User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম- লর্ড এজওয়ার ডাইস (খুনের তদন্ত) লেখক- আগাথা ক্রিস্টি অনুবাদক-মারুফ হোসেন প্রকাশনী- সেবা কাহিনী সংক্ষেপে- জনপ্রিয় অভিনেত্রী জেন উইলকিনসন সাহায্যের জন্য আসলেন দুঁদে গোয়েন্দা এরকুল পোয়ারোর কাছে। তার স্বামী তাকে কিছুতেই ডিভোর্স দিতে চাচ্ছেন না। কিন্তু তিনি চাচ্ছেন এই সম্পর্ক থেকে ছুটি নিয়ে ডিউকের সাথে নতুনভাবে জীবন শুরু করতে। স্বামী লর্ড এজওয়ার এর কাছে পোয়ারোকে পাঠালেন জেন। বন্ধু হেস্টিংস সমেত সেখানে হাজির হলেন পোয়ারো । লর্ডের উত্তরে কিছুটা বিস্মিতই হলেন তারা। কারণ লর্ড ডিভোর্স দিতে রাজি। ঠিক তারপরের দিনই মৃত অবস্থায় পাওয়া গেল লর্ডকে। গতরাতে খুন হয়েছেন তিনি। সন্দেহের তীর জেনের দিকে। কিন্তু যখন লর্ড খুন হয় তখন ১৩ জন গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বসে ডিনার করছিলেন জেন। তবে সে রাতে কে যেন তাকে টেলিফোন করেছিল কিন্তু কথা বলেনি তার সাথে। কিন্তু লর্ডের গৃহপরিচারিকা বলছে অন্য কথা। সে রাতে নাকি জেনকে লর্ডের লাইব্রেরিতে দেখেছে সে। এরই মধ্যে খুন হয়ে গেলেন আরেক অভিনেত্রী কার্লোটা। খুন হয়ে গেলেন সেই ১৩ জনের একজন। কে ঘটাচ্ছে এত খুন? কি তার উদ্দেশ্য? জেন যদি ডিনার টেবিলেই থাকে তাহলে লর্ডের বাড়িতে কে গিয়েছিল? এসব প্রশ্নের সমাধান শেষ পর্যন্ত কি বের করতে পারবে পোয়ারো? পাঠ পতিক্রিয়া- কাহিনী বেশ ভালো। রহস্য রানির রচনা গুলো আসলেই চমকপ্রদ।এটাও তার ব্যতিক্রম নয়। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে মার্ডার ইন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস ও এন্ড দেন দেয়ার ওয়্যার নান। এই রচনাটাকে ওই দুইটার মত ভালো লাগেনি। তবে এমনিতে বেশ ভালো। অনুবাদ ভালোই লেগেছে আমার কাছে। চেখে দেখতে পারেন। সময় মন্দ কাটবে না আশাকরি।
Was this review helpful to you?
or
Poirot had been present when Jane bragged of her plan to 'get rid of' her estranged husband. Now the monstrous man was dead. And yet the great Belgian detective couldn't help feeling that he was being taken for a ride. After all, how could Jane have stabbed Lord Edgware to death in his library at exactly the same time she was seen dining with friends? And what could be her motive now that the aristocrat had finally granted her a divorce?
Was this review helpful to you?
or
#রকমারি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগিতা_৫ পর্বঃ ৫ বইঃ খুনের তদন্ত লেখিকাঃ আগাথা ক্রিস্টি রূপান্তরঃ মারুফ হোসেন প্রকাশকঃ সেবা প্রকাশনী প্রকাশকালঃ ২০১৭ ঘরানাঃ মার্ডার মিস্ট্রি প্রচ্ছদঃ রনবীর আহমেদ বিপ্লব পৃষ্ঠাঃ ২৮৮ মুদ্রিত মূল্যঃ ১০৪ টাকা ধরণঃ পেপারব্যাক || রিভিউ || কাহিনি সংক্ষেপঃ দুঁদে গোয়েন্দা এরকুল পোয়ারো আর তাঁর বন্ধু ও সহযোগী ক্যাপ্টেন হেস্টিংসের নিস্তরঙ্গ দিন কাটছিলো। এমন সময়ে প্রখ্যাত অভিনেত্রী জেন উইলকিনসন ওরফে লেডি এজওয়্যার একটা অদ্ভুত আর্জি নিয়ে পোয়ারোর কাছে এলেন। স্বামী লর্ড এজওয়্যারের কাছ থেকে মুক্তি চান তিনি। চান বিবাহবিচ্ছেদ। কিন্তু সমস্যা একটাই। অভিজাত বংশীয় লর্ড এজওয়্যার নাকি স্ত্রীকে কোনমতেই তালাক দিতে চাননা। জেন উইলকিনসন এরকুল পোয়ারোকে অনুরোধ করেন তাঁর 'একগুঁয়ে' স্বামীকে তালাকে রাজি করানোর জন্য। জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রীকে সাহায্য করার সিদ্ধান্ত নেন গোয়েন্দা এরকুল পোয়ারো। স্ত্রীকে তালাক দিতে রাজি হন লর্ড এজওয়্যার। সবকিছু জেন উইলকিনসনের অনুকূলেই যাচ্ছিলো। এমনকি মারটনের ডিউককে বিয়ে করার ইচ্ছাও পূর্ণ হতে চললো। কিন্তু হঠাৎই খুন হলেন লর্ড এজওয়্যার। ঘাড়ের পেছনে ছুরি মেরে খুন করা হয়েছে তাঁকে! স্বাভাবিকভাবেই সমস্ত সন্দেহ গিয়ে পড়লো লেডি এজওয়্যার, মানে জেন উইলকিনসনের ওপর। কিন্তু খুনের সময়ের একটা শক্তপোক্ত অ্যালিবাইও আছে তাঁর! এদিকে পুরো ব্যাপারটার সাথেই উঠতি আমেরিকান অভিনেত্রী কার্লোটা অ্যাডামসেরও যেন গূঢ় যোগসূত্র আছে। ঘটনার তদন্তে নেমে যখন এরকুল পোয়ারো ও ক্যাপ্টেন হেস্টিংস দেখলেন পাজলের সবগুলো টুকরোই প্রায় খাপেখাপে মিলে যাচ্ছে, ঠিক তখনই আরেকটা খুন হলো। পোয়ারোর সন্দেহভাজনের তালিকায় যোগ হতে লাগলো একের পর এক নতুন নাম। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া একটা খুনের কেস ক্রমশই জটিল হয়ে উঠতে লাগলো। এমনকি দুঁদে গোয়েন্দা এরকুল পোয়ারো স্বয়ং বিভ্রান্তির সাগরে নিমজ্জিত হতে লাগলেন বারংবার। উদ্ভূত সমস্ত জটিলতার শেষে যখন চরমতম সত্যটা সামনে এলো, এরকুল পোয়ারোও দারুনভাবে চমকৃত হলেন। পাঠ প্রতিক্রিয়াঃ 'খুনের তদন্ত' রহস্যরানী হিসেবে খ্যাত জনপ্রিয় লেখিকা আগাথা ক্রিস্টির 'Lord Edgware Dies'-বইয়ের বাংলা রূপান্তর। সেবা'র ইদানীংকালের তরুণ ও প্রতিভাবান অনুবাদক মারুফ হোসেনের চমৎকার সেবা সুলভ অনুবাদে বইটা পড়ার সৌভাগ্য হলো আমার। এমনিতেই আগাথা ক্রিস্টির এরকুল পোয়ারো ও মিস মার্পল বিষয়ক কাহিনিগুলো উপভোগ্য রহস্যময়তার মারপ্যাঁচে ভরপুর থাকে। সেই সাথে কাহিনিগুলোর পরতে পরতে জড়িয়ে থাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ও অভাবনীয় ট্যুইস্ট। কিন্তু বিখ্যাত গোয়েন্দা এরকুল পোয়ারো বিষয়ক 'খুনের তদন্ত' বইটা যেন এসবের চেয়েও এককাঠি বাড়া। এই মার্ডার মিস্ট্রিটার কাহিনির ভেতরে লেখিকা এতো রহস্যের প্যাঁচ কষেছেন যে ক্লাইম্যাক্স তো দূরের কথা, পরের অধ্যায়ে কি ঘটবে সেটারও বিন্দুমাত্র আন্দাজ পাওয়া যাচ্ছিলোনা। আর সবশেষে গিয়ে তো তিনি একেবারে চমকেই দিয়েছেন আমাকে। 'ঘুম হারাম করা রহস্য কাহিনি' বোধহয় একেই বলে। গোয়েন্দা এরকুল পোয়ারোর প্রখর বুদ্ধিমত্তাকেও 'খুনের তদন্ত'-এর কিছু জায়গায় একপ্রকার অসহায় হয়ে পড়তে দেখেছি। নিঃসন্দেহে, এই কেসটা তাঁর গোয়েন্দা জীবনের কঠিনতম কেসগুলোর একটা। সেই সাথে আগাথা ক্রিস্টির চমৎকার বর্ণনাভঙ্গির কারণে এই বইয়ের প্রত্যেকটা চরিত্রের ভূমিকা হয়ে উঠেছে দারুনভাবে জীবন্ত। মারুফ হোসেনের রূপান্তর আমার কাছে দারুন লেগেছে। কাহিনিটাকে অনন্যভাবে সুখপাঠ্য করে রূপান্তর করেছেন তিনি মূল বই থেকে। যা একই সাথে হয়ে উঠেছে সাবলীল ও উপভোগ্য৷ নবীন এই অনুবাদকের জয়যাত্রা যেন অব্যাহত থাকে, সেই কামনাই করি। রনবীর আহমেদ বিপ্লবের করা প্রচ্ছদটা চমৎকার লেগেছে। তবে আমার মতে, সেবা'র বইগুলোর প্রচ্ছদের ফন্টগুলোতে একটু বৈচিত্র্য আনা উচিৎ। নতুনত্ব জিনিসটার দরকার আছে। পাঠক সমাজ মাঝে মাঝে একটু ভেরিয়েশনের দেখা পেলে নিশ্চয়ই অখুশি হবেনা। আগ্রহীরা চাইলে পড়ে ফেলতে পারেন 'খুনের তদন্ত'। সময়টা ভালোই কেটে যাবে। ব্যক্তিগত রেটিংঃ ৪.৮/৫ © শুভাগত দীপ
Was this review helpful to you?
or
বিখ্যাত অভিনেত্রী জেন উইলকিনসন সাহায্য চাইলেন গোয়েন্দা এরকুল পোয়ারোর কাছে। তার স্বামী তাকে তালাক দিচ্ছে না। মি. পোয়ারোর কাজ তার স্বামীকে রাজি করানো। ঠিক পরদিন রাতেই খুন হলেন তার স্বামী। স্বাভাবিকভাবেই সন্দেহের তীর গিয়ে পড়লো অভিনেত্রী জেনের উপর। কিন্তু তার যথেষ্ট অ্যালিবাই আছে। খুনের সময় তিনি এক নৈশভোজে ছিলেন। এবং সেই ভোজে উপস্থিত লন্ডনের গন্যমান্য ব্যাক্তিগণ তার অ্যালিবাই। তাছারা খুনের দিন সকালেই তার স্বামী জানান তিনি তালাক দিতে রাজি। তাহলে খুনটা করলো কে? আরও রহস্যজনক ব্যাপার হলো, তার স্বামী ছয়মাস আগেই তালাকের সম্মতি জানিয়ে স্ত্রীকে চিঠি লিখেছিলেন। কিন্তু জেন বলছেন তিনি চিঠি পাননি। তাহলে চিঠিটা হাওয়া করে দিলো কে? একের পর এক রহস্য ঘনীভূত হচ্ছে। এরকুর পোয়ারোও বসে নেই। বন্ধু হেস্টিংসকে নিয়ে তদন্তে নেমে পড়েছে কোমড় বেধে। পাঠপ্রতিক্রিয়াঃ একেক গোয়েন্দা গল্প লেখকের একেক ধাচ। অগাথা ক্রিস্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি তা হলো তিনি ক্রাইম স্পটে ক্লু খোজেন না। তিনি তার গোয়েন্দাকে ঘরেই বসিয়ে রাখেন। এবং পরিস্থিতির উপর নির্ভর করে অসাধারন মেধার সাহায্যে সমাধানে আসেন। আরেকটা ব্যাপার হলো তার গল্পে ক্রাইমটা প্রথমে একেবারেই সাদামাটা থাকে। ধীরে ধীরে রহস্য ঘনীভূত হয়। আর যেটা থাকে তা হলো একগাদা চরিত্রের সন্নিবেশ। সব নাম মনে রাখাও একটা চ্যালেঞ্জ। অনুবাদক মারুফ হোসেনকে অভিনন্দন সেবায় অভিষেক হওয়ায়। সেবায় বর্তমানে অগাথা ক্রিস্টির জোয়ার চলছে। আমার মত নগন্য এই ভদ্র মহিলাকে চিনলো সেবার মাধ্যমেই। সবশেষে একটাই অাফসোস রয়ে গেলো। প্রচ্ছদটা একটু ভালো করতে পারতো।
Was this review helpful to you?
or
I AM GIVING A TRUE AND REAL OPINION. I LOVE HERCUL POIROT... THIS STORY WAS FABULOUS... AGATHA CRIESTI HAS A BRILLIANT AND INTELLIGENT AND SMART WRITING SKILLS AND METHOD.... SHE HAS MADED HER OWN WRITING WAY... THIS BOOK'S TRANSLATING FLOW WAS ACCEPTANCEABLE... I HAVE ENJOYED THIS BOOK... MARUF HUSSAIN TRANSLATED THIS BOOK USING EASY WORDS SO I AM GIVING THIS BOOK FIVE STAR... I HAVE JUDGED THIS BOOK FROM DIFFERENT WAYS... THIS IS SUCH A GRAT BOOK... WE HAVE A LOT OF UNKNOWN THINGS...