User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ বই মন থেকে ভালোবেসেফেলেছি এই বই গুলো
Was this review helpful to you?
or
Amazing! Before starting this, one needs to have a strong foundation in Theoretical Physics. Again, one who feels he / she knows too much should encounter with this book ^_^ Happy Reading!
Was this review helpful to you?
or
স্টিফেন হকিং আমার বেশ পছন্দের একজন বিজ্ঞান লেখক। যখন কোন জটিল বিষয়ে মাথা নষ্ট হতে চায়, তখন আমি তার কোন একটা বই পড়া শুরু করি, এবং একটু পরেই বুঝতে পারি যে এই বইটা আমার জটিলতা থেকেও বেশি জটিল, সুতরাং আমার ব্যক্তিগত বিষয়টা নিয়ে বেশি দুশ্চিন্তা করে কাজ নেই! স্পেস সায়েন্স আমার একটি পছন্দের সাবজেক্ট, তাই সুযোগ পেলেই এর উপরে হালকা, পপুলার সাইন্স টাইপ কোন বই পড়ে নেবার চেষ্টা করি আমি। আমি গনিতে কাঁচা, তাই সলিড গনিত এবং সমীকরণ টাইপের বিজ্ঞান বই এড়িয়ে যাবার চেষ্টা করি। স্পেস সায়েন্স এর মাঝে ব্লাকহোল এবং মহাবিশ্বের শুরু তথা বিগব্যাং এর উপরে আমার একটা ফ্যাসিনেশন আছে। ব্ল্যাকহোল জিনিসটাকে আমার ভীষণ রহস্যময় কিছু একটা মনে হয়, তাই যখন হকিং এর এই বইটা হাতে পেলাম, এক চান্সে পুরোটা পড়ে ফেলবার একটা দুঃসাহস করে ফেললাম। তেমন কিছু বুঝিনি এটা সত্য, হকিং এর বই আমি একবারে বুঝতে পারার মত ক্ষমতা থাকলে এতদিনে ক্যালটেক বা অন্যকোথাও বসে থাকতাম। তবে বেশ চমৎকার কিছূ জিনিস এর ধারনা পেয়েছি। হকিং এই বইতে ব্ল্যাকহোল এর সৃষ্টি, তার আচরণ, তার কার্যক্রম এবং একসময় তার পরিনতি কি হবে তা নিয়ে আলোচনা করেছেন। আপনি কি জানেন এই ব্র্যাকহোল এক সময় মহাবিশ্বের ধ্বংসের কারণ হবে? অন্তত হকিং তাই মনে করেন। আপনি কি জানেন, প্রত্যেকটি গ্যলাক্সী এর কেন্দ্রবিন্দুতে একটি করে সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল আছে? এটা প্রমাণিত ফ্যাক্ট। হকিং মনে করেন, এই ব্ল্যাকহোলগুলো যে সবসময় ধ্বংস করে তা নয়, এরা সম্ভবত নিজেদের ভেতরে বাচ্চা ইউনিভার্স এর জন্ম দেয়। হয়ত প্রত্যেকটি ব্ল্যাকহোল একেকটি ছোট মিনিয়েচারাইড ইউনিভার্স। এই ধারনার উপরে ভিত্তি করে একটি চিন্তা মাথায় আসে, আমাদের ইউনিভার্সটি কোন বিশাল ব্ল্যাকহোল এর পেটের ভেতরে নয়ত? হলে কি করবেন আপনি? না হলেই বা কি করবেন? সে পরে হবে, আপনি যদি বিজ্ঞান মনস্ক মানুষ হয়ে থাকেন, মাঝে মাঝে মনটাকে নিজের ঝামেলা থেকে দুরে সরিয়ে নেবার জন্যে এই বইটা ট্রাই করে দেখতে পারেন।