User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
STORY IS BEST BUT TRANSLATION IS WORST
Was this review helpful to you?
or
the shawshank redemption মুভিটা দেখলে সবকিছু পরিস্কার হবে
Was this review helpful to you?
or
Dr zakir naik book
Was this review helpful to you?
or
দারুণ, তবে অনুবাদ ততোটা ভালো হয়নি
Was this review helpful to you?
or
শেষটা অনেক সুন্দর।। পড়ে ভালো লেগেছে
Was this review helpful to you?
or
অনুবাদ তেমন ভালো হয়নি
Was this review helpful to you?
or
Eye opening information
Was this review helpful to you?
or
This books is quite good. People are bashing about the translation but the translation is not that bad. A good read to the readers! Price is also reasonable.You may give this book a chance.
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
রহস্য প্রেমীদের জন্য একটি উপযুক্ত বই হল 'রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান'। বইটির প্রত্যেকটি পৃষ্ঠায় রোমাঞ্চ অনুভব করা যায়। জীবনে আশাহত মানুষদের জন্য এই বইটি পারফেক্ট। ভাল সময় কাটালাম বইটির সাথে।
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ । দারুন অনুপ্রেরণা মূলক বই । গল্পটি প্রত্যক মানুষকেই আশাবাদী হতে অনুপ্রেরণা যোগাবে। এই বইয়ের উপর ভিত্তি করে বানানো The Shawshank Redemption মুভিটি IMDB র্যাংকিং এ ১নম্বর ।জীবন্ত কিংবদন্তি স্টিফেন কিং-এর অসাধারণ এই নভেলাটি পাঠককে সত্যি চমকে দেবে, সেই সাথে বিশ্বাস রাখতে তাগিদ দেবে ‘আশা’ নামক শব্দটির উপরে।
Was this review helpful to you?
or
এই বই নিয়ে কিছুই বলার নেই
Was this review helpful to you?
or
এক কথায় বলি, দারুণ গল্প। সিনেমা দেখার চেয়ে গল্প পড়াটা বেশি আনন্দদায়ক।
Was this review helpful to you?
or
গল্পের কাহিনীটা জোস! কিন্তু ঠিকমতো অনুবাদ না করার কারণে পড়ার যে একটা রেশ আছে সেটা বারবার কেটে গেছে।
Was this review helpful to you?
or
Valo chilo but onubad ta valo na
Was this review helpful to you?
or
বই - রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান.............................................................................................................................................................................................................................................................লেখক - স্টিফেন কিং ..............................................................................................................................................................................................................................................................প্রাপ্ত নম্বর - ১০০ এর মধ্যে ৪০
Was this review helpful to you?
or
আজ থেকে ঠিক ৬৬ বছর আগে মানে ১৯৪৭ সাল…দাম্পত্য জীবনে ব্যর্থ হয়ে প্রচন্ড হতাশাগ্রস্থ ব্যাংকার অ্যান্ডি …হঠাৎ তার জীবনে ঘোর অমানিশা নেমে আসে দুটি নাটকীয় খুনের (স্ত্রী এবং বিবাহ বহির্ভূত প্রেমিক) অভিযোগের কারনে … আশা"-মানব মনের এক বিচিত্র অথচ বিস্তৃত মনস্তাত্ত্বিক তাড়নার বিশেষ রূপায়ন।দুই বর্ণের ছোট্ট এই শব্দেরই বৈচিত্রময় জগতে দীর্ঘ অভিযানের অভিযাত্রী কয়েদি হিসেবে বেমানান,খুনের দায়ে অভিযুক্ত অ্যান্ডি ডুফ্রেইন। নাটকীয় এই কারনে যে এই খুন দুটি সম্পর্কে অ্যান্ডি নিজেই দ্বিধান্বিত…আসলে সেই প্রকৃ্ত খুনী নাকি অন্য কেউ । আর তাইতো উকিলের নানা প্রশ্নবানে জর্জরিত অ্যান্ডি এর সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয় …এর ফলস্বরুপ অ্যান্ডিকে দুটি খুনের জন্য পরপর দুইবার যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় । জেলখানায় প্রবেশ করতইে যাবজ্জীবন কারাদন্ডে সাজাপ্রাপ্ত অ্যান্ডি ডুফ্রেইনের জীবনে নেমে এলো বিভীষিকা। দাগি আসামি হিসেবে একদমই বেমানান সে। তার সাথে পরিচয় ঘটলো আরেক সাজাপ্রাপ্ত আসামি রেডের। ঘটনাচক্রে জেলে বসেই কঠিন এক সত্য জানতে পারলো সে। অ্যান্ডির আশা একদিন মুক্ত মানুষ হয়ে নির্জন এক দ্বীপে কাটিয়ে দেবে বাকি জীবনটা। একই স্বপ্ন সে সঞ্চার করে দেয় প্রিয় বন্ধু রেডের মধ্যেও। কিন্তু দীর্ঘ সময় জেল খাটার পর অবশেষে অন্য অনেকের মতো আশা নামক শব্দটির উপর বিশ্বাস হারিয়ে হাল ছেড়ে দিয়েছিলো, নাকি চমকে দিয়েছিলো সবাইকে? অনেকের মতেই স্টিফেন কিং এর সেরা নভেলা এটি। কিংবদন্তি স্টিফেন কিং-এর অসাধারণ এই নভেলাটি পাঠককে সত্যি চমকে দেবে, সেই সাথে বিশ্বাস রাখতে তাগিদ দেবে ‘আশা’ নামক শব্দটির উপরে।
Was this review helpful to you?
or
The Shawshank Redemption সিনেমাটা যে কতবার দেখেছি বলতে পারি না। নির্দ্বিধায় আমার প্রিয় একটা সিনেমা। সেই সুবাদে বই এর পিডিএফ আগেই পড়েছিলাম। কিন্তু বইটা অনুবাদ হয়েছে দেখে আবারও পড়তে ইচ্ছে হল। বলতে বাধ্য হচ্ছি অনুবাদটা বেশ হতাশাজনক ছিল।
Was this review helpful to you?
or
#বুক_রিভিউ বই : রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান লেখক : স্টিফেন কিং অনুবাদ : মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশনায় : বাতিঘর প্রকাশনী প্রচ্ছদ : ডিলান পৃষ্টা সংখ্যা : ১২৭ মুদ্রিত মূল্য : ১৪০ টাকা রেটিং : ৩/৫ অ্যান্ডি ডুৃফ্রেইন, ৩০ বছরের এক টগবগে যুবক। পেশায় একজন ব্যাংকার। পোর্টল্যান্ড ব্যাংকের ট্রাস্ট ডিপার্টমেন্টের ভাইস-প্রেসিডেন্ট তিনি। স্ত্রীর নাম লিন্ডা কলিন্স ডুৃফ্রেইন। লিন্ডা একদিন ফেলমাউথ হিলস্ কান্ট্রি ক্লাবে গলফ খেলা শেখার অভিব্যক্তি ব্যক্ত করেন তার তরুণ স্বামী ব্যাংকার অ্যান্ডির কাছে। সমাজের উচ্চ পর্যায়ের সব ব্যক্তির সাথে যোগাযোগ রক্ষাকারী সুন্দরী স্ত্রীর এহেন আকুতিতে সঙ্গে সঙ্গেই সম্মতি প্রকাশ করেন অ্যান্ডি। চার মাস প্রশিক্ষণও নেন হিলস্ কান্ট্রি ক্লাবে। লিন্ডার প্রশিক্ষক ছিলেন ফেলমাউথ হিলসের গলফ ট্রেইনার গ্লেন কুয়েন্টিন। সে পর্যন্ত ভালোই ছিলেন অ্যান্ডি-লিন্ডা দম্পত্তির জীবন সংসার। হঠাৎ একদিন বিকেলে অ্যান্ডি আর লিন্ডা প্রচন্ড বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিষয় ছিল লিন্ডার প্রতি অ্যান্ডির অবিশ্বস্ততা। অ্যান্ডি বিশ্বস্ত সূত্রে অবগত হন, গলফ প্রশিক্ষক গ্লেন কুয়েন্টিন তাঁর সুশ্রী জীবন সঙ্গিনী লিন্ডার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেমের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে লিন্ডা জানিয়ে দেন, তিনি ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করছেন। অ্যান্ডিও পাল্টা জবাব দিতে ভুল করেন নি। তিনিও জানিয়ে দিয়েছিলেন, ডিভোর্স দেওয়ার আগেই তাকে জাহান্নামের টিকেট ধরিয়ে দিবে। এক পর্যায়ে তার স্ত্রী রেগেমেগে বাড়ি থেকে বেড়িয়ে যান। রাত কাটানোর জন্য কুয়েন্টিনের ভাড়া করা বাংলোতে গিয়ে উঠেন। আর সে রাতেই আকস্মিকভাবে খুন হন গলফ ট্রেইনার গ্লেন কুয়েন্টিন ও লিন্ডা কলিন্স ডুৃফ্রেইন। তাদের দু'জনকেই চারটি করে গুলি করা হয়েছিল। আগের দিনের ঝগড়া আর লিন্ডাকে জাহান্নামে পাঠানোর হুমকি অ্যান্ডির বিরুদ্ধে ডাবল মার্ডার কেসের সন্দেহের তীর ধাবিত হতে তেমন কোনো বেগ পেতে হয় নি। দ্য পোর্টল্যান্ড সান, দ্য বোস্টন রেজিস্টারসহ সকল প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়াগুলো ফলাও করে প্রচার করতে থাকে ব্যাংকার স্বামী অ্যান্ডি কর্তৃক স্ত্রী লিন্ডা ও ক্রীড়া ব্যক্তিত্ব গ্লেন কুয়েন্টিন কে গুলি করে হত্যার সংবাদটি। লুইস্টনের ওয়াইচ পনশপের কেরানি সাক্ষ্য দিয়েছিলো, জোড়া খুনের দু'দিন পূর্বে অ্যান্ডি তার কাছ থেকে একটি সিক্স শট পয়েন্ট-৩৮ পিস্তল কিনে নিয়েছিল। কান্ট্রি ক্লাব বারের এক বারটেন্ডারের সাক্ষ্য, ডাবল মার্ডার সংঘটিত হওয়ার ঘন্টা খানেক আগে অ্যান্ডি তার বারে এসে বিশ মিনিটের মাথায় মিন পেগ নির্জলা জ্যাক ড্যানিয়েল হুইস্কি পান করেছিলো। হেনডি পিক স্টোরের কেরানির সাক্ষ্য, ঘটনার রাতে অ্যান্ডি তার স্টোর থেকে কিছু সিগারেট, তিন বোতল বিয়ার এবং টাওয়েল কিনেছিলো। কান্ট্রি মেডিকেল এক্সামিনার সাক্ষ্য দিয়েছিলো, রাত এগারোটা থেকে দু'টোর মধ্যেই ডাবল মার্ডার সংঘটিত হয়েছে। কেসের তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য, বাংলো থেকে সত্তুর গজের কম দূরত্বে দুটো খালি বিয়ারের বোতল, বারোটি সিগারেটের উচ্ছিস্ট সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যেকটিতেই অ্যান্ডির আঙ্গুলের ছাপ রয়েছে। সকল তথ্য প্রমাণ যখন অ্যান্ডির বিরুদ্ধে, ডিসট্রিক্ট অ্যাটুর্নি হাউজ অব রিপ্রেজেনটেটিভ জুরি বোর্ডের মাধ্যমে অ্যান্ডিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। আসলেই কি ঘটেছিল সেদিন? অ্যান্ডি কি সত্যিই তার স্ত্রী লিন্ডা ও গলফ ট্রেইনারকে হত্যা করেছিল? জেলখানায় প্রবেশ করেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি অ্যান্ডি ডুফ্রেইনের জীবনে নেমে আসে এক বিভীষিকাময় অধ্যায়। তার সাথে পরিচয় হয় আরেক সাজাপ্রাপ্ত আসামি রেডের। যে কিনা বীমা কোম্পানী থেকে বড় অঙের টাকা পাওয়ার লোভে স্ত্রী, সন্তান ও প্রতিবেশী এক মহিলাসহ মোট তিনজনকে পরিকল্পিত গাড়ি দুর্ঘনা ঘটিয়ে হত্যা করে। আদালত উক্ত মামলায় তাকে আলাদা আলাদা ভাবে তিনবার যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন। সেই থেকেই কারাবাস রেডের। জেলখানায় প্রবেশ করেই অ্যান্ডি মুখোমুখি হন এক কঠিন সত্যের। কি সেই কঠিন সত্য? যার জন্য জেলখানার জীবনটাও এলোমেলো হয়ে যায় অ্যান্ডির? জানতে হলে পড়তে হবে রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান। হালকা থৃলার এবং নভেলা জাতীয় এই বইটি পড়ে সত্যিকার অর্থেই আমি তেমন কোনো স্বাদ পাইনি। অনুবাদগুলোও আমার কাছে মনে হয়েছে অত্যন্ত কঠিন এবং জটপাকানো। নাজিম উদ্দিনের অনুবাদ করা বই আমি একের অধিক পড়েছি। কিন্তু এই বইটা কেন জানি আমাকে কাছে টানতে পারে রি। না পেলাম থৃলারের স্বাদ, না পেলাম নভেলার স্বাদ। আর বাঁধাই এবং প্রিন্টিং ছিল মাঝারি গোছের। ভুল বানান খুব একটা চোখে পড়ে নি। সবমিলিয়ে বইটি আমার জীবনে দ্বিতীয়বারের মতো পড়ার ইচ্ছা জাগবেনা কোনোদিন।
Was this review helpful to you?
or
বই এর কাহিনী খুবই ভালো,কিন্তু অনুবাদ খুব ভালো হয়নি।অনুবাদের সমস্যার কারণে কিনা জানি না,পড়তে পড়তে মাঝখানে এসে একটু বোরিং লাগতে থাকে। ?
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_ প্রতিযোগিতা বইয়ের নাম:রিটা হেওয়ার্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশান লেখক:স্টিফেন কিং অনুবাদ:মোহাম্মদ নাজিম উদ্দিন প্রকাশনী:বাতিঘর মূল্য: ১৪০ টাকা কাহিনী সংক্ষেপ:"আশা"-মানব মনের এক বিচিত্র অথচ বিস্তৃত মনস্তাত্ত্বিক তাড়নার বিশেষ রূপায়ন।দুই বর্ণের ছোট্ট এই শব্দেরই বৈচিত্রময় জগতে দীর্ঘ অভিযানের অভিযাত্রী কয়েদি হিসেবে বেমানান,খুনের দায়ে অভিযুক্ত অ্যান্ডি ডুফ্রেইন। ছোট্ট করোটির মধ্যে লুকিয়ে থাকা মস্তিষ্কের ধূসর জগতে যার চিন্তা খুঁজে চলে মুক্তির আনন্দ।"মুক্তি"-নামক চির আকাঙ্খিত অনুভূতি কি সত্যিই সে অবলোকন করেছিল,নাকি অধরাই রয়ে গিয়েছিল তা।"আশা" নামক উপলব্ধির অসাধারণ এই জগতে পাঠককে স্বাগতম। পাঠ প্রতিক্রিয়া:পাঠক হিসেবে অনভিজ্ঞ হলেও ক্ষুদ্র পরিসরে অনুভূতির প্রকাশে বইটি সম্পর্কে যা বলতে পারি তা হলো-অনন্য।ব্যতিক্রমী গল্প যা শুধুমাত্র এই দুই মলাটেই উপলব্ধ।নভেলা হলেও থ্রিলারপ্রেমীদেরও ভালো লাগবে নিঃসন্দেহে।পাঠক বাধ্য হবেন জীবনকে আরেকটু গভীরভাবে ভালোবাসতে,আশাকে আঁকড়ে ধরে জীবন প্রবাহে টিকে থাকতে।পড়ার আমন্ত্রণ সবাইকে।
Was this review helpful to you?
or
খুবই বাজে অনুবাদ। পড়তে বসে বিরক্ত হয়েছি।
Was this review helpful to you?
or
অসাধারন কিছু যার কোন তুলনা হয় না এমন একটা বই কেন যে আগে পড়ে নি !! এমন মানুষ পাওয়া যাবে না যাকে এই বইটা ভাবাবে না