User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
okay
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
onek valo boi
Was this review helpful to you?
or
Very good book
Was this review helpful to you?
or
চমৎকার লিখেছেন
Was this review helpful to you?
or
Just a A1 book for leadership
Was this review helpful to you?
or
need to improve
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটি বই।
Was this review helpful to you?
or
যদিও বই পড়ে লিডার হওয়া যায় না,,, তবে বই পড়লে অনেক অজানা বিষয় জানা যায়, বইটি পড়বো।
Was this review helpful to you?
or
জন সি ম্যাক্সওয়েলের বই মানে অসাধারণ কিছু পাওয়া। আর অনুবাদককেও ধন্যবাদ বইটি অনুবাদ করার জন্য।
Was this review helpful to you?
or
great book for leadership ★★★★★
Was this review helpful to you?
or
undoubtedly, This an overrated piece of book... thanks to author for writing such kind of master piece.. just loved it.
Was this review helpful to you?
or
This book has ten chapters which are enriched with leadership traits, characteristics and instructions. Writer John C Maxwell described many leadership problem those are dorectly involved in our business, politics, corporate even in daily life. Anyone can be leader if he or she practices the rules and traits of leadership. Even a poor boy or girl who has no wealth, but by using their inner integrity, determination, knowledge and passion, they could become great leader. This era is full of competition and uncertainty. Writer mentioned many advices for the businessmen who have been facing challenges and problems in their business. This book specially focus on individual development of leadership. I think this book will be very helpful for both corporate and common people.
Was this review helpful to you?
or
Gooddddddddddddddddddddddddddddddddddddddddd
Was this review helpful to you?
or
বাস্তবমুখী ও কার্যকরী কৌশল ও সূত্র দ্বারা আপনি আপনার নিজের মধ্যে ও অন্যের মধ্যে নেতৃত্ব গঠন করতে পারবেন। বিল গেটস, স্টিভ জবস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, এন্ড্রু কার্নেগি, হেনরি ফোর্ড, জ্যাক মা, রোনালদো, মেসি সহ আরও অনেকেই তাদের স্বপ্ন পূরণ করেছে। এটার একমাত্র কারণ তারা সকলেই নিজেদেরকে তাদের স্বপ্ন পূরণের পথে নেতৃত্ব দিয়েছে। আর যারা নিজেদেরকে নেতৃত্ব দিতে পারে না, তারা কোন কাজেই সফল হয় না।
Was this review helpful to you?
or
Very interesting and helpful book. I could be able to learn many new things by reading this book. Actually a leader is a person who knows the way, can show people the way and will be going towards success along with others. To become a true leader, we have to change and develop ourselves. In this book, there are ten very essential chapters about leadership practising which will be very helpful to us.
Was this review helpful to you?
or
অসাাধারন। বইটিতে ম্যাস্কওয়েল তার নিজের অভিগজ্ঞার আলোকে মূলত কর্পোরেট ক্ষেত্রে কিভাবে নিজেকে এগিয়ে রাখবেন সেটাই আলোচনা করেছে।
Was this review helpful to you?
or
জন.সি ম্যাক্সোয়েল এর বই সম্পর্কে অনেক জেনেছি এবং প্রত্যেকটা তে অনেক কিছুই শেখার আছে।এই বইটি তে মূলত লিডারশীপ নিয়ে আলোচনা করা হয়েছে এবং অনুবাদটিও ভালো।আমার মতে আত্মউন্নয়ন বই হিসেবে দেখলে বইটি অনেক ভালো,কারণ,বইটি আমাদেরকে নেত্বৃত্ব গঠন থেকে শুরু করে কোম্পানি পরিচালনা পর্যন্ত একটি সামগ্রিক ধারণা দিবে।আমার মতে বইটি অন্যান্য বইয়ের চেয়ে অনন্য,তাই মনে করি এসব বই সবার অন্তত পড়া উচিত বা পড়ার চেষ্টা করা উচিত।ধন্যবাদ।
Was this review helpful to you?
or
excellent book
Was this review helpful to you?
or
অনুবাদ অামাকে যথেষ্ঠ অাকর্ষণ করতে পারে নি। শব্দ নির্বাচন দুর্বল মনে হয়েছে। একটা উদাহারণে কক্সবাজার এর কথা অানা হয়েছে যা অামার অনুবাদকের নিজস্ব মত মনে হয়েছে। তাবে বইয়ের মলাট এবং কাগজ বেশ ভাল লেগেছে।
Was this review helpful to you?
or
আমার কাছে ইন্টারেস্ট কম লাগছে, এখনো পড়া হয়নি পুরোটা
Was this review helpful to you?
or
অনুবাদ খুবই সুন্দর এবং সাবলীল। যারা নেতৃত্ব দিতে তাদের অবশ্যই পড়া উচিত।
Was this review helpful to you?
or
বইটি কাদের জন্য? যারা স্বপ্ন দেখে নিজেদের কোম্পানি গড়ার, উদ্যোক্তা হওয়ার, কোন বিষয়ে বাংলাদেশে ও সারা বিশ্বে সুনাম অর্জন করার তাদের জন্য এই বই। অত্যন্ত বাস্তবমুখী ও কার্যকরী কৌশল ও সূত্র দ্বারা আপনি আপনার নিজের মধ্যে ও অন্যের মধ্যে নেতৃত্ব গঠন করতে পারবেন। আর যারা বিভিন কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনা পর্যায়ে আছেন তারা এই বইয়ের জ্ঞান প্রয়োগ করে নিজেদের কোম্পানিকে আরও সাফল্যের প্রতি দৃঢ়পদে নেতৃত্ব দিতে পারবেন।
Was this review helpful to you?
or
ভাল ছিল অনুবাদ । বইটি পড়ে অনেক কিছু শিখেছি । লিডারশীপ বেসিক সবকিছু পাবেন এই বইয়ে ।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ লেখকঃ জন সি. ম্যাক্সওয়েল অনুবাদকঃ ফজলে রাব্বি প্রচ্ছদঃ মাঝি বাঁধন প্রকাশনীঃ সাফল্য প্রকাশনী রকমারি মূল্যঃ ২৮৪ বইটির উৎসর্গ পত্রঃ "জাতির পিতা ও মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান" লেখক প্রসঙ্গঃ জন কেলভিন ম্যাক্সওয়েল (১৯৪৭) একজন আমেরিকান লেখক, বক্তা ও আধ্যাত্মিক উপদেষ্টা। ২০১৪ সালে INC. Magazine জন সি. ম্যাক্সওয়েলকে নেতৃত্ব ও ব্যবস্থাপক বিশেষজ্ঞ রূপে ১ নম্বর উপাধি দেয়। রিভিউ নং- ০৬ঃ 'ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ' বইটি এ পর্যন্ত লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। এই বই নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও বিজনেস উইক-এর বেস্ট সেলার বইয়ের সুখ্যাতি পেয়েছে। ১৮৩ পৃষ্ঠার এই বইটি দশটি অধ্যায়ে বিভক্ত। আমি ব্যবসায় শিক্ষার ছাত্র। নেতৃত্ব বা ব্যবস্থাপনা, পরিচালনা এই বিষয়গুলোর উপরে মোটামুটি ভালোই ধারণা রয়েছে। এই বইটি তাদের জন্য পাঠ্য বই যারা বড় কোনো প্রতিষ্ঠান নিজে চালাতে চান কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা নেই। নেতৃত্ব বিষয়ে কেন জানবেন.? একটা ছোট ঘটনা বলি, একবার এক ব্যবসায়িক সভায় কোম্পানির ব্যবস্থাপক তার বিক্রয়কর্মীদের সাথে আলাপ করছিলেন। তিনি বিক্রয় কর্মীদের ভৎসনা করছিলেন। তিনি বললেন, "আমি আপনাদের অদক্ষ কাজ ও অজুহাত শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। যদি আপনারা আরও বেশি বিক্রয় করতে না পারেন তবে আমি আপনাদের ছাটাই করবো। বাইরে আরো বহু লোক পাওয়া যাবে যারা এই কোম্পানির সাথে কাজ করতে পেরে গর্ব বোধ করবে।" তারপর তিনি একজন নতুন নিয়োগকৃত কর্মীর দিকে তাকালেন। যিনি একজন অবসর প্রাপ্ত ফুটবল খেলোয়াড়। তাকে ব্যবস্থাপক জিজ্ঞেস করলেন, 'জনাব খেলোয়াড়, বলেন তো যদি আপনাদের ফুটবল দল জয়ী না হত তবে কি ঘটত.?" কিছুক্ষণ চুপ থেকে খেলোয়াড়টি জবাব দিলো, "আসলে, যদি পুরো দলেই সমস্যা থাকতো তবে আমরা একজন নতুন কোচ পেতাম।" নেতৃত্ব কোনো জন্মগত ব্যাপার নয়। সময়ের সাথে সাথে ধীরে ধীরে শিখতে হয়, পরিস্থিতি বিবেচনা করতে হয়। ইচ্ছাটাই মূল। আমরা কেন নেতা হতে চাই.? হয়ত আমরা নেতৃত্বের সুবিধা দ্বারা আকর্ষিত বা আমরা এমন একজনকে চিনি যার আচরণ আমরা কপি করতে চাই। তার ব্যক্তিত্বকে আমরা নেতৃত্ব বলতে চাই। আপনি দশ লোককে নেতৃত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন, দশ রকম উত্তর পাবেন। নেতৃত্ব হচ্ছে প্রভাব। এই বইটিতে নেতৃত্ব নিয়ে দশটি অধ্যায়ে বিস্তর আলোচনা করা হয়েছে। কেউ মনযোগ সহকারে একবার পড়লেই নেতৃত্ব সম্বন্ধে ভালো রকম ধারণা ও জীবনে এগুলো কাজে লাগাতে পারবে। নেতৃত্ব সমস্যা সমাধানের পথ বাদলে দেয়। নেতৃত্বে আপনি কতটা কঠোর পরিশ্রম করছেন এটা গুরুত্বপূর্ণ নয়; বরং আপনি কতটা বুদ্ধির সাথে কাজ করছেন তা গুরুত্বপূর্ণ। একজন পুরুষ বললো, সে যদি অনেক বেশি পরিশ্রমের কাজ করে তবে সে ধনী হতে পারবে। সেই পুরুষটির ভাষ্যে গর্ত খোঁড়া সবচেয়ে কঠিন কাজ। তাই সে বাড়ির পেছনে গর্ত খুঁড়বে বলে নির্দিষ্ট করলোম সে ধনী হয়নি, তবে তার কোমরে ব্যাথা আরম্ভ হয়েছে। সে কঠোর পরিশ্রম করেছে কিন্তু সে প্রাধান্য বজায় রেখে কাজ করেনি। এই বইটি পড়লে আপনি খুব সহজেই বুঝতে পারবেন ব্যবস্থাপনার হালচাল। নিজে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন। ব্যবসায় পরিচালনা করতে গেলে কী কী মন মানসিকতা থাকা দরকার, নেতৃত্ব প্রধানের মনোভাব নিয়ে আলোচনা, ব্যবস্থাপনা করার কৌশল সম্পর্কে খুব সহজেই জানতে পারবেন এই বইটি থেকে। যারা ভাবছেন ব্যবসায়ী হবেন কিন্তু কোনো গাইডলাইন পাচ্ছেন না, তাদের জন্য বইটি পাঠ্যবই স্বরূপ। আর সবচেয়ে বড় কথা, বইটি সংগ্রহে রাখার মত একটি বই। অনুবাদ ভালোর চেয়েও ভালো হয়েছে। এখনই সংগ্রহ করে ফেলুন বইটি... নিজ আত্ম উন্নয়নে নিজেই সহায়তা করুন। জন সি. ম্যাক্সওয়েল এর প্রতিটি বই খুবই বিশ্লেষণমূলক যা একজন পাঠককে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। আজ পর্যন্ত বিশ্বে যত বড় বড় প্রভাবশালী নেতা এসেছেন তাঁরা সকলেই নিজেদেরে মধ্যে নেতৃত্বের গুণাবলি গঠন করেছেন, এটাই চিরন্তন সত্য। ব্যক্তিগত রেটিংঃ ৪.৫/৫ হেপি রিডিং :)
Was this review helpful to you?
or
একটি কোম্পানি পরিচালনার জন্য দরকার দক্ষ নেতৃত্ব। আর সেই নেতৃত্ব থাকতে হবে কোম্পানির প্রধান কর্মচারীদের মধ্যে। এই বইটি এমনি একটি বই যা কোম্পানির প্রধান কর্তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলিকে আরও সমৃদ্ধ করবে।একটি কোম্পানি পরিচালনার জন্য দরকার দক্ষ নেতৃত্ব। আর সেই নেতৃত্ব থাকতে হবে কোম্পানির প্রধান কর্মচারীদের মধ্যে। এই বইটি এমনি একটি বই যা কোম্পানির প্রধান কর্তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলিকে আরও সমৃদ্ধ করবে।
Was this review helpful to you?
or
প্রবাদ আছে – ঘোড়াকে জোর করে পানিতে নামোনে যায়, পানি পান করানো যায়না । নেতৃত্ব ব্যাপারটি ঠিক তাই। আপনি কি নিজেকে নেতৃত্ব জায়গায় নিয়ে যেতে চান তবে এই বইটি( ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ) হতে পারে আপনার জন্য দিক নির্দেশক ।
Was this review helpful to you?
or
সংগঠন পরিচালনা করার জন্য নেতৃত্ব অনেক দরকার। এজন্য আগে সংগঠকের নিজের মধ্যে নেতৃত্ব গঠন করতে হবে, তারপরেই সে সফলভাবে একটি সংগঠনকে নেতৃত্ব দিতে পারবে।
Was this review helpful to you?
or
আমি এই বইটিকে পাঁচ এ পাঁচ দিব এর সাবলীল ভাষা আর গুনগত মানের কারণে। ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ বইটিতে লেখক জন সি. ম্যাক্সওয়েল মূল বিষয়গুলি একের পর এক বোঝানোর জন্যে ব্যবহারিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করেছেন। নেতৃত্বের বিষয়ে আমি বেশ কয়েকটি বই পড়েছি, বেশিরভাগই উচ্চমানের। এই বইটি সম্পর্কে আমাকে যে বিষয়টি আমাকে প্রভাবিত করেছে তা হ'ল প্রায় প্রতিটি নীতিই ব্যবহারিক উদাহরণ সাথে দেয়া, যা এটিকে হজমযোগ্য এবং আরও সাধারণভাবে বোধগম্য করে তোলে। জন সি. ম্যাক্সওয়েল এই বই এ লিডারশিপ নিয়ে অসাধারণ বাস্তব কিছু উদাহারণ তুলে ধরেছেন যা তিনি তাঁর নিজের জীবন থেকে শিখেছেন। এই গল্পগুলি যে কাউকে লিডারশিপ নিয়ে তাদের নিজস্ব ব্যক্তিগত পরিস্থিতি এবং এমনকি কীভাবে সেগুলি সমাধান করতে পারবেন তা বুঝতে সহায়তা করবে। প্রতিটি অধ্যায়ে কমপক্ষে কয়েকটি মূল্যবান উদাহারণরয়েছে এবং আমার প্রিয় অধ্যায়গুলি হল অগ্রাধিকার, পরিবর্তন, সমস্যা সমাধান এবং দৃষ্টিভঙ্গি। আপনি যদি মহান নেতা হতে চান তবে এই বইটি পড়ুন এবং এর বার্তাগুলির অনুশীলন করতে কোনও সময় নষ্ট করবেন না। আমি আপনার গ্রন্থাগারে এই বইটি যুক্ত করতে উত্সাহিত করব!
Was this review helpful to you?
or
বই আমাদের আলোকিত করে, পথ দেখায়। একটি বই মানে একজন মানুষের বহু বছরের অভিজ্ঞতা। যা একজন পাঠক খুব সহজেই অনুভব করতে পারে ও তার নিজের জীবনে কাজে লাগাতে পারে। এমনই একটি বই ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ। বইটি আমার কাজে লেগেছে। আশা করি আপনাদেরও উপকারে আসবে।
Was this review helpful to you?
or
জন সি. ম্যাক্সওয়েল এর প্রতিটি বই খুবই বাস্তব উদাহরণ ও বিশ্লেষণমূলক যা একজন পাঠককে যুগপোযুগী সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
Was this review helpful to you?
or
লেখক জন সি. ম্যাক্সওয়েল তার ৫০ বছরের বাস্তব অভিজ্ঞতা খুব দারুণ ভাবে তুলে ধরেছেন। তার বইটি অসাধারণ ভাবে ও সাবলীলভাবে বাংলায় অনুবাদ করেছেন ফজলে রাব্বি। বইটি পাঠ করে বেশ ভালো লাগলো। এ ধরনের আরও বই চাই।
Was this review helpful to you?
or
এটি বাংলাদেশের প্রথম বই যা নেতৃত্ব বিষয়ক। একটি কোম্পানি বা সংগঠন চালানোর জন্য একজন মানুষকে কিভাবে নিজের মধ্যে নেতৃত্ব গঠন করতে হয় তা সম্বন্ধে খুব চমৎকার ভাবে বর্ণনা রয়েছে।
Was this review helpful to you?
or
নেতৃত্ব দেওয়া হচ্ছে একটি কৌশলগত ব্যাপার। ঠিক কৌশলগুলো জানা থাকলে ও কেউ যদি নিজের জীবনে কৌশলগুলো ঠিক মতন প্রয়োগ করে তবে খুব সহজেই সে তার জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবে। এই কৌশল সম্বন্ধে খুব সহজ ভাষায় বইয়ে বর্ণনা করা হয়েছে। যেকেউ এগুলো আয়ত্ত করতে পারবে।
Was this review helpful to you?
or
বইয়ে যেসব বাস্তব উদাহরণ ও বিশ্লেষণ দেওয়া হয়েছে তা খুবই যুগপোযুগী। বর্তমান সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ধরনের বাস্তবে কাজে লাগানো যায় - এমন আরও বই চাই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। একটি কোম্পানিকে সাফল্যের চুড়ায় পৌঁছাতে বইয়ের নির্দেশনাগুলো খুবই বাস্তবসম্মত। যেকোন কোম্পানির পরিচালকবৃন্দ ও ব্যবস্থাপকদের এই বই আরও বহুদূর দেখার সুযোগ দিবে। তাদের দূরদর্শিতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি করবে। দোয়া করি এই বইটি সকল মানুষের কাজে লাগুক।
Was this review helpful to you?
or
আমার এক বন্ধু আমাকে বইটি পড়তে দিয়েছে। বইটি এক নিশ্বাসে পাঠ করলাম। অসাধারণ! অনেককিছু শিখেছি, যা আগে হয়ত পরিষ্কার ছিলাম না। এখন আমি আগের থেকে আরও ভালোভাবে নিজের কোম্পানি চালাতে পারবো। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
নেতৃত্ব গঠন করা যায়। এটা হঠাৎ উদয় হয় না। আজ পর্যন্ত বিশ্বের যত বড় বড় প্রভাবশালী নেতা এসছেে তারা সকলেই নিজেদেরে মধ্যে নেতৃত্বের গুণাবলি গঠন করেছে। লেখক জন সি. ম্যাক্সওয়েল আমেরিকা সহ বিশ্বের বহু দেশের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের পর্যবেক্ষণ করেছেন। গত ৫০ বছর যাবৎ তিনি নেতৃত্ব বিষয়ক ব্লগ ও বই লিখেছেন, বক্তব্য ও প্রশিক্ষণ দিয়েছেন। সারা বিশ্বের আশিটি দেশে নেতৃত্বের প্রশিক্ষণ দিয়েছেন। ২৪,০০০ লোককে প্রশিক্ষণ দিয়েছেন যারা সারা বিশ্বের নামকরা কোম্পানির নেতৃত্বে আছেন। তাঁর বিগত পঞ্চাশ বছরের সঞ্চিত জ্ঞান পাবেন এই বইয়ে। আজই আপনার বাস্তব জীবনে এই জ্ঞান কাজে লাগান ও আপনার স্বপ্ন পূরণের পথে নেতৃত্ব দিন।