User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুন্দর
Was this review helpful to you?
or
???
Was this review helpful to you?
or
Execelent
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
??
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্ অনেক দিন পর একটি ভালো বই পড়তে পেরেছি। বই টি আমাদের মত প্যাক্টিসিং মুসলিম নারীদের খুব ই উপকারে আসবে। বই টি তে এমন কিছু কথা উল্লেখ করক যাছে যে গুলা খুবি ভাবাচ্চে আমাকে। জেনারেলের লাইনের নারীদের জন্য বই টি খুব ই উপকারের। আল্লাহ্ তালা কাকে কখন কিভাবে হিদায়েত দান করেন তা কেউ জানে না।
Was this review helpful to you?
or
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুক। আমীন
Was this review helpful to you?
or
অশ্রু ভেজা !
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই ছিলো। জীবনে ঘুরে দাঁড়ানো বাস্তব গল্প।ভালো হতে চাইলে কখনও কখনও নিজেকে অনেক কঠিন পদহ্মেপ নিতে হয়,এই বইটা হলো তারই এক অনন্য উদাহরণ।
Was this review helpful to you?
or
একসময়ের চলচ্চিত্রের পর্দা কাঁপানো হ্যাপি আজ আমাতুল্লাহ রুবেলের সাথে ছ্যাকা খেয়ে ব্যাকা হয়ে মিথ্যা মামলা দিয়েও উপায় না পেয়ে সংসার জীবনে আবদ্ধ হয়। সংসার জীবন থেকেই হেদায়েত পান তিনি। সাংসারিক জীবনে বুঝতে পারবেন দিনের পথে আসা তো জরুরি, বেপর্দা বেহায়াপনা নারীর সম্মান দেয় না। লাঞ্চিত করে প্রতিটি ক্ষেতে। ফিরে আসে দ্বীনের পথে তার ফিরে আসার গল্প। সবাই যেন দ্বীনের পথেই থাকে তার প্রচেস্টা করেছে বইটাতে লিখার মাধ্যমে।
Was this review helpful to you?
or
আপনারা বইটি পড়ে অন্ধকার থেকে আলোর পথে উঠে আসা এক সমসাময়িক অভিযাত্রীর জীবন্ত সাক্ষাৎকারের স্বাদ অনুভব করবেন।আল্লাহ আমাদের সবাইকে হিদায়াতের পথে অবিচল রাখুন। আল্লাহ্ আমাদের সবাইকে বুঝার মত তৌফিক দিন। হ্যাপি থেকে আমাতুল্লাহ হয়ে ওঠা আপুকে আমার পক্ষ থেকে অভিনন্দন
Was this review helpful to you?
or
বইটি আসলেই খুব ভালো ছিল।
Was this review helpful to you?
or
Thank you Abdullah Al Faruk.... you are my teacher....Allah safeguard you....aameen
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লা।। অনেক ভাল বই।বোনটির জন্য মন থেকে দোয়া রইল।।
Was this review helpful to you?
or
Personally I criticised a lot when she got media coverage for a particular accident. Subhanaallah! what a transformation! it seems a miracle that Amatullah is such a inspiration for us- seems there is always a turn to get back to better life- to jannah. May Allahpak bless her all the time!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
এ বইটি একসময়ের শোবিজ জগতের জনপ্রিয় অভিনেত্রী "নাজনীন আক্তার হ্যাপী" কে নিয়ে লেখা। হ্যাপীর শোবিজে জগত থেকে ইসলামের পথে উত্তরণের ঘটনাগুলো এখানে সাক্ষাৎকার আলোকে সাজানো হয়েছে। আরপাচটা সম্ভান্ত্র মুসলিম পরিবারে হ্যাপীর জন্ম হয়নি একটি আল্ট্রা মর্ডাণ পরিবারেই জন্মেছিল হ্যাপী,ছোটবেলা থেকেই মেয়েটি স্বপ্ন দেখত নায়িকা হবে ছোট থেকেই সে গানের তালে তালে নাচতো, অবশেষে যখন সে বড় হতে লাগল সে নায়িকার হওয়ার জন্য একটু একটু করে কষ্ট করতে থাকে এবং অবশেষে সে নায়িকাও হয়, অর্থ,গ্ল্যামার,জনপ্রিয়তা,ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছিলো এই হ্যাপী। সারাদিন শ্যুটিং করে রাতে বাসায় ফিরে অনলাইন জগতে প্রবেশ করে নাটক,সিনেমা দেখে সময় কাটিয়ে দেয়। এটাই তার নিত্যদিনকার রুটিন হয়েগেছিলো। হঠাৎ কোনো এক রাতে সময় আনুমানিক ১২টার নাগাদ হবে সে ইউটিউব স্ক্রলিং করার সময় ইসলামিক ভিডিও পায়,সে ডুকবে কি ডুকবে না আমতা আমতা করতে করতে একসময় ভিডিওটি প্লে করে বসল ভিডিও দেখা শেষ হতেই আরেকটি রিকমেন্ডেশন ভিডিও আসল ওটাও দেখল আর তার মনে একটা দাগ কাটলো,এভাবেই তার ইসলামে প্রবেশ ঘটল। তারপর সে সিদ্ধান্ত নিলো যে শোবিজ জগত থেকে বের হয়ে আসবে, যখনই সে অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের পথে হাটতে শুরু করলো তখনই তার উপর নেমে আসলো দুর্দশার জীবন। মা,বোন,বাবা সবাই তাকে মানসিক,শারীরিকভাবে নির্যাতন শুরু করে, একপর্যায়ে সহ্যের সীমা ছাড়িয়ে গেলে সে বের হয়ে আসে বাড়ি থেকে ভর্তি হয় মাদ্রাসায়। পরের কাহিনিটি বই কিনে পড়ার অনুরোধ রইল
Was this review helpful to you?
or
হ্যা, বইয়ে দেয়া রিভিউ থেকেই বই সম্পর্কে জানতে পারা যায় অনেকটাই। অল্প কথায়, "আল্ল-হ'র এক বান্দি-র" অন্ধকার থেকে আলোর পথে আসার বাস্তব গল্প জানতে জানতেই পাঠকের নিজের জীবনের অবস্থাটাও যাচাই হয়ে যাবে খুব সহজেই। ইংশা-আল্ল-হ । দ্বীন সম্পর্কে গভীরভাবে জানা ও মানার প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য, সহজেই বোধগম্য এই বইটি অবশ্যই পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ বইটি মূলত একজন সাবেক অভিনেত্রীর সাক্ষাৎকার। আনন্দঘন একটি সাক্ষাতে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। তার পরিবার, ক্যারিয়ার, আগের জীবন, বর্তমান জীবন, সংসার, স্বামী, স্বপ্ন ও ভবিষ্যৎ-পরিকল্পনা সম্পর্কে নানামুখী প্রশ্ন করা হয়েছে এবং তিনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন অবলীলায়, অকপটে।
Was this review helpful to you?
or
একসময়ের এই অভিনেত্রী এখন তার নিজের জীবনটাকে কীভাবে দেখছেন, ভুলে ভরা জীবনের ভুলগুলো থেকে কীভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, একগাদা বিতর্ক পেছনে ফেলে সামনে এগুনোর প্রত্যয় কীভাবে পূরণ করছেন, এমন কিছু কথা খণ্ড খণ্ড বাক্যে তুলে ধরার চেষ্টা করেছেন। তার সেই ভাবনাগুলোরই গ্রন্থবদ্ধ সংকলন ‘আমার কিছু ভাবনা’।
Was this review helpful to you?
or
Hub valo lagche
Was this review helpful to you?
or
বুক রিভিউ : হ্যাপী থেকে আমাতুল্লাহ
Was this review helpful to you?
or
একে তো অতবেশি পড়া হয়না, তার উপর যা পড়ি তা নিয়ে লেখাও হয়না, তবে এটা নিয়ে লেখব। হ্যাপীর নাম শোনে নাই এমন মানুষ মনে হয়না আছে। তার অতীতের কৃতকর্মের ইতিহাস বেশি আগের নয়। হ্যাপী নাম শুনলে নিরেট বিনোদন ছাড়া আর কিছুর উদ্রেক তো ঘটেনা তবে সম্মানিত পাঠক, যদি বইটি পড়ে থাকেন, জেনে থাকবেন যে হ্যাপীর প্রতি জন্মানো বিনোদন আর ঠাট্টা পরিমাণে দ্বিগুণ হয়ে কখন যেন আমাতুল্লাহর প্রতি শ্রদ্ধায় নুহ্যমান হয়ে গেছে। যে মেয়েটার দৈনিক জীবনই নাচ-গান- আর রূপালি জগতে, যে মেয়েটার জীবনের একমাত্র লক্ষ্যই নায়িকা হওয়া, সেই স্বল্পবসনার একই মেয়ে যখন ১০-১২টা সিনেমার অফার হাসিমুখে ফিরিয়ে দেয় তখন জেনে থাকবেন আমাদের চেনা হ্যাপী অনেক আগেই বিশ্বাস আর ভালবাসায় আমাদেরকে পেছনে ফেলে আমাতুল্লাহতে পরিণত হয়ে গেছে। সিনেমার জন্য ঘর ছেড়েছে এ উদাহরণ নতুন নয়, তবে শুধুমাত্র পর্দা যা তার উপর ফরয করা হয়েছে এই বিধি মেনে চলার জন্য যখন কেউ সিনেমা ছেড়ে দেয়, যখন মানুষ কী বলল তার চেয়ে আল্লাহ কী বলল সেটা প্রধান হয়ে যায় তখন আমরা তাকে নতুন ঢং বা দুইদিনের হুজুর বলে চোখ কুচকাতে চাই, নাজনীন আক্তার হ্যাপী চরিত্রের ক্ষেত্রে তো ঘর থেকেই বের করে দিতে চাই। বইয়ের পরিচিতিতে যা লেখা তাই বলতে হয়, এ সমাজে হ্যাপী হওয়া খুব সোজা, তরেতরে এগিয়ে যাবে সে, কিন্তু কেউ যদি আমাতুল্লাহ হয়ে যেতে চায় পোহাতে হবে পদে পদে বাঁধা। আগে ঘর ছিল, অর্থ ছিল, খ্যাতি ছিল, তবু সুখ ছিল না অথচ আজ নিজ ঘরে ঠাঁই নাই কিন্তু শক্তিরও অভাব নাই ; এই মনোবল কোত্থেকে আসে? কে দেয়? আমাদের সমাজ তো নিউজ পোর্টালের চেনা হ্যাপীকে দেখে, কয়েকটা বিদ্রুপাত্মক মন্তব্য করে, দুই চারটে হাহা দিয়েই খালাস। খারাপ থেকে ভাল কেন যেন কেউ মেনে নিতে পারেনা, বিশ্বাস করতে চায় না। মনে সংশয় জাগে, যদিনা আমরা ১৪০০ বছর আগে জন্মে যেতাম, খোলা তলোয়ারে মুহাম্মাদ সা. কে কতল করতে যাওয়া উমার রা. কে নিয়ে কী মন্তব্য করতাম? ওহুদের যুদ্ধে মুসলিম সেনাদের উপর চড়াও হওয়া ঘোড়সওয়ার খালিদ ইবনে ওয়ালিদ রা. কে নিয়ে কী বলতাম? চিরচেনা প্রতিবেশি মুহাম্মাদ সা. কে হঠাৎ বলতে শুনলাম তোমাদের দ্বীন ভুল, আল্লাহর পথে আস - একথা শুনলে কী বলতাম? পাগল? ঢং? হাহা? আল্লাহ মাফ করুক। পরিশেষে, নিতান্ত অলস প্রজাতির মানুষ হওয়ায় যাবতীয় বই সব অনলাইনেই কিনে থাকি ; সমালোচনা, পর্যালোচনা, ফেরার/আশ্রয়ের গল্প যাই শুনতে বা করতে চাইনা কেন, জেনে করতে হবে। রকমারি ডটকমে পাওয়া গেল, খুঁজলে আবারো পাওয়া যাবে, পুরোটাই তার হৃদয়গ্রাহী সাক্ষাৎকার। শুরু হ্যাপীকে দিয়ে করেছিলাম, শেষ আমাতুল্লাহকে দিয়ে। কিন্তু প্রিয় পাঠক, হ্যাপীরা শেষ হয়, আমাতুল্লাহরা হয় কি? উত্তর খুঁজবেন আশা করি। মানুষ রেট করার কায়দা নাই, বই হিসাবে ৪/৫
Was this review helpful to you?
or
বইয়ের নাম ঃ হ্যাপি থেকে আমাতুল্লাহ । লেখক মাওলানা আব্দুল্লাহ আল ফারুক। প্রকাশন ঃ মাকতাবাতুল আযহার। এককথায় বলতে গেলে অসাধারণ একটা বই। একসময়ের জনপ্রিয় বড় পর্দার অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী যাকে চিনতো না এমন মানুষ খুব কম আছে বাংলাদেশে । নিজের ক্যারিয়ারের সবচেয়ে উঠতি সময়েই আল্লাহ রাব্বুল আল- আমিন তাকে হেদায়েত নসিব করেন একটি ইউটিউব ভিডিও এর মাধ্যমে।হয়ে উঠেন হ্যাপী থেকে আমাতুল্লাহ। কিন্তু তার চলার পথটা কিন্তু মোটেই সহজ ছিল না। অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে এই ইসলামে আসার জন্য... অস্রুশিক্ত সেই সংগ্রামী জীবনের কথাই সাক্ষাৎকার আকারে বইটিতে লিখিত হয়েছে।। মুসলিম ভাই বোনদের এই বইটা অবশ্যই পড়া উচিত। যদি ঈমান কি জিনিস সেটা জানতে ও উপলব্ধি করতে চাই।।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।দুনিয়ার ক্ষনস্থায়ী চাকচিক্যের জীবন থেকে ইসলামের পথে ফিরে আসার গল্প।বইটিতে একসময়ের চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে যে দুনিয়ার মোহ কাটিয়ে ফিরে এসেছে ইসলামের শান্তির ছায়ায়।প্রত্যেকের জন্য অবশ্যপাঠ্য এই বই।এই বইটি পড়লে ইসলামের পথে ফিরে আসার এবং অবিচল থাকার প্রতি সকলের আগ্রহ জন্মাবে।
Was this review helpful to you?
or
ভালো বই, চোখে জল আসার মতো কাহিনী।
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
Not bad
Was this review helpful to you?
or
আবদুল্লাহ আল ফারুক ও তাঁর স্ত্রী সাদিকা সুলতানা সাকী’র ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ বইটি৷ এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ৫ হাজার কপি৷ প্রকাশক মোহাম্মদ ওবায়দুল্লাহ জানিয়েছেন, পাঠক চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে তাঁর প্রকাশনী সংস্থা ‘মাকতাবাতুল আজহার’৷ চলচ্চিত্র অভিনেত্রী এবং জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সাবেক বান্ধবী হিসেবে আলোচিত হ্যাপীর সাক্ষাৎকারনির্ভর বইটিতে হ্যাপী কিভাবে ধর্মের পথে ফিরেছেন সেই বিবরণ আছে৷ একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছে৷প্রথম পর্বে আমাতুল্লাহর কাছে তাঁর পারিবারিক জীবন, পড়াশুনা, মিডিয়ায় পদার্পণ, হিদায়াতের পথে সংগ্রাম, স্বামী-সংসার, পরিবার-পরিজন ও নতুন জীবন সম্পর্কে ৪২টি প্রশ্ন করা হয়েছে। দ্বিতীয় পর্বে আমাতুল্লাহর কাছে তাঁর একান্ত ব্যক্তিগত জীবন, শখ, চাওয়া-পাওয়া ও ভালোলাগার বিষয়গুলো সম্পর্কে ৩১টি প্রশ্ন করা হয়েছে। আর তৃতীয় পর্বে আমাতুল্লাহর কাছে তাঁর দু-জীবনের পার্থক্যগুলো, বিশেষত শোবিজ জীবনের অন্ধকার দিক, বর্তমান অবস্থান, আদর্শিক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ-পরিকল্পনা সম্পর্কে ৩২টি প্রশ্ন করা হয়েছে। আমাতুল্লাহ যথেষ্ট সময় নিয়ে ভেবে-চিন্তে উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন তাঁর একান্ত ব্যক্তিগত অনুভূতি ও চাওয়া-পাওয়ার কথা। কাউকে আঘাত করে স্পষ্টভাবে বা অস্পষ্টভাবে, আকারে-ইঙ্গিতে কোনো কথা বলেননি। আর আমরাও নিজেদের নেহায়েত কৌতূহল মেটাতে এমন কোনো প্রশ্ন করিনি, যা তাঁকে বিব্রত করতে পারে। সত্যি বলছি, আমাতুল্লাহর হিদায়াতের পথে উঠে দাঁড়ানোর কথাগুলো আমাদের উদ্দীপ্ত করেছে। তাঁর আলোর পথে পা পিছলে পড়া ও পুনরায় উঠে দাঁড়ানোর সংগ্রাম আমাদের অশ্রুসিক্ত করেছে। আমরা মনে করি, এই অশ্রুভেজা সাক্ষাৎকার আমাদের সামনে এই সত্য স্পষ্ট করে তুলবে যে, ‘হ্যাপী’ থেকে ‘আমাতুল্লাহ’ হওয়ার পথ প্রচণ্ড রকম বন্ধুর!
Was this review helpful to you?
or
যখন দেখলাম নাজনীন আক্তার হ্যাপী নিজের সিনেমা জীবন বাদ দিয়ে সম্পূর্ণ ইসলামিক জীবনে চলে গেলেন নিজেই খুব আশ্চর্য হয়েছিলাম। বিশ্বাস করা সত্যিই কষ্টের এবং অপেক্ষায় ছিলাম কবে এমন একটি বই বা সাক্ষাতকার বের হবে । জানার অনেক ইচ্ছা ছিলো তিনি কেমন আছেন,কিভাবে আছেন। বই সম্পর্কে বলতে গেলে অবশ্যই এটি একটি ভালো বই। আমাতুল্লাহ তার পরিবর্তনের দিকটাই বেশি তুলে ধরেছেন। কিভাবে তিনি ইসলামের পথে আসলেন। কতটা কষ্টের পথ তিনি খুশিতেই পার করেছেন এবং এই পরিবর্তিত জীবনে তিনি কেমন আছেন সবটাই বলেছেন। যে কেউ এই বই পড়ে ইসলামের পথে আসতে অনুপ্রাণিত হবেন বলে আমি মনে করি। জীবন ঘনিষ্ট কিছু প্রশ্নের উত্তর তিনি এমন ভাবে দিয়েছেন যা আমাকে অবাক করেছে।মূলত এর মাধ্যমে তার ইসলাম সম্পর্কে জ্ঞান ও বুঝের প্রকাশ পায়। বইটি ছোট হলেও কম সময়ে পড়ে অনেক ভালো একটা অনুভূতি কাজ করবে বলে আমি মনে করি। প্রকাশকদের কাছে অনুরোধ এমন আরোও বই প্রকাশ করে সমাজে প্রকৃত জ্ঞান ছড়িয়ে দিবেন।
Was this review helpful to you?
or
বাংলাদেশের চলচ্চিত্রাভিনেত্রী হ্যাপি প্রেমে ছ্যাকামাইসিন খেয়ে এবং সাবেক প্রেমিক রুবেলের বিরুদ্ধে ধর্ষণের বানোয়াট মামলা করেও সুবিধা করতে না পেরে শেষমেশ বেছে নিয়েছেন বৈরাগ্য, আপাদমস্তক বোরকার আড়ালে গিয়ে হ্যাপি থেকে আমাতুল্লাহ হয়েছেন I এ বইতে তারই বিবরণ I কেউ যদি নিজের ঘরের নিভৃত কোণে ধর্ম পালন করে মনে প্রশান্তি পায় তাতে কারো কোনো সমস্যা হবার কথা নয় কিন্তু কেউ যখন নিজের সেই ধর্মীয় মতবাদ অন্যের ওপর চাপিয়ে দিতে চায় তখনই তা ক্ষতিকর হয়ে ওঠে . আমাতুল্লাহ চান দেশের স্কুল থেকে সহশিক্ষা উঠে যাক কারণ এতে পর্দার খেলাফ হয় , তিনি চান সব মেয়ে বোরকা পড়ুক তা নইলে ছেলেরা তাদের বেইজ্জত করতে পারে , তিনি চান দেশে মাদ্রাসার আরো বিস্তার ঘটুক যাতে লোকে দুনিয়াবী শিক্ষা বাদ দিয়ে দ্বীনের দিকে ঝুকে পড়ে I আমাদের দেশের কুসংস্কারাচ্ছন্ন ধর্মান্ধ এবং পশ্চাদপদ সমাজে এমন ভাবনার প্রসার ভয়াবহ I আমাতুল্লাহ ওরফে হ্যাপি দ্বীনদার স্বামী পেয়ে আহ্লাদে আটখানা I তবে স্বামী সুন্নত মেনে আরো তিনখানা স্ত্রী ঘরে আনলে বা স্বামীর কথার অবাধ্য হলে দ্বীনি তরিকায় স্ত্রীকে প্রহার করলে আমাতুল্লাহ তা মেনে নেবেন কিনা বা আমাতুল্লাহ থেকে আবার হ্যাপি হয়ে যাবেন কিনা তা অবশ্য এই বইতে নেই , অপেক্ষায় রইলাম
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্ খুব ভাল একটি বই। শেখার আছে অনেক কিছু।আর দামও সাধ্যের মধ্যে। আমি চাই আপনারা এরুপ আরো বই কম দামে বের করবেন যাতে মানুষ সহজে ইসলামের আলো পেতে পারে। -জাযাকাল্লাহ।
Was this review helpful to you?
or
অসাধরন একটি বই যে কোন বোন ভাই,বইটি পড়তে পারেন,।এক সময় রুপালি পর্দা কাঁপানো হ্যাপীর আগের জীবনের সঙ্গে এখনকার জীবনের কোনো মিল নেই। এক কথায় সম্পূর্ণ বিপরীত। বিয়ে করে ইসলামি বিধান মেনেই এখন পুরোদস্তুর জীবনযাপন করছেন। তার স্বামী আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দাড়িওয়ালা শিক্ষক। ধর্মীয় জ্ঞান লাভের জন্য এখন পড়াশুনা করছেন মাদ্রাসায়ও। মিডিয়ার আলোচিত হ্যাপী এখন ‘আমাতুল্লাহ’ (আল্লাহর বাঁদী) হিসেবে নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন।হ্যাপীর সেই বদলে যাওয়া জীবন নিয়ে একটি বই লিখেছেন সাদেকা সুলতানা সাকী নামে এক লেখিকা। বইটিতে হ্যাপীর বদলে যাওয়া জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ নামের বইটি প্রকাশ করেছে ধর্মীয় প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আযহার। বইটি প্রকাশের প্রথম দিনেই এক হাজারের বেশি কপি বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন প্রকাশনীটি। এখনও আপনার মনে প্রশ্ন জাগতে পারে কী এমন আছে ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ বইটিতে? এমন প্রশ্নের উত্তর পেতে বইটির ‘সম্পাদকের কথায়’ বলা হয়েছে, ‘নাজনীন আক্তার হ্যাপী। এই তো কিছু দিন আগেও তিনি ছিলেন সময়ের জনপ্রিয় নায়িকা। অর্থ, গ্ল্যামার, জনপ্রিয়তা, শোবিজ জগতে অবস্থান- সবই ছিলো তাঁর। কিন্তু সে-সব ছেড়ে এখন তিনি আপদমস্তক পর্দাবৃত দ্বীনদার মুসলিম নারী। সিনেমার কৃত্রিম নিয়ন আলোর জগত ছেড়ে চলে এসেছেন হিদায়াতের আলোকিত ভুবনে। পড়াশোনা করছেন মাদ্রাসায়। যাচ্ছেন দাওয়াত ও তাবলিগের মেহনতে। নিজে যেমন দ্বীনের ওপর উঠে এসেছেন, তেমনই অন্যকেও দ্বীনের পথে ডেকে যাচ্ছেন নিরন্তর। এমনকি এতোদিনের সুপরিচিত নাম ‘হ্যাপী’ ছেড়ে এখন তিনি নিজের পরিচয় দিচ্ছেন ‘আমাতুল্লাহ’। ’ সম্পাদকের কথায় বইটিতে বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। কীভাবে হলো এত বড় পরিবর্তন? তাঁর জীবনে আলোর এমন উদ্ভাসিত ঝলক কোত্থেকে এল? কীভাবে তিনি হ্যাপী থেকে 'আমাতুল্লাহ' হলেন? সেলুলয়েডের তীব্র আকর্ষণ উপক্ষো করে কীভাবে তিনি চলে এলেন মাদ্রাসার অন্দরমহলে? তাঁর হিদায়াতের রাজপথে উঠে আসার সরু পথ কি ফুলের মতো কোমল ছিল? নাকি তাকে মাড়াতে হয়েছে অবর্ণনীয় কষ্ট উপেক্ষা ও নির্যাতনের কণ্টকাকীর্ণ পথ? জীবনের এই আকস্মিক পটপরিবর্তনের ক্ষেত্রে তাকে কি শুধু নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে? নাকি লড়তে হয়েছে এত দিনের চেনা মুখ আর সুপরিচিত স্বজনের সঙ্গে?