User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এখানে ২টি উপন্যাস ও ৩টি ছোট গল্প রয়েছে। ১) বিপদ সংকেত (সেবা প্রকাশনী থেকে প্রকাশিত আগাথা খ্রিষ্টির মাথা ঘোরানো উপন্যাস ফাঁদ) ২) দুষ্টচক্র ( সেবা প্রকাশনী থেকে প্রকাশিত ড্রাগস) ৩) তিন রোমাঞ্চ ( চমৎকার ৩টি ছোট গল্পের সমাহার) মোট পৃষ্ঠা সংখ্যা = ২৫৬। মূল্য = ৩০০/-
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্যের এক প্রবাদ পুরুষ রকিব হাসান। কিশোর বয়সী পাঠকদের কাছে তিনি তুমুল জনপ্রিয়। আর তিনিও মূলত কিশোর বয়সীদের জন্যই লিখে গেছেন জীবনভর। তিন গোয়েন্দার মত বিখ্যাত সিরিজের পাশাপাশি কিশোরদের জন্য আরও কয়েকটি রহস্যনির্ভর সিরিজ প্রণয়ন করেছেন তিনি। সেগুলোরই একটি 'কিশোর ক্লাব'। লেখকের অন্যান্য সিরিজের মত এই সিরিজে কোন নির্দিষ্ট বা কেন্দ্রীয় চরিত্র নেই। একক উপন্যাসের মত আঙ্গিক গঠন প্রতিটি উপন্যাসের এবং সেই উপন্যাসের চরিত্ররাই ভেদ করে রহস্যের জাল। 'বিপদ সংকেত' এই কিশোর ক্লাব সিরিজেরই একটা রহস্যোপন্যাস। সেবা প্রকাশনী থেকে রকিব হাসান আগাথা ক্রিস্টির একটি উপন্যাসকে 'ফাঁদ' শিরোনামে অনুবাদ করেছিলেন। সেই ফাঁদের কাহিনীকেই বাংলাদেশী প্রেক্ষাপটে তুলে ধরেছেন তিনি 'বিপদ সংকেত' উপন্যাসের মাধ্যমে। এই উপন্যাসে দেখা যাবে সারিতা ও আতোয়ার নামের তরুণ এক দম্পতি বান্দরবানের এক পুরনো জমিদারবাড়িকে গেস্ট হাউজে পরিণত করে নতুন ব্যবসা শুরু করেছে। গেস্ট হাউজে থাকতেই একে একে আস্তে শুরু করে নানা শ্রেনী-পেশা-বয়স-স্বভাবের কয়েকজন গেস্ট। প্রতিটি চরিত্রই স্বতন্ত্র এবং তাদেরকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন লেখক যা পাঠককে বেশ সাহায্য করবে কাহিনীর গভীরে পৌঁছাতে। যাইহোক, গেস্ট হাউজে গেস্ট আসা এবং তাদের বিচিত্র কর্মকান্ডের পাশাপাশি আরও দুইটি ঘটনা ঘটতে থাকে। এক. সাফিয়া নামের এক মহিলা চট্টগ্রামে নিজের ঘর থেকে খুন হয়ে যায়। দুই. বান্দরবানে মাঘ মাসের হাড়কাঁপানো শীতের মাঝেই শুরু হয় নিম্নচাপ আর তার ফলে আবহাওয়া উত্তাল হয়ে ওঠে। একসময় প্রচন্ড ঝড় শুরু হলে গেস্ট হাউজে আটকা পড়ে গেস্ট হাউজের মালিক ও গেস্টরা। এরই মধ্যে হারুন নামধারী পুলিশের সাব ইনস্পেক্টর এসে হাজির হয় গেস্ট হাউজে। সারিতা আর আতোয়ারকে শোনায় এক অদ্ভুত গল্প। চট্টগ্রামে সাফিয়া হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তি এই মুহুর্তে অবস্থান করছে গেস্ট হাউজে এবং এখানেই রয়েছে তার দ্বিতীয় শিকার। এই কথা হারুন খুলে বলে বাকি গেস্টদেরও। কেউ তার কথা বিশ্বাস করে না বরং বিচিত্র আচরণ শুরু করে। কিন্তু সবার টনক নড়ে যখন গেস্টদের মধ্যে একজন খুন হয়ে যায়। হারুন জানাল, এই খুনই নাকি শেষ নয়। আরও একটা খুনও নাকি হতে থাকে। এমন পরিস্থিতিতে এক অজানা আশংকায় পেয়ে বসে সবাইকে। সবাই একজন অন্যজনকে সন্দেহ করতে থাকে। তখন হারুন এক ছেলেমানুষি খেলা শুরু করে। ফাঁদ পাততে থাকে সে অপরাধীকে ধরার নাম করে। কিন্তু শেষ পর্যন্ত সেই ফাঁদে পা দেবে কে? খুনি নিজে নাকি খুনির তৃতীয় শিকার? এই প্রশ্নের জবাব পাওয়া যাবে 'বিপদ সংকেত' হতে। উপন্যাসের একদিকে যেমন আছে টানটান উত্তেজনা অন্যদিকে রয়েছে রোমহর্ষক ঘটনাপ্রবাহের অতি সাবলীল বর্ণনা যা পাঠককে সাহায্য করবে কাহিনীর সাথে একাত্ম হতে। এই উপন্যাসের শুরু থেকেই অদৃশ্য চরিত্র হিসেবে অন্য চরিত্রদের মধ্য থেকে আসল অপরাধীকে খোঁজার সুযোগ পাবে পাঠক। উপন্যাসের প্রথম দিকে একজনকেই মনে হচ্ছিল আসল খুনি কিন্তু উপন্যাসের মাঝপথে এত নতুন নতুন টুইস্ট আসে যে কাহিনী একদম ইউটার্ন নেয়। তাই তো উপন্যাসের ক্লাইম্যাক্সে এসে চমকে উঠতে হবে পাঠককে। পাশাপাশি তারা পাবে অসাধারণ একটি রহস্যোপন্যাসের স্বাদ। আমার কাছে তো মনে হয়েছে, 'বিপদ সংকেত' উপন্যাসটি তিন গোয়েন্দা সিরিজের প্রথম দিককার উপন্যাসগুলোর চাইতে কোন অংশে কম নয়। এখন অন্য পাঠকরাও উপন্যাসটি পড়ে মিলিয়ে নিতে পারেন আমার ধারণার সাথে তাদের ধারণা কতখানি সামঞ্জস্যপূর্ণ।