User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
আসলেই! খালেদ মোশাররফকে যতটানা আমাদের কদর করার দরকার ছিলো তার সিকিটুকুও আমরা করতে পারিনি! সত্যিকার ইতিহাসপ্রেমীদের জন্য এই বই আবশ্যিক। তবে ওসমানীকে নিয়ে নতুন অনেক কিছুই জানলাম এখানে।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
one of the true war history
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
দারুন বই
Was this review helpful to you?
or
Excellent book
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
আমিই খালেদ মোশার্রফ..wow
Was this review helpful to you?
or
osadharon ekta boi. itihas jante chaile ekbar holeo pore dekhben
Was this review helpful to you?
or
Great book. One of my most favorite generals of 1971. Khaled Mosharraf had his style of talking, it is recorded in youtube as well.
Was this review helpful to you?
or
"আমার পিতৃ প্রদত্ত নাম খালেদ মোশাররফ। ১৯৩৭ সালের নভেম্বর মাসে আমার জন্ম । জন্মস্থান জামালপুর জেলার ইসলামপুরের অন্তর্গত মোশাররফগঞ্জ গ্রামে । পিতার নাম মোশাররফ হোসেন এবং মাতা জমিলা আখতার। আমি রূপকথায় বিশ্বাসী নই । কিংবদন্তীর কথাবার্তাও আমার বিশেষ জানা নেই । আমি বাংলাদেশের ইতিহাসের সামান্য একটু অংশ সগর্বে বলতে পারি । কেননা এই গৌরবজ্জল ইতিহাস যাঁরা রচনা করেছেন, আমি তাঁদেরই একজন । সব সময়ে মনে রাখবেন, বাঙালি জাতির সহস্রাধিক বছরের ইতিহাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয় হচ্ছে একমাত্র উল্লেখযোগ্য বিজয় । আর এটাই হচ্ছে আমাদের রক্তাক্ত প্রকৃত ইতিহাস।১৯৭১ সালে মুজিবনগরের নির্বাসিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধায়নে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে আমি ছিলাম ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং ‘কে’ ফোর্সের প্রধান । বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য আমার এই জবানবন্দি । এটা তো শুধু জবানবন্দি নয়, এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি পরিচ্ছদ মাত্র । অথচ এসব বাস্তব ইতিহাস আমাদের স্কুল কলেজের পাঠ্য পুস্তকে হয় অনুপস্থিত- নাহয় বিকৃতভাবে উপস্থাপিত ।" বাকিটা বই পড়েই জেনে নেবেন।
Was this review helpful to you?
or
‘আমিই খালেদ মোশাররফ’ বইটি লিখেছন, একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্রের পরিচালক, লেখক এম আর আখতার মুকুল। তিনি বইটি তুলে ধরেছেন খালেদ মোশারফের হত্যাকান্ড নিয়ে । আমি রূপকথায় বিশ্বাসী নই। কিংবদন্তীর কথাবাতাও আমার বিশেষ জানা নেই। আমি বাংলাদেশের ইতিহাসের সামান্য একটু অংশ সগৰ্বে বলতে পারি। কেননা এই গৌরবজ্জল ইতিহাস যাঁরা রচনা করেছেন, আমি তাঁদেরই একজন। সব সময়ে মনে রাখবেন, বাঙালি জাতির সহস্ৰাধিক বছরের ইতিহাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয় হচ্ছে একমাত্র উল্লেখযোগ্য বিজয়। আর এটাই হচ্ছে আমাদের রক্তাক্ত প্রকৃত ইতিহাস। ১৯৭১ সালে মুজিবনগরের নির্বাসিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধায়নে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে আমি ছিলাম ২ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং যুদ্ধের চূড়ান্ত পর্বে ‘কে’ ফোর্সের প্রধান।বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য আমার এই জবানবন্দি। এটা তো শুধু জবানবন্দি নয়; এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি পরিচ্ছদ মাত্র। অথচ এসব ব্যস্তব ইতিহাস আমাদের স্কুল-কলেজের পাঠ্য পুস্তকে হয় অনুপস্থিত- না হয় বিকৃতভাবে উপস্থাপিত। একটা গণতান্ত্রিক রায়কে অগ্রাহ্য করে পাকিস্তানের তৎকালীন জংগী প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ শে মার্চ দিবাগত রাতে আকস্মিকভাবে বাংলাদেশে গণহত্যায় লিপ্ত হয়। এর মোকাবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার আহ্বানে (২৬ শে মার্চ ভোর রাতে) আপামর বাঙালি জনসাধারণ সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পাকিস্তান সৈন্য বাহিনীর চাকুরিতে থাকা সত্ত্বেও আমরা এর ব্যতিক্রম নই। সেদিন বাংলাদেশে অবস্থানরত বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেছিল। অচিরেই মুজিবনগর সরকারের প্ৰধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ স্বয়ং উদ্যোগী হয়ে সংগঠন করলেন এক বিশাল মুক্তিবাহিনী। বাংলাদেশের রণাঙ্গণকে তিনি বিভক্ত করলেন ১১টি সেক্টরে (নৌ-কমান্ডের পৃথক সেক্টরসহ)। আমি দায়িত্ব লাভ করলাম পূর্ব রণাঙ্গণে গুরুত্বপূর্ণ ২ নম্বর সেক্টরের।আমাদের প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত হলেন অবসরপ্রাপ্ত কর্ণেল এম এ ডি ওসমানী এম সি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জনাব ওসমানী আওয়ামী লীগ টিকিটে সিলেট থেকে নির্বাচিত গণপরিষদ সদস্য। এ সবই হচ্ছে বাস্তব ইতিহাস।