্তান সৃষ্টি, নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশ নামের একটা দেশের জন্মের ইতিহাস। লেখক আবুল মনসুর আহমেদ সাহেবের এক অমর সৃষ্টি এই " আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর "। যেখানে লেখক নিজে বিভিন্ন ঘটনার স্বাক্ষী থেকে ইতিহাসের ঘটনা গুলো তুলে ধরেছেন।
Was this review helpful to you?
or
অসাধারণ একখানা বই, রাজনৈতিক অাদর্শিক বলা চলে।
Was this review helpful to you?
or
বইয়ের নামঃআমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর লেখকঃআবুল মনসুর আহমদ প্রকাশনীঃপ্রথমা প্রকাশনা মূল্যঃ৬৮০টাকা "আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর "বইটিতে লেখক ১৯ শতকের প্রথম দিকের গ্রামের জমিদারি প্রথার বর্ণনা থেকে শুরু করে ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম সাধারন নির্বাচন পর্যন্ত সকল রাজনৈতিক কর্মকান্ডের প্রতিচ্ছবি তুলে এনেছেন। আবুল মনসুর আহমদ শুধু একজন সফল রাজনীতিবিদই নন , বাংলা ভাষার অন্যতম সাহিত্যকও বটে । রাজনৈতিক স্যাটেয়ার লেখায় তার উপরে যে কেউ নেই তার প্রমাণ এ বই। বইটা পড়ে আমি শেরে বাংলা এবং সোহরাওয়ার্দীকে নতুন ভাবে চিনলাম। বাংলার রাজনীতি যে তাদের কাছে কতভাবে ঋণী , এই বই না পড়লে তা চিন্তাও করতে পারতাম না।দ্বিজাতি তত্ত্ব , লাহোর প্রস্তাব আর দেশভাগ সম্পর্কে জানার জন্য এই বইটি ভালো একটি সুযোগ করে দিয়েছ আমাকে। আমাদের সমাজে দেশভাগ নিয়ে যে কত মিথ্যা ছড়িয়ে আছে , তার একটা পর্যালোচনা পেয়েছি বইটিতে। সমাজের পদে পদে হিন্দু মুসলমানের মধ্যে যে বিরোধ আর অবিশ্বাস সৃষ্টি হয়েছে , দেশভাগ ছাড়া যে তা মিটানো সহজ ছিল না , বইয়ে তার অসাধারন বর্ণনা পাওয়া যায় ।বইয়ের শেষ দিকে বাংলাদেশের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে তার যে বিশ্লেষণ , এক কথায় অবর্ণনীয় । মাঝে মাঝে এমন কিছু ঘটনা বা ব্যাক্তির নাম এসেছে বইটি না পড়লে জানতে পারতাম না কখনোই , যার বর্ণনা হয়তো সাধারন মানুষের জানার বাইরে ।আমার পড়া সেরা একটি বই।
Was this review helpful to you?
or
আবুল মনসুর আহমদ এই বইতে আজকের বাংলাদেশ নামে পরিচিত ভূ-খন্ডটির ১৯২০ থেকে ৭০ দশক অবধি প্রায় অর্ধশতাব্দীর রাজনৈতিক ইতিহাস তাঁর নিজস্ব অভিজ্ঞতার আলোকে ও অন্তরঙ্গ ভঙ্গিতে তুলে ধরেছেন।
Was this review helpful to you?
or
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ নাম শুনলেই বুঝা যায় , বইয়ের বিষয় কত বিশাল । ১৯ শতকের প্রথম দিকের গ্রামের জমিদারি প্রথার বর্ণনা দিয়ে বইয়ের শুরু আর শেষ হয়েছে ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম সাধারন নির্বাচনের মধ্য দিয়ে । আবুল মনসুর আহমদ শুধু একজন সফল রাজনীতিবিদই নন , বাংলা ভাষার অন্যতম সাহিত্যকও বটে । রাজনৈতিক স্যাটেয়ার লেখায় তার উপরে কেউ যেতে পারে নি । তার লেখা “আদু ভাই” বাংলা ভাষার অংশ হয়ে আছে । দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কৃষক প্রজা পার্টি , কংগ্রেস , মুসলিম লীগ আর আওয়ামীলীগের সদস্য ছিলেন । ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের ২১ দফার রচয়িতা তিনি । পরে পাকিস্তানের শিল্প ও বানিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন । অনেক বিখ্যাত রাজনীতিবিদের কাছ থেকে দেখেছেন । তাদের কাজকে যেমন প্রশংসা করেছেন , তেমনি দরকার পড়লে সমালোচনা করতেও দ্বিধা করেনি । এই বইটা আসলে এই কারনে অন্য সকল রাজনৈতিক বই থেকে আলাদা । বইটা পড়ে যে কেউ শেরে বাংলা এবং সোহরাওয়ারদিকে নতুন ভাবে চিনবে । বাংলার রাজনীতি যে তাদের কাছে কতভাবে ঋণী , এই বই না পড়লে তা চিন্তা করাও কঠিন । দ্বিজাতি তত্ত্ব , লাহোর প্রস্তাব আর দেশভাগ সম্পর্কে জানার জন্য এই বইয়ের কোন বিকল্প নেই । আমাদের সমাজে দেশভাগ নিয়ে যে কত মিথ ছড়িয়ে আছে , তার একটা পর্যালোচনা পাওয়া যাবে । সমাজের পদে পদে হিন্দু মুসলমানের মধ্যে যে বিরোধ আর অবিশ্বাস সৃষ্টি হয়েছে , দেশভাগ ছাড়া যে তা মিটানো সহজ ছিল না বইয়ে তার অসাধারন বর্ণনা পাওয়া যায় । বইয়ের শেষ দিকে বাংলাদেশের স্বাধীনতা আর মুক্তিযুদ্ধ নিয়ে তার যে বিশ্লেষণ , এক কথায় মাস্টারপিস ।
Was this review helpful to you?
or
ছোটবেলায় স্কুলের সমাজ বইয়ে পড়া যুক্তফ্রন্ট, ২১ দফা, ৬ দফা, ৭০ এর নির্বাচন, অধিবেশন স্থগিত ইত্যাদি শব্দগুলোর আসল তাৎপর্য বুঝলাম এই বইটি পড়ে। সন তারিখের ইতিহাস নয়, ইতিহাসের ধারাবাহিক বর্ণনা এবং প্রতিটি ঘটনা/সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষন অত্যন্ত সততা এবং বিনয়ের সাথে করেছেন উইট এবং সুক্ষ্ম হিউমার সহযোগে। এই বইটি পড়ার পর মনে হয়েছে এতদিন যা জানতাম তার অনেক কিছুই ছিল ভুল আর অসম্পূর্ণ!!! এই বইটি সবারই পড়া উচিৎ
Was this review helpful to you?
or
তিন তারকা!!! জ্বী, হ্যা। আপনি ঠিকই দেখছেন৷ সাহিত্যিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদের বহুল আলোচিত বইকে তিনতারকার বেশি দিতে পারলাম না - ১. বইটিকে 'কিংবদন্তি' হিসেবে পরোক্ষভাবে আখ্যায়িত করার প্রয়াস একদল পাঠকের আছে। অথচ তাঁরা হয়তো বিবেচনায় আনেন নি আবুল মনসুর নিজে পলিটিশিয়ান ছিলেন। পুরো বই একেবারেই ব্যক্তিগত পর্যবেক্ষণ, দর্শনের ওপর ভিত্তি করে লেখা। ব্যক্তিগত পর্যবেক্ষণ অনেকক্ষেত্রেই ব্যক্তির গন্ডি পেরুতে পারে না।বিশেষকরে যেখানে স্বার্থের সংঘাত থাকে। ২. আবুল মনসুর আহমদ যখন শেরে বাংলার অধীনে রাজনীতি করেছেন, তখন তাঁর নেতার কার্যকলাপকে লাইমলাইটে আনতে চেয়েছেন। অস্বীকার করেছেন ইতিহাসকে৷ বিশেষত, শ্যামা-হক মন্ত্রিসভা নিয়ে আবুল মনসুরের পক্ষপাত ছিল চোখে লাগার মতো। হক সাহেবের বারবার নীতি পরিবর্তনকে হালকা চালে দেখানোর চেষ্টাও ছিল। ৩. যখন তিনি মুসলিম লিগে যোগ দিলেন, তখন নেতা বদলে গেল আবুল মনসুর সাহেবের। সোহরাওয়ার্দী লিডার বনে গেলেন তাঁর। ১৯৩৭ এর নির্বাচনী প্রচার নিয়ে বিস্তর লিখলেন। কিন্তু ১৯৪৬ এর নির্বাচনে শহীদ সাহেব ও হাশিম সাহেবের ভূমিকা অনেকখানি এড়িয়েই গেলেন। কিন্তু কেন? ৪. কৃষক-প্রজা পার্টির কর্মী আবুল মনসুর। যখনই লিগে যোগ দিলেন, তখন তাঁর কলম যেন প্রজাপার্টির সঙ্গীদের নাম পর্যন্ত 'ভুলে গেলেন' কিন্তু কেন? ৫. বাংলাভাগের রাজনীতিতে একটি বড় জায়গা জুড়ে ছিল কলকাতার পূর্ববঙ্গের ছাত্র,যুবকদের নেতৃত্বের কথা। তাঁদের অন্যতম ছিলেন শেখ মুজিব। অথচ আবুল মনসুর সাহেবের লেখা পড়লে বোঝার কায়দা নেই অবিভক্ত বাংলার ছাত্র রাজনীতিতে শেখের কোনো অংশগ্রহণ কিংবা ঐ নামে কেউ ছিল। ৬.আওয়ামী লীগে আতাউর রহমান খান ও শেখ মুজিবের মাঝে নীতিগত বিভেদ ছিল। আগেই আতাউর রহমান খানের পক্ষ নিলেন আবুল মনসুর। অবশ্যই সরাসরি নয়। তাহলে পক্ষ নেওয়ার পর প্রকৃত ইতিহাস কীভাবে লেখা সম্ভব? ৭.. আইয়ুবের আমলের ছাত্র আন্দোলনের কথা আসেনিই বলতে গেলে। ৮.. আগরতলা ষড়যন্ত্র মামলার আগে পারতপক্ষে মুজিবের নাম তিনি পুরো আইয়ুব আমলে নিতে চাননি। অথচ আইয়ুবের আমলেই পূর্ববঙ্গের অবিসংবাদিত নেতা হিসেবে ধীরে ধীরে উত্থান ঘটতে থাকে মুজিবের। ছয়দফার ব্যাখা আবুল মনসুর লিখেছেন বলে দাবি তাঁর। অথচ কে ছয়দফা দিল, কেন দিল, ছয়দফা দেওয়ার পর দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, আইয়ুব সরকারের ভূমিকা এসবই কেন যেন এড়িয়ে যেতে চেয়েছেন আবুল মনসুর। মুক্তিযুদ্ধের অংশটি পরে সংযোজন করেন আবুল মনসুর। দেশে এতো ভয়াবহ ঘটনা ঘটেছে। ত্রিশ লাখ লোক প্রাণ দিয়েছে, মা-বোনের ওপর নির্যাতন হয়েছে - এইসবের কোনো চিহ্ন আবুল মনসুরের মুক্তিযুদ্ধের বয়ানে নাই৷ না থাকাটা অপরাধ নয়। কিন্তু এসব ইতিহাসকে হালকা করে দিখিয়ে, অন্যকিছুকে বড় করে লিখবার লক্ষণও ভালো ঠেকেনি আমার কাছে। আবুল মনসুর অনেক বড় রাজনীতিক ছিলেন হয়তো। কিন্তু ইতিহাস বয়ানে তাঁর ক্ষুদ্র মানসিকতার পরিচয় কম বড় নয়। অতীতের অনেকগুলো দরজা খুলে দেয় এই বই। কোন দরজা খুলে কতোটা সাবধানে বেরিয়ে আসবেন সেটাই হবে এই বইয়ের পাঠকদের জন্য বড় চ্যালেঞ্জ।
Was this review helpful to you?
or
কিছু কিছু বই আছে যেগুলো সম্পর্কে লেখার প্রয়োজন হয় না, কিংবা লেখার যোগ্যতা সবার হয় না। আবুল মনসুর আহমদকে এই প্রজন্ম হয়তো তেমন করে চেনে না, কিন্তু তার লেখা অন্তত একটা রম্য গল্প অনেকেরই পড়া। রম্য সাহিত্যে বাংলাদেশে তাঁর সমকক্ষ কেউ নেই বললেই চলে। কিন্তু তিনি মোটেও কেবল রম্য সাহিত্যিক না। তিনি প্রথম জীবনে সাংবাদিক, পরবর্তীতে পাকিস্তানের মন্ত্রী এবং পরবর্তীতে আওয়ামী লীগের জন্মকালীন সদস্যদের একজন। শুধু তা-ই নয়, সোহরাওয়ার্দির অনুপস্থিতিতে তিনি অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন। হয়তো শুনতে ততটা আহামরি লাগছে না, মন্ত্রী তো হতেই পারে। কিন্তু কথা হলো আবুল মনসুর ছিলেন তৎকালীন সলিড মানুষদের একজন। শিল্প-বানিজ্য মন্ত্রী হিসেবে সে সময়ে তিনি বেশ কিছু সাহসী পদক্ষেপ নেন যা তখন কিংবা এখন কেউ সাহসও করবে না। এই বইয়ে আবুল মনসুর আহমদ তার নিজের অভিজ্ঞতার আলোকে ব্রিটিশ ভারত থেকে স্বাধীন বাংলাদেশের রাজনীতির ইতিহাস লিখেছেন। একটি কথা বলা প্রয়োজন যে বইটি ওই সময়ের রাজনৈতিক ইতিহাসের চুলচেরা বিশ্লেষন নয়। কিন্তু লেখক যা বলেছেন, তা স্পষ্ট করে বলেছেন। কথার মারপ্যাঁচের কাছ দিয়েও যান নি। এখানেই তার স্বার্থকতা। জমিদারীর শেষ দিনগুলো, প্রজা আন্দোলন, ভারত ভাগ, হিন্দু মুসলিম সম্পর্ক থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত জানতে যারা ইচ্ছুক, এ বই তাদের সন্তুষ্ট করবে। সেই সঙ্গে জানা যাবে পার্লামেন্ট, মিনিস্ট্রি, আমলাতন্ত্র থেকে রাজনৈতিক দলের অনেক ভেতরের কথাও।