User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি অসাধারন ।যারা গাছকে ভালবাসে ,গাছ সমন্ধে জানতে ইচ্ছুক,কবে কখন কোন গাছে ফুল,ফল ধরে সবি সুন্দর ভাবে লিখা আছে যা আমার কাছে খুবি ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে এরকম একটা বই জাতিকে উপহার দেয়ার দেয়ার জন্য।শুভ কামনা।
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বই_রিভিউ বইয়ের নাম: বাংলাদেশের পুষ্প-বৃক্ষ লতা-গুল্ম লেখক: মোকারম হোসেন পৃষ্ঠা: ৩৫০ মূল্য: ৯০০(মুদ্রিত) প্রকাশক: IUCN এবং তরুপল্লব প্রথম প্রকাশ : সেপ্ট-১৭ আমরা প্রকৃতির অংশ এবং এই প্রকৃতির বিরাট এক সদস্য হল বৃক্ষ। কিন্তু কয়জন আমরা কয়টা বৃক্ষ চিনি? একসময় গ্রামের মানুষ এবং গ্রামের সাথে শহরের ততটা বিচ্ছিন্ন না হওয়ায় সবাই তাদের আশেপাশের গাছপালা চিনত,শনাক্ত করতে পারত। কিন্তু এখন ফার্মের মুরগীর মত বেড়ে ওঠা শহরের মানুষ তো বটেই গ্রমের লোকেরাও চিনে না,জানে না কোনটা কোন গাছ,কোনটার কী উপকারীতা। আগে গাছপালা নিয়ে চর্চা হত আর এখন কবিতা ও হয় না। যেই বাংলাদেশ তার পগাছপালার জন্য বিখ্যাত আমরা তাই চিনি না। এর যেমন একটি কারন নিজেদের অবহেলা তেমনি আরেকটি হল বৃক্ষনিধন। বৃক্ষই যদি না রাখি তাহলে পরবর্তি প্রজন্ম দেখবে কী আর জিজ্ঞাস করবে কী? গাছপালা টিকলে আমরাও টিকব আর তাই গাছপালা চেনা এখন আর শখের ব্যাপার নয় বরং অস্তিত্ব টিকিয়ে রাখার নির্বন্ধ। আমিতো ছোটবেলায় আম গাছে আম না হলে বলতেই পারতাম না এইটা আম গাছ।দাদাকে জিজ্ঞাস করলে ফটাফট বলে দিতে। তার কাছে শনাক্তকরন করা শিখার আগেই সে চলে গেলন এবং আমি হলাম ফার্মের মোরগ। পার্কে যাই গাছ দেখি,ছবি তুলে রেখে দেই জিজ্ঞাস করি এটা কী?কোনসময় উত্তর পাই কোন সময় নয়। একদা এক বাচ্চা আমাকে জিজ্ঞাস করে ভাইয়া এটা কী?আমি উত্তর দিতে পারিনি এবং এটা ছিল চরম অপমানজনক ঘটনা। তো আমি অনেক বই খুজেছি কিন্তু সন্তোষজনক পাইনি।ইতিমধ্যে বাংলাদেশে পাখি,বন্যপ্রানী এবং প্রজাপতির উপর কয়েকটি ফিল্ডগাইড বের হলেও বৃক্ষের জন্য বের হয় নি । স্যার এর বাসায় হঠাৎ এই বই দেখি। নাড়াচাড়া করে দেখলাম এখানে ৬০০ প্রজাতির উদ্ভিদগুলোকে ১৩ ভাগে সাজিয়েছে এবং প্রত্যেকের বৈজ্ঞানিক নাম সহ কোনটার কাজ কী,কোনটার বর্তমান পরিস্থিতি কী(বিপন্ন নকি সুরক্ষিত ইত্যাদি) । বইটা দেখে অনেক ভাল লাগল এবং এর ছবি যেমন পরিষ্কার কাগজ ও তেমনি ভাল মানের যা না ধরলেও বুঝা যাবে ।এবং এটি IUCN থেকে তাই তথ্যগুলোর উপর বিশ্বাস করা আরো সহজ করে দিল । আমি এখন স্যারের কাছ থেকেই বই নিয়ে ফিল্ডট্রিপে যাই(দাম ঠিক কিন্তু পকেট শূন্য হলে যা হয়)।৩৫০ পেজের হলে কী হল ,যথেষ্ট ভারী। আমার মত যারা ফিল্ডট্রিপে যায় তাদের জন্য অবশ্যই সংগ্রহে রাখার মত এটি । অবশেষে মোকারম স্যারকে ধন্যবাদ এইরকম একটা বই বাংলাদেশকে দেবার জন্য by Yousuf Hossen