User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গল্পটা লেখক ভালোই সাজিয়েছেন। কিন্তু একটা সায়েন্স ফিকশন থেকে যতটা আশা করেছিলাম ততটা ভালো লাগেনি। কাহিনীটা সায়েন্স ফিকশন হওয়ার দিক থেকে একটু কমতি রয়েছে।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Beautiful
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বুক_রিভিউ_কন্টেস্ট বইঃ কালো যাদুকর লেখকঃ হুমায়ূন আহমেদ প্রকাশকালঃ ২০০৫ প্রকাশকঃ পার্ল পাবলিশার্স ধরণঃ রহস্য ও অতিপ্রাকৃত গল্প পৃষ্ঠাঃ ৯৬ মূল্যঃ ১৫০টাকা। . হুমায়ূন আহমেদ বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। সাবলীল ঘটনার বর্ণনা আর সহজ ভাষায় লেখার কারণে হুমায়ুন আহমেদের বই এর তুলনা নেই। কালো যাদুকর হুমায়ূন আহমেদের সেরকম সহজ সরল সাবলীল একটি অদ্ভুত বই। . রিভিউঃ পৌষ মাসের প্রচণ্ড শীতের রাতে গলায় মাফলার পেঁচিয়ে গায়ে শাল জড়িয়ে মবিন উদ্দিন সাহেব তার বোন রাহেলার বাড়ি যাচ্ছেন।যাওয়ার পথে দেখলেন এক জায়গায় জটলা বেধেছে। জটলার দিকে এগিয়ে দেখেন একটা ছেলে সবাইকে ম্যাজিক দেখাচ্ছে। এই প্রচন্ড শীতেও ছেলেটা শুধুমাত্র একটা পাতলা হাফ হাতা শার্ট পড়ে আছে। দেখে মায়া লাগল তার। রাহেলার বাড়ি থেকে ফেরার সময় ষ্টেশন এর টিকিট কাটার সিড়িঘরে দেখলেন ঐ ম্যাজিশিয়ান ছেলেটা বসে আছে। তিনি ভাবলেন ছেলেটাকে বাড়ি নিয়ে একবেলা ভাত খাওয়ানো যাক। ছেলেটাকে নিয়ে তিনি রিকশায় উঠলেন। ছেলেটার নাম জিজ্ঞেস করায় ছেলেটা তার নাম টুনু বলে জানায়। মবিন সাহেব ভিতরে ভিতরে চমকে উঠেন। কারণ টুনু তার মৃত ছেলের নাম। তিনি আরেকটা বেপার খেয়াল করে চমকে উঠেন। ছেলেটার চেহারা অবিকল তার ছেলে টুনুর মত!! মবিন উদ্দিনের ছোট সংসার। আগে ছেলেমেয়ে সহ চারজন থাকলেও তার ছেলে টুনু মারা যাবার পর এখন তিনজন। তিনি, তার স্ত্রী সুরমা এবং অন্ধ মেয়ে সুপ্তি। উনার একটি লাইব্রেরী আছে। দোকানের বিক্রি-বাট্টা তেমন ভাল না। তাই সংসার চালাতে উনাকে হিমশিম খেতে হয়। যাহোক ম্যাজিশিয়ান ছেলেটাকে বাড়ি নিয়ে যাওয়ার পর মুবিন উদ্দিন সাহেবের স্ত্রী ও উনার অন্ধ মেয়ে ছেলেটাকে আপন করে নিলেন। ছেলেটা আসার পর থেকে মুবিন উদ্দিন সাহেবের জীবনন পাল্টে গেল। ছেলেটা উনার বাড়ি আসার পর থেকে আজব আজব ঘটনা ঘটতে লাগল। . পাঠপ্রতিক্রিয়াঃ হুমায়ূন আহমেদের অধিকাংশ বই থাকে অদ্ভুত,অতিপ্রাকৃত। এটাও ঠিক তেমনই একটা বই। উনি নিজেও একজন অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। ম্যাজিশিয়ান ছেলেটার মধ্য উনি উনার সেই অদ্ভুত চরিত্রের প্রতিফলন ঘটিয়েছেন। ম্যাজিশিয়ান ছেলের চরিত্রটা অদ্ভুত কিন্তু ভালো লাগার একটা ব্যাপার ওর মধ্যে আছে। আমরা জানি প্রতিবন্ধীরা সাধারণত অসম্ভব বুদ্ধিমতি হয়, ওদের এক দিকে কমতি থাকে বলে বিধাতা অন্যদিকে পূরণ করে দেন। সুপ্তি মেয়েটির বেলায়ও ঠিক তাই। মেয়েটি অন্ধ হলেও অসম্ভব বুদ্ধিমতি। এক বসায় এক নিঃশ্বাসে পড়ার মতো একটি বই। বইটি একদম ছোটখাটো। প্রথম কয়েক পাতা পড়ার পর আপনি পুরুটা এক নিশ্বাসে শেষ না করে পারবেন না। হুমায়ূন আহমেদের সহজ সাবলীল লেখার ছোঁয়া আপনাকে টেনে নিয়ে যাবে উপন্যাসের শেষ পর্যন্ত। - Bibi Rasheda Afrin Rumi