User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যারা নারী স্বাধীনতার কথা বলে তাদেরকে সুন্দরভাবে কুরআন-হাদিস এর মাধ্যমে গল্পে গল্পে বোঝানো হয়েছে। জাঝাকাল্লহ।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ অসাধারণ একটা বই,, প্রত্যেক মেয়েদের পড়া উচিত??
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
পর্দা বিষয়ে অনেক চমৎকার একটা বই
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
ভালো ছিল
Was this review helpful to you?
or
Good One for girls who don't wear niqab
Was this review helpful to you?
or
ek kothay osadharon chilo boi dui ta
Was this review helpful to you?
or
Oshadharon akta boi
Was this review helpful to you?
or
পর্দা নিয়ে আমার পড়া সবচেয়ে ভালো বই।
Was this review helpful to you?
or
সত্যিই পর্দা বিষয়ে হৃদয়গ্রাহী আলোচনা।
Was this review helpful to you?
or
বই: ভার্সিটির ক্যান্টিনে জনরা: ইসলামিক বই (পর্দাবিষয়ক) লেখক: ড. মুহাম্মদ বিন অাবদুর রহমান অারিফী অনুবাদ: ছানা উল্লাহ সিরাজী প্রকাশনী: দারুল অারকাম প্রকাশ কাল: দ্বিতীয় প্রকাশ ফেব্রুয়ারি ২০১৮ পৃষ্ঠা: ৯৬ প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ মুদ্রিত মূল্য: ১৫০৳ পৃথিবীর যা কিছু সুন্দর সব কিছুই থাকে অাবৃত অবস্থায় অর্থাৎ পর্দা দিয়ে ঢাকা সংরক্ষিত। এই সুন্দর পৃথিবীরূপ অাকাশ নামক পর্দা দ্বারা অাবৃত। অতি মূল্যবান চোখের সুরক্ষায় অাছে চোখের পাপড়ির ছাউনি। অার অাল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানবকুলের মধ্য নারী হলো সুবাসিত ফুল।সবাই চায় তার পরশ নিতে। তাই নিজেদের সুরক্ষার জন্যই নারীদের প্রয়োজন পূর্ণরূপে পর্দা করা। অনাবৃত পাকা কলার তুলনায় খোসা বা পর্দা যুক্ত কলা যেমন অামাদের কাছে গ্রহণযোগ্যতা পায় তেমনি শরীয়হ্ মোতাবেক পূর্ণ পর্দানশীল নারী সকলের কাছে সম্মানীয়, অাকর্ষণীয়। ইসলামের শত্রু বিজাতীরা মুসলিম জাতীকে ধ্বংস করার জন্য নারীদের'কে তাদের কালচারে অাকৃষ্ট করে তাদের মতো উশৃঙ্খল জীবন ধারায় নিয়ে আসতে চায়। এজন্য তারা নানা অপকৌশল অবলম্বন করছে। 'নারী- পুরুষ সমান অধিকার' তারাই একটা অপকৌশলের রূপ। নারীদের বিভ্রান্ত করে পর্দার বাইরে এনে অনাবৃত করে ইসলামকে খাটো করাই যার অাসল উদ্দেশ্য। এখন অামাদের মনে প্রশ্ন অাসতেই পারে, ★পর্দা কেন ফরজ? কতটুকু ফরজ? ★পর্দা কি শুধুই মেয়েদের জন্য? নাকি পুরুষদের জন্যও? মনের কোনে উকি দেওয়া এমন সব প্রশ্নের উত্তরেই সাজানো বই ভার্সিটির ক্যান্টিনে। কাহিনী সংক্ষেপ: অন্যান্য মুসলিম দেশের মতোই ছোট সুন্দর কানয দ্বীপ। এ দ্বীপে বসবাসকারী নুরানী চেহারার মুসলিম জনগোষ্ঠির জন্য দ্বীপের সৌন্দর্য যেন অারও বহু গুনে বৃদ্ধি পায়। কেননা এখানে আধুনিকতার নামে কোন অশ্লীলতার ছায়া পড়েনি। মেয়ারা পূর্ণ পর্দা মেনে চলে অার পুরুষরাও তাদের নজর রাখে সংযত। ফলে খুন, রাহাজানি বা ধর্ষণের মত কোন খারাপ সংবাদ সেখানে তৈরি হয় না। ইসলামি পরিবেশে গড়ে ওঠা শান্তিপ্রিয় এ দ্বীপের হঠাৎ পরিবর্তন শুরু হয়। ইসলামি শত্রুরা ডিশ এন্টেনা চালুর মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি চালু করে দেয়। পর্দার নামে ফ্যাশনাবল বোরকা চালু করে ইমানকে করে তোলে দুর্বল। বিজাতী ইসলামী শত্রুদের চক্রান্তে পাশ্চ্যাত্যের নারী স্বাধীনতা নামক বেপর্দাকে অনুসরণ করে নারীরা আধুনিকতার সংস্পর্শে যেতে শুরু করে। ফলে অনেক নারীই নেকাব খুলে মুখমন্ডল উন্মুক্ত করে। অধিকাংশ নারী আঁটসাট পোষাক পরা ও মুখমন্ডল খোলা রাখাকেই পর্দা বলে মানতে শুরু করে। কানয দ্বীপের বুদ্ধিমতী পর্দানশীল মেয়া সারা। সে সুশিক্ষিতা অার সুবক্তাও বটে। একদিন সে তার অসুস্থ বোনকে হাসপাতালে দেখতে গেলে সেখানে পরিচয় হয় উরাইয ও মিহা নামের দুই বোনের সাথে। তাদের সাথে কথা বলা ও অালোচনা প্রসঙ্গে বিভিন্ন হাদিস ও কোরআন অার আলেমদের মতের ভিত্তিতে নারীদের শরীয়হ্ পর্দার গুরুত্ব বুঝানোর চেষ্টা করে। বিভিন্ন যুক্তি তর্কের সাথে সারা তুলে ধরে নারীদের পর্দার প্রয়োজনীয়তা অার অপরিসীম গুরুত্বের কথা। বইয়ে তিন নারীর কথোপকথন অার অালোচনার মাধ্যমেই পর্দা নিয়ে আমাদের যত কনফিউশন, যত প্রশ্ন সবটার উত্তর দেয়া আছে কোরঅান হাদিসের অালোকে যুক্তি নির্ভর দলিল পেশ করে। নাম করণ: বইয়ের নাম ভার্সিটির ক্যান্টিনে দিয়ে সেখানে পর্দা বিষয়ক অালোচনা কতটুকু যুক্তিযুক্ত এ প্রশ্নটা মনে অাসতেই পারে। তাদের জন্য বলছি। সারার সাথে উরাইয অার মিহার প্রথম সাক্ষাৎ হাসপাতালে হলেও সেখানে তাদের অালোচনা তেমন দীর্ঘস্থায়ী হয় না। দ্বিতীয়বার ভার্সিটির ক্যান্টিনে দীর্ঘ তিন ঘন্টার বিষদ অালোচনাকে মূল উপজীব্য হিসেবে ধরে বইয়ের নাম করণ ভার্সিটির ক্যান্টিনে একদম পার্ফেক্ট অাছে। নিজস্ব মতামত : পুরো বই জুড়ে পর্দার বিষয়টি অত্যন্ত সুন্দর ভাবে লেখক অামাদের সামনে তুলে ধরেছেন। অনুবাদকের কৃতিত্বও অনস্বীকার্য। নিঁখুত শৈল্পতার পরিচয় দিয়েছেন তিনি অনুবাদের ক্ষেত্রে যা পড়ার সময় পাঠক হিসেবে অামার জন্য বেশ উপভোগ্য ছিল। আমাদের সমাজে বর্তমানে অসংখ্য মানুষ এখনও শরীয়হ্ পর্দা সম্পর্কে সঠিকভাগে অবগত না। তারা শরীরের কিছু অংশ ঢাকে অার কিছু অংশ উন্মুক্ত রাখে। এ বই পাঠের মাধ্যমে তারা শরীয়হ্ বিধান, পর্দা নিয়ে নানাবিধ প্রশ্নের উত্তর অার পর্দাহীনতার শুরুর ঘটনা গল্পে গল্পেই জানতে পারবেন। সতর্ক হতে পারবে অামাদের মা বোন। তবে পর্দা বিষয়ক বই ভেবে কেবল এ বই মেয়েদের জন্য নয়। পুরুষ পাঠকগণও জানতে পারবে কোরঅানুল কারীমে কী নির্দেশ অাছে নারী পুরুষের পর্দা বিষয়ক শরীয়হ্ নিয়ে।