User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ।
Was this review helpful to you?
or
মোটামুটি
Was this review helpful to you?
or
সত্যি প্রশংসনীয় বই।এই বইটিতে ইসলাম যে শান্তির ধর্ম তা সুন্দভাবে উপস্থাপন করা হয়েছে।❤❤❤। নাস্তিকদের প্রশ্নগুলো সুন্দরভাবে ব্যাখা করা হয়েছে।
Was this review helpful to you?
or
লেখক বইয়ের ভূমিকাতেই বলেছেন, বইটা একাডেমিক না৷ উনার নিজস্ব কিছু অভিজ্ঞতার অনুভূতির সংকলন বলা যায়। আমার কাছে, এইসব অনুভূতি কিংবা অভিজ্ঞতাগুলো নিতান্তই ইসলামিক মনে হয়েছে। অর্থাৎ পুরো বইয়ে ইসলাম ধর্মের কিছু রিচুয়াল তথা ইসলাম ধর্মকে মহিমান্বিত করা হয়েছে প্রতিনিয়ত। ইসলামিক অনেক আশ্চর্যজনক তথ্যও দেওয়া হয়েছে। আবার সাদামাটা কিছু কথাও লেখা হয়েছে, যেগুলো দিব্যি সহজলভ্য। পুরো বইটা কতগুলো এলোমেলো অধ্যায়ে সাজানো হয়েছে। সূচিপত্রের নামগুলোও ছিলো অত্যন্ত মুখরোচক। তবে সব মিলিয়ে বইটি মোটামুটি লেগেছে।
Was this review helpful to you?
or
বেশকিছুদিন আগে একটা বইয়ে পড়েছিলাম । বইটি একজন পাঠককে সত্যকে শুধু জানিয়েই দেয় না,বরং উপলব্ধিও করতে শেখায়।আমাদের নজর এড়িয়ে যাওয়া রাব্বের দেওয়া অসাধারণ নিয়ামাতগুলো নিয়ে ভাবতে শেখায়।আসলেই তো!কত্তকিছু পেয়ে আসছি আমরা চাওয়ার চেয়ে বেশি,প্রত্যাশার চেয়ে বেশি!!!অথচ দাতার প্রতি এতটুকু কৃতজ্ঞতাবোধও হয়তো জন্মায়নি।কখনো যে স্বীকার করা হয়নি এত এত্তকিছু পাওয়াগুলো!!
Was this review helpful to you?
or
আমার পড়া বেস্ট একটি বই।ইসলামিক উদ্দিপনা জাগাতে বইটি একটি উপযুক্ত সহায়ক হিসেবে কাজ করবে। বইটি পড়ে আল্লাহর প্রতি অজস্র ভালোবাসা জন্মাবে। বইটি পড়ে আল্লাহর দরবারে কাঁদবে না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর।লেখক অসাধারণ কিছু কথা বইটিতে তুলে ধরেছেন।বিজ্ঞান দিয়ে ও কিছু কথা বোঝানোর চেস্টা করেছেন। অনেক অসাধারণ একটি বই।প্রত্যেক মুসলিমকে বইটি পড়া উচিৎ বলে আমি মনে করি।
Was this review helpful to you?
or
বইটিতে লেখক নাস্তিকদের কঠিন প্রশ্নের জবাবে কোরআনের আলোকে বিজ্ঞানের বিবর্তনে যৌক্তিক ব্যখ্যা দিয়ে আল্লাহর অস্তিত্বের উপযুক্ত প্রমাণ দিয়েছেন। শুধুমাত্র বিজ্ঞানের কিছু বিষয়ের উপর ভিত্তি করে আল্লাহর অনস্তিত্তের এক খোঁড়া যুক্তি দেখিয়েছেন। তিনি সেই সকল যুক্তির উপর পাল্টা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এই বিশ্বজগৎ আপনা আপনি সৃষ্টি হয়নি, স্রষ্টা বলতে অবশ্যই কেউ আছেন। এই রহস্যময় মহাবিশ্বের সব রহস্যই যেখানে আবিষ্কার হয়নি সেখানে তথাকথিত বিজ্ঞানমনস্ক কিছু যুক্তিবাদী নাস্তিকগণ মহাবিশ্বেরর স্রষ্টা মহান আল্লাহ তায়ালার অস্তিত্ব আছে কী নেই তা প্রমাণ করার বৃথা অপ- প্রয়াস চালান । মোহাম্মদ তোয়াহা আকবর তার লিখনির ক্ষুরধার দিয়ে সেই সকল অপপ্রয়াসের উপযুক্ত জবাব দিয়েছেন উল্টো নির্ণয় বইটিতে।
Was this review helpful to you?
or
এই বইটা নাস্তিকদের চেয়ে বেশি তাদের জন্য কার্যকর যারা নামে মাত্র মুসলিম। এটা তাদের চোখ খুলে দিবে। তাদের সামনে তুলে ধরবে তাদের এমন কিছু ভুল যা হয়তোবা তারা জানত না। সপ্তাহে যেমন একদিন জুম মা'র সালাত আদায় করে মুসলিম হওয়া যায় না। তেমন এই শরিয়তের কিছু বিধান বা যতটুকু আপনার সুবিধা তা মানলে জান্নাতি হওয়া যায় না। বইটি আপনাকে সত্যকে উল্টো করে দেখাবে। লেখকের জন্য শুভকামনা রইল।
Was this review helpful to you?
or
#BestBook #MustReadOneTimeInYourLife!
Was this review helpful to you?
or
awesome book
Was this review helpful to you?
or
Just awesome...
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বুক রিভিউ - ০১ বই - উল্টো নির্ণয় লেখক - মোহাম্মদ তোয়াহা আকবর প্রকাশনা - পরিপূরক প্রকাশনী বিশ্বাস যুক্তি-প্রমাণের উর্ধ্বে। তবে বিশ্বাস যখন দুর্বল থেকে দুর্বলতম হয়ে পড়ে তখন জন্ম নেয় সংশয়। আল্লাহ্ কি সত্যিই আছেন? নাকি নেই? প্রমাণ ছাড়া কেন মানবো? উত্তর চাই? তাহলে পড়ে ফেলুন বইটা। আলহামদুলিল্লাহ্। আপনার সংশয় নিরসন হলো। অথবা আপনি কখনোই সংশয়বাদী ছিলেন না। নিজেকে ‘মুসলিম’ বলেই পরিচয় দেন। তবে কেন যেন ইসলামের বিধানগুলো মানতে আপনার কষ্ট হয়! ইগোতে লাগে! তাই না? বইটি আপনার জন্যই। ছুম্মা আলহামদুলিল্লাহ্। আল্লাহ’র রাহমাতে ইসলামের প্রতিটি বিধান মেনে চলার চেষ্টা করছেন আপনি। এবার নতুন সমস্যা! আপনার আপনজনরাই আপনাকে কেমন যেন সন্দেহের চোখে দেখে! অনেকে বকাবকিও করে! হাল ছেড়ে দিবেন? সুসংবাদপ্রাপ্ত আগন্তুকদের দলে থাকতে চান না? আপনাকে অনুপ্রেরণা দিবে ‘উল্টো নির্ণয়’। তিন ক্যাটাগরির গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। গল্পের এই ধারাবাহিক বিন্যাস কতই না সুন্দর! হিদায়াতের পথে Touaha ভাইয়ের আহ্বান খুবই চমৎকার। মা শা আল্লাহ্। সত্য পিপাসু যে কেউ বইটি পড়ে হিদায়াত পেতে পারে ইন শা আল্লাহ্। [কুরআনের মাধ্যমে যারা হিদায়াত পায় না তাদের কথা ভিন্ন। কেননা বইটা কুরআনের সাহায্য নিয়েই লেখা।] ব্যক্তিগত প্রতিক্রিয়া : বইটা পড়ার সময় মনে হয়েছে আমার বড় ভাই আমাকে নাসীহাহ দিচ্ছেন। যেন বলছেন, “প্লিজ! তুমি এই ভালো কাজটা করো। আর ওই মন্দ কাজটা করো না।” বইটা পড়লে আপনি মোটেই ঠকবেন না। ইন শা আল্লাহ্ অবশ্যই জিতবেন। রকমারি লিংক : https://www.rokomari.com/book/150572?ref=srac_p0
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ!! আমার পড়া বইয়ের সেরার তালিকায় অন্যতম একটি বই। বইটা পড়ে বহুবার নিজের ভিতরটা নেড়ে গিয়েছে আর মনে হয়েছে এ আমি কি করছি আমার সবই যেন ভুলে ঘেরা।। যেন লেখকের লেখাগুলো আমার জীবনের সাথে গাঁথা। আর একটা বইতে এতগুলো বিষয় ফুটিয়ে তোলা যায় তা এই বই না পড়লে হয়তো বুঝতামই না। ধন্যবাদ লেখককেও
Was this review helpful to you?
or
তোমরা ভাই নতুন যুগ আনলে। দারুন বই।
Was this review helpful to you?
or
Excellent book for those who are enthusiastic. Self Motivated,Change your mind. Just read & think.
Was this review helpful to you?
or
উল্টো নির্ণয় বই টা নাস্তিকদের কঠিন প্রশ্নের জবাবে কোরআনের আলোকে বিজ্ঞানের বিবর্তনে যৌক্তিক ব্যখ্যা দিয়ে ইশ্বর আছেন তার উপযুক্ত প্রমাণ দিয়েছেন। যারা শুধুমাত্র বিজ্ঞানকে বিশ্বাস করে, আল্লাহ নেই এই অদ্ভুত যুক্তি দেখিয়েছেন। তাদের যুক্তির উপর পাল্টা যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে, পৃথিবীর স্রষ্টা অবশ্যই কেউ আছে। এই বিশ্বজগৎ আপনা আপনি সৃষ্টি হয় নি। রহস্যময় মহাবিশ্বেরর সব রহস্যই যেখানে উৎঘাটন করতে পারেনি। তথাকথিত বিজ্ঞানমনস্ক যুক্তিবাদী(সুবিধাবাধী) নাস্তিকগণ, সেখানে রহস্যময় মহাবিশ্বেরর স্রষ্টা মহান আল্লাহ তায়ালার অস্তিত্ব আছে কী নেই, প্রমাণ করতে চান যুক্তি আর বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে।