User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
Very informative book
Was this review helpful to you?
or
ধন্যবাদ
Was this review helpful to you?
or
ooowwooewe
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
very good delivery & very good books.. thank u rokomari.
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
great..
Was this review helpful to you?
or
মাইন ক্যাম্ফ’ বইটি প্রথম ১৯২৫ সালে, হিটলার ক্ষমতায় আসার আট বছর আগে প্রকাশিত হয়েছিল। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনী পরাজিত হওয়ার পর বইটিকে নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে বইটির স্বত্ত্ব তুলে দেওয়া হয় বাভারিয়া রাজ্যের হাতে। কিন্তু জার্মান কেন্দ্রীয় আইন অনুযায়ী, প্রকাশনার স্বত্ত্ব ৭০ বছর পর্যন্ত টিকে থাকে। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন যে কারণে তাকে জেল খাটতে হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে মোহনীয় বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ, ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্র বিরোধিতা ছড়াতে থাকেন। এভাবেই এক সময় জনপ্রিয় নেতায় পরিণত হন। নাৎসিরা তাদের বিরোধী পক্ষের অনেককেই হত্যা করেছিল, রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজিয়েছিল, সামরিক বাহিনীকে নতুন নতুন সব অস্ত্রশস্ত্রে সজ্জিত করেছিল এবং সর্বোপরি একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদী একনায়কত্ব প্রতিষ্ঠা করেছিল। হিটলার এমন একটি বৈদেশিক নীতি গ্রহণ করেন যাতে সকল “লেবেনস্রাউম” (জীবন্ত অঞ্চল) দখল করে নেয়ার কথা বলা হয়। ১৯৩৯ সালে জার্মানরা পোল্যান্ড অধিকার করে এবং ফলশ্রুতিতে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এভাবেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
Was this review helpful to you?
or
অসাধারণ, রাজনীতি ও লিডারশীপ নিয়ে ভালো বলছেন,। আবার , ইহুদির বিভিন্ন প্রকার রাজনৈতিক চাল ও কি তা বোঝানো হয়েছে।
Was this review helpful to you?
or
হিটলারকে জানার জন্য ভাল একটা বই। প্রত্যেকটা ঘটনার পেছনে ঘটনা থাকে, এই বই পড়লে বুঝতে পরবেন কেন সে ইহুদী জাতীর প্রতি এতটা ক্ষ্রিপ্ত ছিল। যদিও গনহত্যা কখনো সমর্থনযোগ্য নয়। এছাড়া তার নেতৃত্ব গুন সম্পর্কে স্পষ্ট ধারনা পাওয়া যায় এ বই থেকে।
Was this review helpful to you?
or
like this
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অনেক ইনফরমেশন মিসিং আছে আর বাইন্ডিং টা ভালো ছিল না
Was this review helpful to you?
or
দানবটাকে বোঝার জন্য এই বইটাই যথেষ্ট!সাধারণ মানুষের মনের মধ্যে কিভাবে বিষ ঢুকিয়ে দিতে হয় তার জলজ্যান্ত প্রমাণ এই বিষের বই। বইটা পড়ার সময় অবশ্যই সেটাকে বিশ্লেষণের ক্ষমতা পাঠকের থাকতে হবে। তা না হলে হিটলারের বিষাক্ত মন বুঝে ওঠা অসম্ভব হয়ে যাবে। পরিশেষে একটা কথাই বলতে চাই, এই বই সেই পাঠকেরই পড়া উচিত যে কিনা কোন কিছু শোনা মাত্রই অন্ধ মনে সেটাকে বিশ্বাস করে নেয় , বরঞ্চ যার কোন তথ্য বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে।
Was this review helpful to you?
or
সংগ্রাম যারা ভালোবাসে তাদের জন্য এই বই। মুখের কথায় যত লোকে কাজ করানো যায়, লেখার মাধ্যামে তা সম্ভব নয়। সকল সংগ্রাম হয়েছে মহৎ বক্তার বক্তৃতা হতে। লেখার মাধ্যমে নয়। ভনিতার বিরুদ্দে লেখা এক শক্তিশালী হাতিয়ার।
Was this review helpful to you?
or
সংগ্রহে রাখার মত।
Was this review helpful to you?
or
বইটার মূল বক্তব্য হিটলারের জীবনী সংক্রান্ত, তবে বইটা পড়ার সময় আমার কাছে অনুবাদকের অনুবাদটি অনেক কঠিন মনে হয়েছে। তাছাড়া কোথাও কোথাও ভূল বানান ও রয়েছে।
Was this review helpful to you?
or
জার্মান একনায়ক হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ । বিশ্বের বিভিন্ন ভাষায় এই বইটি অনূদিতও হয়েছে ।বইটি মূলত জার্মান ভাষায় লেখা হয়েছে । ১৯২৫ সালে এই নাৎসি নেতা যখন রাজনৈতিক কারণে জেলে বন্দি ছিলেন তখনই জেলে বসে এই বইটি লেখার অনুপ্রেরণা পান । এই বইয়ে হিটলার তাঁর জীবনের কাহিনী তুলে ধরেন । ছোটবেলার দুঃখ-দুর্দশার চিত্র "মাইন ক্যাম্ফ" বইয়ে ফুটে উঠেছে । রাজনীতি নিয়ে হিটলারের নিজস্ব চিন্তাচেতনা এই বইয়ের মূল আলোচ্য বিষয় । ইহুদিবাদের বিরুদ্ধে সোচ্চার হিটলার ইহুদিদের বিরুদ্ধে সংগ্রামের কথাই তাঁর লেখায় তুলে ধরেন । হিটলারের শাসনামলে এই বই পড়া জার্মানদের জন্য আবশ্যক ছিল । তাছাড়া এই বই ই হিটলারের শাসনের মূল ভিত্তি ছিল । উগ্রবাদের কারণে বিভিন্ন দেশ এই বই নিষিদ্ধ করেছে ।