User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Onek joss ekta boi???❤️
Was this review helpful to you?
or
The storytelling is good. But the ending can not please my mind.
Was this review helpful to you?
or
মোশতাক আহমেদের আরো একটি সেরা সৃষ্টি।
Was this review helpful to you?
or
onek valo ekta boi, onek sundor vabe boier kahini gula tule dhora hoyse, ekbar porte bosle na shes kore utha jay na
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বই_রিভিউ আমি সায়েন্স ফিকশন বলতে মূলত জাফর ইকবাল স্যারের বইগুলাকে বুঝতাম, আমি ক্লাস ৫-৬ থেকে বিজ্ঞানের কল্পকাহিনী, সায়েন্স ফিকশন বইগুলা পড়ি, তখন কার সময়ে বেশ ঝোক ছিল বইগুলা পড়ার, এর বাইরে যে আরো অনেক লেখক সায়েন্স ফিকশন লেখেন সেটা প্রথম জানলাম ক্লাস ৯ এ উঠার পর যখন হাতে একটা মোবাইল ফোন আসল, তখন কার সময়ে জাভা বেজড ফোন গুলোতেও টেক্সট ফরমেটে বই পড়া যেত,আমি নেট থেকে নামিয়ে নামিয়ে পড়তাম, যাক সে কথা মোশতাক আহমেদ স্যার কে অনেকেই চিনে থাকবেন,তরুন লেখক হিসেবে পুরা ফাটিয়ে ফেলেছেন, তার লেখা সায়েন্স ফিকশন গুলোর মধ্যে "পাইথিন" আমার প্রথম পড়া, বইটা পড়ে আমার এত পরিমাণ ভালো লেগেছে যে পরের দিন লাইব্রেরীতে গিয়ে গোটা ১০ এক বই কিনে ফেলেছি লেখকের। লেখক পরিচিতিঃ ------------------------ মোশতাক আহমেদ জন্ম ৩০ ডিসেম্বর ১৯৭৫ ফরিদপুর জেলায়, ঢাকা ভার্সিটি থেকে এম ফার্ম ডিগ্রি লাভ করেন, বর্তমান এ চাকুরী করেন, তিনি মূলত বৈজ্ঞানিক কল্পকাহিনী, গোয়েন্দা গল্প ছাড়াও বেশ কয়েকটি ভূতের গল্প ও লিখেছেন, নিকি,পাইথিন,রোবটিজম,ক্লিটি ভাইরাস,অতৃপ্ত আত্না ইত্যাদি উল্লেখযোগ্য। বই রিভিউঃ ---------------- স্পেসশিপ সাইমিন মূলত রেসকিউ বা উদ্ধারকারী স্পেসশিপ। যার মূল কাজ হচ্ছে মহাকাশে বিদ্ধস্ত বা বিপদগ্রস্থ অভিযাত্রী বা প্রাণীদের উদ্ধার এ সাহায্য করা। মূলত ৫ জন অভিযাত্রী নিয়ে স্পেসশিপ সাইমিন ক্যাপ্টেন ক্রিনোর নেতৃত্বে,সহকারী ক্যাপ্টেন জিমন, ইঞ্জিনিয়ার বিকিট,ডক্টর ইকো ও একজন নারী কম্পিউটার প্রোগ্রামার তিনিন কে নিয়ে মহাশূন্য অভিযান শুরু করে। কিন্তু পরে মহাশূণ্য দীর্ঘ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরে আসার সময় আরো একটি রহস্যাময় বিপদগ্রস্ত স্পেসশিপ ইস্টিন কে উদ্ধার করার জন্য সিদ্ধান্ত নেয়, ইস্টিনের অভ্যন্তরে প্রবেশ পথেই সাইমিন বুঝতে পারে সে পাইথিন নামক অশুভ এক প্রোগ্রামের ফাঁদে আটকা পরতে যাচ্ছে । কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে , পাইথিন এতটাই শক্তিশালী প্রোগ্রাম যে সেটা ধীরে ধীরে সাইমিন এর সকল প্রোগ্রাম কে নিক্রিয় করতে শুরু করে, স্পেপশিপ ইস্টিনের ভিতরে বন্দি হয়ে পরে সকল অভিযাত্রীরা। তারা বুঝতে পারে তাদের সামনে ভয়ানক বিপদ, মৃত্যু তাদের একমাত্র পরিণতি। কিন্তু তারা যে সবাই বাঁচতে চায়, ধ্বংস করতে চায় এই দুষ্ট প্রোগ্রাম পাইথিন কে। । পাইথিন পড়তে পড়তে আপনি হারিয়ে যাবেন কল্পনার এক রাজ্যে এই বইটিতে আপনি পাবেন, টান টান উত্তেজনা, রোমান্স আর শিহরণ শরীরের রোম দাড় করানোর মতো কিছু ঘটনা। পাবেন পঞ্চম মাত্রার রোবট রিকির মানুষের প্রতি অপার ভালোবাসার, আর আবেগের কাহিনী। ডক্টর ইকোর সাথে প্রোগ্রামার তিনিনের খুনসুটি। সাইমিনের অভিযাত্রীদের মধ্যে হারিয়ে যাওয়া ক্যাপেট ক্রিনো,জিমন ও বিকিটের বিভস্ব মূতু করুন চিত্র। । কিন্তু এত বিপদ ও সহযাত্রীদের হারানোর পরেও প্রতিকুল পরিবেশে টিকে থাকে ইকো ও তিনিন, তারা প্রতি ক্ষণে ক্ষণে মানুষিক ও শারিরীক নির্যাতিনের স্বিকার হতে থাকে পাইথিনের হাতে বন্দি হয়ে। অবশেষ তারা প্লান পরিকল্পনা করতে থাকে এই প্রাণ বিনাশ কারী প্রোগাম নে বিনষ্ট করার জন্য, এত কষ্ট আর অমানুষিক নির্যাতনের পরেও তারা কি পারবে এই শক্তিশালী পরাক্রমশালী প্রোগ্রাম পাইথিন কে ধ্বংস করে ইস্টিন থেকে তাদের জীবন বাঁচাতে, জানতে হলে পড়তে হবে " পাইথিন " নামের এই উত্তেজনা,রোমান্স, আর শিহরণ জাগানো বইটি। । #ধন্যবাদ By: Shariar Mahamud Kabbo
Was this review helpful to you?
or
awesome akta boi.....