User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এটা না পডার কোন মানে হই না। একবার ধরার পর এটা ছেডে ওঠা অসম্ভব। এক কথাই অসাধারণ। হেনরি রাইডার হেগার্ডের এটা আমার পডা প্রথম উপন্যাস। বলতে দ্বিধা নেই এটা পডার পর থেকে এক প্রকার হেনরি রাইডার হেগার্ড এর ফ্যান ই হয়ে গেলাম। নির্ধিধাই পডতে পারেন। আশা করি আপ্নার মনে অসাধারণ এক রোমাঞ্চ জাগাবে।??
Was this review helpful to you?
or
golpo tar soh kiso thik silo but amr kase ending ta oto valo lage nai. Ami vabsilam Olaf ar sathe edunar dekha hobe abar. but ta holo na. kahini ta khub e valo lagse. but ar che CLIOPETRA ar ending ta besi valo silo.
Was this review helpful to you?
or
valo legese .
Was this review helpful to you?
or
একটা অভিশপ্ত নেকলেস কিভাবে জীবনে দুর্ভোগ বয়ে আনতে পারে জানতে হলে পড়ুন দ্য ওয়ান্ডারার্স নেকলেস। হেনরী রাইডার হ্যাগার্ড তার স্বকীয়তা ধরে রেখে অনন্য একটি কাহিনী তৈরী করেছেন। ইডুনার অন্তহীন লোভ আর অহংকার তার ও ওলাফের জীবনে কিভাবে অপরিসীম দুর্ভোগ বয়ে আনে। হেনরী রাইডার হ্যাগার্ড এর আরও একটি মাস্টার ক্লাস সৃষ্টি।
Was this review helpful to you?
or
গল্পের প্রথম খন্ড অনেকটা ড্রাম্যাটিক ছিলো। আসল মজার শুরু হয় দ্বিতীয় খন্ড থেকে।মূলত একটি সত্যিকারের প্রেম কাহিনী বইটির ভিত্তি। ওয়ান্ডারারের নেকলেসটি যোগ্য ব্যক্তির গলায় না পরলে তা সেই ব্যক্তির জীবনে নিয়ে আসে নতুন ওয়ান্ডার। ঠিক এমন ঘটনা ঘটে আইরিনের জীবনেও নিঃস্ব হওয়াই হয় তার শেষ পরিণতি। ওলাফের সততা, নিষ্ঠা, দয়া, বিশ্বস্ততা,অপেক্ষা তাকে তার ভালবাসার মানুষের কাছে পৌঁছে দেয়।ওলাফকে অন্ধ বেশে পেয়েও হেলিয়োডোর তাকে আপন করে নেয়। সম্পূর্ণ গল্পটিতে "মার্টিনা"চরিত্রের নিঃস্বার্থতা সকলের কাছেই সম্মানিত হয়। চমৎকার এ গল্পটিতে জীবনের শেষ পর্যন্ত কর্তব্যপরায়ণতা অলংকৃত করেছে গল্পটিকে। গল্পের আমার প্রিয় একটি লাইন-"ভ্যালহাল্লা! ভ্যালহাল্লা! বিজয় অথবা ভ্যালহাল্লা!!!"
Was this review helpful to you?
or
হেনরি রাইডারের এই বইটি নিঃসন্দেহে অসাধারণ একটা বই। আর অনুবাদ হয়েছে নান্দনিক! সেবা প্রকাশনী ও রাইডারের ভক্তদের জন্য নিঃসন্দেহে পড়ার মতো একটা বই!
Was this review helpful to you?
or
নিয়তি, মোহ, কামনা, প্রেম, বিশ্বাসঘাতকতা, বিশ্বস্ততা, ঘৃণা, শাস্তি আর ক্ষমার গল্প। ভালো লেগেছে। ভালো অনুবাদ।
Was this review helpful to you?
or
এই বই পড়ার পর আমার একটা ধারণাই মাথায় এসেছে - খুব সামান্য একটি ঘটনা বা কাজ বা সিদ্ধান্ত মুহূর্তেই আমূল বদলে দিতে পারে একজন মানুষের জীবন। আর ওই মানুষটির পরিবর্তিত জীবনের প্রভাবে তছনছ হতে পারে আরো অসংখ্য জীবন কিংবা নতুন মোড়ে ঘুরে যেতে পারে তাদের জীবনচাকা। তেমনি এক পরিবর্তন,প্রভাব আর পরিণতির গল্প "দ্য ওয়ান্ডারার'স নেকলেস"।কথিত আছে, সর্দারের নাম "দ্য ওয়ান্ডারার"। যিনি গলায় পরতেন অদ্ভুত এক নেকলেস। লোকে বলাবলি করে, কয়েক শত বা কয়েক হাজার বছর আগে মৃত সেই সর্দার এখনো মাঝেমাঝেই দেখা দেন চাঁদনি রাতে। তখনো তার গলায় থাকে সেই অদ্ভুত নেকলেসটি। লোকমুখে প্রচলিত আছে, মানুষের জীবন বদলে দেবার ক্ষমতা আছে সেই নেকলেসের। নেকলেসটি নাকি অভিশপ্ত। কিন্তু হায়! এই অভিশপ্ত জিনিসের মোহে আটকেছে ইডুনা। আরে! ইডুনা আবার কে? তাইতো ইডুনা কে সেটাই বলিনি এখনো! ইডুনা হলেন ওলাফের বাগদত্তা। ওলাফ, যে কিনা আমাদের কাহিনীর মূল চরিত্র। বড় ভাই র্যাগনার এর জন্য মেয়ে দেখতে গিয়েছিলো ওলাফেরা সপরিবারে। কিন্তু সেখানে গিয়ে ঘটলো উল্টো কাহিনী! পাত্রী ইডুনাকে অপছন্দ করলো বড় ভাই। এদিকে ইডুনার রূপে মুগ্ধ হয়ে গেলো ওলাফ। ব্যাপারটি কেমন অদ্ভুত, তাইনা? যে মেয়েকে বড় ভাই অপছন্দ করলো তাকেই কিনা ভালো লাগলো ছোট ভাইয়ের! তা হোক! পছন্দ অপছন্দ তো ব্যক্তিগত রুচির ব্যাপার। কিন্তু ইডুনার মতো পরমা সুন্দরি মেয়েকে অপছন্দ করার পেছনে কি শুধু রুচির ব্যাপার ছিলো? নাকি সেখানে র্যাগনার এর কোন দূরদর্শিতার প্রভাব ছিলো? সে যাই হোক। যেহেতু ওলাফের পছন্দ হয়েছে সে হিসেবে ওলাফের সাথেই ইডুনার বিয়ে ঠিক হলো। এক চাঁদনি রাতে ইডুনাকে সাথে নিয়ে ঘুরতে বের হয় ওলাফ। সেখানে এতদিনের লোকমুখে শোনা ঘটনার সম্মুখীন হয় তারা। সর্দার ওয়ান্ডারারের কবরে অতিপ্রাকৃত কিছু প্রত্যক্ষ করে। এই ঘটনায় যদিও তাদের কোন ক্ষতি হয়না তবুও তা বয়ে আনে এক বিব্রতকর পরিস্থিতি। সর্দারের গলার নেকলেসের প্রতি আকৃষ্ট হয় ইডুনা। বলে দেয়, সেই নেকলেস তার চাই-ই চাই। নতুবা বিয়ে হবেনা। অতঃপর একরাতে ওলাফ বাধ্য হয়ে সবার অগোচরে লুকিয়ে মাটি খুঁড়ে সর্দারের খবরে ঢুকে পড়লো। কিন্তু তারপর? কী হবে ওলাফের? অভিশপ্ত নেকলেস ওলাফের জীবনে বয়ে আনবে অভিশাপ নাকি অভিলাষ? সেটা না হয় বই পড়েই জেনে নিন। এবার আসি পাঠপ্রতিক্রিয়ায়। আমি চরম মাত্রায় হ্যাগার্ড প্রেমী। স্যার হ্যাগার্ডের বই গুলি আমার কাছে ঘরে বসে দুর্দান্ত এডভেঞ্চার এর সামিল। হেনরি রাইডার হ্যাগার্ডের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিলো, "অ্যালান অ্যান্ড দ্য হোলি ফ্লাওয়ার" বইটির মাধ্যমে। তখন আমি একেবারেই বাচ্চা মানুষ। ক্লাস ফোরে পড়ি। বইয়ের কিছুই তখন বুঝিনি, ঠিকঠাক মতো উচ্চারণ করে পড়তেও পারিনি। এমন কি যিনি লাইব্রেরি থেকে বইটি এনেছিলেন - আমার বড় আপা যখন চোখ নাচিয়ে বলেছিলেন, "এই বই পড়ছো? বলোতো 'হোলি' মানে কী? " তখন সেই অর্থটুকুও বলতে পারিনি। তবুও সেটাই ছিলো প্রথম হেনরি হ্যাগার্ড এর বই হাতে তুলে নেয়া। এরপর বড় হবার সাথে সাথে হ্যাগার্ড মুগ্ধতা বেড়েই চলেছে। এই বই যখন সেবা থেকে প্রকাশিত হলো তার দুই দিন পরেই আমি তা সংগ্রহ করি। তারপর বাড়ি এসেই একটানা পড়া। কোথাও এতটুকু বিরক্ত লাগেনি। অবশ্য বিরক্ত লাগবেনা তা জানাই ছিলো। বইটির সবচেয়ে বেশি আকর্ষণীয় দিক হচ্ছে, কাহিনীর গাঁথুনি। সামান্যত বাহুল্যতা নেই। ঠিক যতটুকু প্রয়োজন ততোটুকুই লিখা হয়েছে। কোন বাড়তি বর্ণনা দিয়ে ভাব গম্ভীর করার চেষ্টা করা হয়নি। এজন্য পড়ে খুব আরাম পেয়েছি। সেবার বইয়ের রূপান্তর বা অনুবাদ মান নিয়ে কিছু বলার থাকেনা। সেখানে আরো সায়েম সোলায়মান ভাই। একেবারে মাখন।আরেকটা ব্যাপার না বললেই নয়, কোন বইয়ের নায়ক-নায়িকার বাদে পার্শ্ব চরিত্র যে কতটা শ্রদ্ধা কেড়ে নিতে পারে তার উদাহরণ এই বই। "মার্টিনা" চরিত্রটি আমার কাছে এই শ্রদ্ধার দাবিদার। সেই সাথে রাগে গা ঘিনঘিন করেছে "আইরিন" নামক লোভী আর কুটিল নারী চরিত্র দেখে। মোট কথা, ওয়ান্ডারারের নেকলেস পাঠক কে এক "wonder" (আশ্চর্য) অনুভূতি এনে দেবে।