User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রহস্য,রোমান্স সেক্স ষড়যন্ত্র নিয়ে লেখা এই থ্রিলার বইটির প্রতিটি পৃষ্ঠা একেকটা ধোয়াসার ঠিকানা।একবারে শেষ না করে ওঠা যায়না এমন গল্পের আদলে লেখা।যদি বইটি উচ্চ রুচিশীলতার মনভাব নিয়ে পড়া যায় তাহলেই বইটি মুল চেতনা ধরা দেবে।?
Was this review helpful to you?
or
Mystery Thriller is my favourite Genre I loved it ?
Was this review helpful to you?
or
একবারে শেষ না করে ওঠা যায় না এমন বই।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা।। # মাসঃ জানুয়ারী বইঃ ব্লাড লাইন লেখকঃ সিডনি শেলডন , রূপান্তরঃ অনীশ দাস অপু ধরনঃ রহস্য রোমাঞ্চ উপন্যাস প্রচ্ছদঃ ধ্রুব এষ প্রকাশনাঃ অনিন্দ্য প্রকাশ রকমারি মূল্যঃ ১৯৫ পৃষ্ঠাঃ২৪০ সংক্ষিপ্ত রিভিউঃ ব্লাড লাইন গল্পের শুরু বিজনেস টাইকুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঔষধ কম্পানি “রুফ এন্ড সনস” এর কর্ণধার মাল্টিবিলিওনিয়র স্যাম রুফের রহস্যজনক মৃত্যু দিয়ে। ঘটনাটি এতই আকস্মিক যে এই সিংহপুরুষটির অপঘাতে মৃত্যুর এ ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেনা একান্ত সহকারী ও বিশ্বস্ত বন্ধু রিজ উইলিয়াম। রুফের মৃত্যুতে কোম্পানির যোগ্য উত্তরসুরী কিন্তু কম্পানীর নিয়ম অনুযায়ী পরিবারের বাইরের কেউ “রুফ এন্ড সনস” এর বোর্ড অফ ডাইরেক্টর হতে পারবে না, তাই স্যাম রুফের রহস্যজনক মৃত্যুতে এই মাল্টিবিলিওয়ন কোম্পানির মালিক হয়ে যায় স্যাম রুফের একমাত্র কন্যা এলিজাবেথ। স্যামের আকস্মিক মৃত্যুতে ডামাডোল “রুফ এন্ড সনস” কম্পানী বুদ্ধি আর পরামর্শের জন্য বার বার রিজ উইলিয়ামের কাছেই ছুটে যেতে হয় এলিজাবেথকে। বাবার এত সাধের কোম্পানিকে যেকোনভাবে বাঁচাতে বধ্যপরিকর সে কিন্ত এলিজাবেথের এ সিদ্ধান্ত কি সহজে মেনে নেবে ক্ষমতালোভী পরিবারের বাকি সদস্যরা? এলিজাবেথ ছাড়াও আছে বার্লিন থেকে অ্যানা, প্যারিস থেকে ইভো প্যালাজী আর হেলেন আর লন্ডনের এলেক নিকোল রুফ পরিবারের বাকি সদস্য নামের মত রহস্যময় বর্ণিল এক একটি চরিত্র যেন এক একটি গল্প । আর আছে রহস্যে ঘেরা সুদর্শন রিজ উইলিয়াম। এদিকে বাবার কম্পানির হাল ধরার পর থেকেয় একের পর এক দুর্ঘটনায় জড়িয়ে পড়েছে এলিজাবেথ। দু দুবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে সে। এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা?? নাকি পথেরকাঁটা ভেবে আড়ালে কেঊ সরিয়ে দিতে চাইছে তাকে?? বাঁচতে হলে এসব অশরীরী আততায়ীদের পরাস্ত করতেই হবে । এলিজাবেথ কি পারবে এদের মাত দিতে??? এক কথায় শ্বাসরুদ্ধকর একটি গল্প। সিডনি শেলডনের লেখা যতবারি পড়ি মুগ্ধ হতে হয়। বার বার পড়লেও নতুন বই পড়ার মত শিহরন কাজ করে। আমি মূল বইটায় পড়েছি আর রিভিউটাও মুল বই থেকেই করেছি তবু রকমারি সাইটে অনীশ দাস অপুর লেখার এক ঝলক যা পেলাম নেহাত মন্দ না। ভাষার সাবলীলতা ভাল লেগেছে। আর রেটিং এর কথা বললে আমার তরফ থেকে ৫/৫। https://www.rokomari.com/book/15173
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
?বুক রিভিউ ? বইয়ের নাম :- ব্লাড লাইন লেখক :- সিডনি শেলডন অনুবাদ :- অনীশ দাস অপু ধরণ :- থ্রিলার উপন্যাস প্রকাশনী :- অনিন্দ্য প্রকাশ পৃষ্ঠা সংখ্যা :- ২৪০ মুদ্রিত মূল্য :- ৩০০ টাকা ?ভূমিকা :- "ব্লাড লাইন" 'সিডনি শেলডন' এর লেখা একটি জনপ্রিয় বেস্ট সেলার থ্রিলার উপন্যাস। বইয়ের প্রচ্ছদে যেমনটা লেখা আছে 'প্রাপ্তবয়স্ক থ্রিলার', এটা কিন্তু আক্ষরিক অর্থেই প্রাপ্তবয়স্কদের জন্য লেখা। কাহিনীর প্রয়োজনে লেখক প্রচুর যৌনতা আমদানি করছেন এবং অনুবাদক এইসব জায়গায় কোন কাঁচি চালাননি। তাই যারা শারীরিক ও মানসিকভাবে অপ্রাপ্তবয়স্ক তাদের বইটি না পড়াই ভালো। ? কাহিনী সংক্ষেপ :- 'স্যাম রোফ' বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ওষুধ কোম্পানি 'রোফ অ্যান্ড সন্স' এর কর্নধার। সারা বিশ্বে একশো'র ও বেশি দেশে এই কোম্পানি রাজত্ব করে। এটা একটা প্রাইভেট কোম্পানি, পরিবারের সদস্যরা ছাড়া বোর্ড অফ ডিরেক্টরের আসন বাইরের কেউ পায় না। অর্থাৎ কোম্পানির শেয়ার বিক্রি যোগ্য নয়। কিন্তু বোর্ডের চেয়ারম্যান স্যাম রোফ ছাড়া রোফ পরিবারের বাকি চার সদস্যের সবাই চায় শেয়ার বিক্রি করে দিয়ে মিলিয়ন ডলার আয় করতে। শেয়ার বিক্রিতে একমাত্র বাঁধা স্যাম রোফ। ঠিক এরকম সময়ে ঘটলো ঘটনাটা। পাহাড়ে চড়তে গিয়ে পা পিছলে মারা গেলেন স্যাম রোফ। এটা কি শুধুই দূর্ঘটনা নাকি খুন?? স্যামের মৃত্যুর পর তার উত্তরাধিকারী হিসেবে কোম্পানির চেয়ারম্যান হলো তার একমাত্র সুন্দরী ও বুদ্ধিমতী কন্যা এলিজাবেথ রোফ। মারা যাওয়ার সময় সাথে থাকা একটি গোপনীয় ফাইল থেকে লিজা জানতে পারল কিছুদিন ধরেই তাদের কোম্পানিতে সাবোটাজ করা হচ্ছে। স্যামকে চাপে ফেলার জন্য ফ্যাক্টরিতে বিস্ফোরণ ঘটানো হয়, বিষাক্ত ওষুধে ভুল লেবেল লাগানোর ফলে মারা যায় একশো'র ও অধিক মানুষ। আর এই সব কিছুর পেছনে আছে উঁচু পদের কেউ,তাদের পরিবারের মধ্যের এক বা একাধিক ব্যাক্তি। খুঁজে বের করতে হবে তাকে। কোম্পানির চেয়ারম্যান হওয়ার পর এলিজাবেথ'কেও শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য সবাই চাপ দেওয়া শুরু করলো। কিন্তু সে তার বাবার মতোই রাজি হলো না বিক্রি করার জন্য। ফলে শুরু হলো আক্রমণ। পিছু নিলো মৃত্যু। বাবার মতোই মরতে হবে এলিজাবেথ রোফ'কেও। সে কি পারবে নিজেকে বাঁচাতে? খুঁজে বের করতে পারবে বাবার খুনিকে?? এই কালপ্রিট তাদের মধ্যেই একজন, কিন্তু কে সেই ব্যাক্তি?? ❤️পাঠ প্রতিক্রিয়া :- এটা আমার পড়া সিডনি শেলডন এর প্রথম বই। অনেকদিন আগেই বইটা কিনে রাখলেও এতোদিন পড়া হয়নি। অসাধারণ একটা থ্রিলার, অসম্ভব গতিময় একটা উপন্যাস। একবার শুরু করার পর শেষ না হওয়া পর্যন্ত থামার উপায় নেই। শেষ পর্যন্ত না পড়লে বোঝার কোন উপায় নেই কে আসল কালপ্রিট। পড়ার সময় সবাইকেই সন্দেহ হচ্ছিল। সবাইকে সন্দেহ করার মতো যথেষ্ট কারণও ছিল। আবার কখনো কখনো মনে হচ্ছিল হয়তো সবাই এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। তবে আমি কিভাবে যেন বুঝতে পারছিলাম যে আসল শয়তান কে, তারপরও মাঝে মাঝেই সন্দেহ হচ্ছিল যে আমার ধারণা ভুল,হয়তো অন্য কেউ ভিলেন। আর এই সন্দেহর কারণেই শেষ পর্যন্ত পড়তে বাধ্য করবে যে কাউকে,,,,,,, ঘরে থাকুন, বেশি বেশি বই পড়ুন❤️❤️ Stay Home, Be Safe❤️❤️ বই হোক সব সময়ের সঙ্গী ❤️❤️ Happy Reading ❤️❤️