User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
সৃষ্টির বিপুল বৈচিত্রময়তায় ঠাসা মানব চরিত্র! এমনি এক ব্যতিক্রমী অবয়বে, বিচিত্র খেয়ালের, বৈচিত্র বিলাসী “আমাদের বুলু ভাই”। কাট খোট্টা আকার আয়তনের এ মানুষটির হৃদয় জুড়ে মহানুভবতা ও সীমাহীন মহত্ত্বের প্রস্রবণ। অপরের আপদে-বিপদে, যাতনা-যন্ত্রণায়, যে কারো ব্যথা-বেদনায় নিঃস্বার্থ ভাবে ঝাঁপিয়ে পরায় তাঁর কোন জুরি নেই। আবার মজা করার বেলায় যে কাউকে নাজেহাল করতে ধর্ম, নীতি-রীতি, ন্যায় শাস্ত্রের কোন বালাই কিংবা পরোয়া তাঁর ছিল না। কখনো কেঁদে উঠতেন কুকুরের কান্না-কাতরতায়, কখনো মেতে উঠতেন স্বীয় কর্ম সুচারুতায়, আবার কখনোবা পক্ষীকূলে উৎপাত অথবা অকাতরে নিধন সাধনে ব্যতি ব্যস্ত থাকতেন। তবে কোন কিছু কেন যেন তাঁর উপর প্রভাব ভেলতে পারেনা। লোভ বিন্দু, মোহ শূন্য। লাভ খতির খতিয়ানের খাতা কখনোই তিনি বগলদাবা করে ফিরেন না। বড়লোক বাবার সয় সম্পদের হিসেবও তিনি রাখেন না। যেন নিজের কিছুই নাই, আবার কিছুরই যেন অভাবও নাই। সকলেই তাঁকে ভালোবাসে, কাছে পেলে হাসে আমোদে। তিনিও ছুটে যান সবারই কাছে। কিন্তু কোথায় তিনি ছুটে ছিলেন, কোথায় তিনি উঠেছিলেন, তারই কোন ঠিক ঠিকানা থাকেনা সঠিক। আসলে তিনি শুধুই আমাদের বুলু ভাই! এমন একটা অন্য রকম চরিত্রের ভেতর মনের অবগাহন হোক না হয় খানিক ক্ষণ, চারপাশের জটিলয়তা হাঁপিয়ে উঠা প্রাণ কিছুটা সময় না হয় খুঁজেই নিক অন্য আরেক বিচিত্র স্বচ্ছ অনুভূতি!