User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই:ইসলামী মুসলমানদের সবার ফকিহ হওয়া আবশ্যক নয়। তবে ফিকাহ(ইসলামি আইন শাস্ত্র) ও উসূলে ফিকাহ(ইসলামি আইন শাস্ত্রের উতসগত বিদ্যা) সম্পর্কে মৌলিক জ্ঞান রাখা নিশ্চয়ই জরুরী। কিন্তু, আমাদের দেশে মাদ্রাসা শিক্ষার বাইরে সাধারণ ধারার প্রতিষ্টান গুলোতে এই ইলম চর্চার কোন প্রকার সুযোগ নেই। যার দরুন এ জনপদের মুসলিমদের বিরাট একটি অংশ ফিকাহ শাস্ত্রের নামও শোনেন নি। বাংলাদেশের মুসলমানদের এ সীমাবদ্ধতা কাটাতে বিশ্ব বরণ্য ফকিহ আল্লামা তাহা জাবির আল- আল ওয়ানি রচিত এ গ্রন্থ কিছুটা হলেও কার্যকরী ভূমিকা পালন করবে। লেখক এ ইলমের গুরত্ব সম্পর্কে বলেন, "মুসলিম চিন্তাবিদদের দ্বারা এ পর্যন্ত উদ্ভাবিত গবেষণা পদ্ধতির মধ্য উসূল আল ফিকাহকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান হিসেবে যথাযথ বিবেচনা করা হয়।অবশ্য ইসলামী জ্ঞানের সকল শাখা সূমহের নিখঁাদ ভিত্তি হিসেবে উসূল আল ফিকাহ শুধুমাত্র ইসলামী সভ্যতার উপকার সাধন করেনি বরং সামগ্রিকভাবে বিশ্ব সভ্যতার বুদ্ধিবৃত্তিক মানোন্নয়নেও অবদান রেখেছে।" মূল গ্রন্থাকার এটি ছয় খন্ডে রচনা করলেও এখানে শুধু উসুল আল - ফিকাহের প্রাথমিক দিকগুলোর আলোচনা পুস্তককারে উপস্থাপন করা হয়েছে। ছয় অধ্যায়ে বিভক্ত এ বইয়ের আলোচনা র দুটি দিক রয়েছ: ১. উসূলে ফিকাহ শাস্ত্রের মৌলিক আলোচনা ২. এ শাস্ত্রের বিকাশের ঐতিহাসিক ধারা বর্ণনা বইটিতে 'আল্লামা আলওয়ানী' আহালুল হাদীস ও আহলুল রায় নিয়ে তুলনামুলক আলোচনা করেছেন।উসূলুল ফিকাহের আদি গ্রন্থ ঈমাম শাফিঈ (রহ) রচিত আর রিসালাহ নিয়ে বিশদ তথ্য উপস্থাপন করেছেন। ইজতিহাদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। আশা করা যায়, এ জনপদের বিশ্বাসীদের উসূলুল ফিকাহ'র প্রাথমিক পাঠ গ্রহনে এ গ্রন্থ গুরত্ববহ ভূমিকা পালন করবে।
Was this review helpful to you?
or
উসূল শব্দটি আসল এর বহুবচন। শাব্দিক অর্থ মূল বা ভিত্তি অর্থাৎ যে বস্তুর উপর অন্য বস্তুর ভিত্তি স্থাপন করা হয় তাকে বলে আসল। ফিকাহ শব্দের অর্থ জ্ঞান, বুৎপত্তি, পারিভাষিক অর্থ ইসলামী শরিয়াত সম্পর্কিত জ্ঞান, গবেষণার সাহায্যে ইসলামী শরীয়াতের বিধানসমূহ তার উৎস থেকে নির্গত করার শাস্ত্র, এক কথায় ইসলামী আইনের সমষ্টি। অতএব উসূলে ফিকাহ অর্থ আইন শাস্ত্রের ভিত্তি আইনের মূলনীতি, আইনতত্ত্ব। মুসলিম চিন্তাবিদদের দ্বারা এ পর্যন্ত উদ্ভাবিত গবেষণা পদ্ধতিরমধ্যে উসূল আল ফিকাহকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান হিসেবে যথাযথভাবে বিবেচনা করা হয়। অবশ্য ইসলামী জ্ঞানের সকল শাখা সমূহের নিখাদ ভিত্তি হিসেবে উসূল আল ফিকহ শুধুমাত্র ইসলামী সভ্যতার উপকার সাধনই করেনি বরং সামগ্রিকভাবে বিশ্ব সভ্যতার বুদ্ধিবৃত্তিক মানোন্নয়নেও অবদান রেখেছে।