User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমি দ্য হোস্ট বইটা বাংলা অনুবাদ পড়িনি। প্রথমেই এটার যে ইংরেজি কপি নীলক্ষেতে এসেছে আমি সেটাই সংগ্রহ করে পড়েছি এবং পড়ার পরে স্বীকার করতে বাধ্য হয়েছি, স্টেফানি মেয়ার জানেন কিভাবে মনোযোগ টেনে রাখতে হয়। যেহেতু বাংলাটা পড়িনি, আমি সঠিক বলতে পারছি না অনুবাদক স্টেফানি মেয়ারের ম্যাজিক কতখানি বাংলায় নিয়ে আসতে পেরেছেন। এটা একটা এলিয়েন ইনভেশনের গল্প। কিন্তু আমরা যেভাবে ধ্বংসযজ্ঞের মাধ্যমে এলিয়েনদের আগমন দেখি, এখানে সেটা ঠিক সেভাবে হয়নি। এই এলিয়েনরা বেচে থাকার জন্য কোন না কোন হোস্ট বা পোষক শরীরের উপরে নির্ভরশীল। তারা চুপিসারে এসেছে, এক এক করে মানব শরীর দখল করে নিয়েছে, এক এক করে সমাজের গুরুত্বপুর্ণ অবস্থানে থাকা মানুষদের দখল করে নিয়েছে এবং ফাইনালি একদিন বিনা রক্তপাতেই পুরো পৃথিবী দখল করে নিয়েছে। এই গল্প একজন এলিয়েন এর। কিভাবে সে মানবীয় শরীরে আশ্রয় নেবার পরে একটা সময়ে মানবীয় আবেগে ভেসে যায়, কিভাবে সে অন্ধভাবে তার মানবীয় শরীরের পুর্ববর্তী জীবনের মানুষদের ভালবেসে ফেলে, কিভাবে সে সবকিছু ছেড়ে দিয়ে নিজের জীবনের ঝুকি নিয়ে তাদের সাথে একবার হলেও দেখা করতে যায়। এরপরে কাহিনী কিভাবে এগিয়েছে সেটা বলতে চাই না। পড়ে নেবেন। অনুরাধ থাকবে সরাসরি ইংরেজিটাই পড়তে যদি সম্ভব হয়। এই বইটি এক অর্থে আসলে চটকদার থ্রিলার। কিন্তু স্টেফানি মেয়ার তার মাঝেই যেভাবে ফিলোসফি এনেছেন, মানুষের অবস্থান দেখিয়েছেন, মানুষ কতখানি কি হতে পারে আর কি হতে পারতো অথবা কি হয়েছে, সেটা দেখাবার চেষ্টা করেছেন সেটা নি:সন্দেহে প্রশংশার দাবিদার। বলব না তিনি মানুষকে ছোট করেছেন, যদিও বইটি পড়তে গেলে বার বার এটাই মনে হবে। বলব তিনি মানুষকে দেখাবার চেষ্টা করেছেন মানুষ আরও কতখানি উন্নত হতে পারতো অথবা এখনও পারে। যাই হোক, পড়ে নেবেন। আমি বইটা তিনবার পড়েছি এবং তিনবারই শেষে এসে চোখের জল ফেলেছি। গেস করছি এটাই লেখিকার স্বার্থকতা।