User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ চম্বল কী রাণী লেখকঃ কৃষণ চন্দর অনুবাদকঃ জাফর আলম ধরনঃ উপন্যাস প্রচ্ছদঃ অতনু তিয়াস প্রকাশনীঃ আহমদ পাবলিশিং হাউজ রকমারি মূল্যঃ ৯০ বইটির উৎসর্গপত্রঃ "(বইটি কাউকে উৎসর্গ করা হয়নি!)" লেখক প্রসঙ্গঃ কৃষণ চন্দর একজন উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, কাহিনীকার, ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক। উপ-মহাদেশে উর্দু সাহিত্যে কৃষণ চন্দরের ন্যায় খ্যাতি আর জনপ্রিয়তা কম লেখকের ভাগ্যেই জুটেছে। বাংলা সাহিত্যেও কৃষণ চন্দরে সুপরিচিত এবং বিদেশী লেখক হিসেবে বাংলা ভাষায় কৃষণ চন্দরের গল্প উপন্যাস অনূদিত হয়েছে সর্বাধিক। কৃষণ চন্দরের ছোট গল্প চীনা, ইংরেজি, আরবী, রুশ, পার্শীসহ বিশের ৬০টি ভাষায় অনূদিত হয়েছে। সোভিয়ের ইউনিয়নে কৃষণ চন্দর একটি জনপ্রিয় নাম এবং রুশ ভাষায় অনূদিত ওনার গল্প সংকলন লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। এই মহান লেখক ১৯১৪ সালে জন্মগ্রহণ করে ১৯৭৭ সালে পরলোকগমন করেন। রিভিউ নং- ০৪ ঘুমঘুম চোখ নিয়ে উপন্যাসটা পড়তে বসেছিলাম। কয়েক পাতা পড়ার পর চোখের ঘুম যে কোথায় হারালো তা বইটা শেষ করার পর বুঝতে পারলাম। স্পেনের রাণী ইসাবেলা উনার জীবনে মাত্র দুইবার গোসল করেছিলেন এটা যেমন ভয়ানক সত্যি তেমনি এই "চম্বল কি রাণী" উপন্যাসটা সত্য কাহিনী অবলম্বনে রচিত এটাও সত্যি। আসলেই বাস্তবতায় এটা কতটুকু সম্ভব.? বই মনের পরিধি বারায়... তাহলে এই বইটা মনের পরিধি বাড়াতে কতটুকু সাহায্য করবে.? আসুন এক নজরে দেখে পড়ে নেই এই বই সম্পর্কে কিছু কথা; 'চম্বল কী রাণী' কৃষণ চন্দরের বিখ্যাত উপন্যাস যার ভিত্তিতে হিন্দী ছায়াছবিও নির্মিত হয়েছে। এটি শুধু উপন্যাস হিসেবে নয় ছায়াছবি হিসেবেও সেই সময়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলো। মানবজীবন কখন কোন দিকে মোড় নেয় তা কেউই বলতে পারেনা। ছোট্ট একটা জীবন আমাদের, এর মাঝেই কত আশা ভালবাসা বাসা বেধে রয়েছে। কারোর আশা পূর্ণ হয় আর কারোর আশা স্মৃতির পাতায় ধোঁয়াশা হয়ে রয়। চামেলী বাঈ এর আশাটাও খুব একটা বড় ছিলো না। পরিবারের সবাই একটু ভালোভাবে একসাথে বাচতে চাইছিলো। শেঠদের বাড়িতে মুজরা দেওয়া চামেলী বাঈ এর পেশা। একদিন এক মুজরাতে আঠারো বছরের যুবতী চামেলীকে মন দিয়ে ফেলেছে রামমোহন সিং। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। রামমোহন সিং তার মনের কথা জানিয়ে দিলেও ওপাশ থেকে আসে একটি নির্বিকার উত্তর, "আমাকে একটু ভাবার সময় দাও, দেওয়ালীর দিন এসো।" -দেওয়ালী তো এখনো একমাস বাকী। "এর আগে আমার সাথে দেখা করো না।" - কেন.? "তোমাকে ভুলতে চেষ্টা করব, তাই।" -যদি ভুলতে না পার.? "তবে তোমায় অনুরোধ রইল, আমায় ভুলে যেও।" সুলতান ডাকাত আর কাল্লা ডাকাত দুজন এক হয়ে গেছে। তাদের মাঝে কোনো বিবাদ নেই। লুকিয়ে লুকিয়ে তারা দুজনই চামেলী বাঈ এর প্রেমে হাবুডুবু খাচ্ছে। চামেলীকে বিয়ে করাটাই তাদের... এক গভীর রাতে সুলতান ডাকু চামেলীকে বাঈকে অপহরণ করে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলে। সুলতান চামেলী'র নাম বদলে রাখে পুতলী বেগম... এই অপহরণের ফলে কাল্লা ও সুলতান আবার বিভক্ত হয়ে যায়। চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া। শীঘ্রই ঘনিয়ে আসে দেওয়ালীর দিন। রামমোহন সিং চামেলী বাঈ এর জবাব পেতে তার বাড়িতে যায়। চামেলী তাকে না করে দেয়। রামমোহন কোনো কথা না বলে দ্রুত প্রস্থান করে। যোগ দেয় পুলিশে... সুলতানের ঔরসে জন্ম হয় এক কন্যা সন্তানের... সুলতান ডাকু তারই এক ঘনিষ্ঠ সহচরের হাতে মারা পরে। পুতলী বিয়ে করে তার চির শত্রু কাল্লা ডাকুকে। চালায় ত্রাসের রাজত্ব... একজন নারীর মনে সবসময় মাতৃত্ববোধ জেগে থাকে। চামেলী কীভাবে পুতলী ডাকাতে পরিণত হল.? এই গল্প তাদের জন্য, যারা বিশ্বাস করেনা পরিস্থিতি সব কিছু বদলিয়ে ফেলে। এই গল্প তাদের জন্য, যারা ইতিহাস জানতে আগ্রহী। এই গল্প তাদের জন্য, যারা বাঈদের জীবনবৃত্তান্ত জানতে আগ্রহী। এই গল্প তাদের জন্য, যারা ভালোবাসায় বিশ্বাসী নয়। এই গল্প সেই গল্প, একজন নর্তকী থেকে শ্রেষ্ঠ ডাকাতে পরিণত হওয়ার গল্প, চামেলী থেকে পুতলী হওয়ার গল্প, একটি ভালোবাসার গল্প। জীবনের আশ্চর্য লীলাখেলা কখন কোথায় শুরু হয়ে যায়, তা আজও সবার অগোচরে। চামেলীর স্বপ্ন পুতলী হওয়ার ঘটনা সব যেন স্বপ্ন দেখার মতই রোমাঞ্চকর ঘটনা। একের পর এক চমৎকার বর্ণনায় এগিয়ে গিয়েছে গল্পটি। চম্বলের গভীর অরণ্যের ডাকাত পুতলীর সত্য জীবনকাহিনী অবলম্বনে রচিত এই উপন্যাসটি। আর, অনুবাদটা.? ভালোই হয়েছে। খারাপ না। তাহলে আর দেরি কেনো.? এখনই অর্ডার করে ফেলুন বইটি... ব্যক্তিগত রেটিংঃ ৪.৫/৫ হেপি রিডিং :)