User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Average read.
Was this review helpful to you?
or
The Delivery was unsatisfactory
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
অসাধারণ কাহিনী।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর বইঃ ডন কুইক্সোটের অভিযান লেখকঃ মিগুয়েল দি সারভান্তেস অনুবাদঃ অনীশ দাস অপু প্রকাশনীঃ পান্ঞ্জেরী ধরনঃ শিশু কিশোর মুল্যঃ৮৫ টাকা কাহিনী সংক্ষেপঃ ডন কুইক্সোট একজন গ্রামের বাসিন্দা। সাধারন ভদ্রলোক কিন্তু তার বড় সমস্যা হলো যে তিনি অতিরিক্ত মাত্রায় কল্পনা প্রবন একজন মানুষ। সে খুব একটা বড়লোক ছিলোনা। সঙ্গী হিসেবে একটি কুকুর ছিলো এবং শিকার করতে যেত খুব রোগা ঘোড়ার গায়ে চড়ে। শিকারের জন্য ছিলো একটি ঢাল এবং বর্শা। আত্নীয় বলতে তার বাড়িতে ছিলো ৪০ বছর বয়সী আয়া একটি ভাগ্নী এবং সব বিষয়ে পারদর্শী এক ছেলে। কুইক্সাডার বয়স ছিল ৫০ এর কাছাকাছি। তিনি ভালো ছিলেন অনেক। শিকারের পাশাপাশি বই পড়তে ভালো বাসতেন আর তার বেশীরভাগ বইগুলো ছিলো নাইট সম্পর্কে। আগের দিনের নাইটরা কিভাবে সবাইকে রক্ষা করছে, সবাইকে শত্রু মুক্ত করছে এই ধরনের বই। এই বইগুলো পড়ে তার কল্পনা দিন দিন বেড়ে চলছিলো। আর শুধু তাই নয় তিনি এসব বইয়ের লেখা কে সত্য বলে ধরে নিয়ে ছিলেন। তারপর একদিন হঠাৎ করেই সে চিন্তা করলো বাড়ি থেকে চলে যাবে এবং নাইট পদে কাজ করবে বিভিন্ন এলাকাতে। এটা ভাবা মাত্রই সে সকল প্রকার প্রস্তুতি গ্রহনের জন্য তার পুর্ব পুরুষদের সব জং ধরা হাতিয়ার বের করে সেগুলো পরিস্কার করা শুরু করে দিলো। এরপর সে ভাবতে লাগলো বইয়ের চরিত্র গুলোর কথা। তাই ভেবে ঘোড়ার নাম দিলো রোজিন্যান্ট নিজের নাম দিলেন ডন কুইক্সোট ডি লা মান্ঞ্চা। এবং অবশেষে সে ভাবতে লাগলো যে এইসব নাইটদের সবসময় সাহস জোগানোর জন্য একজন সুন্দর রমনী তাদের প্রেমিকা বা স্ত্রী হিসেবে থাকে। তাই সে ও তার কল্পনা প্রবন যদিও সে ধরে নিয়েছিলো সত্যি সত্যি তার প্রেয়শীর নাম দিলো গায়ের একজন মেয়েকে যার নাম ছিলো আলডোনজা লোরেনসো কিন্তু সে পরিবর্তন করে রাখে ডালসিনিয়া ডেল টোবোসো। অবশেষে সে সকল প্রস্তুতি গ্রহন করে তার অভিযানে বের হয়ে পড়ে, সে জানতো কোন শত্রুকে না ঘায়েল করা পর্যন্ত তাকে নাইট উপাধি দেয়া হবেনা কিন্তু তারপরও সে বিনা স্বার্থে বের হয়ে গেলো এবং অপেক্ষায় থাকতে লাগলো শত্রুদের। আর এভাবেই তার অভিযানের কাহিনী সামনে এগিয়ে গেলো। দিনে দিনে সে বিভিন্ন অভিযানের মধ্যে নিজেকে জড়িয়ে ফেললো ঠিকই কিন্তু সেগুলো বেশীরভাগ ই হাস্যকর ছিলো এবং পুরো গ্রাম তার পাগলামো নিয়ে হাসাহাসি শুরু করলো। এরপরও সে তার এই কাজ থেকে দুরে তো সরলোইনা বরং আরেকটি ভৃত্য জোগাড় করে তার সাথে আবার বেরিয়ে পড়লো। এবং তার সাথে ঘটতে লাগলো বিভিন্ন মজার ঘটনা। কুইক্সোটের এই অভিযান তাহলে থামবে কোথায়?? তার পাগলামির কি কখনো অবসান ঘটবে?? আর আশেপাশের মানুষ গুলো তাকে ছেড়ে যাবেনা তো??? ভৃত্য কি তার মনিবের এইধরনের কাজকর্ম দেখে তাকে সাহস জোগাবে নাকি মাঝপথে ছেড়ে চলে যাবে?? এই উত্তর গুলো খুজে পাওয়া যাবে বইটি পড়ে। পাঠ্য প্রতিক্রিয়াঃ বইটি যখন প্রথম দিকে পড়া শুরু করি ভালো লাগছিলো অনেক। একটু অন্যরকম মনে হয়েছিলো। সবই ঠিক আছে বইটির কিন্তু আ্যাডভেন্ঞ্চার গুলো অতোটা লোমহর্ষক নয়। বরং কুইক্সোটের জন্য আরো খারাপ লাগে বেশীর ভাগ জায়গাতেই। তারপরও যেহেতু ছোটদের বই ভালো লাগবো আশা করি।
Was this review helpful to you?
or
পাগলাটে স্বভাবের এক বুড়ো কুইস্কোট। থাকেন লা মাঞ্চা গ্রামে। নাইটদের গল্প পড়ে পড়ে তারও নাইট হওয়ার ইচ্ছে জাগে। প্রিয় ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে পড়েন এক অভিযানে। পথে যেতে যেতে রোমাঞ্চকর সব জিনিস দেখেন তিনি। কখনো সরাইখানাকে ভাবেন প্রাসাদ, কখনো উইন্ডমিলকে ভাবেন রাক্ষস। কল্পনাপ্রবণ ডন কুইক্সোটের অভিযানে ঘটতে থাকে মজার সব ঘটনা। বই পড়ার ওয়েব সবসময় 'মাস্ট রিড' থাকে বইটি। তুমি যদি একজন বই পড়ুয়া হও, তবে আর দেরি না করে বসে পড়ো মিগুয়েল ডি সারভান্তেসের ডন কুইস্কোটের অভিযান বইটি নিয়ে।
Was this review helpful to you?
or
বই ডন কুইক্সোট নামক একজন কল্পনাপ্রবন মানুষ সম্পর্কিত। তবে অনুবাদেকের ব্যর্থতা কিংবা গল্প শেষ করার ইচ্ছা, জানিনা, তবে অভিযান হিসেবে গল্পটি উত্তেজনাময় নয় এবং আমাকে অনেকাংশে আশাহত করেছে ।