User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ পেঁচাকাব্য লেখকঃ সনেট রেক্সা ধরনঃ কবিতা প্রচ্ছদঃ আহমেদ তানভীর প্রকাশনীঃ নব সাহিত্য প্রকাশনী রকমারি মূল্যঃ ১৪১ বইটির উৎসর্গপত্রঃ "শ্রদ্ধেয় নানু নূরজাহান বেগম (খুকুমণি) যার ভালোবাসায় আকণ্ঠ ডুবে আছি!" রিভিউ নং- ০২ঃ বইটি আমি কেন কিনেছিলাম.? কি দেখে কিনেছিলাম.? সেটা বইটার প্রচ্ছদ আর নামটা দেখলেই সবার বোধগম্য হয়ে যাবে। বর্তমান এই যুগে কবি অহরহ আছে কিন্তু কবিতার পাঠক নেই। বর্তমান পাঠকের অধিকাংশ ভাগই চায় রসালো উপন্যাসে ডুবে থাকতে, কবিতার মর্মার্থ উদ্ধার করতে চায় না। আসলে কবিতা আর উপন্যাসে পার্থক্য কতটুকু.? একটু ভাবলেই উত্তরটি পাওয়া যাবে। উপন্যাসে লেখক বিস্তর বর্ণনা করে মনের কল্পনাটাকে জাঁকজমকপূর্ণ ভাবে সাজিয়ে গুছিয়ে একটা গল্প বানান, একজন কবি সেই কল্পনাটাই ছন্দসুরে সাজিয়ে কয়েকবাক্যে সেটা প্রকাশ করে কল্পনার ভারটা পাঠকের কাছে ছেড়ে দেন। একজন কবির কবিতায় একটা উপন্যাসের চেয়ে কম কিছু থাকে না বরং ঢের থাকে, যার যেমন ভাব সে তেমন করে ভেবে নিতে পারে। অনেকটাই বিদঘুটে ভয়ংকর সুন্দর একটা নাম নিয়ে পাঠকের মনের খোরাক মেটাতে সৃষ্টি হয়েছে 'পেঁচাকাব্যের'। এই রিভিউ পজেটিভ রাস্তা দিয়ে যাবে নাকি নেগেটিভের পথ ধরবে তা আমি নিজেও জানিনা। শুধু বলতেই চাই.... পঁয়ত্রিশটি ঠিক কবিতার মত কিছু কবিতা নিয়ে এই বইটি রচিত হয়েছে। এর মাঝে বেশ কিছু কবিতায় প্রকাশ পেয়েছে সমাজের নিগৃহীত নির্যাতিত নারীদের কথা। লেখক কবিতার ছলে গল্প বলতে বেশ পছন্দ করেন, যা তার কবিতা গুলো পড়লেই বুঝা যায়। কবিতার ছন্দে গল্প... বেশ মজার বিষয়! কিছু কিছু কবিতা অতি দুর্বল প্রকৃতির, আমার কাছে মনে হয়েছে। আর বেশ কিছু কবিতা হৃদয়স্পর্শী... ঠিক যেন হৃদয়ের পাশ দিয়ে ছুটে গেলো যার বাতাসে হৃদকম্পন বেশ বেড়ে গেল। সভ্যতা, মৌলিক, ধর্ষিতা শীর্ষক কবিতা গুলো আমি বারবার পড়েছি। গভীর কল্পনায় চলে যাওয়ার জন্য এর বেশি কিছু দরকার নেই। কবিতার বাকা কথাগুলি যেন মনের গহীনে দাগ কেটে যায়। সোজা কথা বাকা ভাবে বলা যায়, কিন্তু বাকা কথাই যখন বাকা ভাবে বলা হয় তখন.? মনে হয় যেন, জিভে নিম পাতা আর চোখে মিষ্টির সিরা নিয়ে ডুবে আছি কবিতার মাঝে। প্রতিটা কবিতার ভাব, রচনার কৌশল, লেখকের দেখার চোখ... প্রকাশের হাত... এককথায় অনবদ্য... চমৎকার। "এভাবেই, ঠিক এভাবেই ভেজা কাক হয়ে পাঠকেরা শ্বাবণের প্লাবনে বারবার ভেসে আসবে। লেখকেরা প্রতিনিয়ত তার কল্পজল ও কলমজল আলাদা করার জন্য হবে মুখোমুখি। তারপর! আবারও ছুড়ে দিবে সেই পুরোনো প্রশ্ন, -বই পড়ে কি কেউ খারাপ হয়েছে.?" (বই থেকে একটি কবিতার একটি অংশ, তবে আমার দ্বারা পরিবর্তিত!) আচ্ছা, এতটুকু পড়ে আপনাদের কি মনে হচ্ছে.? বইটাতে পড়ার মত কিছু নেই.? সব'ই বলে দিয়েছি.? না, ভুল ধারণা... এই বই সম্পর্কে দুটো কথা বলে রিভিউ শেষ করছি, যারা কখনো কবিতা পড়েননি বা কবিতা ভালো লাগে না, তারা বইটা পড়লে কবিতার প্রেমে পড়তে বাধ্য হবেন। সব বলেও তো কিছু হলোনা বলা, বইটাতে আছে চমকপ্রদ কিছু কথা... কি সেই কথাগুলো.? ভালোবাসার লাল-নীল ফানুশ নাকি হৃদয়ের কোণে জমে থাকা সব বাস্তবিক কথা.? জানতে হলে পড়ুন... ব্যক্তিগত রেটিংঃ ৩.৫/৫ হেপি রিডিং :)